নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিহাদ ৭০০৭

যা হতে পারিনি তার নিরন্তর চেষ্টা............

জিহাদ ৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

মাননীয় মডারেটর: বহু দিনের একটি মনোবেদনা!

১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

এই ব্লগে আমার বয়স ৩ বছর ৩ মাস। কিন্তু একটা কষ্ট আমাকের কুরে কুরে খাচ্ছে। ব্লগে অনেক বিষয় নিয়ে লিখি। কখনো গল্প, কখনো কবিতা, কখনো নানাবিধ বিষয়। কিন্তু যখন আমার ইউজার নেম বা ব্লগ নেম দেখি তখনই মনটা বিষন্ন হয়ে যায়। যখন ব্লগে রেজিস্ট্রেশন করি তখন অতটা ফ্রন্ট সম্পর্কে বুঝতাম না। আর তাই ভুলটি হয়ে যায়। আমার নাম ‌'জিহাদ' কিন্তু ব্লগে আমার নামটি দেখায় ' িজহ৭০০৭' । একবার ব্লগে আইটি বিষয়ে হেল্প চেয়ে পোস্ট করেছিলাম। তখন তাতে আমার মোবাইল নাম্বার দিয়েছিলাম। একজন প্রবাসী বাঙালী আমাকে তথ্য দিয়ে সাহায্য করা জন্য ফোন করলেন। তিনি আমার নাম যেভাবে উচ্চারণ করলেন তাতে আমি অবাক। কিন্তু তার কোন দোষ নেই। সেই থেকে আমি আমার নামটি ঠিক করার জন্য বহু চেষ্ট করি। পারি নাই।



তাই মাননীয় মডারেটতর দু:খিত মডারেটর আমার নামটি যদি ' িজহ৭০০৭' স্থলে 'জিহাদ' করে দেন তাহলে চিরকৃতজ্ঞ থাকিতাম।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

ডরোথী সুমী বলেছেন: আমরাও আপনাকে আপনার পছন্দের 'নিক'-এ পেতে চাই। ভাল থাকুন।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

জনাব মাহাবুব বলেছেন: আমিও আপনার পক্ষে হয়ে আবেদন জানালাম

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

ইখতামিন বলেছেন:
আপনি এই ঠিকানায় গিয়ে "ধরণ" অংশে "Profile Correction" সিলেক্ট করে "বিস্তারিত(ইংরেজী/বাংলা):" অংশে আপনার সমস্যা বিস্তারিত লিখে জানাতে পারেন। আশা করি সব ঠিক হয়ে যাবে। :)

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

ইখতামিন বলেছেন: ওহ.. হ্যাঁ.. নিচের ক্যাপচা কোড পূরণ করতে ভুলবেন না কিন্তু....................

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

মহিদুল বেস্ট বলেছেন: আমিও এডিট করতে চাই...

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

সুমন কর বলেছেন: আমরা কিন্তু, জিহাদ ৭০০৭ দেখছি। এটা আপনার বাউজারের সমস্যা।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: জিহাদ ৭০০৭ আমরা ত ঠিই ই দেখছি । মনে হয় আপনার PC তে সমস্যা।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

বিডি আমিনুর বলেছেন: এখন কি দেখতেছেন ?
আমরা তো 'জিহাদ ৭০০৭' ই দেখতেছি।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: @সুমন কর, আনারুল, বিডি আমিনুর, সম্ভবত এই পোস্ট দেবার পরে নামটা ঠিক করা হয়েছে। তবে লেখক যে নাম চেয়েছেন তা সম্ভবত দেয়া সম্ভব নয় বলে ৭০০৭ টুকু রেখে দেয়া হয়েছে!

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

জিহাদ ৭০০৭ বলেছেন: ইখতামিন ভাইয়ের পরামর্শে ঠিক করেছি। তার পর কাংঙ্খিত নামটি পাই নাই। ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। সবাইকে নিরন্তর শুভেচছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.