| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনেমনে আনমনে নয়নে
পথিকের মত শত
যে অচিন মানুষটাকে
প্রতিনিয়ত খোঁজে বেড়াই,
কুড়ি বছর পর আজ
রোদ বৃষ্টির ছায়াতলে
সে রাজকন্যার সাথে
রাজপ্রসাদে পরস্পর দেখা।
হঠাৎ নতুনত্ব দিনে
এই তুমি সেই তুমি
তব তোমার সাথে রুপকথা।
কোমল হাতের ছড়া ডানা
আমার ডানায় বেঁধে
কাছাকাছি আছি বসে
অাঁকাবাঁকা মুঠোপথ হেঁটে,
কদমে কদমে এগে যাওয়া
ঝুমুর ঝুমুর পায়ে বাজে
বাজে পায়েল তালে পা
সুমধুর কণ্ঠে বুক ভরেছো।
করেছো শিকারি ইন্দ্রজালে
চোঁখের ঝলকে পলকে
সত্যিই মনটা চুরি করেছো।
২|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২
স্রাঞ্জি সে বলেছেন:
মেঠোপথ হবে বুঝি কবি সাহেব।
দারুণ ভালবাসার অনুভূতির বহিঃপ্রকাশ।
৩|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: মন চুরির অপরাধে এই তুমি সেই তুমিকে অপরাধী করে বাধিত করবেন।
ভাল লিখেছেন কবি ইয়াকুব আহসান ভাই।
৪|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮
রাজীব নুর বলেছেন: প্রথম থেকে চার নম্বর লাইন টা ''খোঁজে'' হবে ??
না ''খুঁজে'' হবে??
৫|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮
খায়রুল আহসান বলেছেন: অনুভূতি প্রকাশের এক মাধ্যম হচ্ছে কবিতা - ঠিক। এ কবিতায়ও তাই হয়েছে।
৬|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
সেলিম আনোয়ার বলেছেন: বেশতো লিখেছেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।