নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি প্রকাশের এক মাধ্যম হচ্ছে কবিতা

ইয়াকুব আহসান

অনুভূতি প্রকাশের এক মাধ্যম হচ্ছে কবিতা

ইয়াকুব আহসান › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নীল ভরা আঁখি

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৯

রাত জাগা চাঁদনী সূচনায়
তোমার জন্য জেগে থাকবো,
তবে একটু অনুরোধ রেখো
কেবল নিশ্চই নিদ্রায় যাবে
আমি ছবি আঁকবো।

মায়া-মমতা সততা দিয়ে
ঘিরে আছে পুরো সূর্যমুখী,
মনে হয় অবুঝের মতই
বুঝে আছো তব বুঝেছি
তুমি হবে সব চেয়ে সুখী।

প্রতি নিঃশ্বাসে মুঠো বিশ্বাস
ছুয়ে যায় হৃদয়ের প্রান্তরে,
ঘনঘন কালো লম্বা চুল
দুই ঠোটে মৃদুল হাসিতে
উদাসীনতা নাড়ে অন্তরে।

সর্ব সৌন্দর্য কেড়ে মুছে নাও
যখন থাকো তুমি নিদ্রায়,
তখন আমি এক দৃষ্টিপথ
সরাতে পারিনা নিশিতে
বিভর অনুভব যাত্রায়।

ইচ্ছে জাগে নির্জনে গান গাই
ইচ্ছে হয় কল্পনায় গল্প লিখি,
কভূ মনে ইচ্ছে হয়না
বিচ্ছেদ হোক ঘুমন্তকাল
স্বপ্নীল ভরা আঁখি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.