নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি অনু কাব্য (মাস্ট রিড must read )

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

.কি হইতে কি হইলো???





.







.





.





.



.



(১)

কথার ফুলজুরি টক মিষ্টি জাল

দেখিতে সে চরম হট

সে আমাদের ঘুড্ডির পাইলট ;)



(২)

ছাগু জাতের জানের হুমকি,

প্রেমিকার ঝারি খেয়ে জীবন যায় তার

আফসুস লোনলিফাইটার



(৩)

অস্ফুট বর্ণ তার সবকিছুতে নির্ভীক,

দায়িত্বের চাপে নুয়ে পরা

দায়িত্ববান নাগরিক



(৪)

চোখ জুড়ে স্বপ্ন তার

এদেশটা বদলে নতুন করে গর্ব,

আমি তোমাদের কান্ডারী অথর্ব



(৫)

তিনি চোর নয় , নয় অত্যাচারী

very cool like table fan

বড়ই ভাল লোক ছিল চেয়ারম্যান০০৭ (বিয়ে করে তিনি এখন মৃত, যদিও এই খবর আকাশ বানী থেকে শোনা)



(৬)

সগ্রামি চেতনা

নীতি তার খাসা

জনগণের উপকারে নিবেদিত প্রান

কাল্পনিক_ভালোবাসা







(৭)

সদা হাসি,সদা সরল শুভ্রতায়

ভাল কাজে বহমান ,

ক্যমারা হাতে ছুটে চলে

আমিনুর রহমান





(৮)

নিজের মত কাজ করে সদা থাকে ব্যস্ত

নিবৃতে করে যায় জনতার কল্যাণ তাই,

অনেক অনেক দোয়া তারা জন্য

ভালো থাক শিপু ভাই





(৯)

পোলাত নয় যেন আগুনেরি গোলা

মেড ইন বরিশাল ইস নট জার্মান,

আহারে পোলাটা

একজন আরমান







(১০)

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

>>>>>>>>>>>>>>>>>>>>

>>>>>>>>>>>>>>>>>>>>>>>

>>>>>>>>>>>>>( এটার পাসওয়ার্ড আমি জানিনা।;):P)







মন্তব্য ১১২ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চেয়ারম্যান০০৭ বিয়ে করেছেন?

ভাল লাগল।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

আশিক মাসুম বলেছেন: আরে নাহ আমই জানিনা করলে করতেও পারে(কি এক পস্ত-আ দেখলাম ভাই নাকি বিয়া করছে। )।

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

আশিক মাসুম বলেছেন: তুমি মিষ্টি তুমি সকলের প্রান প্রিয় অনন্যা
তুমি অতুলনিয় এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা।

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

গ্রাম্যবালিকা বলেছেন: =p~ =p~ =p~ =p~


চমৎকার লেখায়
তার আনন্দের ধুম !
হাসিখুশি সে ব্লগারের নাম
আশিক মাসুম!!

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

আশিক মাসুম বলেছেন: হাসতে হাসতে পেট ফেটে যায়
কথায় পটু নয় নাবালিকা,
আমি আর কি হিমুরেও গোল খাওয়ায়
ফুলন্দেবী গ্রাম্য বালিকা। :P :P =p~

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

আশিক মাসুম বলেছেন: এই কমেন্ট , চিরকাল আমার প্রিয়তে থাকবে

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইরে ভালো থাকবেন নিরন্তর, আপনার এই পোস্ট আমার প্রিয়তে থাকবে আজীবন।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

আশিক মাসুম বলেছেন: হুড় মিয়া এত আবেগি হওয়ার কিছু নাই।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! দারুন সব অনুকাব্য (নিজের নাম আছে দেখে লজ্জা পাওয়ার ইমো হবে + আরো বেশি ভালো লাগল)

তবে গ্রাম্যবালিকাকেও অভিনন্দন। চমৎকার একটা অনুকাব্য তিনিও লিখেছে।

চমৎকার লেখায়
তার আনন্দের ধুম !
হাসিখুশি সে ব্লগারের নাম
আশিক মাসুম!!

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

আশিক মাসুম বলেছেন: হুম তিনি হইলো অনু কাব্যের জননী ।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

প্রিয়তমেষূ বলেছেন: ভাল লাগলো রে ভাই........

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপু।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

আশিক মাসুম বলেছেন: প্রিয় থেকে আরও বেশী প্রিয়
সদাই হাতে থাকে টিস্যু,
আমাদের সকলের বেয়াইন
প্রিয়তমেষূ ;) ;) :P =p~

৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:
B:-) B:-) B:-) B:-) B:-)

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

আশিক মাসুম বলেছেন: হাহাহাহাহা কি হইছে ভাই এরাম চোখ বাইর হইয়া যাইতাছে কেন?

৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

গ্রাম্যবালিকা বলেছেন:
আমার এতোগুলো অনুকাব্য সবগুলা আমার বেবি!! মজা তো!! হাহাহা =p~ =p~

কথা লিখি
মুখে ছিপি।
খাই দাই
কি-বোর্ড টিপি!! :P :P

আপনি লিখেন ভালো
এমন আরো লিখে
ব্লগ করেন আলো!! :)

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

আশিক মাসুম বলেছেন: জি আইচ্ছা লিখুম।

আপনার এতো গুলো বেবি ??মাগমা

৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

আমিনুর রহমান বলেছেন: চমৎকার লেখায়
তার আনন্দের ধুম !
হাসিখুশি সে ব্লগারের নাম
আশিক মাসুম!!



দারুন সব অনুকাব্যে +++

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই।

৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:
ও আমার ভাই আশিক মাসুম
আমি কি কান্দুম না হাসুম !
সাথে তুমি এখনও আছো বলে
আজো আমার ব্লগিং চলে !!

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

আশিক মাসুম বলেছেন: হাহাহা গুড ট্রাই। বস আপনাকে দিয়ে হবে ;) ;) :P :P =p~

১০| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

আহসান২০২০ বলেছেন: আমি একটা ৪শো বিশ
আমার নাম আহসান বিশ বিশ।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

আশিক মাসুম বলেছেন: এই শতাব্দীর শ্রেষ্ঠ কবিতা।

১১| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

ভার্চুয়াল সেলেব্রেটি বলেছেন: ভালো বানিয়েছেন। :) (অন্যের ব্লগে এটা আমার প্রথম কমেন্ট)

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

আশিক মাসুম বলেছেন: আমিত অনেক লাকি ! আপনাকে অনেক ধন্যবাদ।

১২| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল লাগল।

আমার নিক দিয়ে একটা অনুকাব্য করলে খুব খুশি হবো...

অনুকাব্যে ++++++

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

আশিক মাসুম বলেছেন: জিবনের টানে স্বপ্নের খুজে
খুজে ফেরা নিজের প্রান,
তবু আমি ছুটে চলি
স্পাইসিস্পাই001

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

দহন আহমেদ বলেছেন:

লিখেছেন ভাই,
চমৎকার!
এই ব্যাপারে
অমত কার? B-) :P

৬ নং +++++++!

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

আশিক মাসুম বলেছেন: কারনা :)

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

স্পাইসিস্পাই001 বলেছেন: ওয়াও ...... দারুণ .....সরাসরি প্রোফাইলে দিয়ে দিলাম ..
অনেক অনেক ধন্যবাদ আশিক মাসুম ভাই ....
ভাল থাকবেন সবসময় ....

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

আশিক মাসুম বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ।

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

দহন আহমেদ বলেছেন:

অণু কাব্যের জয় হোক! !:#P !:#P !:#P

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

আশিক মাসুম বলেছেন: জয় অনু কাব্যের জয়।

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

আশিক মাসুম বলেছেন: হৃদয় আছে
আছে কবিতার ক্ষেদ,
আমই থাকি সবার অলখ্যে
দহন আহমেদ!!

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

অনীনদিতা বলেছেন: বলছি আমি অনীনদিতা
লেখ নাই আমার কথা
সেই অপরাধে করব তোমায় গুম

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

আশিক মাসুম বলেছেন: সদা হাসি খুসি
প্রান ময় শুধু প্রেম তাকদিনাদিন দিতা
সকলের প্রিয় সে
মিষ্টি অনীনদিতা। :)

১৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

অনীনদিতা বলেছেন: sorry comments 2 ta ektu delete koren.vule send hoye gese Ami Abar send korsi .plz

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

আশিক মাসুম বলেছেন: কেন কমেন্ট তো জোস হইছে।

১৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

অনীনদিতা বলেছেন:

বলছি আমি অনীনদিতা
লেখ নাই আমার কথা X(
সেই অপরাধে করব তোমায় গুম
ভুলে যাবা তোমার নাম আশিক মাসুম
:):):)

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

আশিক মাসুম বলেছেন: ডর খাইছি।

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

জাকারিয়া মুবিন বলেছেন: ব্লগারদের উৎসর্গ করে অনুকাব্য,
চমৎকার, ব্লগার নও তুমি নব্য।
অন্যকে সম্মান করে যারা,
জেনে রেখো তারাই মানুষ সেরা।
প্রিয় ব্লগারদের নাম দেখে লাগছে ভালো,
এরাই একদিন দেশের ঘরে আনবে আলো।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

আশিক মাসুম বলেছেন: দেশ প্রেম আর শুদ্ধ হৃদয়
ব্লগার তুমি প্রবীণ ,
সুখে থেক ভাল থেক
জাকারিয়া মুবিন। :)

২০| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

মাহী ফ্লোরা বলেছেন: বাহ বাহ সুন্দর লিখেছেন তো। :)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

আশিক মাসুম বলেছেন: তুমি যদি ঠাক পাশে
কাউকে কেয়ার করি থোরা,
অনেক শুভ কামনা তোমার জন্য
আপ্পি মাহী ফ্লোরা। B-) B-)

২১| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: কাতুকুতু দিয়া কথা
ফুলের সুভাস বুকে ব্যথা
মানিনা এ আইন
ভেরি ফাইন

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

আশিক মাসুম বলেছেন: কবি তুমি কবিরাজ
ধরা খাইলে ভুজবা চান্দু,
শুভ হোক সব কিছুতে
তুমি্যে পরিবেশ বন্ধু।

২২| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

গ্য।গটেম্প বলেছেন: আশিক মাসুম ভাই
আমি কেন নাই!

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

আশিক মাসুম বলেছেন:
এত ব্লগার কত জনের নাম থাকে মনে
দুক্ষ নিয়েন্না মনে লাগাইলাম
আপনার নামের স্ট্যাম্প,
এইযে দেখেন আপনার নামে
কাব্য ক্রিলাম গ্য।গটেম্প

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

শিপু ভাই বলেছেন:
আমাকে নিয়ে ভাল ভাল কথা বলার জন্য +++++++++


:P

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

আশিক মাসুম বলেছেন: ভাল মানুষকে নিয়ে খারাপ কথা বলতে হয়না ;) :P

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

রীতিমত লিয়া বলেছেন: পোস্টে প্লাস
দিলাম এক গ্লাস

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

আশিক মাসুম বলেছেন: সুইট কিউট আপু
তমায় দিতে হবে বিয়া,
তোমায় দেখলেই মনে হয়
তুমি যেন রীতিমত লিয়া।

২৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

উথালপাতাল বলেছেন:


জবাব চাই জবাব চাই

আমার নাম কেন নাই?

আমার এমনি পোড়া কপাল

তাই আমি উথালপাতাল ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

আশিক মাসুম বলেছেন: কি করিব ভাই
এত ব্লগারের নাম থাকেনা মনে
নয়ত আমি মাতাল,
আপনার নাম লিখিনাই
তাই আমআর মন করে উথালপাতাল। =p~ =p~

২৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

নিয়েল ( হিমু ) বলেছেন: চড়ম হৈছে ।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

আশিক মাসুম বলেছেন: হলুদ পাঞ্জাবী
হাতে বেন্সন , ছাগুদের দেয়
গদামের ইমু,
সিলটি পোয়া
নিয়েল(হিমু)।

২৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

একজন আরমান বলেছেন:
কথার ফুলজুরি টক মিষ্টি জাল
দেখিতে সে চরম হট
সে আমাদের ঘুড্ডির পাইলট
=p~ =p~ =p~

পোলাত নয় যেন আগুনেরি গোলা
মেড ইন বরিশাল ইস নট জার্মান,
আহারে পোলাটা
একজন আরমান
:!> :!> :#> :#> :P :P

প্রিয়তে নিলাম। :)


নাম তার আসিক মাসুম,
চেহারাটা মাসুম মাসুম।।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

আশিক মাসুম বলেছেন: হাহাহা :P :P

২৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন:
কথার ফুলজুরি টক মিষ্টি জাল
দেখিতে সে চরম হট
সে আমাদের ঘুড্ডির পাইলট


আমি বুলে চরম হট
বইলা দিলো ফটাফট
গিন্নি তো কইলো কখনো !
ও গো তুমি অনেক হট !
মিছ কথা বলার জন্য আজকে আপ্নের চাকরি নট।



=p~ =p~ =p~ =p~ =p~

১১ টা + লন

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

আশিক মাসুম বলেছেন: হাহাহা ভাই এডা কি কন , এত ছুডু ভুলের লাইগা এত বড় সাস্থি??? :(

২৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

শান্তা273 বলেছেন: অনুকাব্য ভালো হইসে!

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

আশিক মাসুম বলেছেন: বয়স আমার ২৬/২৭
তোমার ৭০,
হবেনা হবেনা কিছু
শান্তা273। B-) B-) :P

৩০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

খায়ালামু বলেছেন: মারাত্মক
মডুরা কই???? এই পোস্ট ঝুলায় না ক্যান???? +++++্

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

আশিক মাসুম বলেছেন: ব্লগের নাম সামু
ক্ষ্যাপাইস্নারে
ঠিক খায়ালামু । ;) :P

৩১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক ভালো লাগলো। আমার সব প্রিয় ব্লগারদের মাঝে নিজের কাব্য দেখতে পেয়ে।

গ্রাম্যবালিকার সুরেই বলি-

চমৎকার লেখায়
তার আনন্দের ধুম !
হাসিখুশি সে ব্লগারের নাম
আশিক মাসুম!!


যুদ্ধাপরাধী বিচারের রায় ঘোষনার শুভ যাত্রার অনেক অনেক শুভেচ্ছা!

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো। আসলে শু খবরটা পেয়েই এই কাব্য লিখলাম কাইন্ড অস সেলিব্রেসন :!> :P =p~ !:#P

৩২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন:
বাংলা সিনেমার নায়ক
করে ঢিসুম ঢুসুম,
তা দেখে ভয়ে পালালো
আশিক মাসুম। B-))

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

আশিক মাসুম বলেছেন: প্রতিভায় বড়পুর
হার মানে সূর্য,
ভাবে সাবে শেয়াল
আসলে জনৈক গণ্ডমূর্খ ;) :P

৩৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

চেয়ারম্যান০০৭ বলেছেন: করলা কিরে ওরে ও ভাই
লিখলে একি কাব্য :)
আমি নাকি বিয়া কর্ছি
এই লেখা পড়লে পরে বাপ মায়ে কি ভাববো ? B:-)

স্বর্না @ নারে ভাই এই সৌভাগ্য খোদা কপালে রাখছে কিনা তাই জানিনা :(( :(( :((

++

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

আশিক মাসুম বলেছেন: হাহাহাহা বাপে মায় যাই ভাবুক
নাই কোন প্রবলেম ,
তিনারাও জানে
বিয়া না করিলেও পোলায় করে প্রেম। :P :P :P =p~

৩৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯

আমি মুখতার বলেছেন: চুল তার কবেকার অন্ধকার হাহাকার

কারেন্টের নাই তার

হ ভাই,

মুই মুখতার B-) B-) B-) B-) :-P

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

আশিক মাসুম বলেছেন: হাহাহা অনেক ধন্যবাদ।

৩৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: :) :) :)

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

আশিক মাসুম বলেছেন: :P :P :P =p~ =p~ =p~

৩৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

লোনলিফাইটার বলেছেন: ;) ;) ;) B-)) B-)) B-)) :!> :!> :P :Pমাইরালাইছেরে B-)

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২১

আশিক মাসুম বলেছেন: কে মারছে?? আমই কিছু করিনাই। =p~ =p~ =p~ =p~ :-B

৩৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

লোনলিফাইটার বলেছেন: কঠিন হইছে ব্রো।কিপ ইট আপ !:#P

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

আশিক মাসুম বলেছেন: হেহেহে ধইন্যা লইয়া যান। আসলে সবাইরে ক্ষ্যাপাইতে চাইছিলাম, কিন্তু আমই ব্যর্থ :(

৩৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

রাইসুল সাগর বলেছেন: বাহ চমৎকার অনূকাব্য।+

চিয়ারম্যান চাচা বিয়া করে নাই এখনো। চাচার লাইগ্গা এখনো মাইয়া দেখতাছি।


চাচার বিয়ার লাইগ্গা আমার বিয়া আটকে আছে ।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

আশিক মাসুম বলেছেন: আহারে চিয়ারম্যন কবে ভালা হপে???
রাইসুল পোলাটার মুখের দিকে তাকানো যায়না। :P ;)

৩৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০২

*কুনোব্যাঙ* বলেছেন: এই পোষ্ট প্রিয়তে না নিয়া উপায় নাই।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৪

আশিক মাসুম বলেছেন: মন তার বিশাল
সদালাপী বন্ধু বরেসু
মানবিক নয় সে গ্যাং
সকলের প্রিয়
*কুনোব্যাঙ*
গ্যাঙর গ্যাঙর গ্যাং :)

৪০| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৪

ফারজানা শিরিন বলেছেন: অনুকাব্য পড়ে চমৎকার মন্তব্য মাথায় আসছিলো !!!
মন্তব্য পড়তে পড়তে ভুলে গেছি । :P :P =p~

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

আশিক মাসুম বলেছেন: হাহাহা ভুললে চলবে না, মনে করেন তারাতারি।

৪১| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

কালো ঘোড়ার আরোহী বলেছেন: মজার অনুকাব্য সব
এই পোস্ট জুড়ে,
কি করে থাকি আমি
এর থেকে দূরে?

পোস্ট, কমেন্ট সবগুলাই জোস। :)

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

আশিক মাসুম বলেছেন:

নিবৃতে চলে যায় একজন সারথি
ফেলে যাওয়া সময় বিরহী,
তবু যায় সামনে এগিয়ে
একজন কালো ঘোড়ার আরোহী :P =p~

৪২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

ফালতু বালক বলেছেন: একজন আরমান বলেছেন;
নাম তার আসিক মাসুম,
চেহারাটা মাসুম মাসুম।।

সহমত B-)

ব্যাপক মজা পাইলাম।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮

আশিক মাসুম বলেছেন: হাহহা ধন্যবাদ।

৪৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩১

কালোপরী বলেছেন: ভাল হইছে :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬

আশিক মাসুম বলেছেন: তোমায় দেখে হাড়িয়েছি হুস
মরি মরি আহা মরি,
কবে তুমি হবা আমার
ওগো আমার কালোপরী =p~ :P

৪৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

সালমাহ্যাপী বলেছেন: কয় কি রে !!!!!!! চেয়ারম্যান বিয়া কইরা ফেলসে !!!!!!!!!!!!


সুন্দর সুন্দর অনুকাব্য। :)

৪৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

আশিক মাসুম বলেছেন: দেখিনাই চক্ষু মেলিয়া
নাম ডাক তার ব্লগ ব্যাপী,
সদাই থাকে হাসি খুশি
আমাদের সালমাহ্যাপী!!


জিনা আমা চেয়ারম্যান বিয়া করেনাই :P

৪৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩

জাওয়াদ তাহমিদ বলেছেন: অণুকাব্যময় এ পোস্টে
আমিও তবে আসিলাম।
সামুর সকল ব্লগারকে
অন্তর থেকে ভালবাসিলাম।

:) :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫

আশিক মাসুম বলেছেন: ঘুরি হয়ে উরে যাব
আকাশের দেশে
জাওয়াদ তাহমিদ আমি
সবাইকে যাই ভাল বেসে :)


অনেক ধন্যবাদ ভাইয়া, ভাল থাকবেন।

৪৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

প্রিন্স হেক্টর বলেছেন: ভালো হইছে /:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩

আশিক মাসুম বলেছেন: বিয়া করতে গিয়া ভাই পরিল ফ্যসাদে
নিয়া মাইয়ার আর এইচ ফ্যাক্টর ,
এই মাইয়ারে না পাইলে
চির কুমার থাকিবে প্রিন্স হেক্টর।

৪৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

অদ্বিতীয়া আমি বলেছেন: মাস্ট রিড অণুকাব্য পড়ে ফেললাম , মজার হয়েছে :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯

আশিক মাসুম বলেছেন: আপ্নারে নিয়া আমি লিখুম
কি কাব্য আর ,
অদ্বিতীয়া আমি
নেই কোন ২য় তার :)

৪৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯

প্রিন্স হেক্টর বলেছেন: বিয়া করতে গিয়া ভাই পরিল ফ্যসাদে
নিয়া মাইয়ার আর এইচ ফ্যাক্টর ,
এই মাইয়ারে না পাইলে
চির কুমার থাকিবে প্রিন্স হেক্টর।



প্রপোজেই কাম হয় না, সরাসরি বিয়া নিয়া লেখলেন? B:-)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১০

আশিক মাসুম বলেছেন: হাহাহা ভাই মনে আইছে লিখা ফাইয়ালাম, ছন্দত মিলাইতে হবে নাকি :)

৫০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৩

মাহবু১৫৪ বলেছেন: :) :)

++++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১১

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

শুভ কামানা থালো :)

৫১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

তারছেড়া লিমন বলেছেন: মধু মধু................ ;) ;) ;) ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

আশিক মাসুম বলেছেন: :) :P =p~

৫২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কথার ফুলজুরি টক মিষ্টি জাল
দেখিতে সে চরম হট
সে আমাদের ঘুড্ডির পাইলট ।


এক্কেরে সহমত! ;) ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

আশিক মাসুম বলেছেন: ধইন্যা লইয়া যান।

৫৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

সিয়ন খান বলেছেন: অশাধারন হইছে ভাই +++++
কমেন্ট পরেও মজা পাইলাম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

আশিক মাসুম বলেছেন: হাহাহা আমিও মজা পাইছি।

৫৪| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮

শ্রাবণ জল বলেছেন: :) :)

৫৫| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০

আশিক মাসুম বলেছেন: থেঙ্কু , তয় হাসির মিনিং বুঝিনাই :P

৫৬| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫

শ্রাবণ জল বলেছেন: না বুঝেই থ্যাংকস পেয়ে গেছি! বুঝিয়ে কাজ নেই আর! :) :) :)

৫৭| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১১

আশিক মাসুম বলেছেন: হাহাহা ঠিক আছে , কিছু জিনিস অজানা থাকাই ভালো। :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.