নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছিড়ার ব্লগ

তারছিড়া..

আমার তার যে ক্যামনে জোড়া দিমু এইডা জানার লাইগ্যা দ্যাশটা ঘুরি... হাঃ হাঃ এইডার আবার নাম দিসি "স্বচক্ষে স্বদ্শে"

তারছিড়া.. › বিস্তারিত পোস্টঃ

এইবার আমিও টিভি চ্যানেলের মালিক, বিয়া ঠেকাইবো কেডা??

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

একবার এক মাইয়ার মা আমারে কইছিলো আমার মাইয়ার লগে তুমার বিয়া দিতাম কিন্তু তোমার তো বাবা কুনু স্টাটাস নাই তাই দিবার পারতেছি না রাস্তা মাপো...:((



তারপর থিকা ফেসবুকে স্টাটাস দিতাম। এহন কইতে পারি আমার স্টাটাস আছে। কিন্তু সমস্য হইলো মাইয়ার বিয়া হয়া গেছে। /:)



ইদানিং দেখি প্রায় সবাই টিভি চ্যনেল বানায় আর শেয়ার দেয়, তাই আমারও মনে খায়েস জাগলো তাই আমিও একটা বানায়ে ফেল্লাম, এহন আমিও টিভি চ্যানেলের মালিক হে হে হে এবার আমার স্টাটাস নিয়া আর কুনু সমস্যা থাকলো না, এবার দেহি আমার বিয়া কেমনে আটকায়.. বিয়া এবার নিশ্চত.. আগাম দাওয়াত দিলাম সবাইরে... B-)B-)



আর আমার টিভি চ্যানেল এখানে গুতা দিলেই চালু হয়া যাবে B-)



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০

পথহারা নাবিক বলেছেন: আহারে ভাই আমার বিয়া তো এই কারণে আটকাইয়া আছে!! আমারে একটু শিখাইয়া দেন!!

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১

রফিকুজজামান লিটন বলেছেন: আমি অহন আপনার টিভি চ্যানেল দেখতাছি। বাহ কি সুন্দর ঝকঝকা ছবি আইতাছে।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

বেকার সব ০০৭ বলেছেন: আপনার টিভি চ্যানেল

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১

অভিপ্রায় বলেছেন: কে কে বিয়া করবার চান এইখানে আইসা পরেন : http://www.shaanai.com আর সাথে টেলিভিশন ফ্রী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.