নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি প্রকাশের এক মাধ্যম হচ্ছে কবিতা

ইয়াকুব আহসান

অনুভূতি প্রকাশের এক মাধ্যম হচ্ছে কবিতা

ইয়াকুব আহসান › বিস্তারিত পোস্টঃ

বাস স্টান্ডের সেই মেয়েটি

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

একটা কবিতা লিখবো বলে
কত রাত ভাবতে গিয়ে
এভাবে ঘুমিয়ে পরেছি,

যে ভ্রমনে একটা মেয়ে ছিলো
ঘুমের ঘরে কড়া নেড়ে যায়
অনুভবে চুপটি মেরেছি।

প্রতিদিনের মত আজও
বাস স্টান্ডের সেই মেয়েটি
দাঁড়িয়ে কাঁধে ব্যাগ নিয়ে,

তাকে অদেখা ভাব নিয়েছি
ছিমছিম টিপ লুকোচুরি
দেখি খানিকটা দূর গিয়ে।

এক ফালি রোদ্দুর ঝলমলে
চশমার ফাকে তার চাহনি
বারন বার দেখেছি,

উঠা-নামা ঠিক এক সময়ে
অচেনা মানুষ হয়ে তবুও
ভালো লাগা শুপেছি।

মনে পড়ে বাসে উঠতে হঠাৎ
তার হাতের আলতো ছোঁয়া
পেয়েছিলাম বাম হাতে,

অদ্ভুত চরিত্রে থমকে উঠেছি
সিক্ত হয়েছি ব্যাকুল পাড়ায়
হৃদ গগনের বজ্রপাতে।

বাসের সামনে বসে থাকা
মেয়েটি একটু ঘুরে পিছের
সিটে বসলো এসে,

আবছা আলোয় জানালায়
তাকাতেই তার প্রতিচ্ছবি
দেখি মুচকি হেসে।

গল্পের প্রথম পাতার শেষে
বোধহয় এখানে পরিচয়
রেখেছে বড় ভূমিকা,

আবার ফিরবো তাকে নিয়ে
সে অনুগল্পের নাম দিবো-
সেই তুমি অনামিকা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

কাওসার চৌধুরী বলেছেন:




প্রথম পাতায় একসাথে একাধিক পোস্ট দেওয়া সমিচীন নয়৷ (ধন্যবাদ)

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: মোটামোটি।
প্রথম মন্তব্যকারী মন্তব্য মেনে চলুন।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

সনেট কবি বলেছেন: ভাল

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

নজসু বলেছেন: আপনার দুটো কবিতাই পাঠ করলাম কবি।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবি কবিতা খানি আমার মনে লাগিছে।

সুন্দর

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর প্রিয়, এগিয়ে যান। শুভ কামনা সবসময়।
বারংবার, সফেছি (সম্ভাবত)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.