নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু জিরাইয়া (রেস্ট লইয়া) যান !!!!!!

মুক্তির গান আবার শোনাতে চাই !!

ভুদাই আমি

আমি সোনার বাংলার ১৬ কোটি ভুদাইদের একজন

ভুদাই আমি › বিস্তারিত পোস্টঃ

ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে।।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

কথায় আছে- বন্যরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে। যেটা যার অবস্থান না সেখানে কি সে বেশিক্ষণ থাকতে পারে?



হতাশারফুল নিয়ে দেশের সবার যখন মাতামাতি তখন হতাশারফুল আবার জানান দিলেন আনারি ক্রিকেটার হিসাবে বিশ্বদরবারে তার শক্ত অবস্থান। ২০০-৪০০ ম্যাচ খেলতে দিলে দুই-চারটা শতক ঐ বস্তির ছেলেও হাকাতে পারে।



আজ আমাদের হতাশারফুল যে ক্রিকেট আমাদের উপহার দিলেন সেটাই আসলে তার আসল চেহারা।



Last Bat Mohammad Ashraful run out 16 (47b 2x4 0x6) SR: 34.04



টেস্ট ক্রিকেটে রান আউট !!!

বেশি কিছু বলার নাই। আবার হতাশারফুলের অনুগত বাহিনী ক্ষেপে যেতে পারে।



আপডেটঃ (ক্রিকইনফো)

Sayeedul Haque: "I believe Bangladesh is trying show a young but talented test cricket team, anyway, anybody has any Jin Sing supplement tablet to give Ashraful to produce some energy to run quickly."



Bangladesh 100/3 (39.2 ov)

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭

প্রকৌশলী আতিক বলেছেন: এজন্যেই কবি বলেছেন, ভোদাকে নয়, ভোদাই কে ঘৃনা কর।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪২

ভুদাই আমি বলেছেন: আপনার সাহিত্য চর্চা এগিয়ে যাক ছোট ঘরটার দিকে।।

২| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: আবার হতাশারফুলের অনুগত বাহিনী ক্ষেপে যেতে পারে ?
খবর দার ফলু কর গাড়ে

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

ভুদাই আমি বলেছেন: ভাই, গোসা করলেন নাকি??

৩| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

রাতুল রেজা বলেছেন: এই জন্যেই আমি আগে কয়েক পোস্টে বলেছিলাম যে আশ্রাফুলের পরের ১০ ম্যাচ পর্যবেক্ষনে রাখবো ;) । তবে এক ম্যাচ ভাল খেলে পরের ম্যাচ খারাপ হতেই পারে। দেখা যাক এখনো ২য় ইনিংস আছে।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

ভুদাই আমি বলেছেন: ভাই, আমি তাকে আগামী ৫ বছর পর্যবেক্ষণে রাখবো। দেখাযাক সামরের সিরিজ গুলা।। :> :> :>

৪| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

শফিক১৯৪৮ বলেছেন: টেষ্ট ক্রিকেটে রান আউট!! ঠিক বলেছেন।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮

ভুদাই আমি বলেছেন: ব্যটা কট আউট হ, এলবিডব্লউ হ, স্টেম্প ভেঙ্গে ফেল।।


আহারে রানের কি ক্রাইসিস।। রান আউট।।

৫| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

পথহারা সৈকত বলেছেন: প্রকৌশলী আতিক বলেছেন: এজন্যেই কবি বলেছেন, ভোদাকে নয়, ভোদাই কে ঘৃনা কর। :P :P

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫০

ভুদাই আমি বলেছেন: ভোদা ?? সেটা আবার কি?? খাই না মাথায় দেয় প্রকৌশলীরা।। :-0 :-0 :-0

৬| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১

দেশপ্রেমিক পোলা বলেছেন: এতো খারাপভাবে সমালোচনা নাও করতে পারতেন। রান আউট হয় সবাই। এটা হঠাৎ করেই, ২/১ সেকেন্ডের মাঝের ডিসিশনের জন্যই ভুল হয়। ঝড়ে বক পড়েনি, গত ম্যাচ আজকেও যেটুকু খেলেছে সলিড খেলেছে। এভাবে মাথা ঠান্ডা করে খেললে সে কনসিস্টেন্ট হবে। আরে এমন মনোযোগ দিয়ে খেলতে দেখিনি কখনো। আমার মেজাজও অনেক খারাপ হয় ও যখন আউট হয়, কারণ মেধা আছে কিন্তু কাজে লাগাতে পারে না।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

ভুদাই আমি বলেছেন: আমার মেজাজও অনেক খারাপ হয় ও যখন আউট হয়, কারণ মেধা আছে কিন্তু কাজে লাগাতে পারে না।



রিস্কি রান নেওয়ার কি দরকার !!

৭| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১

গেস্টাপো বলেছেন: অশ্লীল শব্দের ব্যাবহার হইতেছে এই পোস্ট এ
আমি রিপোর্ট করলাম X(( X(( X(

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৬

ভুদাই আমি বলেছেন: কোনটা অশ্লীল শব্দ ভাই??



মুই কিন্তু বুঝবার পারি নাই। পারলে আমিও রিপোর্ট করতাম।।

৮| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

পিওর গাধা বলেছেন: শেহবাগের সাপোর্টার রা হঠাৎ আশরাফুল বিরোধী হয়ে গেল কেন?

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬

ভুদাই আমি বলেছেন: শেহবাগের সাপোর্টারদের গা জ্বালাতন করবেই।। মুই কিন্তু ঐ হারামিকে দেখতে পারি না।।



আর যারা বাংলাদেশের ক্রিকেটকে সত্যিকারে ভালোবাসে তারা নিশ্চয় হতাশারফুলের রান আউটে খুশি হয় নাই।। টেস্টে রিস্কি রান নেওয়ার কি দরকার??


আপনি কি হতাশারফুলের হোটেলে ফ্রি খাওয়া পান??

৯| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

পিওর গাধা বলেছেন: ওরে আমাদের ক্রিকেট পন্ডিত রে..... মনে রাখবেন এইটা ক্রিকেট খেলা। আপনার কথা শনে মনে হচ্ছে নামি-দামি ব্যাটসম্যান রা টেষ্টে রান আউট হয়না ।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

ভুদাই আমি বলেছেন: আজ বুঝিলাম, কেন হতাশারফুল হোটেল বিজনেস শুরু করেছে।। সাপোর্টারতো দরকার।। :-0 :-0

১০| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪

hridoy41 বলেছেন: ভাই মাইন্ড খাইয়েন না,আপনি অসলে একজন আবাল বিশ্লেষক ;)

১১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১

গেস্টাপো বলেছেন: না পোস্ট লেখক ভাই আপ্নে খারাপ লেখেন নাই
হতাশারফুলরে নিয়া আমার কুনু আশা নাই
যেদিন ও ১৮৯ করছিলো তখন আমার এক বন্ধু কইলো ও তো ২০০ করবই ৩০০ ও কইরা ফালাইতে পারে।আমি ওর এই কথা শুইন্না কইলাম ও কাইলকা প্রথম ওভারেই আউট হইয়া যাইবে।এই কথা হুইন্না সে প্রায় আমার লগে মারামারি লাগায়া দিতে চাইছিলে।সে আবার একটু স্বাস্থ্যবান দেইখা আমি কিছু কই না।যাস্ট এই টুকুই কইছিলাম সূর্য সারাজীবন পশ্চিম দিক দিয়াই ওঠে।যাক পরেরদিন কি হইছে আমারা দেখছি ;)

পোস্ট এ +++++ দিয়া গেলাম

১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

ভুদাই আমি বলেছেন: সে আবার একটু স্বাস্থ্যবান দেইখা আমি কিছু কই না। :-0 :-0

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.