নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্যানভাসের আঁচড়

বিশিষ্ট ভাবুক,সব সময় ভাবি,আর ভাবতেই ভাল লাগে।

একজন বাঁধন

মাঝে মাঝে লিখতে ভাল লাগে তাই টুক টাক লিখার চেষ্টা করি।

একজন বাঁধন › বিস্তারিত পোস্টঃ

বাবা তুমি কোথায়?

০২ রা জুন, ২০১৩ রাত ১১:২০

সারাটা দিন বাসায়,খুব বোর লাগছিল।তাই একটু বাইরে বের হলাম।ভাবছি একটু হাঁটাহাঁটি করলে মন্দ হয় না।গ্রামের রাস্তা ধরে হাঁটছিলাম আর চারপাশের দৃশ্যগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম।এক পশলা বৃষ্টির পর চারপাশের পরিবেশটা কাঁচা সবুজে ভরে ওঠে।বৃষ্টির জল সবকিছু সতেজ করে তোলে।ভালই উপভোগ করছিলাম সবকিছু।হঠাৎ পকেটের মুঠোফোনটা বেজে উঠল।

-হ্যালো,কে বলছেন?

-বাবা তুমি কোথায়?

-আমি একটু বাইরে আছি।

-বাবা,আসার সময় ডিম নিয়ে আসিও।

বলেই লাইনটা কেটে দিল।মুঠোফোনটা পকেটে রাখলাম।আবার হাঁটায় মনোযোগ দিলাম।একটু পর মনে হল আরে আমার বাচ্চা আসল কই থাইক্যা?আমি তো এখন বিয়াই করি নাইক্যা।আবার মুঠোফোনটা বের করলাম এবং ঐ নাম্বারটায় ফোন দিলাম।

-হ্যালো,কে বলছেন(মনে হয় পিচ্চিটার মা)।

-এই নাম্বার থেকে একটু আগে একটা ফোন আসছিল তো...।

-ও দুঃখিত,আমার মেয়েটার কাছে ফোনটা ছিল তো ঐ মনে হয় ভুল করে ফোন দিয়ে ফেলছিল।

- ও আচ্ছা, ঠিক আছে আপু।

বলে কেটে দিলাম।তবে ঘটনা যাই হোক পিচ্চিটার কথাগুলায় খুব আদর মাখা ছিল।মনে হয় বাবাকে ভীষণ ভালবাসে।কেন জানি পিচ্চিটার কথা মনে হচ্ছে এখন।একটুতেই ওর মায়ায় পড়ে গেলাম।আচ্ছা আর একবার ফোন দিয়ে পিচ্চিটার সাথে একটু কথা বললে কেমন হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.