![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অামাদের গায়ের রং কালো বটে তাই বলে কি অামাদের ভিতরটা কালো? অামাদের নিয়ে কম সাহিত্য রচনা হয়নি, অামরা বাংলা সাহিত্য অনেকখানি সমৃদ্ধ করেছি। তার প্রমান ভুরি ভুরি, যেমন- কাক কালো, কুকিল কালো, কালো কন্যা কেশ/ কা ডাকা ভোর ইত্যাদি ইত্যাদি।
অামরা কি করি- শুধু একটু গলা ছেড়ে কা-কা করি, এইতো। তাই নিয়ে এত কলরব। তারপর মানুষের মধ্যে জগড় হলে বলবে- ভাত ছিটালে কাকের অভাব হয় না। কেন অামাদের নাম নিতে হয়! ভাত ছিটালে সবাইতো অাসে, কুকুর বিড়াল হতে সব প্রাণীইতো ছুটে অাসে। অামরা হয়তো সর্বাগ্রে ছুটে যাই তাই বলে এত কথা।
অামরা তো অার রাজনীতি করি না। অামরা এসব বুঝি না। তারপরও বলছে অামাদের অামরা রাজনীতি করি। কেন মিথ্যা অপবাদ? অামাদের কোন মিটিং মিছিলে দেখেছেন? অামরা কোথাও কোন দলের মিটিং মিছিলে যাই না। অামরা সবসময় রাজনীতি থেকে দুরে থাকি তারপর অামাদের নিয়ে রাজনীতি হচ্ছে।
সর্বশেষ বলি অামাদের নিয়ে রাজনীতি বন্ধ করুন, নাহলে অামরা সবাই মিলে একত্র হয়ে অান্দোলন করব, মানহানি মামলা করব অার এমন শব্দে কা-কা করব যে কাক ডাকা ভোর বলে অার কিছু থাকবে না।
ধন্যবাদ, ভালো থাকবেন অার সবাইকে কাকা ডাকা ভোরের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৮
আচিন বলেছেন: আমরা অনেক এই অনলাইন এ নিউসপেপার পরে থাকি..কিন্তু আমাদের জন্য সকল সংবাদ পত্রের লিংক মনে রাখা সম্ভব হয় না...আর তাই আপনাদের সুবিধার জন্য নিয়ে এলাম একটি সাইট যেখানে বাংলাদেশ আর প্রায় সকল সংবাদ পত্রের খবর ও লিংক খুঁজে পাবেন যাতে আপনি সহজেই অনলাইন এ নিউস পেপার পড়তে পারেন ...
সাইট টি বুকমার্ক করে রাখুন যাতে যে কোনো সময় এ সকল খবর পেতে পারেন....
http://onpbd.blogspot.com/