নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
আমি হিংস্র আমি জানোয়ার
আমি হায়েনা, চিল- শকুন,
নারী মানেই আমার কাছে
এক দলা মাংস আর ভোগ বিলাস
হোক সে আমার মা কিংবা বোন।
ওরে খোকা করছিস কি
আমি তোর মা, ভাইয়া আমি তোর বোন।
চুপ কর হারামজাদি!
ধর্ষকের আবার মা-বোন কিসের?
কুকুরের কাছে মা আর বোন
সবই মাদী।
আমি বেমালুম ছিরে কুরে খাবো
নারী আমার রঙ্গ সালার বাদী ,
আমার করবে বিচার আছে কেউ?
কর্তারা আমার কেনা গোলাম,
সুযোগ পেলে খেয়ে ছেরে দেব
ওদের মা-বোন কেও।
**** গর্জে উঠো বাঙ্গালী আরেকবার, সময় এসেছে রাজ পথে নামার****
আলোর মিছিল
ধর্ষকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন
তারিখঃ ১১ই জানুয়ারী, ২০১৩
সময়ঃ বিকাল সাড়ে ৫ টা
স্থানঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছবির হাট
আলোর মিছিলের প্রস্তুতিমূলক আলোচনা
১০ই জানুয়ারী, ২০১৩
বিকাল ৫ টায় টিএসসি ক্যাফেটেরিয়া
যোগাযোগঃ
০১৭৫৫৩০৬০২১ (আমিনুর রহমান)
০১৭৭৬৪৫১৪৫৮ (অভি)
০১৭৭৩৩৯৮৯২০ (মুমিন)
**********************
ধর্ষকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন:
--------------------------------------
তারিখঃ ১০ই জানুয়ারী, ২০১৩
সময়ঃ এখনও নির্ধারণ করা হয়নি।
স্থানঃ বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় সংলগ্ন।
০৯ তারিখ কর্মসূচির বিস্তারিত জানানো হবে।
০৮ এবং ০৯ তারিখ মিটিং আছে।
বরিশালের ব্লগাররা যোগাযোগ করুনঃ
একজন আরমানঃ ০১৯১৮০৫০৫৮০
নেবুলা মোরশেদঃ ০১৭২৩৩৮৮৫৭১
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮
আশিক মাসুম বলেছেন: মা-বোনের চিৎকার একবার কান পেতে শুনুন।
আর ঢাকার বন্ধুরাও যোগ দিন। ওদের দেখে নিতে চাই।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৭
লোনলিফাইটার বলেছেন: শুভ কামনা
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৯
আশিক মাসুম বলেছেন: আমাদের ফাইটার দরকার। হোক সে লোনলি অথবা রোমান।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
ঘুড্ডির পাইলট বলেছেন:
জালো জালো আলো জালো
শেষ করো অন্ধকার
পুরিয়ে দাও আলোয় তোমার সমাজ ভরা কদাকার
থুথু দিয়ে ওদের মুখে পিঠে দিয়ে বাশের বারি
বুঝিয়ে দাও পন্য নয় সন্মানীত সকল নারী
জেগে আজ উঠেছে সমাজ হবে যে কি দশা ?
পালাবার পথ পাবি না , দুই হাতের মাঝের মশা।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭
আশিক মাসুম বলেছেন: আশা করি থাকবেন রাজ পথে।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫০
লোনলিফাইটার বলেছেন: কট খাইলাম নাকি?
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৭
আশিক মাসুম বলেছেন: পুরা কট না। মোটামুটি কট।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শুভ কামনা
লোনলি অথবা রোমান
না হইলেই হয় বেঈমান
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৫
আশিক মাসুম বলেছেন: বুজিনাই
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০০
একজন আরমান বলেছেন:
মাসুম ভাই বাংলাদেশী বা ইটালিয়ান ফাইটারে কাম হইবে না?
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৬
আশিক মাসুম বলেছেন: আবার জিগসসসস । অনেক জোরে হইব। বাংলা ফাইটারের কোন তুলনা নাই।
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৮
লোনলিফাইটার বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা @একজন আরমান @ খামোশ
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১
আশিক মাসুম বলেছেন: ভাই ধমকে কাম হয়না। ভাল বাইসা কন, তাইলে ওরা চুপ হবে।
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১০
একজন আরমান বলেছেন:
@ লোনলিফাইটারঃ
ব্রো ঝারি দেন কেন?
ইটালিয়ান পাস্তা কবে খাওয়াবেন বলেন?
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১২
আশিক মাসুম বলেছেন: তিনার পাস্তায় পোকা ধরছে খাইয়েন্না ভাই।
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৩
লোনলিফাইটার বলেছেন: ধমক দিলাম কই ? দে নো ভেরি ওয়েল আই লাভ দেম।এর লাইগা চান্সে আমারে বাশ দিতাছে
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৬
আশিক মাসুম বলেছেন: হুম ভালবাসার বাঁশ বরই আরাম
১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভালবাসার আপডেট দেই
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৯
আশিক মাসুম বলেছেন: আপডেট এর এই ছিরি
১১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২০
একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন: হুম ভালবাসার বাঁশ বরই আরাম
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২২
আশিক মাসুম বলেছেন:
১২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২১
লোনলিফাইটার বলেছেন: ৩ টা হারামির দেখা পাইলাম এই রাতে
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২২
আশিক মাসুম বলেছেন: হেহহে
১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হারামি হইলেও কুত্তা রমজান না :-&
আমি গেলাম
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৯
আশিক মাসুম বলেছেন: হিহি, কুত্তা রমজান কেডা??
১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৬
লোনলিফাইটার বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা @তোমার খবর আছেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩০
আশিক মাসুম বলেছেন: আমিও যাই আধা ঘণ্টা পড়ে আসুম ... নাইলে মাইখাইতে পারি।
১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ইভেন ইফ উই ফাইট আ লট, উই স্টিল ওয়ান্ট ইউ ইন আউয়ার লাইফ। @লোনলিফাইটার।
লেখক, সর্যি এৎ মন্তব্যের জন্য।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪
আশিক মাসুম বলেছেন: আমি ইংরাজি বুজিনা সরি হয়নের কিছু নাই। ভাই এর জবাব দেইখা সরি লমু।
১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩২
লোনলিফাইটার বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা@ :!> :>
১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সাথেই আছি।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪২
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি সাথে থাকা মানে ১০০জন সাথে থাকা
১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১১
আবিরে রাঙ্গানো বলেছেন: অনেক ভাল হয়েছে কবিতা। কবিতার ভাষা কিম্বা অর্থ নোংরা হোক কিন্তু তাৎপর্য যেন থাকে সুগভীর। কাজী নজরুল চলে যাওয়ার পরে সবাই ভালবাসা চাঁদ জোসনা মেয়ে নিয়ে কবিতা লেখে, কিন্তু কেউ এসব কবিতা লেখে না।
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এত দামি কমেন্ট আমি ডিজার্ব করিনা।
১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সাথে আছি সবসময়
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
আশিক মাসুম বলেছেন: সবাইকে সাথে চাই।
২০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
আমি ইহতিব বলেছেন: ভালো লাগলো কবিতা, ধর্ষকদের শাস্তি চাই, জণসমক্ষে হলে আরো ভালো হয়।
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
আশিক মাসুম বলেছেন: সহমত।
২১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: ধর্ষকদের শাস্তি চাই, জণসমক্ষে হলে আরো ভালো হয়।
কবিতাটা খুব বেশি ভালো হয় নায়, তবে আপনার অনুভুতিরে স্যালুট জানাই।
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
আশিক মাসুম বলেছেন: হাহাহা কবিতা জানিনা , লিখতে ভাল লাগে লিখি।
২২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
লাবনী আক্তার বলেছেন: শুভ কামনা রইল।
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।
২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
এম হুসাইন বলেছেন: মানুষ রুপি জানোয়ার দের জন্যে শুধুই ঘৃণা আর ঘৃণা!
পোস্টে +++
শুভকামনা!
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
আশিক মাসুম বলেছেন: হুসাইন ভাই ধন্যবাদ।
২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
সালমাহ্যাপী বলেছেন: কবিতায় ভালো লাগা।
শুভ কামনা
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
আশিক মাসুম বলেছেন: আপু এ পাড়ায় অনেক দিন পর, অনেক ব্যস্ত নাকি???
আপনার জন্যেও শুভ কামনা।
২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
অপূর্ণ রায়হান বলেছেন: ৮ম ভালোলাগা ভ্রাতা ।
++++++++++++++
শিরোনামে অনুরোধ বানানটা কি একটু দেখবেন !
ভালো থাকবেন ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
আশিক মাসুম বলেছেন: দেখলাম কি করুম ভাই। অনিচ্ছায় ভুল হয়ে যায়, আর এডিট করতে বিরক্ত লাগে
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৭
নিয়েল ( হিমু ) বলেছেন: এটা কি কবিতা ?
আপনার লেখা ?
এটা ছড়িয়ে দেয়ার ব্যাবস্থা করুন ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৩
আশিক মাসুম বলেছেন: হাহাহা মানে কি ভাই।
২৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৬
মিষ্টি মেয়ে বলেছেন: এসব নরপশুদের বিরূদ্ধে সবাই রুখে দাড়ান।
১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৯
আশিক মাসুম বলেছেন: জি ভাবিজি সবার যায়গা থেকে এগিয়ে আশলই এটার সমাধান সম্ভব।
২৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
রাইসুল নয়ন বলেছেন: আমারা আলোর পথযাত্রী ।।
কবিতা জ্বালাময়ী।।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯
আশিক মাসুম বলেছেন: tnx broo.
২৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
ফারাহ দিবা জামান বলেছেন:
কবিতায় বর্তমান প্রেক্ষাপট ফুটে উঠেছে।
আন্দোলনটির জন্য শুভকামনা থাকলো।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০
আশিক মাসুম বলেছেন: ফারা অপু অনেক ধন্যবাদ কমেন্ট এর জন্য।
৩০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
নীলঞ্জন বলেছেন: ওরে খোকা করছিস কি
আমি তোর মা, ভাইয়া আমি তোর বোন।
চুপ কর হারামজাদি!
ধর্ষকের আবার মা-বোন কিসের?
কুকুরের কাছে মা আর বোন
সবই মাদী। - অসাধারণ!!!! মাসুম। প্রতিবাদে সহমত।++++++++
শুভ কামনা
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
আশিক মাসুম বলেছেন: নীল ভাই ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৫
একজন আরমান বলেছেন:
ওরা আসলেই পশু।
সময় এসেছে রাজ পথে নামার।
আমি দেখতে চাই শুধু কীবোর্ড না ব্লগাররা রাজপথেও নেমেছে।
বরিশালের যারা আছেন তারা আমার সাথে কিংবা মোরশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করুন।
যুদ্ধে পাশে দেখতে চাই আরেকবার।
মা-বোনের চিৎকার একবার কান পেতে শুনুন।