নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবরের চিন্তাভাবনা

বেকার মানুষ

যাযাবরের চিন্তাভাবনা › বিস্তারিত পোস্টঃ

আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি

২১ শে মে, ২০১৫ রাত ১১:২৬

আশা করি এ ব্যাপারে সবাই আমার সাথে একমত হবেনঃ জাম গাছ লাগিয়ে সে গাছে আঙ্গুর ধরবে এটা মনে করা যেমন বোকামি,তেমনি মুরগী দিয়ে হাল চাষ করাবেন এটাও বোকামি।

আচ্ছা,তাহলে একটা চোর/বাটপার/সন্ত্রাসী/চাঁদাবাজ কে যদি সমাজের অথবা জাতির নেতা বানানো হয় তাহলে সেখানে খুন,ধর্ষণ, লুটপাট হবেনা, এটা কি আশা করা উচিত??

আপনি হয়তো হাসছেন।ভাবছেন আমার তো কোন সমস্যা হচ্ছে না,আমি কেন এসব নিয়ে টেনশন করব?? আপনি হয়তো নিজেও দুই নম্বরি করে একটা ভাল চাকরি ম্যানেজ করেছেন অথবা অন্ধকার পথে কিছু টাকা উপার্জন করছেন। কিন্তু, এতে খুশি হওয়ার কিছু নেই। ভাবছেন কেন??
আচ্ছা,আপনার কি জীবনে এমন কোন ঘটনা ঘটেনি যে, কোন একটা কাজে আপনি শতভাগ নিশ্চিত সফল হবেন কিন্তু ব্যর্থ হয়ে গেছেন অথবা আপনি মনে প্রাণে চাইছেন সফল হতে কিন্তু মনে হচ্ছিল সফল হওয়া অসম্ভব কিন্তু অবশেষে সফল হয়ে গেছেন? তাহলে আশাকরি আপনাকে আর বেশি কিছু বলতে হবে না। আর হ্যা,আপনি জীবনে কোন না কোন সময় এরকম ঘটনার মুখোমুখি হবেনই।

যাই হোক,জাতি হিসেবে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির কথায় আসি।
আমাদের স্বাধীনতা অর্জনের প্রায় চার যুগ সময় পার হয়ে যাচ্ছে। আমরা যদি আত্মসমালোচনা করি যে,স্বাধীনতার পর এই সুদীর্ঘ সময়ে আমরা আমাদের স্বাধীনতাকে কাজে লাগিয়ে কী কী সফলতা অর্জন করেছি? আর স্বাধীনতার পূর্বে আমাদের কী কী অর্জন করার প্রত্যাশা ছিল? আমাদের অনেক কিছু করণীয় ছিল।তার কিছু কিছু করতে পারলেও যতটুকু দরকার ছিল ততটুকু আমরা করতে পারি নি। যার কারণে আমাদের প্রত্যাশাও পূরণ হয়নি।
এখন বাংলাদেশে কোন নির্বাচন হলে বেশিরভাগ ভোটার ভোট দেয় আগের রাতের টাকার কারণে। এটা অবশ্য অশিক্ষিত ভোটাররাই বেশি করে।এদের কোন দল নাই। পছন্দ নাই। প্রার্থীর ভাল খারাপ বিবেচনা না করেই এরা টাকার বিনিময়ে ভোট দেয়। আর শিক্ষিত তরুনরা ভোট দেয় কোন দলের নেতা তাকে ২ নম্বরি করে চাকরির ব্যবস্থা করে দিবে সে কথা চিন্তা করে। এখন সুস্থ প্রতিযোগিতা করে চাকরি নেওয়ার প্রবণতা তরুণ তরুণীদের মধ্যে নেই বললেই চলে। আর বাকি যারা থাকেন তারা দেখা যায় কোন একটা নির্দিষ্ট দলকেই সব সময় ভোট দিয়ে থাকেন। তা সে দলের লোকেরা যতই অন্যায় অপকর্ম করুক না কেন।
লক্ষ্য করে দেখুন কেউই কিন্তু সুশাসন,দুর্নীতিদমন, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগব্যবস্থা উন্নতি কিংবা দারিদ্র্য দূরীভুত করণ এসব চিন্তা করে ভোট দেয় না। সবাই যার যার ক্ষুদ্রসার্থের কথা চিন্তা করে নেতা নির্বাচন করে। আর স্বাভাবিকভাবেই সেই নেতাও তার নিজের ক্ষুদ্র ব্যক্তিসার্থের উর্ধে কখোনোই উঠতে পারে না। আর তাই আমি মনে করি বাংলাদেশের বর্তমান দুরবস্থার জন্য রাজনৈতিক নেতা কিংবা দলগুলো যতটা না দায়ী,তার চেয়ে বেশি দায়ী এদেশের ভোটাররা। এরা ভাল প্রার্থী থাকলেও তাকে ভোট না দিয়ে দুর্নীতিবাজদের ভোট দেয়। আর তাই এদেশে ভাল নেতা তৈরির পথ এখন রুদ্ধ হয়ে গেছে।
তাই,সাধু সাবধান!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৫ রাত ১২:৩১

আহসানের ব্লগ বলেছেন: ওকে B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.