![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত স্বপ্ন, এত আয়োজন শুধু মাত্র মাথার উপরে থাকা নীল আকাশটাই দেখে। আমি নাহয় আকাশ হয়েই থাকি?
আমার কিছু বিস্তৃত স্বপ্ন আছে তোমাকে ঘিরে,
একটু ভুল হলো কোথাও মনে হয়!
আছে না শব্দটা হবে ছিল;
একশ ফানুশের মত রাঙা স্বপ্ন,
গ্রামের কাদামাটির আদলে গড়ে উঠা পুতুলে স্বপ্ন।
ইদানিং আমার বৃহৎ পরিসরে স্বপ্ন দেখার বদৌলে বেঁচে থাকতে ইচ্ছে হয়;
ইটেরমত শক্ত মনটাকে ভাঙতে ইচ্ছে হয়;
ফানুশের মত উড়তে ইচ্ছে হয়,
আকাশের মেঘ হতে ইচ্ছে হয়।
বিধাতার ইশারাটা বড়ই চমৎকার!
এইযে নিষ্প্রান, শক্ত একটা মাটির তৈরি শরীররে কিভাবে বাঁচিয়ে রেখেছে।
এত স্বপ্ন, এত আয়োজন শুধু মাথার উপরে থাকা নীল আকাশটা দেখে;
আমি নাহয় আকাশ হয়েই থাকি?
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা অনেক ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭
ন্যায়দন্ড বলেছেন: আকাশ হয়ে থেকে কি লাভ?
সেটা মৃত্যুর পরে হতে পারে।