![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু দিন অাগে অামি একটি পোস্ট দিয়েছিলাম। এক মাস অাগে। হেড লাইনটা ছিল "বাংলা ব্লগে বানান ভুল! তাও এডমিন কর্তৃক!"। অনেকে বলেছেন- এভাবে না দিয়ে মেসেজের মাধ্যমে দিতে। কিন্তু ভুলটা অনেকদিনের তাই সবাইকে দেখানোর জন্য পোস্ট হিসাবে দিলাম। কিন্তু ভুল ভুলই থেকে গেল। এখন অামি যদি ঠিক হয়ে থাকি তাহলে অর্থ দাড়ায় দুটি।
১। মডারেটর ইচ্ছা করেই ভুলটা করেছে।
২। নয়তো মডারেটর অামার পোস্টটা খেয়াল করেনি।
মডারেটার যদি খেয়াল না করে থাকেন তাহলে তো প্রশ্ন থেকে যায়। ব্লগে যে কেউ যা ইচ্ছা তা লিখতে পারবে। দেখার কেউ নেই। মডারেটরদের প্রতিটি পোস্ট মডারেট করতে হবে। কারণ ব্লগের নীতিমালার সাথে যায় না এমন পোস্টতো ব্লগে ঝুলে থাকতে পারে না।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩১
ভ্রমরের ডানা বলেছেন:
মার ডালা........