নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছিড়ার ব্লগ

তারছিড়া..

আমার তার যে ক্যামনে জোড়া দিমু এইডা জানার লাইগ্যা দ্যাশটা ঘুরি... হাঃ হাঃ এইডার আবার নাম দিসি "স্বচক্ষে স্বদ্শে"

তারছিড়া.. › বিস্তারিত পোস্টঃ

সামনে চাকরির পরীক্ষা, মাথা নষ্ট চিন্তায়? সমাধান এখানে

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭

সামনে চাকরীর পরীক্ষা এজন্য কত কত পড়াশুনা যে করতে হয় তার কোন সীমা নাই, সারাজীবন এ যেগুলো পড়লাম এখন দেখি সেগুলোর কিছুই কাজে আসে না পড়তে হবে সাধারন, দেশ বিদেশের সব তথ্য আর গানিত এর কথা তো বলার কিছুই নাই এমন প্রশ্ন দেখলেই মাথা ঘুড়ায়





এত এত বই পড়তে আর ভালো লাগো না, তাই বন্ধুরা মিলে প্রথমে শুরু করছিলাম একটা ওয়েব সাইট যার মূল উদ্দেশ্য ছিলো নিজেরা পড়ব আর সেটা অনলাইনে সংরক্ষন করে রাখব যাতে পরে যেকোন সময় যেকোন জায়গায় থেকে মোবাইল বা পিসিতে বসে অনলাইনে পড়াটা সেরে নেয়া যায়। তখন নিজেরাই চালাচ্ছিলাম পরে পরিচিতরাও এখানে এসে অনলাইনে প্রাকটিস করে, ভালোই সাড়া পাচ্ছিলাম দায়িত্ববোধটাও বেড়ে গেলো আমাদের শুরু করলাম পুরোদমে আজ প্রায় 3000+ প্রশ্ন নিয়ে আমাদের প্রশ্ন ভান্ডার সমাদৃত এবং প্রতিদিন বাড়ছে প্রশ্নের সংখা। আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে মডেল টেস্ট যা পরীক্ষার জন্য অনেক সহায়ক। আমাদের সাইট সকল ডিভাইস ফ্রেন্ডলি পিসি, ল্যাপটপ, ট্যাব বা মোবাইল ডিভাইস সব থেকে আমাদের সাইট স্মুথলি ব্যবহার করা যায়।



তাই আজ আপনদের আমন্ত্রন জানাতে এলাম আমাদের অনলাইনে চাকরির প্রস্তুতির ভূবনে, আসুন দেখুন অনুশীলন করুন আর আপনার গুরুত্ব পূর্ণ মতামত প্রদান করুন



http://www.jobtestbd.com

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬

মিজান ঢাকা ব্লগ বলেছেন: দারুন হোয়েছে।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪

তারছিড়া.. বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯

খেয়া ঘাট বলেছেন: বিশাল ঘটনা ঘটিয়েছেন। দারুন।

তবে ভুলেও আপনার প্রোপিক নিয়ে ভাইবা বোর্ডে হাজির হবেন না !:#P !:#P

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৫

তারছিড়া.. বলেছেন: ধন্যবাদ, এমুন চেহারা নিয়া গেলে চাকরী ঠেকায় কেড??

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:১২

মদন বলেছেন: মাঝে মাঝেই পরীক্ষা দেই। সাধারন জ্ঞান পরীক্ষা দিতেই মজাই লাগে।

অসাধারন উদ্যোগ।

ভলেনটিয়ার ভিজিটরদের থেকে প্রশ্ন+উত্তর সাবমিটের ব্যবস্থা থাকলে প্রশ্ন সংগ্রহ মনে হয় আরো সহজ হবে। প্রশ্নব্যাংকটি আরো সমৃদ্ধ হবে।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:০১

দুরন্ত-পথিক বলেছেন: দাঁড়ান দেখে আসতেছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.