![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত স্বপ্ন, এত আয়োজন শুধু মাত্র মাথার উপরে থাকা নীল আকাশটাই দেখে। আমি নাহয় আকাশ হয়েই থাকি?
'Menstrual' শব্দটাকে যখন আমি সমাজে বিভিন্ন প্রেক্ষাপটে বলব অনেকেই আশ্চর্য হবে/হয়। আর এটা যদি বলা হয় উখিয়ার মত একটা অঞ্চলের স্কুল গুলোর অভিভাবকদের তারা মুখের ভঙ্গিমা কেমন হতে পারে! এটাই স্বাভাবিক। আমাদের এই শিক্ষিত সমাজের প্রেক্ষাপটেও এটা একটি ট্যাবু বা নিষিদ্ধ। একটা মেয়ে/মহিলা তার জীবনের সাত বছরের বেশি সময় ধরে এটার মধ্য দিয়ে যাবে কিন্তু সে এটা কাউকে বলতে পারবেনা/পারেনা। আর উখিয়াতেই যখন Menstrual hygiene এর উপর কথা বলতে যাব এটা চ্যালেন্জিংই বটে। অথচ এই পিরিয়ড সময়কালীন একটু গাফিলতি একটা মেয়েকে জরায়ু ক্যান্স্যারের দিকে নিয়ে যায়। Campaign RED ঠিক এই বিষয় নিয়েই কাজ করে। ইতিবাচক চিন্তায় গড়ে উঠবে এ সমাজ। Realizing Empowerment For Dignity স্লোগানে পরিবর্তন হবে আশপাশ।
অনেকের প্রশ্ন আসে, মেয়েদের বিষয়টা বুঝলাম কিন্তু ছেলেদের কেন? কিন্তু ঠিক এই বিষয়টাতেই ছেলেরা কতটুকু পজেটিভ? কতটুকু সাপোর্ট দিতে পারছে তার বোনকে/মা কে?আমরা শিখি, আমরা শেখাই, আমরা বেড়ে উঠি নতুনত্বে। নতুন কিছু শুরু হোক নিজে থেকে...
©somewhere in net ltd.