নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এত স্বপ্ন, এত আয়োজন শুধু মাত্র মাথার উপরে থাকা নীল আকাশটাই দেখে। আমি নাহয় আকাশ হয়েই থাকি?

আবির চৌধূরী

এত স্বপ্ন, এত আয়োজন শুধু মাত্র মাথার উপরে থাকা নীল আকাশটাই দেখে। আমি নাহয় আকাশ হয়েই থাকি?

আবির চৌধূরী › বিস্তারিত পোস্টঃ

বাবা এবং আমি...

২৩ শে মে, ২০১৮ রাত ১২:৪১

১. বাবার সাথে আমার দেখা হওয়ার সময়টা ৬ পূর্ন হবে এ বছরের সেপ্টেম্বরই। এ দীর্ঘ সময়টাতে আমি বলবনা সবসময় আমার মনে পড়েছে উনাকে। ২০১২ এর সেই রমজান ঈদে বুক মিলিয়েছি আমি আর বাবা। আমি চেষ্টা করি একটা বার মনে করার দিনে অন্তত। আমি চেষ্টা করি দুপুরে যখন ঘুমাই ইদানিং মনে করার লুকিয়ে আস্তে আস্তে বাবার পাশ থেকে উঠে ফতেহ কিংবা রকির কথায় ব্যাট নিয়ে স্কুল মাঠ খেলার জন্য দৌড় দেয়াটা। আমার মনে পড়ে খুব ইদানিং। ৬ বছরের এই সময়টাকে ছোট্ট বলা যায়না, আবার আমি বড় হয়েছি সেটিও বলতে পারবনা। শেষবার যেদিন কথা হল, সেদিন আমার একটুও মনে হয়নি আমি পৃথিবীর সবচেয়ে বড় আবদারের জায়গাটা হারিয়ে ফেলছি। আমাকে কেউ কাঁদতেও দেখেনি। একটা কথা খুব মনে পড়ছে, মৃত্যুর পর মানুষ এতটা দূরে চলে যায়, যতটা গেলে এর পর আর কোন দূর নেই! এ কথাগুলো বলার একটা কারন আছে, ইদানিং আমার অকারনে মন খারাপ হয়, এটা আমি বুঝি আর হয়তো শুধু বাবা!

২. আমি নিজের মত করে পড়তে পারিনা সেই এসএসসির পর থেকে। নিজেকে কোনভাবেই খুঁজে পাচ্ছিনা আজ ছয় বছর। আমি শুধু আগ্রহ পাইনা কন্টিনিউয়াস সিগনালের বইটাতে, যেমনটা পেতামনা প্রথম বর্ষের ডিসির বই কিংবা ফিজিক্স ল্যাবে। সবাই যখন সিজিপিএ নিয়ে উচ্চবাচ্চ্য করে, আর আমি আম্মুকে এসে বলি, আম্মু আমার এবার পাওয়ার ট্রান্সমিশনে ফেইল এসেছে। আমি অনেকদিন পর বুঝতে পেরেছি আমি আসলে একটা নির্দিষ্ট সময়ে আটকে আছি। যেটা থেকে বের হওয়া উচিত, কিন্তু আমার কখনো বের হওয়া হয়না।

৩. তিনের এই পয়েন্টটাতে নাহয় কিছু নাই-ই থাকুক! কিছু গল্প হোক সবার, আর কিছু অসংজ্ঞায়িত...

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ রাত ১২:৪৮

ভুয়া মফিজ বলেছেন: 'একটা নির্দিষ্ট সময়' থেকে বের হতে পারাটাই জীবন। সময় থেমে থাকে না, আবার অনেকেই এটার সাথে তাল মিলাতে পারে না।
আশাকরি, খুব দ্রুতই আপনি আপনাকে খুজে পাবেন।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:০৬

আবির চৌধূরী বলেছেন: ইনশাআল্লাহ

২| ২৩ শে মে, ২০১৮ রাত ১:০৭

ঢাকার লোক বলেছেন: "এ পথ শুধু চলার, এখানে ফিরার পথ নেই!" রিয়ার ভিউ মিররে তাকিয়ে সামনে গাড়ি চালানো যায় না, সামনে দেখুন সামনে এগিয়ে চলুন ! কারো বাবাই চিরদিন থাকে না, আল্লাহ আপনার সহায় হোন।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:০৭

আবির চৌধূরী বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন

৩| ২৩ শে মে, ২০১৮ রাত ১:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কঠিন সময় পার করছেন। এগিয়ে যেতেই হবে...

২৩ শে মে, ২০১৮ রাত ১০:০৮

আবির চৌধূরী বলেছেন: ইনশাআল্লাহ

৪| ২৩ শে মে, ২০১৮ রাত ১:৫৬

অনুতপ্ত হৃদয় বলেছেন: তিনে রইল আপনার জন্য ভালবাসা

২৩ শে মে, ২০১৮ রাত ১০:০৮

আবির চৌধূরী বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন

৫| ২৩ শে মে, ২০১৮ রাত ২:০৬

শহীদ আম্মার বলেছেন: এগিয়ে যান। অনেকে তো পৃথিবীতে আসার আগেই বাবা হারিয়ে ফেলে।
সুন্দর জীবনের জন্য এ আবেগকে পেছনে ফেলতেই হবে।
শুভ কামনা রইল।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:০৯

আবির চৌধূরী বলেছেন: ইনশাআল্লাহ

৬| ২৩ শে মে, ২০১৮ রাত ২:২৯

কাইকর বলেছেন: শুভ কামনা রইলো ভাই

২৩ শে মে, ২০১৮ রাত ১০:০৯

আবির চৌধূরী বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন

৭| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:০১

গালিব আফসারৗ বলেছেন: বাবার জন্য ভালোবাসা, দোয়া। ভালো থাকবেন ভাই।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:১৩

আবির চৌধূরী বলেছেন: ন্যবাদ। ভাল থাকবেন

৮| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: ্মনটা দিলেন খারাপ করে।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:১৪

আবির চৌধূরী বলেছেন: আমি ক্ষমা প্রার্থী ভাইয়া

৯| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাবার স্মরণে! অতিব বেদনার। এক্ষত কখনও পূরণীয় নয় । কিন্তু মাতো আছে। বাবার অপূর্ণ সাধ পূরণ করে মায়ের মনোবাসনা পূরণ করাই এখন আপনার লক্ষ্য। অমসৃণ পথ কঠিন সময় আপনি ফেলে এসেছেন। সামনে উজ্জ্বল ভবিষৎ, বাবাকে স্মরণ করুন আর দাঁতে দাঁত চেপে এগিয়ে যান। তমোনািশা কাটবেই কাটবে।

পাশে আছি। অনেক শুভ কামনা আপনাকে।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:১৩

আবির চৌধূরী বলেছেন: ধনবাদ । ভাল থাকবেন

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৪

নিয়াজফাব বলেছেন: ♥ প্রেক্ষাপটটা আমার জীবনের সাথে মিলে যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.