নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
আজ বিকেলে ঘুম ভাঙ্গল আমার ফ্রেন্ড ফাহাদ এর চিল্লাচিল্লিতে, ফ্রেস হয়ে বাইরে বেরুতে যাব তখনি আব্বুর চিল্লা চিল্লি । কান খারা করে শুনার চেষ্টা করলাম ওনি কি বলছে , দেখলাম দ্রব্য মুল্য উর্ধ ঘতি দেখে সরকার এর চোদ্দ গুষ্টি উদ্ধার করছে। প্রতিদিন কত বাঙ্গালির এরকম হাহাকার আর অভিসাপ যে সরকার এর উপর বর্তায় বলাই বাহুল্য(আর সরকারের হজম করার ক্ষমতাও দেখার মত। কত বোতল হজমুলা খাইছে কে যানে )। আমার একটা নিজস্য রিক্সা আছে , নিজস্য বলতে একবার জাকাতের টাকা দিয়ে রিক্সা কিনে আমি ওকে দিয়ে দিয়েছি আর বিনিময়ে সে মাজে-সাজে আমাকে ফ্রিতে নিয়ে যায়( টাকা দিলে নিতে চায়না, আর খুব দরকার না হলে ওর রিক্সায় উঠিনা)। টনি মিয়াকে ফোন দিলাম(টনি হল রিক্সা চালকের নাম) সে কাছাকাছি থাকাতে দ্রুতই চলে আসলো(আজকাল চায়নার কল্যাণে সবার হাতে হাতে মোবাইল ফোন থাকে , ব্যাপারটা খারাপ্না)। রিক্সায় উঠে আমি জানতে চাইলাম কি টনি সাহেব কেমন আছেন? ও বলে আর কেমন থাকুম মামা জিনিস পত্রের যে দাম বাড়ছে (মনে মনে বলি সালার দেশে এমন যুদ্ধ লাগছে যে হাসিনা আপায় দৌড়াইয়া রাসিয়া গেছে আগ্নেয়াস্র কিনতে , আর পাবলিক খালি খাইতে না পাইরা চিল্লায়। বলদ নাকি সালার বাঙ্গালী, না খাইয়া মরলে কি হয়। ) মামা মামি কেমন আছে?? টনিমিয়ার কথা শুনে আমি আমি আবার বাস্তবে ফিরলাম, হা মামা ভাল আছে। তা দাওয়াত কবে দিবেন মামা??? আরে পাবা পাবা খুব সিগ্রি পাবা। টনি মিয়ার একটা স্বপ্ন আমার বিয়ের সময় ওর রিক্সা দিয়ে আমি বিয়ে করতে যাব। খারাপ হবেনা, একটু আনকমন কিছু করতে পারাটাই তো আজকাল ক্রেডিট।
মামা ২৩ তারিখ থেকে ভাড়া বারামু(বিশ্ব জয়ের হাসি ওর মুখে)। ভাড়া বারাবা কেন?? ও বলে দেখেন্না তেলের দাম বাড়ছে। (আমিতো টাস্কি ) ঐ বেটা তেলের দাম বাড়ছে তো তাতে তোর কি??? তুই কি তেল খাইয়া রিক্সা চালাবি??? টনি মিয়া একটু যেন বড়কে গেল নিচু গলায় বলে কি করুম মামা সবাই যা করে আমার তো তাই করা লাগব তাইনা?? আমার আর কথা বারাতে ইচ্ছে করলো না। কাকে কি বলবো?? just মনে হচ্ছিলো এদেশে সবার কাছে সবাই জিম্মি। তাই কোনকিছুতে কারো প্রতিবাদ করার কোন পথ নেই।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
আশিক মাসুম বলেছেন: জি আপু আসলেই আমরা সবাই জিম্মি সবার কাছে।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
রেজিস্টার বলেছেন: তেলের দামের সাথে অনেক কিছু সম্পৃক্ত ভ্রাতা। রিকশা ভাড়া বাড়ানোটা অস্বাভাবিক হবেনা
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
আশিক মাসুম বলেছেন: হুম সেজন্যই চুপ থাকলাম।
কাকে কি বলবো?? just মনে হচ্ছিলো এদেশে সবার কাছে সবাই জিম্মি। তাই কোনকিছুতে কারো প্রতিবাদ করার কোন পথ নেই।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সত্যরে ভাই কোনকিছুতে কারো প্রতিবাদ করার কোন পথ নেই।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬
আশিক মাসুম বলেছেন:
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
শান্তা273 বলেছেন: প্রতিবাদ করার কোন পথ নেই।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬
আশিক মাসুম বলেছেন: নেইতো
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮
সচেতন বলেছেন: বাঙালীর সহ্য ক্ষমতা অনেক!
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১
আশিক মাসুম বলেছেন: ১০০% ঠিক।
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই তবে আরনা আমাদের সবাইকে জাগ্রত হতে হবে, আর আমরা যদি না জাগি তবে কেমনে সকাল হবে !!
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৫
আশিক মাসুম বলেছেন: হ্যা ভাই , সেটার জন্য আমাদের সবাইকে সংগঠিত হওয়ার প্রয়োজন।
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
কিন্তু সংগঠিত হলেইত আবার অনেকে একে সিন্ডিকেটবাজী বলে থাকে ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৪
আশিক মাসুম বলেছেন: অনেকের কথায় কি আসে যায় ভাই??? আই ডোন্ট কেয়ার।
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৮
ঘুড্ডির পাইলট বলেছেন: গত ২ বছরে সিএনজিতে মিটারে চলছি মাত্র দুইবার । শেষের বারেরটার মিটার নষ্ট ছিলো ভাড়া বেশি উঠে ।
লেখায় (++)
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৯
আশিক মাসুম বলেছেন: হাহাহা সি এন জির কতা কয়নের কিছু নাই। হালার পুরাই ফাউল।
পেলাসের জন্য ধইন্যা।
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০০
মাসুম আহমদ ১৪ বলেছেন: তেলের দামের সাথে রিকশা ভাড়া বাড়ানোর ব্যাপারটা কেন জানি বেশ ইন্টারেস্টিং লাগলো
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫
আশিক মাসুম বলেছেন: হাহাহা বাসায় আশার পড় আমারও ইন্টারেস্টিং মনে হয়েছে তাই সেয়ার করা
১০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
আমিনুর রহমান বলেছেন: এদেশে আমরা সবাই সবার কাছে জিম্মি ।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
আশিক মাসুম বলেছেন: Tnx brooo.....
১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
একজন আরমান বলেছেন:
কি আর কমু?
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
আশিক মাসুম বলেছেন: যাqনি কিচ্ছু বলার নাই।
১২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২
তামিম ইবনে আমান বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
আশিক মাসুম বলেছেন:
১৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
অনীনদিতা বলেছেন: আসলেই আমরা সবাই জিম্মি সবার কাছে।
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ
ভাল থাকবেন।
১৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
তুন্না বলেছেন: সবাই জিম্ম, প্রতিবাদ করার কোন পথ নেই।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
আশিক মাসুম বলেছেন: আসলেই কোন পথ নেই
ধন্যবাদ আপনাকে ।
১৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
নিয়েল ( হিমু ) বলেছেন: আমারো একটা রিক্সা আছিল । (বেডারে একটা বেনছন খাওয়াইছিলাম দেইখা, আমি নিজে বেনসছন খাইনা)
তবে এটা ঠিক এদেশে সবাই সবার কাছে জিম্মি ।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
আশিক মাসুম বলেছেন: কি আর বলবো ভাই কিছুই বলার নাই।
১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
গ্রাম্যবালিকা বলেছেন: ক্রেডিট! আচ্ছা! রিক্সাওয়ালার স্বপ্ন পুরন হোক।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
আশিক মাসুম বলেছেন: মানে ভুজলাম্না !!!!!! কানের ি ইঞ্চি উপ্রে দিয়া গেল
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
প্রিয়তমেষূ বলেছেন: এদেশে সবার কাছে সবাই জিম্মি