| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি বলেই অদ্ভুত খুশিতে
আবেগ বিলিয়ে যেওনা,
নয়তো সঙ্গী জোড়াবার আগেই
নিঃসঙ্গতার পতন ঘটবে।
কাছাকাছি পেতে চাই বলেই
দুহাত ভরে পেতে চেওনা,
নয়তো সম্মুখীন হবার আগেই
ভাবমুর্তি হারিয়ে ফেলবে।
স্বপ্ন দেখি বলেই রাতভোর
কল্পনায় ডুবে জেগে থেকোনা,
নয়তো নির্ঘুম শুধাকর রাত্রী
নির্ঘাত অন্ধভক্ত বানাবে।
জীবন দিয়ে দিবো বলেই
আত্মত্যাগ উপহার দিওনা,
নয়তো পুরো শূন্য পৃথিবীতে
প্রথমত নিজেকেই হারাবে।
সর্বোপরি মুখে হাসি বলেই
আড়ালে গিয়ে কান্না করনা,
নয়তো এ কান্নাই কোনদিন
হাসিখুহিতে রুখে দাঁড়াবে।
তুমিময় কবিতা লিখি বলেই
তুমি আমার হয়ে যেওনা,
নয়তো কবিবিহীন হৃদয় ভূমিতে
অনন্তকাল ধরে কাটাবে।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৪
ইয়াকুব আহসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৬
fa siam বলেছেন: দারুন