নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

*সুখ আমার*

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

সুখ আমার

হৃদয়ের তীব্র থেকে তীব্র তর

কিছু চিহ্ন হীন ব্যথার গল্প

আমার পিপাসা, খাখা করা প্রানে

আশ্রু ভেজা ক্ষুধার নীল পৃথিবী।



সুখ আমার

হৃদয়ের বাম আলিন্ধে লালন করা

একগুছ কষ্ট আর না পাওয়ার যন্ত্রণা

আমি কেঁদে কেঁদে ক্লান্ত বিষণ,

সুখ আমার মতিভ্রম সময়ের

নিশুতি প্রণয় বিড়ম্ভনা।



সুখ আমার

সোনা রঙা ভাতের থালায়

শুকনো মরিচ আর টলটলে জল,

মাটির ঘ্রাণে বিমোহিত রাখালিয়া সুর

কিংবা ইট-কাঠের গড়া যেমন ইচ্ছে

তৃষ্ণার্ত শহুরে জীবন।



সুখ আমার

আদিম মনের কল্পনা কেবল ,

আমার না পাওয়া বিশ্বাস

তবু হেটে চলা ক্লান্তিহীন

অমোঘ শঙ্কায় কিংবা আশায়।







২৬ জানুয়ারি'১৩

বনানি ঢাকা।



উৎসর্গঃ ( যে মনে করবে তাকে উৎসর্গ করা হয়েছে তাকেই )

মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমার সুখ নিয়া ভাবতে বসলাম, বের করতে হবে আমার সুখ কিসে :)

৩য় প্যারায় আকার টা বাদ দেন - সুখা হয়ে গেছে

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪

আশিক মাসুম বলেছেন: হাহাহা মনে করেন সুখা হল সুখের পুংলিঙ্গ :)

ভাবেব ভাইবা বের করেন ।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:
সুখ আমার
সোনা রঙা ভাতের থালায়
শুকনো মরিচ আর টলটলে জল,
মাটির ঘ্রাণে বিমোহিত রাখালিয়া সুর
কিংবা ইট-কাঠের গড়া যেমন ইচ্ছে
তৃষ্ণার্ত শহুরে জীবন।


+++++++++++++++

কবিতায় প্রথম ভালোলাগা

আমার কাছে সুখ মানে উদম শরীরে বৃষ্টিতে ভেজা, রাত জেগে থেকে সারাদিন ঘুমান, সিগারেট জীবনের শেষদিন গুলো পর্যন্ত টেনে যাওয়া, আর ফুটপাথে যাদের সংসার তাদের সাথে বসে থেকে জীবনটাকে উপলব্ধি করা।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

আশিক মাসুম বলেছেন: হাহহা ধন্যবাদ ব্রো , আসলে আমি সুখের মানে বলতে এখানে অসুখের ব্যাখ্যা দিয়েছি

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইরে সুখের মানে বলতে যে এখানে অসুখের ব্যাখ্যা দিয়েছেন আমিও তাই বললাম যে আমার কাছে সুখ মানে ফুটপাথে যাদের সংসার তাদের সাথে বসে থেকে জীবনটাকে উপলব্ধি করা।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯

আশিক মাসুম বলেছেন: অসাধারন বলেছেন , আসলেই তাই।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০২

তারছেড়া লিমন বলেছেন: মন আমার এক ফাঁলি চাঁদ
মাঝ বয়েসি রাতে
একটি তারার সাথে
কেমন পিরিত করে মরে রে
পিরিত করে মরে রে।।।


আজ শুধু গান তাই এইটা তোমায় দিলাম..........

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২১

আশিক মাসুম বলেছেন: লিমন ভাই ৪ লাইন এর খোঁচা, খুভ ভাল ছিল। কেমন আছেন আপনি?

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩

একজন আরমান বলেছেন:
সুখ সে তো মরীচিকা।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

আশিক মাসুম বলেছেন: আসলেই তাই, সারা জীবন কেবল তার পিছে ছুটা।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪

সীমান্ত উন্মাদ বলেছেন: তাওতো বাই আফনের আগুন জ্বলতাছে, আমারডাতো অশ্রু নিভাই দিছে।

ভালুবাসা মরিচিকা ছারা কিছু না...। এই জন্য মাইনষে কয় ভালুবাসা ভালু না। ;) ;)

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

আশিক মাসুম বলেছেন: আহারে ভাই, দুঃখে পোরা আলুর মতো হইয়া গেছিগা :P =p~

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৮

তারছেড়া লিমন বলেছেন: ভালো আছি ভাই খুব ভাল..........................

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

আশিক মাসুম বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ শুনে খুশি হলাম ।

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৬

এম হুসাইন বলেছেন: ৪র্থ ভালো লাগা আশিক ভাই!

অসাদারন হয়েছে কবিতা!

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

আশিক মাসুম বলেছেন: হুসাইন ভাই ধন্যবাদ। কেমন আছে, থুর আপনে যেমনি থাকেন ভাবি কেমন আছে সেটা আগে বলেন :P ;)

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫

স্পাইসিস্পাই001 বলেছেন: সুখ আমার মতিভ্রম সময়ের
নিশুতি প্রণয় বিড়ম্ভনা।

ভাল লাগলো আশিক ভাই ......++++

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রো।

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯

গ্রাম্যবালিকা বলেছেন: ১ নং কমেন্টের উত্তরটা অসাম! :D

নতুন শব্দ শিখলাম, সুখ এর পুঃলিংগ সুখা! =p~ =p~ =p~

উৎসর্গ ( )!!!! কেন? /:) /:) কাউকে দিতেন, লোকজন তো ছিলই আশেপাশে ;) :P

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫

আশিক মাসুম বলেছেন: হুম কাউকে দিতে চেয়েছিলাম, কিন্তু ২ টা সমস্যা সামনে এসে দাঁড়ালো ...
১) উৎসর্গ দিলেই পাবলিক ভাবে তেল দিসি,
২) উৎসর্গ করতে গেলেই অনেকের না চলে আসে , পরে লিখার চেয়ে উৎসর্গের লিস্ট বড় হয়ে যাওয়ার রিস্ক থাকে।

তাও আপনার কথায় এডিট করে দিলাম :)

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

রাইসুল নয়ন বলেছেন: আশ্রু বিষণ

ভাই ছাপা খানার ভূতেরা বানান দুটি ভুল করে লিখেছে মনে হয়,

ঠিক করে নিবেন আশা করি, আর আমার ভুল হলে লজ্জিত,
ক্ষমা পাবো আশা করি ।

কবিতার অন্তর্নিহিত আবেগ কিছুটা বুঝেছি,
ভালো লাগলো অনেক ।

ভালো থাকুন ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

আশিক মাসুম বলেছেন: কি করুম ভাই, আমি অলস মানুষ(সহজ সিকারুক্তি) তাই লিখার পরে আর চোখ বুলাইনা। অযথা ক্ষমার কথা আসলো কেমনে।


কোন খেয়ালেযে কবিতা লিখি জানিনা।
ভাল থাকতেইতো এত কষ্ট করা।

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫

এম হুসাইন বলেছেন: হে হে হে ভ্লা আছি ব্রো, ভাবি ও!
দোয়া রাইখেন, ভালো থাইখেন!

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

আশিক মাসুম বলেছেন: ইন্সাল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখুক।

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো।

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: হৃদয় হুলস্থুল
এখন অন্ধকার দুপুর
এমন মাঝে মাঝে হয়
এখন ভাংচুরের সময়

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

আশিক মাসুম বলেছেন: হাহাহা রাফা ভাই ভাইঙ্গা চুইরা সব শেষ :) :P =p~

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

স্বপনবাজ বলেছেন: সুখ আমার
হৃদয়ের বাম আলিন্ধে লালন করা
একগুছ কষ্ট আর না পাওয়ার যন্ত্রণা
আমি কেঁদে কেঁদে ক্লান্ত বিষণ,
সুখ আমার মতিভ্রম সময়ের
নিশুতি প্রণয় বিড়ম্ভনা।
বস অস্থির লিখেছেন !
ভালো লাগলো !

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

আশিক মাসুম বলেছেন: অভি ব্রো অনেক অনেক ধন্যবাদ।

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৬

আহমেদ চঞ্চল বলেছেন: Click This Link

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

আশিক মাসুম বলেছেন: Click করিলাম।

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

অনীনদিতা বলেছেন: ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা আমাকে উৎসর্গ করার জন্য;)

কবিতায় ভালোলাগা রইলো:)

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ। মন থেকে বলছি কবিতা আপনার জন্য।

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

লাবনী আক্তার বলেছেন: দারুন লিখছেন!!

যে মনে করবে তাকে উৎসর্গ করা হয়েছে তাকেই

আমি মনে করছি আমাকে উৎসর্গ করা হয়েছে । :P :P ;) ;)

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ। মন থেকে বলছি কবিতা আপনও জন্য।

১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

বোকা ডাকু বলেছেন: সুখ ! সে তো অসুখেই বসবাস
ক্ষুদ্র বুকে জমিয়ে রাখা হাজারো দীর্ঘশ্বাস।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

আশিক মাসুম বলেছেন: সুন্দর দুই লাইন -এ পুরা কবিতার সারমর্ম।

২০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

অনীনদিতা বলেছেন: thank u soooooooooooooooooo much:):)

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

আশিক মাসুম বলেছেন: U R WeLcome

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আগেই পড়েছি, আমাকে উতসর্গ করার জন্য অনেক অনেক ধন্যবাদ :!> :!> :#>

আমার মত সুখী কে আছে?
আয় সখি আয় আমার কাছে
সুখী জীবনের সুখের গান
শুনিয়া তোদের জুড়াবে প্রাণ।।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্য বাদ দিদি, আশা করি আপনার এক্সাম ভাল হইছে(আমি কিন্তু দোয়া করেছি :) )। আসলে আমি নিজেও খুব সুখি মানুষ আর সে জন্যই খুব অল্পতে অফেন্ডেড হয়ে যাই।
অনেক ভাল থাকবেন।

২২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

মিষ্টি মেয়ে বলেছেন: অনেক ধন্যবাদ উতসর্গ করার জন্য! ;) ;) ;)

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

আশিক মাসুম বলেছেন: ভাবি জান আফনেরেও ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.