নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এত স্বপ্ন, এত আয়োজন শুধু মাত্র মাথার উপরে থাকা নীল আকাশটাই দেখে। আমি নাহয় আকাশ হয়েই থাকি?

আবির চৌধূরী

এত স্বপ্ন, এত আয়োজন শুধু মাত্র মাথার উপরে থাকা নীল আকাশটাই দেখে। আমি নাহয় আকাশ হয়েই থাকি?

আবির চৌধূরী › বিস্তারিত পোস্টঃ

অতঃপর খুনি (সত্য ঘটনা অবলম্বনে)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

সত্য ঘটনা অবলম্বনে....

-আজকে তিন বছর এই জেলে। এখানে ভালো আছি এখন। মা বাবা আসেনা। একটা বোন আসে মাঝে মাঝে।দেখে যায়। কারো কি ভালো লাগে বন্দি থাকতে? মানুষের মন বন্দি থাকতে চায় কখনো ভাই?আর যার ভালো লাগে বন্দি থাকতে সে মানুষ না, অমানুষ! আমিও অমানুষ...নাহলে বন্দি কেন থাকতে চাইবে মন।

-কি মামলায় এখানে?
-মার্ডার!
-খুন করছেন? কাকে? নাকি মিথ্যে মামলায় ফাসাইছে?
-খুন করছি। বন্ধুকে।
-কি দিয়ে!
-নাইফ!
-কেন? হঠাৎ এরকম কেনো হলো যে খুন করতে হলো?
-ও আমার ক্লাস সিক্স থেকে এন্টি ছিল।ক্লাস এইটে ক্যাপ্টেন ছিল। ঝামেলা ছিল। কথা কাটাকাটি ছিল!

-তাই বলে মেরে ফেলবেন?
-মারতে চাইনাই। আঘাত করবো ভাবছি কিন্তু ছুরি মারার পর যখন দেখছি অবস্থা খারাপ, হাসপাতালে নিয়ে গেছি। ডাক্তার মারা গেছে বললেই ওখান থেকে পালাই। প্রায় দুই মাসের মাথায় গ্রেফতার হই।
-সাজা দিছে? মামলা কে চালাইতেছে?
-সাজা হয়নি।মামলা কেউ চালাইতেছেনা। শিশু আইনে মামলা হইছে ১৪বছরের জেল হতে পারে।
-সরকারী উকিল নিতে তো পারেন!
-ওরা সাজা করাই দিবে। আল্লাহ অলৌকিক ভাবে মুক্ত করাই দিবে। (কথাটা শুনে আশ্চর্য গেলাম)
-দুইজনের জীবন ইতো শেষ।যাকে মারছেন সেও, আপনিও।
-নাহ, শেষ হইতে দিবোনা। আমাকে বের হতে হবে।ইচ্ছে করছে এখন চলে যাই।

কথাগুলোর উত্তর এভাবেই দিয়ে ছিল প্রিয়তোষ।হিন্দু ছেলে। প্রথমেই নিজেকে অমানুষ বলেছিল পরে বাঁচার আকুতির কথা বলেছিল। এক পর্যায়ে আমার চোখের গ্লাসটা তার চোখে পড়ে। ভাই, এটাতে পাওয়ার আছে? আমার এরকম একটা চশমা নিতে ইচ্ছে করছে আজ অনেকদিন। এটার দাম কত? আমার কাছে টাকা থাকলে আপনাকে টাকা দিয়ে এখন নিয়ে নিতাম।

জেএসসিতে ৪.৩৩ পায় প্রিয়তোষ। শুনেছি ছেলেটা মুসলমান হইছে। ১০৯৫ দিনের বেশি অন্ধকার ঘরে আটকে আছে। আমরা কেউইতো মরতে চাইনা, আবার পরাধীন থাকতে চাইনা। বাঁচতে চাই সুন্দর ভাবে। হঠাৎ এভাবে আজ এরকম একজনের সাথে কথা হবে কখনো চিন্তাই করিনি।চলে যাওয়া মানুষগুলো থাকুক শান্তিতে!বেঁচে থাকুক ভালো মানুষগুলি, অন্ধকারের জগতে থাকা মানুষগুলি ফিরে আসুক আলোক জগতে। এই হোক সবার কামনা...

চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগার ঘুরে এসেছিলাম।
১৬ই জুন, ২০১৬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.