![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন ছোট্ট ছিলাম তখন মনে হত আমাদের দেশের খেজুর গুলা এতো ছোট ক্যান। সৌদি খেজুর গুলোর মত হয় না ক্যান। কি যে আফসোস ছিল। আহারে!! কুরবানিতে আমরা শুধু গরু বা ছাগল কুরবানি দেই ক্যান, উট ও তো দিতে পারি। আব্বার কাছে আবদার ও মনে হয় করছিলাম। লাভ হয় নাই আফসোসের দিন মনে হয় এবার ফুরাবে!! ভারত যেভাবে পানি সরিয়ে নিচ্ছে, তাতে ৩০ বছরের মধ্যে দেশের ৬০ ভাগ এলাকা মরুভূমিতে পরিণত হবে। কৃষকদের আর ধান চাষ করা লাগবে না। ডিজেল, সার , আর পানি পানি করে চিল্লাইতে হবে না।আমাদেরও মরুভূমি দেখতে আর সৌদি যাওয়া লাগব না।এই দেশের মরুভূমিতে বাংলা ছবির দাপাদাপি মার্কা নাচ-গান হবে। এই দেশেই আমরা উট চড়াব আর খেজুর খেয়ে দিন কাটাবো। ভাবতেই ভাল লাগতেছে, খেজুর বেঁচব খেজুর!!
২| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: খালি বেচব কেনু গো... রপ্তানি করব.. সৌদিতে
তারাতো প্রযুক্তি আর ট্যাকার জোরে মরুভূমিরে সুজলা সুফলা বানাইতেছে..
আর আমরা মাথা নত করে দিতে দিতে নদীমাতৃক বাংলাকে মরু বাংলা বানিয়েও প্রতিবাদ করিনা। পাছে দাদারা অসভ্য বলে
ধিক নতজানু নীতির আওয়ামীলিগ!
ধিক তাদের চেতনা।
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৮
জেডআসাদস্ বলেছেন: শুধু লীগ কে দিক দিয়ে তো লাভ নাই রে ভাই। ৪৩ বছরেও কেউ পানি আনতে পারে নাই বুঝলেন। সবার ই দোষ আছে।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫১
দালাল০০৭০০৭ বলেছেন: Right