নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি প্রকাশের এক মাধ্যম হচ্ছে কবিতা

ইয়াকুব আহসান

অনুভূতি প্রকাশের এক মাধ্যম হচ্ছে কবিতা

ইয়াকুব আহসান › বিস্তারিত পোস্টঃ

বিদায় বন্ধু বিদায়

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

জীবনের এই ক্ষুদ্র মেলা
দিন গড়িয়ে সন্ধ্যা বেলা
যেতে হবে এখন আমার
বিদায় নেবার পালা।

বলছি অশেষ কিছু কথা
হৃদয়ে অতি নিয়ে ব্যথা
মনে রেখো মনের খেয়ায়
যতনে রেখো যথা।

সময় ফুরে এসেছে আজি
চোখের জল মেখে সাজি
চাচ্ছেনা মন ছেড়ে যেতে
তবু অপেক্ষায় মাঝি।

আসবো হঠাৎ কল্পনায় ফিরে
কথা বলবো দেয়াল ঘিরে
দেখা হবে এপার ওপার
স্মৃতির সমুদ্র তীরে।

মিশেছি পথে অনেক হাটাঁয়
শিখেছি মান গভীর শ্রদ্ধায়
যদিও রয় খুটি অপরাধ
ক্ষমা করে দিও আমায়।

থাকো তোমরা লুকে যেথায়
গানের সুরে গল্প কবিতায়
লক্ষ কোটি হাজার সালাম
বিদায় বন্ধু বিদায়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৫

খায়রুল আহসান বলেছেন: বিদায় কেন?
দেখা হবে এপার ওপার
স্মৃতির সমুদ্র তীরে
- বেশ!!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

ইয়াকুব আহসান বলেছেন: আমাদের বিদ্যালয় থেকে বিদায় নিয়েছি তাই একটা বিদায় নিয়ে কবিতা লিখেছিলাম - খাইরুল আহসান ভাই

২| ২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৮

জগতারন বলেছেন:
কবিতায় ভালোলাগা রহিল।
কবি ইয়াকুব আহসান-এর প্রতি সুভেচ্ছা ও অভিন্দন জানাচ্ছি।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

ইয়াকুব আহসান বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.