নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু জিরাইয়া (রেস্ট লইয়া) যান !!!!!!

মুক্তির গান আবার শোনাতে চাই !!

ভুদাই আমি

আমি সোনার বাংলার ১৬ কোটি ভুদাইদের একজন

ভুদাই আমি › বিস্তারিত পোস্টঃ

হ্যাঁ, আমি নাস্তিক, আমি বিধর্মী। আমি তবুও রাজাকারদের ফাঁসি চাই। আমি নাস্তিকই হতে চাই।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:২০

আমি ব্লগ লিখার চেয়ে পড়তে ভালবাসি। তবুও মাঝে মাঝে হ য ব র ল লিখে থাকি। নিজেকে ব্লগার হিসেবে জাহির না করলেও মনে প্রাণে স্বীকার করি যে আমি একজন ব্লগার। তার চেয়েও বড় পরিচয় আমি এ দেশের একজন নাগরিক। তার চেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান। আল্লাহর রহমতে নামাজ রোজা করি। কুরআন হাদিস চর্চা করি সাধ্যমত।



আজ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে “হেফাজতে ইসলাম” নামের একটি বিশেষ সংগঠন ঢালাওভাবে ব্লগারদেরকে নাস্তিক বিধর্মী বলে অপবাদ দিচ্ছে। আমি নিজেও শাহবাগের আন্দোলনের সাথে একমত ছিলাম, আছি এবং থাকবো। আমি একজন ব্লগার। আমি এক আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু কেন আমি নাস্তিক হলাম? কিভাবে?



এখানেই শেষ নয়। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী আবার আমাদের নাস্তিক বিধর্মী বলে যে অপবাদ দিলেন, তা আবারো আমাকে ব্যাথিত করলো।



ব্লগে দু-চার জন যে নাস্তিক নাই তা বলছি না। তবে ঐ দু-চার জনের জন্য ৯৮ ভাগ ব্লগারদের আপনারা নাস্তিক বলে অপবাদ দিতে পারেন না। আর আপনারা যারা ইসলামের হেফাজতের জন্য চিল্লাপাল্লা করেছেন, নিজেদের একমাত্র ইসলামের ধারক আর বাহক বলে জাহির করছেন তারা বলেন- ইসলামের কোথায় মিথ্যা অপবাদ দেওয়ার অধিকার দেওয়া আছে?



ব্লগ লেখা যদি নাস্তিকতা হয়, আল্লাহকে বিশ্বাস করা যদি নাস্তিকতা হয়, নামাজ পড়া যদি নাস্তিকতা হয়, রাজাকারদের ফাঁসি চাওয়া যদি নাস্তিকতা হয়, অপরাধীর বিচার চাওয়া যদি নাস্তিকতা হয়, তবে আমি নাস্তিকই হতে চাই। নাস্তিকই থাকতে চাই।





আপনাদের মতো আস্তিক হয়ে অন্য ধর্মালম্বীদের আক্রমন করতে চাই না। হরতাল দিয়ে মানুষের ভোগান্তি করতে চাই না। মানুষকে কুপিয়ে হত্যা করতে চাই না।



আপনারা এতো নীতিবান তো নিজের পাপী কর্মীদের বাচাতে ঐ খ্রিষ্টান বিধর্মী হোয়াইট হাউজে কেন পিটিশন খুললেন? হোয়াইট হাউজ আপনাদের কোন স্বচ্ছতার জন্য পিটিশন ডিলিট করে দিল??



আমি নাস্তিকই থাকবো। শাহবাগে যাবো। ৭১ এ ভাই হত্যার বিচার চাইবো। ৭১ এ বাবা হারানোর বিচার চাইবো। রাজাকারের ফাঁসি চাইবোই।



আপনারা কি চান জানাবেন।।

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১০

নষ্ট ছেলে বলেছেন: হেফাজতে ইসলাম ঢালাও অপবাদ দিচ্ছে নাকি মিডিয়া তাদের বক্তব্য ঢালাও ভাবে উপস্থাপন করছে সেটাও ভাবার বিষয়!
মিডিয়া যেভাবে দাড়ি-টুপি দেখলে জামাতি আর জঙ্গি ট্যাগ দিচ্ছে সেখানে এমন খবর ঢালাও ভাবে দেওয়া অসম্ভব না।

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০০

ভুদাই আমি বলেছেন: অসম্ভব কিছুই না।।

২| ১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৮

ফকির সাইঁ বলেছেন: অবাক হওয়া ব হু ত কাল আগেই ছেড়ে দিয়েছি ! হেফাজতে ইসলাম এতো ইমপরটেনস দেয়ার কিছু নাই, যারা রাজনিতি করে তারা দিক......

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০০

ভুদাই আমি বলেছেন: ঠিকই বলেছেন।।

৩| ১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৬

রিজভি মাহমুদ বলেছেন: সহমত

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৬

ভুদাই আমি বলেছেন: ধন্যবাদ।।

৪| ১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫৩

মাসুম মিয়া বলেছেন: কথিত হেফাযতে ইসলাম, জামাতে ইসলামসহ যত কথিত ইসলামী দল ব্লগার বলতেই নাস্তিক বলে চিল্লা চিল্লি করছে তারা আসলে ব্লগ কি সেটাই জানেনা। মাথা মোটা এ হজুরগুলা ইন্টারনেট সম্পর্কেও কতটা ধারণা রাখে তাও সন্দেহ আছে। তাহলে এরা কি চায়? আমি মনে করি, এরা চায় রাজনৈতিক মাঠ গরম করে নিজেদের একটু জাহির করতে। যাতে জামাত নিষিদ্ধ হলে পরবর্তী ‘ইসলামী’ দল হিসেবে তারা হাত উঠানোর সুযোগ পায়। এখন আন্দোলন করার আর কোন বাহানা পাচ্ছেনা তাই ব্লগার বলতেই সব নাস্তিক মনে করে অন্ধের হাতি দেখার মতো আবোল তাবোল বকা শুরু করছে।

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

ভুদাই আমি বলেছেন: সহমত।।

৫| ১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৮

কামরুল হাসান শািহ বলেছেন: যদি আমার ভুল না হয় তবে আমি শুনছলাম হেফাজতে ইসলাম এর নেতারা দুইদিন আগে বলছে তারা শহবাগ বা ব্লগারদের বিপক্ষে না। তার চায় শুধু নাস্তিকদের বিচার হোক

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১০

ভুদাই আমি বলেছেন: ভাই, ইসলামে মানার যতটুকো আছে তার চেয়ে বেশি আছে প্রতিষ্ঠা করার। আমরা কেমন এত বড় আলেম যে দেশের দু একটা নাস্তিকদের আলোর পথে আনতে পারছি না?


ইসলাম কি বলে নাস্তিকদের হত্যা করতে?

তাহলে কি তায়েফবাসীদের সেদিন হত্যা করা হয়েছিল??

৬| ১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৩

বাংলার হাসান বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: হেফাজতে ইসলাম ঢালাও অপবাদ দিচ্ছে নাকি মিডিয়া তাদের বক্তব্য ঢালাও ভাবে উপস্থাপন করছে সেটাও ভাবার বিষয়!
মিডিয়া যেভাবে দাড়ি-টুপি দেখলে জামাতি আর জঙ্গি ট্যাগ দিচ্ছে সেখানে এমন খবর ঢালাও ভাবে দেওয়া অসম্ভব না।

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১১

ভুদাই আমি বলেছেন: লেখক বলেছেন: অসম্ভব কিছুই না।।

৭| ১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১৭

মরু বালক বলেছেন:



এভাবে অনেকে ধর্মান্ধ হচ্ছে !!!

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১১

ভুদাই আমি বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।।

৮| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১২

আমরা তোমাদের ভুলব না বলেছেন: কামরুল হাসান শািহ বলেছেন: যদি আমার ভুল না হয় তবে আমি শুনছলাম হেফাজতে ইসলাম এর নেতারা দুইদিন আগে বলছে তারা শহবাগ বা ব্লগারদের বিপক্ষে না। তার চায় শুধু নাস্তিকদের বিচার হোক

Click This Link

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২১

ভুদাই আমি বলেছেন: পড়লাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।


তবে এদের পিছনের দৃশ্যগুলো খুটিয়ে খুটিয়ে দেখা দরকার। এরা কেন রাজাকারদের বিচারের পরিপন্থি?

৯| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩১

আমরা তোমাদের ভুলব না বলেছেন: ভাই, আমি উদাহরন স্বরুপ একটা কমেন্ট করলাম, তাই সহ্য করতে পারলেন না, মুছে দিলেন, আর নাস্তিকরা (!!!!!!!! ইসলাম বিদ্বেষীরা) যেভাবে ইসলাম/নবী/আল্লাহকে নিয়ে কটুক্তি করে/করছে, তার জন্য আমার/আপনার মত মুখোষধারী মুসলিম এর গায়ে না লাগলে ও সত্যিকারের মুসলিম চুপ করে থাকতে পারে না।

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

ভুদাই আমি বলেছেন: ভাই, যারা নাস্তিক তারা তো আপনার বাড়িতে গিয়ে মাইক দিয়ে নাস্তিকতা ঘোষনা করছে না। তারা তাদের ব্লগের একাউন্টে নিজের পেজে লিখছে। তাদের পেজ ভিজিট না করলেই তো হয়। তাদের করা কমেন্ট ডিলিট করে দিলেই তো হয়।


শুনেছি এই বটগাছে নাকি ভুত থাকে। তাই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু বাকা চোখে চেয়ে দেখি কিছু দেখা যায় কিনা। আমরা এমন ঈমানদার।।

১০| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

দিশার বলেছেন: ভাই আপনে আপনার ব্লগ য়ে কিছু লিকলে ঐটা তাদের সুক্ষ ধর্ম্নুভুতিতে আঘাত লাগে, যখন খুব সহজে ঐটা তারা না পড়তে / দেখতে পারে। কিন্তু তিনরা মাইক বাজায়ে ওয়াজ করলে বা পূজা করলে তখন আমাদের কিসু যায় আসে না কারণ আমাদের অনুভুতি নাই ! হাহা

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

ভুদাই আমি বলেছেন: হা হা হা .....................


খালি কলস বাজে বেশি।।

১১| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

রানার ব্লগ বলেছেন: হেফাযতে ইসলাম না ওটা হেফাযতে জামাত তো বুজতেই পারেন এদের আশল উদ্দেশ্য কি

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭

ভুদাই আমি বলেছেন: পাছায় দুটা লাথি আর ডান্ডা মারলে বের হয়ে আসবে আসল উদ্দেশ্য।।

১২| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: এখন ও নাস্তিক হননি
মনে হয় পথ জানা নাই
শয়তান চিনেন তারে আবিস্ক্রার করে সুজা হেঞ্চেক

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

ভুদাই আমি বলেছেন: মহা জ্ঞানীদের মতে আর কিছু বাকি নাই।।

১৩| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

মোস্তাক খসরু বলেছেন: যাক আমি একা নই। এখানেই সান্তনা। আপনি মহাজ্ঞানী কথাটা সত্য আমি একটু কমবুঝি এই আর কি।

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫

ভুদাই আমি বলেছেন: আমাদের কই আর জ্ঞান বুদ্ধি হলো। যত জ্ঞান তো ঐ হেফাজতে ইসলামীদের ।।

ব্লগ কি ব্লগার কারা না জেনে সবাইকে ঢালাওভাবে ডিগ্রী দিয়ে যাচ্ছে। তাঁহাঁদেঁরঁ নোবেল দেওয়া হউক।।

১৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

রানার ব্লগ বলেছেন: হেফাজতি দের জিজ্ঞাসা করা হইছে আপ্নারা যে তাদের নাস্তিক বলেন আপ্নারা কি দেখছেন তারা কি লিখছে, উত্তর না আমরা দেখি নাই তবে আমাদের কর্মী বাহিনি দেখছে, আমার প্রশ্ন হইল কর্মী বাহিনি নাস্তিকদের ব্লগে কি করে, যে জিনিশ শিকার করলে পাপ সে জিনিশ কি দেক্লে পাপ না নাকি বাপার টা ওই রকম আসুন আগে পর্ণ ছবি দেখি মন ভইরা তার পর বলি অস্তাগফেরুল্লাহ আঃই জিনিশ দেখা পাপ, পর্ণ ছবি জারা করে তারা কাফের, অবশ্য জারা দেখে তারা কাফের না তারা ইস্লামের ঝাণ্ডা তুলে ধরার জন্য দেখে।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:২০

ভুদাই আমি বলেছেন: কঠিনভাবে সহমত।।

১৫| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

গেস্টাপো বলেছেন: ক্যামনে কি :|| ?
হেফাজতে ইসলাম চায় নাস্তিকদের বিচার
আর আম্নে কইলেন তারা নাকি জামাতের বিচার চায় না
কই হেরা তো জামাতি কুত্তার নেতাদের মুক্তি চায় নাই
ট্যাগ দিয়া আর কতদিন বাঁচবেন
আম্লিগ ছাড়েন এবং মানুষ হওয়া শেখেন
এখন মাথায় দুই মগ পানি ঢালেন আগে
পরে এই নিয়া আলাপ করুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.