![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর এমন কোন উপশম মলম নেই যে অাপনার কষ্টকে লাগব করবে। অামি বুঝি না অাপনি কিভাবে এ কষ্ট ভুলবেন। আপনার হাতে হয়তো প্রযুক্তির কল্যাণে কোন না কোনভাবে পৌছে গেছে অাপনার ছেলের মৃত্যু দৃশ্য। অাপনি হয়তো তা দেখেও ফেলেছেন। অাপনার ছেলের অন্তিম অাকৃতি মৃত্যু দৃশ্য, হায়েনাদের অট্টহাসি অার অাপনার ছেলের করুণ চাহনি অাপনাকে যে মৃত্যুর চেয়ে কঠিন কষ্ট দেবে। সারা জীবন মনের গভীরে অাপনাকে কুরে কুরে খাবে মৃত্যু অবধি অাপনাকে পৃথিবীর সবচেয়ে ভারি কষ্ট ভয়ে নিয়ে যেতে হবে। । অাপনার কষ্টকে প্রকাশ করার মত ভাষা নেই। অামি রাজনের কেউ না তারপরও অামাকে এ মৃত্যু যে কষ্ট দিচ্ছে। অামি অামার চোখের পানি ধরে রাখতে পারিনি। কখনো অামি নিজেকে রাজন হিসাবে ভেবেছি, কখনো নিজের ছোট ভাই হিসাবে ভেবেছি।
ফেসবুক অার ইউটিউব অাপনার ছেলের হত্যাকারীদের ধরতে সহায়তা করবে। কিন্তু অাপনার জন্য যে সচিত্র কষ্ট চিত্র রেখে গেল তা যোগবিয়োগ করলে সমান হবে কিনা জানি না। অদৌ যোগ বিয়োগ করা যায় কিনা?
অামি শুধু রাজনের কান্না ধ্বনি শুনতে পাই। অাকাশে বাতাসে রাজনের কান্না। অামি অামার ঈদকে রাজনের জন্য উৎসর্গ করেছি। কোন অানন্দ করব না। শুধু মনের গভীরে অশ্রু ফেলব। এই পৃথিবী তোমার জন্য নয় তাই তোমার এ ছলে যাওয়া। তোমার চোখের পানি পদ্মা, মেঘনা, যমুনা হয়ে সাগরে মিশবে। তোমার কান্নার জলে ধুয়ে মুছে যাক এ কলঙ্ক চিত্র। তুমি অামাদের ক্ষমা করো না। তুমি অামাদের শাস্তি দাও। তার তুমি অভিমান করো।
©somewhere in net ltd.