নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি প্রকাশের এক মাধ্যম হচ্ছে কবিতা

ইয়াকুব আহসান

অনুভূতি প্রকাশের এক মাধ্যম হচ্ছে কবিতা

ইয়াকুব আহসান › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি কথা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৫

দিন শেষে প্রতিটা নিশি যাপনে
সেই স্মৃতি কথা মনে পড়ে যায়,
হারিয়ে যাওয়া ছোট গল্পগুচ্ছ
চোখে ভাসে আচ্ছা কল্পনায়।

ভাবতে থাকি অতলেই ভাসি
আনন্দ খুঁজি ভালো লাগায়,
শৈশবকালে ঘুড়ে পিছু তাকালে
ফিরে যেতে বড্ড ইচ্ছে জাগায়।

চিরচেনা এমন বিচিত্র স্মৃতিময়
অশ্রু ঝড়ায় ভিজে দুগাল গড়ে,
ফেলে আসা সেসব দিন গুলো
আবার কুড়াবো দুহাত ভরে।

সব কিছুই ঠিক অমন মতই
পেতে থাকবো চাওয়া পাওয়া,
সব আনন্দ উল্লাস হাসি খুশিতে
মেতে রেখে চলবে আসা-যাওয়া।

কিন্তু সত্যিই হয়তো কোনদিন
জীবন পুনরারম্ভ শুরু হবে না,
কিন্তু অতিতর সাজা দিবস্পতি
আর কোন কালেও আসবে না।

যা থাকবে হাস্যকর তুচ্ছ রহস্যময়
অজানা এক নাটকীয় ছায়ায়,
যা থাকবে পরে থাকা প্রতিচ্ছবি
মলাটে স্মৃতির শেষের পাতায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৭

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখছেন
খুব ভালো লাগলো

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

ইয়াকুব আহসান বলেছেন: ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.