![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত স্বপ্ন, এত আয়োজন শুধু মাত্র মাথার উপরে থাকা নীল আকাশটাই দেখে। আমি নাহয় আকাশ হয়েই থাকি?
তৃপ্তি, ঠিক কতটুকুতে?
কিংবা ভাবনা! কতটুকু গভীরে?
হয়তো কোনটাই না,
শুধু তুমি নেই বলে
প্রশ্নগুলো সবসময় অস্তিত্বের হয়;
তারপর বেঁচে থাকা, তারপর হয়তো ভাল থাকা....
সবাই বাঁচে, কিন্তু সবাই ভাল থাকেনা!
...প্রশ্নটা অস্তিত্বের, তোমাকে ছাড়া কতটা বেঁচে থাকা হয়।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪
আবির চৌধূরী বলেছেন: আসলে আমার থাকা হয়না। কিছু পুরনো লেখা জমা করসি। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৩
মোস্তফা সোহেল বলেছেন: দারুন লিখেছেন।পরপর দুটি পোষ্ট দেখছি আপনার।
ব্লগে পরপর দুটি পোষ্ট না দেওয়াই ভাল।