![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত স্বপ্ন, এত আয়োজন শুধু মাত্র মাথার উপরে থাকা নীল আকাশটাই দেখে। আমি নাহয় আকাশ হয়েই থাকি?
প্রিয় প্রিয়তমা,
তুমি কেনো বুঝোনা আমায়?? তুমি জানোনা তোমার জন্য আমার ভাললাগা, ইচ্ছাশক্তি, উদ্বেগ, তোমার জন্য আমার চিন্তার সৃষ্টি কোথা থেকে? জানোনাতো?
কিন্তু আমি জানি আমার জন্য
তোমার ঘৃনার উৎস কোথা থেকে।
আমার 'করোটির করোটিকার
অগ্রমস্তিস্কের হাইপোথ্যালাস'
থেকে তোমার জন্য আমার
ভালো লাগার সৃষ্টি. . .
ঠিক সেখান থেকে তোমার জন্য আমার আমার ক্ষুধা, তৃঞ্চা, উদ্বেগের সৃষ্টি যেখান থেকে আমার
ইচ্ছাশক্তি, উদ্ভাবনি শক্তির সৃষ্টি হয়েছে. .
.
সেই 'অগ্রমস্তিষ্কের সেরেব্রামের'
কাছে আজ আমি চির কৃতজ্ঞ।
দেখোনা ঈদানিং 'থ্যালামাস' আমার যন্ত্রনাটাকে বাড়িয়ে দিয়েছে। কিন্তু সে তোমার অনুভূতিকে জাগ্রত
করতে পারেনি। আজ 'সেরেবেলাম' দেহের ভারসাম্যটাকে বজায় রেখেছে। পনস আজ আমার শ্বাস
ক্রিয়াকে স্বাভাবিক রেখেছে. . .
.
আমি আশা করি এই
'হাইপো থ্যালাসিই' তোমার বুকে আমার জন্য উদ্বেগ সৃষ্টি করে ভালো লাগা তৈরী করবে। লেখক-
প্রতিদিনকা র সে।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৫
আবির চৌধূরী বলেছেন: নাহ! এটা মজার ছলে লিখা! পাঠ্যপুস্তকে যাবেনা!
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪৯
চাঁদগাজী বলেছেন:
এসব কাব্য যদি পাঠ্য পুস্তকে চলে যায়, আমাদের অবস্হাটা কি দাঁড়াবে?