নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু জিরাইয়া (রেস্ট লইয়া) যান !!!!!!

মুক্তির গান আবার শোনাতে চাই !!

ভুদাই আমি

আমি সোনার বাংলার ১৬ কোটি ভুদাইদের একজন

ভুদাই আমি › বিস্তারিত পোস্টঃ

গরম খবর!! সরকারী চাকুরীতে কোটার সংশোধন হয়েছে(!) মজাও লাগছে আবার রাগও হচ্ছে X(

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪০

রিমোটটা হাতে নিয়ে এক চ্যানেল থেকে অন্য চ্যানেল এ ঢু মারতেছিলাম। কোন অনুষ্ঠানই ভালো লাগছিলো না।



হঠাৎ খবর শুনতে পাইলাম--



আন্দোলনের মুখে ও বাস্তবতার নিরিখে সরকার মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে। সেই সাথে বাতিল করেছে মুক্তিযোদ্ধা নাতি-পুতি কোটা। সরকার অনান্য কোটাসমুহ পুনুরায় বিবেচনার সিদ্ধান্ত গ্রহন করেছে।



একেবারে বিলুপ্তি না হলেও এবারের আন্দোলন থেকে দাবী অর্ধেক ফল পাওয়া গেল। আর একবার জাগতে পারলে পুরো সফলতা আসবে নিশ্চয়।



খবরটা শুনে মন আনন্দে নেচে উঠলো। ক্লোজ ফ্রেন্ড রানাকে খবরটা জানাতে টেলিফোন সেটের দিকে দিলাম একটা ভো-দৌড়।



ও......মা........! X( মাগো............... কোমরটা মনেহয় এ যাত্রায় আর রক্ষা হলো না । একটু বুঝতে পারলুম ঘুম থেকে এইমাত্র জাগলাম। এতো বড় খুশির খবরটা নিমিষেই কোমর ব্যাথার কারন হলো। ঘুমানোর খাটটা খুব একটা উচু না। নইলে বুঝা যেত “কতো কোটায় কতো চাকুরী”।



আমি যে স্বপ্ন দেখছিলাম এটা বুঝতে পেরে মেজাজটা বিলা হয়ে গেল। দেখি একটু রেষ্ট নিয়ে ডাক্তার আংকেল এর কাছে যাবো। X(



কিন্তু সত্যি সত্যি টিভি অন করে দেখলাম সেরা রিয়েলিটি শো “বাংলার পুলিশের দাপট ও বীরত্ব”। X(X(X(X(X(X(X(



সারকথা: প্রতিটি মানুষই কোটা প্রথার পুনঃবিবেচনা চাই। সেটা স্বপ্নে হউক আর শাহবাগে হউক।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪

দেশপ্রেমিক পোলা বলেছেন: খেক খেক ঘেউ ঘেউ। তবে ১৫% দেখেও এতো খুশি হওনের কোন কারণ নেই। দেশের কি ১৫% সিট দখলের জন্য দরকারী মুক্তিযুদ্ধের সন্তান আছে?

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩০

ভুদাই আমি বলেছেন: ১৫% করলেও তো শান্তি।

নাতি - পুতি নিয়ে টানা টানি আর আসল মুক্তিযোদ্ধারা অসহায় জীবন যাপন করছে।

হায়রে দেশ আর হায়রে মেধার দাম।।

২| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪

মোঃ খালেকুজ্জামান ফয়সাল বলেছেন: ভাই হেডলাইন পড়ে তো আমিও ভড়কে গেলাম
খনিকের স্বপ্ন কেন দেখালেন???

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১

ভুদাই আমি বলেছেন: ভাই, কোমরের ব্যাথাটা একটু বেশি বেশি লাগছে। উ...হু.... :(

৩| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯

নির্ভীক আহসান বলেছেন: ওই মিয়া আপনারে মাইনাচ যদিও খুব ভাল লিখছেন X((

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩২

ভুদাই আমি বলেছেন: বিসিএস দিয়ে তো কিছুই পাইলাম না। আপনি তো মাইনাচ দিলেন (যদিও পাইলাম না)। ধন্যবাদ আপনাকে।।

৪| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩০

িভৃতচারী বলেছেন: মিয়া মজা লন? মাইনাচ X( X( X( X( X( X( X(

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৩

ভুদাই আমি বলেছেন: ভাইরে বড় যন্ত্রনার মধ্যদিয়ে দিন কাটে রে ভাই।

মাঝে মাঝে মনে বুঝতে পারি মানুষ কেন আত্নহত্যা করে।

৫| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১২

মুঘল সম্রাট বলেছেন: মুক্তি যোদ্ধার সন্তানদের জন্য কোটা ৫% আর নাতি পুতির কোটা বাতিল করা হোক।

জীবিত মুক্তিযোদ্ধাদের খবর লওয়ার কেউ নাই অথচ নাতি পুতি লইয়া টানাটানি। মুক্তিযোদ্ধাদের কোটা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয় এবং ইহা প্রশাসনকে দুর্বল করে দেয় তাই ইহা বাতিলের পক্ষে ভোট দিচ্ছি।

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৪

ভুদাই আমি বলেছেন: সহমত।


৬| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৫

আদম_ বলেছেন: ওই মিয়া আপনারে মাইনাচ যদিও খুব ভাল লিখছেন

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৫

ভুদাই আমি বলেছেন: ভাইরে মাইনাচ না দিয়ে যদি একটা চাকুরি দিতেন তয় সারা জীবন গোলাম হয়ে থাকতাম।





....... ইয়ে মানে আমার নাম গোলাম আফরোজ।।

৭| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪০

সাদা কলো বলেছেন: আমি আরও একটি কোটা চাই- '' মুক্তিযোদ্ধার মেয়ের জামাইয়ের কোটা''

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬

ভুদাই আমি বলেছেন: ভাই, আছে নাকি এমন কোন মাইয়ার খবর??

৮| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৩

ইকরাম বাপ্পী বলেছেন: ভাই আমার কোটা নাই। আমি কি বাক্স কিংবা বয়াম বিবেচনায় কিছু পেতে পারি নাহ। ভাবলাম প্রথমবার পরীক্ষা দিলাম। অন্তত লিখিত পর্যন্ত যাইতে পারমু। কিসের কী। পাইলাম একটা কলাগাছ। ধন্যবাদ।

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৭

ভুদাই আমি বলেছেন: ভাই, আপনি তাও কলাগাছ পাইছেন। মোর বাবা তো পরিক্ষার ফি ফেরত চায়। মোর দ্বারা নাকি কিছুই হবে না।



এখন অত্তগুলো টাকা কোথায় পায়??

৯| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

সাদা কলো বলেছেন: খোঁজ নিতে হবে ।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২২

ভুদাই আমি বলেছেন: অতিরিক্ত পাইলে জানাইয়েন ভাই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.