![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের কথা কি আর বলবো ...... নিজে সুখী মানুষ, পৃথিবীর সবাই সুখী হওক এই কামনা করি...... কয়লার মধ্যে কালো খুঁজি না, হীরা খুঁজে বেড়াই .......
ঘটনা-১
তখন নবম কি দশম শ্রেনীতে পড়ি। টিফিনের সময় ৮/৯ জন স্কুলের দোতালার বারান্দায় বসে আড্ডা মারছি। এমন সময় একজন হুজুর নিচ দিয়ে হেটে যাচ্ছিলেন। আমি জোরে চিৎকার করে বলে উঠলাম, দেখ, দেখ কাঠ মুল্লা যায়! পাশের জন বলে উঠলো, নির্ঘাত শালার টুপির তলে ৭০ টা শয়তান ! আর এক জন বলে উঠলো, না না ! টুপির চেয়ে বেশি শয়তান দাঁড়িতে ঝুলতেছে ! হুজুর আমাদের দিকে তাকালেন, কি করুন ! কি তিব্র সেই চাহনি !
ঘটনা-২
কলেজের প্রথম দিন প্রথম ক্লাস, তাই ভাব নিয়ে প্রথম বেন্চের কোনায় বসলাম। একটু পরে এসে দেখি, আমার খাতা বই পাশে সরিয়ে এক হুজুর আমার পাশে বসেছে। আমি উঠে গিয়ে পার্টির বড় ভাইদের কাছে নালিশ দিলাম যে, "এক হুজুর আমাকে সরিয়ে আমার জায়গায় নিজে বসেছে।" সাথে সাথে একজন বড় ভাই এসে হুজুরের খাতা বই সব ছুড়ে ফেলে দিয়ে বললো, এর জন্য এই জায়গা আজীবন বরাদ্দ, আর তুই আজীবন এই বেন্চের ২ বেন্চ পিছনে বসবি। আমার ভিতরের পশু আমিটি তখন বিজয়ের আনন্দে হেসে উঠেছিলো, আর হুজুরের চোখ টলটল করে উঠেছিলো কিনা তা আজ আর মনে নেই।
ঘটনা-৩
কলেজের দ্বিতীয় বছর, ৫/৬ টা গ্রুপ কলেজ বিল্ডিং এর দোতালায় শিড়ির পাশে কোনার একটা কক্ষে বসে তাস্ পিটাচ্ছে, আর আমরা ৪ জন বাহিরে বসে পাহারা দিচ্ছি। একটু পর একটা গ্রুপ উঠে আসবে আর আমরা খেলতে যাব। এভাবেই পর্যায় ক্রমে চলতো। এমন সময় দেখলাম, একটি বোরখা পরা মেয়ে ( শুধু চোখ দেখা যাচ্ছিলো ) শিড়ি দিয়ে উঠে আসছে। আমাদের মধ্যে একজন বলল, দোস্ত একটা মজা দেখ। মেয়েটা শিড়ি দিয়ে উঠে পাশ দিয়ে যাওয়ার সময় সে হঠাৎ তার সামনে গিয়ে দাড়ালো এবং একটা বিকট চিৎকার দিয়ে লাফ দিয়ে সামনে থেকে সরে যাবার অভিনয় করে বলে উঠলো, নিন্জা, নিন্জা মাইরা ফালাইলোরেরেরেরে
আর আমরা হো হো হো করে হাসে উঠলাম। মেয়েটি শুধু একবার চোখ তুলে তাকালো আমাদের দিকে তারপর চোখ নামিয়ে মাথা উচু করে হেটে চলে গেল !
ঘটনা-৪
কুয়েটের রশিদ হলে থাকি। নাস্তিকতাবাদ তখন তুঙ্গে। তর্কের খাতিরে ধর্মের চোদ্দ গুষ্টি উদ্ধার করি, ঘন্টার পর ঘন্টার কেটে যার। আহ্ কি সুখ, কি আনন্দ ! যা হওক, প্রতিসপ্তাহে একদিন তবলিগের ভাইরা রুমে রুমে গিয়ে দাওয়াত দিত। প্রথম প্রথম বিরক্ত হলও কিছু বলতাম না। কিছুদিন পর একটা বুদ্ধি বের করলাম। উনারা রুমে আসলেই একজন উঠে গিয়ে জোরে পর্নো মুভি চালিয়ে দিতাম, এতে উনারা আর কিছু না বলে উঠে চলে যেতেন।
কত সহস্রবার যে উনাদের ভন্ড বলে গালি দিয়েছি তা গুনে শেষ করা যাবেনা।
ঘটনা-৫
পাশ করে ঢাকায় একটা software Company তে programmer হিসাবে চাকুরি জীবন শুরু করলাম। কিছুদিন চাকুরি করার পর আব্বু বলল, তোমার চাকুরি করার দরকার নেই, তুমি Masters শেষ কর। দিলাম চাকুরি ছেড়ে। তারপর দেশের বাহিরে Masters এর জন্য চেষ্টা শুরু করে দিলাম। হাতে অফুরন্ত সময়। কি করি কি করি ভাবতে ভাবতে হটাৎ মাথায় চিন্তা আসলো যে, এত দিন তো শুধু না জেনেই সব ধর্মের চোদ্দগুষ্টি উদ্ধার করেছি এবার একটু জেনে উদ্ধার করি। যেই ভাবা সেই কাজ। কুর'আন শরীফ কিনে আনলাম, internet থেকে হাদিসের বই গুলো download করলাম। সাথে সাথে কিছু comparative religion, Science and religion -এর উপর কিছু বিখ্যাত বই জোগাড় করলাম। ৭/৮ মাস শুধু এই সবের উপর পড়াশুনা করলাম। যতই পড়ছিলাম ততই অবাক হচ্ছিলাম। কি করেছি আমি সারা টি জীবন ? মনে হচ্ছিলো, সারা জীবন অন্ধকার টানেলের মধ্যে থেকে শেষ সময়ে এসে টানেলের মাথায় আলোর দেখা পেলাম !
তারপর হটাৎ একদিন যোহরের ওয়াক্ত থেকে নামাজ শুরু করলাম এখনো চালিয়ে যাচ্ছি, আল্হামদুলিল্লাহ। প্রথম নামাজ পড়ে উঠার পর দেখি দু'চোখ বেয়ে পানি ঝরছে ! কিছুতেই থামাতে পারছিলাম না এই অস্রুধারা !
এ কান্না তো আনন্দের কান্না, অন্ধকার থেকে আলোতে আসার কান্না! স্বাধীনতা পাওয়ার সুখে কান্না !! পুনর্জনমের কান্না !!!
বিধাতা মোরে ক্ষমা করো । কিন্তু ক্ষমা কি পাব সেই নাম না জানা হুজুরের কাছ থেকে ? ক্ষমা কি পাব সেই হুজুর সহপাঠীর কাছ থেকে ? ক্ষমা কি পাব সেই নাম না জানা বোরকা ওয়ালীর কাছ থেকে ? ক্ষমা কি পাব সেই নাম ভুলে যাওয়া তবলিগের ভাইদের কাছ থেকে ?
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:১২
শান্তির দেবদূত বলেছেন: জি, ধন্যবাদ
২| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:১১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: প্রিয় পোস্টে রাখলাম
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৩
শান্তির দেবদূত বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৩
জেনারেল বলেছেন: ফজলে এলাহির ব্লগে যান ভাই সাব
৪| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৮
ভক্কডা বলেছেন: আমি নিশ্চিৎ যে ঘটনা গুলি আপনে উল্লেখ করছেন তার একটাও আপনের জীবনের ঘটনা না। আমি ধর্মকাতর লোকদের মুখে এই ধরনের কাহিনী আরো শুনছি। তারা এইসব কাহিনী শুনায় কট্টরপন্থী ইসলামীদের প্রতি কোমলমতি, অপ্রাপ্তবয়স্ক ও অভিজ্ঞতাহীন পোলাপানগর মনে সিমপ্যাথি জাগানোর লাইগা। যাতে তারা আসল ইসলাম ছাইরা ধীরে ধীরে উগ্রপন্থী ইসলামের প্রতি ঝূইকা পরে। আসলে এগো লাইগা সিমপ্যাথি না করুনা প্রয়োজন। একদিন আপনাগো ধূর্ত শিয়াল আর বোকা পাঠাদের গল্প কমুনে।
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩৯
শান্তির দেবদূত বলেছেন: দু'বছর আগে আমিও এমন ঘটনা শুনলে আপনার মত ভাবতাম। যদি পারেন তাহলে KUET - এর রশিদ হলে ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ৩০৫ নাম্বার রুমে যারা থাকত তাদের ব্যপারে একটু খোজখবর নেন। আশা করি সত্যাতা পেয়ে যাবেন
৫| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৯
এম.এ.হামিদ বলেছেন: আপনার আলোতে আসা দুর করুক সব অন্ধকার। ব্লগের সবাই মুসলমান তাই কাউকে তুচ্ছ করবেন না
৬| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২২
কতবতবকতকত বলেছেন: tabliger vaira hoito apnakey khama korese. assa amonoto hote pare je tader jonnoi aj apni ei obosthane achen! tara apnar hedayeter jonno apnar nam dhore tahajjut namajer por kede kede doa koreche. ata tader nitigoto obvas. keu tader opoman korle tara sadharonoto amoni kore thake. hoito apnar belateo koreche.
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৬
শান্তির দেবদূত বলেছেন: ধন্যবাদ আপনাকে, আশার বানী শুনানোর জন্য
৭| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৪
অনন্য মানুষ বলেছেন: নিজে আলোকিত হউন আর অন্যদেরও আলোকিত করুন। আশা করছি ধর্ম সম্পর্কে আপনার ব্যাখ্যা সম্বলিত লেখার মাধ্যমে আমরাও আলোর দিশা পাব।
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৭
শান্তির দেবদূত বলেছেন: ইনশা-আল্লাহ
৮| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩২
লাবণ্য বলেছেন: ভালো যে হইছেন তার বড় প্রমাণ-অকপটে সব সত্যকথা কইলেন। ভাই দোয়া দিয়েন আমরা ব্লগের সবাই যেন আপনার মতো হেদায়েত লাভ করতে সক্ষম হই। আমি সত্যিই অনুপ্রাণিত আপনার বোধদয়ে। তবে হুজুর লেবাসি লোকদের ব্যাপারে আমার খুব কড়া সেন্টিমেন্ট, আমি মোটেও সহ্য করতে পারি না। বিশেষকরে তবলিগের গুণ্ডাপাণ্ডাদেরতো মোটেই না! শালারা আকামকুকাম বেবাগ কইরা হঠাৎ মসজিদে গিয়া সাধু সাজে আর নিজেরে ভাবে জান্নাতের ফরমান আর সেই অহঙ্কারে বেবাগ মাইনষেরে হেদায়েত দেওনের জন্য উইঠ্যা পইড়া লাগে। অথচ নিজেরা জানে না তেমন কিছুই। মসদিন গাড়িতে দেখি এক পাবলিক তবলিগি ঢঙএ শুরু করছে ওয়াজ ! মুখ থেকে পানের সুগুন্ধির পাশাপাশি দুয়েকটা সাপারির টুকরাও ছুটে আসছে। কিছুতেই সরাতে পারছিলাম না আমার সিটটার কাছ থেকে, কারণ ধর্মপ্রাণ যাত্রীরা যদি আমারে নাস্তিক মনে কইরা ...
শেষে আমার মোল্লা বন্ধুটি(সে জীবনে মাদ্রাসায় পড়েনি, কিন্তু সবসময় নামাজ পড়ে, ভালো কুরান হাদিস জানে) হঠাৎ লোকটাকে ডেকে রিকোয়েস্ট করলো হুজুর আয়াতটা আবার বলেন-আল্লাহ মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবল তার ইবাদত করার জন্য - এই আয়াতটির শেষে যে ইল্লা লিইয়াবুদুন আছে লোকটি সেই লি টুকু বলেনি, বন্ধুটি তাকে এই বলে জ্ঞান দিল যে , কুরআনের আয়াত জেনে-বুঝে বলবেন ভুল বলবেন না, এত গুনাহ হবে সোয়াব হবে না। লোকটি লজ্জায় হোক আর যে কারনেই হোক সরে গেলেন, পেছনে তার বক্তৃতা শুরু হলো।..
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪২
শান্তির দেবদূত বলেছেন: ধন্যবাদ, আমাদেরকে আসলে প্রচুর পড়াশুনা করা দরকার
৯| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৬
রাশেদ বলেছেন: আপনি আলোর পথে আছেন শুনে ভালো লাগলো।
১০| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৯
চিচিং ফাঁক !! বলেছেন: ানেক ভালো লাগলো. আপনার জননো দোআ করি
১১| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩১
রাশেদ বলেছেন: এমুন কাহিনী নিয়মিত চাই প্লিজ।
১২| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩২
চিচিং ফাঁক !! বলেছেন: @ভককোডা, এখানে উগরপনতি কতা আসতেসে কেনো? উনি তো বোলসে জে উনি আগে বুঝে নাই, এখোন বুঝতে পারসে.।
১৩| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩৫
মেন্টাল বলেছেন:
রাশেদ বলেছেন: এমুন কাহিনী নিয়মিত চাই প্লিজ।
১৪| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩৮
লাবণ্য বলেছেন: বোধোদয়-বোধদয় নয়
১৫| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫০
ভক্কডা বলেছেন: দেখেন ভাই আপনেরে আসলে মিথ্যাবাদী কওনের কোনো ইরাদা আমার নাই। এমুন ঘটনাযে ২০ কোটী মানশের দেশে ঘটেনা তা আমি কমুনা, ত্য় এইডাও সত্যি যে এই ঘটনাগুলির ফায়দা উঠাইন্যা লোকও কম না। বুকে হাত দিয়া কবার পারেন যে আপনে আজীবন জামাত শিবিরের লোক না?
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:০৫
শান্তির দেবদূত বলেছেন: ভাইরে, জামাত শিবির এখানে আসছে কোথাথেকে ?? সারা জীবন কইরা আইলাম ছাত্র লীগ, আওয়ামি লীগ, আর অহন ইসলাম ধর্ম আর আমার ব্যক্তিগত ঘটনা নিয়ে লিখছি বইলাই আমি জামাত শিবির হইয়ে গেলাম ??
সোজা হিসাব, KUET - এর রশিদ হলে ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ৩০৫ নাম্বার রুমে যারা থাকত তাদের ব্যপারে একটু খোজখবর নেন যে হেরা কি দল করত।
বুকে হাত দিয়া কেন, যদি আরো কিছু ধইরাও কইতে কন, কমু। সত্যি কতা কইতে ডরাইনা
১৬| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪৮
শয়তান বলেছেন:
মেন্টাল বলেছেন:
রাশেদ বলেছেন: এমুন কাহিনী নিয়মিত চাই প্লিজ।
১৭| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:০৯
চিচিং ফাঁক !! বলেছেন: Shalar dunia. Namaj porle koy jamayat, Allahr kotha bolle koy shibir........ To vaiyera, ami namaj porte chesta korley ki ami rajakar , juddhaporadhi hoya jamu?
১৮| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৩২
রুম্মান বলেছেন: নাসতিকদের একটি খুব দূর্বল যু্কতি নামাজ পরলে জামাআত আর আল্লাহর কথা বললে শিবির। কেনো একজন দেশ প্রেমিক নামাজ পড়তে পারে না? আপনার বিশ্বাস আপনার নিজের কাছে......
পোস্টটা অসাধারন লেগেছে। একেবারে হৃদয় স্পরষহ করে যায়। আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি।
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৫
শান্তির দেবদূত বলেছেন: আপনাকে ধন্যবাদ
১৯| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:০৯
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: আপনাকে আল্লাহ দয়া করেছেন। এভাবে আরো হাজার জনের উপর আল্লাহর রহমত আসুক, এই কামনা করি। আর যারা অবিশ্বাসী, তাদেরও আল্লাহ রহম করুক। মহানবী (স) কে তো কম যন্ত্রণা সহ্য করতে হয় নি। আর আমরা সেই তুলনায় কিছুই পাচ্ছি না। সত্যিকার ইমান ধরে রাখতে নাকি হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখার চেয়েও কঠিন।
আর আমি জামায়াত না, শিবির ও না, জে.এম.বি বা কোন জঙ্গীও না। ওইসব জামায়াতের রাজাকার আর মানুষ মারা জঙ্গীদের বারবার ফাঁসি চাই। রাজাকার নিপাত যাক।
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:১৪
শান্তির দেবদূত বলেছেন: ধন্যবাদ , একমত
২০| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:১৬
ভক্কডা বলেছেন: যা বুঝবার পাইলাম ভাইজান যেই উদ্দেশ্যে পোষ্টখান পাঠাইছেন সেই উদ্দেশ্য আপনের সফল হইছে। আপনে লক্ষভাদী তীরন্দাজ। আর রুম্মান সাবরে কই, সস্তা কাহিনীর মধ্যে ইট্টু ধর্মীয় মসলা লাগাইয়া পরিবেশন করছেন বইলাই লেখকরে আমি জামাতের লোক বইলা সন্দেহ করসি, নামাজের কথা বলছেন বইলা না।
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:২৭
শান্তির দেবদূত বলেছেন: ধন্যবাদ, গঠনমূলক সমালোচনাকে স্বাধুবাদ জানাই
২১| ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৪২
ভক্কডা বলেছেন: জনাব শান্তির দেবদূত, আপনেরেও অনেক ধন্যবাদ। মনে কষ্ট নিয়েন না। আসলে ব্লগেতো শুধু লেখাই দেখা যায়, মানুষটারে দেখা যায়না। আর চারদিকে এতধান্দাবাজ ধর্ম ব্যবসায়ী যে বিশ্বাস করা কঠিন হয়া দারাইতেসে দিন দিন। আপনে বুঝমান মানুষ, এইটুক নিশ্চই একমত হইবেন যে তারা ইসলামের বারোটা বাজাইয়া দিতাসে। যদি আপনের দিল সাচ্চা হ্য় তাইলে আপনের লাইগা অনেক শুভেচ্ছা।
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৫৫
শান্তির দেবদূত বলেছেন: আপনি মানুষটা ভাই খারাপনা, আপনেরে আমার পছন্দ হয়ছে ।
আর চারদিকে এতধান্দাবাজ ধর্ম ব্যবসায়ী যে বিশ্বাস করা কঠিন হয়া দারাইতেসে দিন দিন। আপনে বুঝমান মানুষ, এইটুক নিশ্চই একমত হইবেন যে তারা ইসলামের বারোটা বাজাইয়া দিতাসে।
একমত আপনার সাথে।
একদিকে ধর্ম ব্যবসায়ী আর এক দিকে নাস্তিক এই দু'দলের মাঝে দাড়াইয়া যুক্তি এবং লেখনি দ্বারা যুদ্ধ করে যাব, আমৃত্যু
২২| ২৩ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:১৯
আওরঙ্গজেব বলেছেন: আল্হামদুলিল্লাহ। তিনি আমাদের সবাইকে ক্ষমা করুন ও সিরাতুল মুস্তাকিমের পথ দেখান - আমিন।
২৩ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:২৪
শান্তির দেবদূত বলেছেন: ধন্যবাদ আপনাকে
২৩| ২৩ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:২৫
কেএসআমীন বলেছেন: আপনি অন্ধকারে ছিলেন... আলোর পথে এসেছেন, আপনাকে স্বাগতম। না বুঝে কোন কিছুই করা ভাল না...
২৩ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৪
শান্তির দেবদূত বলেছেন: ধন্যবাদ আপনাকে । পুরোপরি একমত আপনার সাথে
২৪| ২৩ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৯
শাহীন - চট্টগ্রাম বলেছেন: "তারপর হটাৎ একদিন যোহরের ওয়াক্ত থেকে নামাজ শুরু করলাম এখনো চালিয়ে যাচ্ছি, আল্হামদুলিল্লাহ। প্রথম নামাজ পড়ে উঠার পর দেখি দু'চোখ বেয়ে পানি ঝরছে ! কিছুতেই থামাতে পারছিলাম না এই অস্রুধারা !" - লেখাটার শেষ প্রান্তে এসে আমারও চোখটা ছল ছল করছে, আল্রাহ আমাদের সবাই মুত্তাকি হিসেবে ক্ববুল করুন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
২৩ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৫
শান্তির দেবদূত বলেছেন: ধন্যবাদ আপনাকে
২৫| ২৩ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫১
জ্বিনের বাদশা বলেছেন: শুভকামনা রইল ...
২৩ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪০
শান্তির দেবদূত বলেছেন: ধন্যবাদ, আপনাকেও শুভকামনা
২৬| ২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৫
বিহঙ্গ বলেছেন:
আপনার উপস্থাপন বেশ সুন্দর।ভালো লাগলো।
+++++
২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
ইপক বলেছেন: ভাই আপনার জন্য দোয় করি।নিয়মিত লেখা চাই।ধর্ম নিয়ে কথা বল্লে নাক সিটকানো লোক এখনো আছে।তাদের পাত্তা দিবেন না।
২৮| ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৬
দ্বিধা বলেছেন: লেখাটা ভালো হইছে ।
২৯| ২৮ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
আপনাকে উৎসর্গ করে একটা লেখা লিখেছিলাম, আশা করি পড়বেন এবং আপনার মত দিবেন......
লিংক দিয়ে যাচ্ছি...
Click This Link
৩০| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৫
বিষাক্ত মানুষ বলেছেন: পড়ছিলাম আগেই ।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০০
শান্তির দেবদূত বলেছেন: কবর খুড়ে এই পোষ্ট বের করেছেন এতদিন পরে !!...... হা হা হা ......
আমার একদম প্রথম দিকে পোষ্ট .........
ধন্যবাদ .......
৩১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৭
তাহসিন আহমেদ বলেছেন: ভালো লাগছে।+
৩২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৯
ভুতের আড্ডা বলেছেন: ভালো লিখেছেন। এমন লেখা আরো চাই।
৩৩| ২২ শে জুলাই, ২০০৯ রাত ৯:২৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো লাগলো.........
সত্যিটাকে নিজের মত করে জানাটাই ভালো।
তাহলে বিশ্বাস অটুটু থাকে।
শুভেচ্ছা দেবদূত.........
শীত নিদ্রার কথা বলে বেশ জেগে ঘুরছেন।
লেখা আসুক নে কেনো!
২২ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৬
শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যবাদ আপু,
আপনি পিছনের পোষ্ট ঘেটে ঘেটে পড়ছেন, খুব ভালো লাগছে,
শীত নিদ্রায় ছিলাম, এখন ঘন্টাদুয়েকের জন্য মাথাটা হালকার করার তাগিদে
ব্লগে বসলাম, এই আর কি
৩৪| ২২ শে জুলাই, ২০০৯ রাত ৯:৪৭
সরকার সেলিম বলেছেন: খুব ভালো লাগলো। মাষ্টার্স করার সময় আর কোন হুজুরে খেপান নি?
আপনার প্রতি আমার ব্যাক্তিগত দোয়া রইল আল্লাহ যেন আপনাকে সত্যই সঠিক ইসলামের পথ দেখান। যে পথ কুরআনের, যে পথ রাসুলের, যে পথ সত্যের, যে পথ আলোর....
ভালো থাকবেন।
২২ শে জুলাই, ২০০৯ রাত ৯:৫০
শান্তির দেবদূত বলেছেন: আরে না ভাই, এখন সময় পেলেই তবলীগে যাই, আর হুজুরদের ক্ষেপানোরতো প্রশ্নই উঠে না .....
আপনার প্রতিও আন্তরিক দোয়া রইলো .....
৩৫| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৮
সরকার সেলিম বলেছেন: পিলাস দিয়া সমান সমান করলাম...
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ১২ জনের ভাল লাগেনি
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১:৪১
শান্তির দেবদূত বলেছেন: পিলাস মাইনাসের কি আসে যায় ......শুভকামনা রইলো।
৩৬| ০৩ রা নভেম্বর, ২০১০ বিকাল ৫:১৫
কলম.বিডি বলেছেন: ভালো লাগসে। আপনার সাহস আছে। ব্লগে এরকম লেখা দেখলে কিছু মানুষ তো ঝাঁপিয়ে পড়ে। যা হোক, চালিয়ে যান
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১:৪১
শান্তির দেবদূত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। কিছু মানুষের কাজই হলো ঝাঁপিয়ে পড়া, আমলে না নিলেই হলো । শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
৩৭| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১:৪১
মুসাফির... বলেছেন: এই প্রথম আপনার বলগে আসলাম আজ..
এক নতুন দেবদূতকে আবিস্কার করলাম।
অনেক ধন্যবাদ জানাই... লেখাটির জন্য..
আপনার জন্য দোয়া, দোয়া চাইছি..
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১:৪১
শান্তির দেবদূত বলেছেন: অপনার জন্যও রইলো অনেক দোয়া ও শুভকামনা। ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে।
৩৮| ০৯ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৪২
মিজান ঢাকা ব্লগ বলেছেন: অনেক ভাল লাগল। আল্লাহ কবে যে আমাকে হেদাএত করবেন জানিনা..................।
০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৯:৩১
শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ, আপনারও হেদায়েত হবে, আপনার জন্য দোয়া রইলো।
৩৯| ২৭ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৭
রেজিস্টার বলেছেন:
৪০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০১
প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রিয় শান্তির দেবদূতের জন্য অনেক শুভেচ্ছা রইল।
ভালো থাকুন আজীবন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:১০
ভাইটামিন বদি বলেছেন: আপনার এই হেদায়াত বজায় থাকুক।।।।দোয়া রইল।