![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থ্রিজি আসছে! বুড়ো চাচা বলছে, বলেছিলাম না থ্রিজি আইয়া পড়বো। পত্রিকার পাতা খুলুন, টিভি খুলুন, ইন্টারনেটে কোন পেইজ ওপেন করুন থ্রিজি আর থ্রিজি। গাধার পায়ে ঘোড়া গতি দিলে কি হবে?
তবু অপেক্ষায় রইলাম থ্রিজির।
আপনি হয়তো কোন জরুরী কিছু নিয়ে চিন্তা মগ্ন। তখন আপনার মোবাইলে একটি কল আসল। রিসিভ করতেই- আমি মি. হেকমত। আমার সাথে আপনি কথা বলতে একমত। একমত হলে এক চাপুন আর দুইমত হলে দুই চাপুন। এতো গেল কল সমাচার।
এবার আসি ম্যাসেজ এর ব্যাপারে। আপনার পরিচিত কেউ আপনাকে ম্যাসেজ দিয়েছে। সেটা আপনি খুজে পেতে আপনাকে রীতিমত হারিকেন ধরাতে হবে। কারণ প্রতি ৫ মিনিট পর পর আপনার মোবাইলে মোবাই অপারেটর কর্তৃক ম্যাসেজ আসছে সেগুলো মুছতে গিয়ে হয়তো মুছে ফেলেছেন। সেবার মান বৃদ্ধি না করে বিজ্ঞাপনে নজর দিচ্ছে কোম্পানী গুলো। এজন্য তাদের ম্যাসেজ অনেকে পড়ে না। গ্রাহক মনে করে এগুলো আসবে আর মুছে ফেলতে হবে। কিন্তু আসলে ব্যাপারটা তা হবার কথা ছিল না।
©somewhere in net ltd.