নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিহাদ ৭০০৭

যা হতে পারিনি তার নিরন্তর চেষ্টা............

জিহাদ ৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

দুই নেত্রীর ফোনালাপ: প্রকাশে বাধা কোথায়?

০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯





অনেক তর্ক বিতর্ক চলছে এ নিয়ে। ফোনালাপ প্রকাশ ঠিক হয়েছে কিনা? পক্ষে বিপক্ষে অনেক মতামত আমরা কয়েক দিন ধরে পড়ছি। আর এ নিয়ে সবখানে আলোচনা চলছে।

ফোনালাপে কতটুকু শিষ্টাচার রক্ষিত হয়েছে তার বিবেচ্য কিন্তু ফোনালাপ প্রকাশ শিষ্টাচার লঙ্গন হয়নি আমার মতে। কারণ দুই নেত্রীর মাঝে ফোনালাপ হবে তা আমরা শুনে আসছি। বরং ফোনালাপ প্রকাশ না হলে জনগণের মনে আকঙ্খা থেকে যেত যে তারা কি আলাপ করেছিল সেদিন। কারণ অামরা দুই নেত্রীর ফোনালাপ ব্যতীত যে সকল বক্তব্য একে অপরের প্রতি দিয়ে থাকেন তাতে অনেক সময় শিষ্টাচার লঙ্গন হয়। সেখানে অনেক বক্তব্য থাকে যা আমাদের শোনা প্রয়োজন নেই কিন্তু তা অামাদের শুনতে হচ্ছে। তাই ফোনালাপ শুনতে বাধা কোথায়? যদি দুই নেত্রী দেশের স্বার্থ নিয়ে কথা না বলতেন। তারা যদি একে অপরের সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপনের জন্য আলাপ করে থাকতেন তাহলে তা হয়তো প্রকাশ শিষ্টাচার লঙ্গন হতো। যেহেতু তারা দেশের ভবিষ্যত নিয়ে আলাপ করবেন এবং এ আলাপে অনেক মানুষের জীবন জড়িত তাই শুনার অধিকার সবার আছে।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে প্রকাশ্যে বিতর্ক অনুষ্ঠিত হয় এবং তা সরাসরি প্রচার হয়। সারা বিশ্বের মানুষ দেখে। সেটা যদি হয়ে থাকে তাহলে আমাদের দেশের এই সংকট মুহুর্তে দুই নেত্রীর ফোনালাপ সরাসরি প্রচার হওয়া উচিত ছিল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

হাসিব০৭ বলেছেন: কোন বাধাই নেই কিন্তু বাংলাদেশের সাথে যতগুলো চুক্তি হয়েছে সেগুলো প্রকাশ করতে তাহলে বাধা কোথায়? কেন সেগুলো কখনই জনগন জানতে পারে না? উত্তর আশা করছি.....................

২| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

স্বাধীকার বলেছেন:
ফোনটি ছিলো আলোচনায় বসার জন্য দাওয়াত,
দাতয়াতকে আলাপ বলা কি ঠিক?
বরং ঐ দাওয়াতের পর আলোচনায় বসা এবং তা সরাসরি প্রচার হলে হয়তো শোভন হতো। কিন্তু সেক্ষেত্রেও দুপক্ষের অনুমতি নিয়ে প্রকাশ করা উচিত।

উপরের ১ নং মন্তব্যে হাসিব ভাই আপনাকে প্রশ্ন করেছেন-সেটার জবাব আশা করছি। আম্লীগ সরকার কেবল ভারতের সাথে যে চুক্তিগুলো করেছে, সে গুলো প্রকাশের দাবী কোনোদিন করেছেন? সেটা জানার, সংসদের উত্থাপনের বিধান থাকলেও আম্লীগ তা করেনি।

---------লবনের ঘাটতিজনিত কারণে ফোনালাপ প্রকাশের পর পর আমাদের ভাদা সম্প্রদায় ভীষণ পুলক অনুভব করতে থাকে। ঠিক একদিন পরেই বুঝতে পারে-এটাতে আইন লংঘন হয়েছে এবং ব্যাপক সমালোচনার সন্মুখীন হয়ে তথ্যমন্ত্রী বলতে বাধ্য হন তদন্ত করে ব্যবস্থা নিবেন। বুঝতেই পারছেন লবণের ‍গুণাগুন না থাকলে কেন এরকম পোস্ট প্রসব হয়!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.