নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি অনু কাব্য (মাস্ট রিড must read ) ২য় পত্র আপু ভার্সন :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

আজকে নাকি ব্লগের পাতা

বিষণ রকম গরম ,

রম্য লিখতে গিয়া আমার

করতে আছে শরম।



জানা আপার প্রোফাইল ব্লগে

সার্চ কইরাও পাইনা,

কত কথা বলার ছিল

প্রকাশ করতে চাইনা।





এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপায় ব্যাস্ত খুব

এক্সাম আর কামে

মাঝে মাঝে কমেন্ট করে

হাজিরা দেয় চামে।



আরজুপনি আপু নাকি চুলার পারেইথাকে

সংসারের চাপে আছে

কোথাও পাইনা তাকে।





পুড়ান কালের প্রতিশোধ

নেয় সারা জীবন ব্যাপী

চাডিগার মেয়ে মোদের

সালমাহ্যাপী





প্রতিদিন অনু কাব্য

প্রেম আভিমান নিয়া

বড় বেশী তালে আছে

রীতিমত লিয়া



দিবা স্বপ্নে ডুবে থাকে

চোখ খোলে সব ফিকা,

চাপে তাপে জীবন গেল

তবু নাকি সুখেই আছে গ্রাম্যবালিকা



বেগম রোকেয়ার ছায়া

অনীনদিতা আপায়,

কাম কাইজ থুইয়া

ব্লগে গল্প লিখা ছাপায়।





মাস্টরনি শায়মা আপু

কাচ্চা বাচ্চা পড়ায়,

চরম ফাপরে আছে

যায়না মনির চাপায়।



কাকন আপা বসে আছে

জিলাপির পোটলা নিয়া,

বুদ্ধির ওযে রঙ থাকে

বুজলাম তার পোষ্ট -এ গিয়া।





প্রিয়তমেষূ আপু নাকি

চিন্তায় মরে,

ঢাকা শহরে এত মানুষ

থাকে কি করে।





লাবনী আক্তার আপু

রাগে ছিরে চুল ,

সমবয়সী পোলা কয় আন্টি

ভুল সবি ভুল।





আজ আমি কোথাও যাবো না আপু নাকি

সারাদিন করে টই টই ,

ইন্টার নেটে পড়ে

কত শত বই।



কত দিন দেয়না পোষ্ট

শোশমিতা আপু এটাকি ঠিক?

তবে তিনি ভাল নাই

খুব নাকি সিক।





বাদ গেলেন যে আপুরা

মাফ করে দেন,

আপনাদের নিয়েও লিখব

না খাই যদি ব্যান।





১ম পর্ব ভাইয়া ভার্সন, যারা মিস করেছেন তাদের জন্য





***** ভুল হইলে না মাইরা বুঝাইয়া দিয়েন**** মাইর খুব ভয় পাই, আম্মুর হাতে অনেক মাইর খাইছি জীবনে***** খুব ব্যাথা লাগে********

মন্তব্য ১৩০ টি রেটিং +২১/-০

মন্তব্য (১৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপায় ব্যাস্ত খুব
এক্সাম আর কামে
মাঝে মাঝে কমেন্ট করে
হাজিরা দেয় চামে।

:#) :#) :#) :#)

কোন ভুল হয় নাই। নো মাইর।





আমার ব্লগের মন্তব্য এই অণুকাব্যটা লিখে দিচ্ছি। প্লাস ও প্রিয়তে :#>

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপ্পি, মজা করলাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

আশিক মাসুম বলেছেন:



অনেক দিন পরে আইছেন না খাইয়া যাইবেন :)

নেন খান, আমার খুব প্রিয়।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
'নেক্সাস' কি আপা নাকি? B:-) B:-) B:-)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

আশিক মাসুম বলেছেন: ভুল কইরা লাইছি নাকি??? :-P :-P :-P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৮

আশিক মাসুম বলেছেন: হেহহে মাইর খাওনের আগে ঠিক কইরা লাইছি :) মু হাহাহাহা

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

আমিনুর রহমান বলেছেন: পেত্থুম ভালু লাগা আমি দিলাম।


হেব্বি হইছে ++++
জানা আপা রে বোল্ড কইরা দেও ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

আশিক মাসুম বলেছেন: খালি একবার পাইতে দেন।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:
আপুদের অনুকাব্যে আমি একটা প্লাস দিয়ে গেলাম ক্ষমা করবেন ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

আশিক মাসুম বলেছেন: হেহে কান্ডারি ভাই আফনের পেলাস না হইলে আমার পোষ্ট বৃথা যাইবেক :)

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: হা হা হা স্বর্ণা আফা এক্কেবারে জায়গা মত আইস্সা পড়ছে!!!!


পোস্ট ভালুইছে। পিলাচিত করিলাম++++++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

আশিক মাসুম বলেছেন: ধইন্যা লন ভাই। ব্লগে খালি ক্যচাল লাগে টাই দুঃখে এই কাব্য লিখিলাম :)

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

গ্রাম্যবালিকা বলেছেন: দুর্নাম করেন ক্যারে! X( X( X( ভালো কথা লিখতে পয়াসা লাগে! হুহ! X(( X((

সারারাত অনেক কাজ
চোখে নাই ঘুম!
ফালতু ছড়া লেখে তাই
আশিক মাসুম! ;) B-)) :P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

আশিক মাসুম বলেছেন: ভালই তো লিখলাম চেতেন কেরে???

কইলামিত না মাইরা ভুজাইয়া দিয়েন।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

অস্থির ভদ্রলোক বলেছেন: মাসুম ভাই ফাস্টু হইবার পারলাম না। :( :(



বেশি ভালা লেইখা ফালাইছেন। +++++++++++++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

আশিক মাসুম বলেছেন: হাহা ভাই চা খাইবেন ? লন থাক কফি খান


৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

গ্রাম্যবালিকা বলেছেন: দুর্নাম করেন ক্যারে! X( X( X( ভালো কথা লিখতে পয়াসা লাগে! হুহ! X(( X((

সারারাত অনেক কাজ
চোখে নাই ঘুম!
ফালতু ছড়া লেখে তাই
আশিক মাসুম! ;) B-)) :P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

আশিক মাসুম বলেছেন:



লন আইসক্রিম খাইয়া মাথা ঠাণ্ডা করেন :)

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ৫ম ভালো লাগা।
দারুন হইছে!! কঠিন+++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩১

আশিক মাসুম বলেছেন:



চকলেট খান। :)

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

রীতিমত লিয়া বলেছেন: এ গুলাব ইজ ফর ইউ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩১

আশিক মাসুম বলেছেন: ছোট্ট মনি আফা থেঙ্কু :P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

আশিক মাসুম বলেছেন:

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

গ্রাম্যবালিকা বলেছেন:


দিলাম করে
ক্ষমা।
প্লাস দিলাম
জমা। :)
এবার তো
খুশি?
দেখি মাসুম
হাসি?! ;) :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

আশিক মাসুম বলেছেন: হাসি দেখপাইন???




১০০ % মাসুম হাসি।

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

জাওয়াদ তাহমিদ বলেছেন: চ্রম!! চ্রম!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

আশিক মাসুম বলেছেন:




লইয়া যান।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নেক্সাস ভাই কই?
দেইখা যাও মাসুম ভাই তোমারে চেইঞ্জ কইরা ফালাইছে :)

মজা পাইছি।
নেক্সাস ভাই কিন্তু ভাই ই।
উনার বউ সুইট আছে, ছবি দেখছি।
আর উনারে এমনি চিনি :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১

আশিক মাসুম বলেছেন: হাহাহা আল্লায় বাচাইছে, ভাই দেখনের আছে বদলাই হাইছি :)


আমার কুনু দোষ নাই , আমি চিনিনা এক জন আমারে ভুল ইনফরমেশন দিছে :(( :((

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮

জাওয়াদ তাহমিদ বলেছেন:
আপুমনিদের জন্য রইল
অনেক ভালবাসা।
অণুকাব্য সবগুলোই
হয়েছে একদম খাসা।

B-) B-)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২২

আশিক মাসুম বলেছেন: আহাহাহাহা চরম চরম পুরা অস্থির।

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

ভিয়েনাস বলেছেন: আপুনিরা তো আহলাদে আটখানা হয়ে যাবে :D

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৩

আশিক মাসুম বলেছেন: যাবে মানে কি অলরেডি গেছেগা =p~ =p~ :P

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

শোশমিতা বলেছেন: হা হা হা ভাইয়া অনেক সুন্দর হয়েছে :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৩

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপ্পি।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০১

ঘুড্ডির পাইলট বলেছেন: আজ আমি কোথাও যাবো না আপু নাকি
সারাদিন করে টই টই ,
ইন্টার নেটে পড়ে
কত শত বই।
--------------
প্রিয়তমেষূ আপু নাকি
চিন্তায় মরে,
ঢাকা শহরে এত মানুষ
থাকে কি করে।
----------------
প্রতিদিন অনু কাব্য
প্রেম আভিমান নিয়া
বড় বেশী তালে আছে
রীতিমত লিয়া ।



এই অনুকাব্য গুলান একদম পারফেক্ট হইছে । B-)


পিলাচ দিলাম +++++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৪

আশিক মাসুম বলেছেন: হেহহে ভাই সবার টাই পারফেক্টলি লিখার চেষ্টা করেছি।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

প্রিন্স হেক্টর বলেছেন: খালা ভার্সন ভালো হইছে

পিলাচ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

আশিক মাসুম বলেছেন: মিয়া আপ্নের কি মাইর খাইতে মঞ্চায়??? মাইর কিন্তু অনেক ব্যাথা করে =p~ =p~ =p~ =p~ =p~

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

মাক্স বলেছেন: পেলাস++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৬

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক আম পাতা , জাম পাতা যত পাতা আছে সব আপনার জন্য।

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯

স্পাইসিস্পাই001 বলেছেন: অনুকাব্য ভাল হয়েছে ......++++++

আমার কিন্তু আইসক্রিম পছন্দ... :P ;) :P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

আশিক মাসুম বলেছেন:

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

প্রিয়তমেষূ বলেছেন: ঢাকা শহরের মানুষ নিয়ে আমার এত চিন্তা,
আশিক মাসুমের ছড়া না পড়লে ইহা আমি জান্তাম না,
কবিতা ভালো হয়েছে জনাব আশিক মাসুম,
কবিতায় পড়েছে তাই প্লাসের ধুম,
এই কবিতাই শেষ নয়, আরো কবিতা চাই,
জনতার দাবী মনে রাখবেন মাসুম ভাই। =p~ =p~ =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

আশিক মাসুম বলেছেন: হাহাহাহা তার মানে কি , আপনি বলতে চান আমি ভুল লিখেছি । আমি যে ভুল লেখিনাই তার প্রমান কমেন্ট নং ১৭

হাহাহ :)

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

অনীনদিতা বলেছেন: হা হা খুবই




















মেজাজ খারাপ হইলো X( X( :P


সত্যি কথা শুনলেতো মেজাজ খারাপ হবেই ;)

আশীক হইলো মাসুম
তার চোখে নাই ঘুম
এখন কি হবে উপায়!
পাঠাতে হবে পাবনায় :P :P





০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

আশিক মাসুম বলেছেন: হ আমারে পাবানায় পাঠিয়ে আপনারা ঝামেলা মুক্ত হন , সুখে থাকেন ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

আশিক মাসুম বলেছেন:



আইসক্রিম খেয়ে মেজাজ ঠাণ্ডা করেন।

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

সালমাহ্যাপী বলেছেন: এক্সকিউজ মি মিস্টার আমা (আশিক মাসুম)

আপনিই বলেন প্রতিশোধ নেয়া কি খারাপ বলেন বলেন???? B:-)


পোস্ট মজার হইছে :)

পিলাচ :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

আশিক মাসুম বলেছেন: ওরে নারে সব আপুরা দেখি আমার উপ্রে খেপা :(( :(( :((


আইসক্রিম কিনতে কিনতে আমি ফতুর হইয়া যামুগা :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

আশিক মাসুম বলেছেন:

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

অনীনদিতা বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু:)
মেজাজ তো ঠান্ডাই ছিল:)
আইসক্রিমটা পাওয়ার জন্য একটু ভাব নিলাম আরকি :!> :P B-))

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

আশিক মাসুম বলেছেন: আইচ্ছা ??


আহারে টাকা সব শেষ :P :P =p~

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

তারছেড়া লিমন বলেছেন: মধু মধু................ ;) ;) ;) ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ, লিমন ভাই।

২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

স্বপনবাজ বলেছেন: ;) ;) ;) ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

আশিক মাসুম বলেছেন: হাসেন কেন ভাই ?

২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

সালমাহ্যাপী বলেছেন: শুধু আইস ক্রীমের দিলে হবে না পিজ্জাও দিতে হবে !! তার আগ পর্যন্ত মাথা ঠান্ডা হবে না /:) /:) :P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

আশিক মাসুম বলেছেন:



লন মন ভইরা খান। :)

২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

মামুন রশিদ বলেছেন: আপুদের নিয়ে অনুকাব্য সুন্দর হইছে । ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

আশিক মাসুম বলেছেন: মামুন ভাই ভাল থাকবেন।

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আজ আমি কোথাও যাবো না আপু নাকি
সারাদিন করে টই টই ,
ইন্টার নেটে পড়ে
কত শত বই


আরে আপনে কেমনে জান্লেন!!! B:-) B:-) B:-)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

আশিক মাসুম বলেছেন: জানি জানি যানতে হয়।

৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

একজন আরমান বলেছেন:
ভাই আমি তো আপনার অণু-কাব্যে মুগ্ধ হইয়া যাইতেছি দিন দিন।
+++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

আশিক মাসুম বলেছেন: হাহাহা সত্যি নাকি????

৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

ফালতু বালক বলেছেন: ++++++ দিলাম ।
পুরাই ঝাক্কাস, আশিক ভাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

আশিক মাসুম বলেছেন: থ্যাংকস ব্রো ।

৩২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: :)

++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

আশিক মাসুম বলেছেন: মিতা ধন্যবাদ দিলাম না। :)

৩৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

অদ্বিতীয়া আমি বলেছেন: ++++

সুন্দর হইছে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

আশিক মাসুম বলেছেন: জি সুন্দর এবং অদ্বিতীয়া আমি না কাব্য।

৩৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

ইখতামিন বলেছেন: ষষ্ঠদশ ভালো লাগা

আশিক ভাই.
আপনার তো দেখি লাল রঙের বুদ্ধি

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রো।

৩৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

শায়মা বলেছেন: মাস্টরনি শায়মা আপু
কাচ্চা বাচ্চা পড়ায়,
চরম ফাপরে আছে
যায়না মনির চাপায়।



হা হা :P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

আশিক মাসুম বলেছেন: :)

৩৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

কালো ঘোড়ার আরোহী বলেছেন: জোস! ভালো লাগসে! B-)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

আশিক মাসুম বলেছেন: থেঙ্কু থেঙ্কু।

৩৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

ফারজানা শিরিন বলেছেন: প্রতিভা বিক্রি হবে ???

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

আশিক মাসুম বলেছেন: জি হবে। কিন্তু দাম একটু বেশী পরবে ।

৩৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

রোকেয়া ইসলাম বলেছেন: বাহ!!!! দারুন হইছে।
আপুদের নিয়ে অনুকাব্যে আমিও অনেক গুলা ++++++++++++(প্লাস) দিয়ে গেলাম ।
আর ভালো লাগা রেখে গেলাম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপ্পি।

৩৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: দারুণ হয়েছেতো!!! পোস্ট এ +++ =p~ =p~ =p~ :P :P :P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

আশিক মাসুম বলেছেন: থেঙ্কু রাজকন্যা আপ্পি :)

৪০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

লাবনী আক্তার বলেছেন: হায় হায় ! এই কবিতা কেমনে মিস করলাম? B:-) B:-) :( :(


বালা অইচে !! চালাই যাও বাই। সামনে আরও চাই এমুন কবিতা । :D :D

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

আশিক মাসুম বলেছেন: কেমনে মিস করছেন , আমি নিজেও ভাবতেছি :)

৪১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

ফারজানা শিরিন বলেছেন: কত ??? :|

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

আশিক মাসুম বলেছেন: আপনি কত দিতে পারবেন???

৪২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

shfikul বলেছেন: ++++++++++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাকিল ভাই।

৪৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

সিয়ন খান বলেছেন: অনেক ভাল লাগলো ++++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

আশিক মাসুম বলেছেন: সিয়ন ভাই , আশা করি ভাল আছেন।


অনেক শুভ কামনা থাকলো :)

৪৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

একজন আরমান বলেছেন:

ফাল্গুনের শুভেচ্ছা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

৪৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

অনীনদিতা বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা। :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

৪৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

ইখতামিন বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা.

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

আশিক মাসুম বলেছেন: আপ্নাকেও শুভেচ্ছা।

৪৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

shfikul বলেছেন: আমার নামের বানানটা হয়তো নিজের অজান্তেই ভুলে ভুল করেছেন।শফিক।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

আশিক মাসুম বলেছেন: opsss দুঃখিত ভাইয়া। নেক্সট টাইম মনে রাখুম।

৪৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

ফারজানা শিরিন বলেছেন: বিনা পয়সা :/

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

আশিক মাসুম বলেছেন: তাইলে আর কেমনে ???

৪৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪০

শোশমিতা বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপ্পি।

৫০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

ফারজানা শিরিন বলেছেন: 'শেষ রোদের আলোয়' আমার 'স্বপ্ন এবং আমি'
'এমনি করেই চলবে' আমার 'বিরহ তিথি'...
'যে যাবার সে যাবে চলে ভুল তাকে পিছু ডাকা '
'তোমার ফেরার জন্য' 'পিছু ফেরবার তাড়া নেই!!''
হয়তো 'এখনো বৃষ্টি হয়' ???
'লাল পিপড়া'র দল এখনো জানালার কার্নিশে পথ খুঁজে
আমি সব ফেলে আজ নতুন পথে বিচার চাই.।
'আমার ফাঁসী হলে হোক, আমি খুনি হতে চাই'

;) চেনা লাগে ???

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

আশিক মাসুম বলেছেন: এখন তো দেখি উল্টা আপনার কাছ থেকে আমার প্রতিবা দার নিতে লাগবে।

৫১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

ইখতামিন বলেছেন: ar kotodin khawaben.

notun kichchu likhun.


:P

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

আশিক মাসুম বলেছেন: ভাই এই যুদ্ধের মধ্যে নতুন পোষ্ট দিতে ইচ্ছে করেনা :(

৫২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

খায়ালামু বলেছেন: আপনার অনুকাব্য দেখে বোঝা যাইতেছে অনিক খানের দিন শেষ.।.।.।.। নতুন বস আসছে.। :) :P =p~ B-)) :) :) +++++++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

আশিক মাসুম বলেছেন: মানে কি ভাই অনিক খান কেডা??? বুঝলাম্না। :(

৫৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

খায়ালামু বলেছেন: অনিক খান অনুকাব্যের বস!!!! আপনি বাংলাদেশে থাইকা ওনারে চিনেন না?????? !!!!! :-/

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

আশিক মাসুম বলেছেন: ভাই আমি অনেক্রেই চিনিনা :P :P =p~

৫৪| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

একজনা বলেছেন: ভালাইছে। মজাক পাইছি। :D :D :D

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫৫

আশিক মাসুম বলেছেন: থেঙ্কু থেঙ্কু, আফনেরে মজাক দিতে পেরে আমি বেয়াফক পুলকিত।




শুভ কামনা থাকলো।

৫৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:০৫

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
ছড়া পড়ে মজা পেলাম।

আমার মা আর আমার শ্বাশুড়ি যদি আমাকে নিয়ে এই কথা পড়ে, তবে তারা্ও হয়তো ব্লগ লেখা শুরু করে দিবে! :|



======
আমার এক পোস্টে লিংক দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমি সেটি পরে আর খুঁজে পাইনি। আপনাকে অস্বস্তিতে জিজ্ঞেস্ও করতে পারি নি। আজকে খুঁজে পেয়ে মনে হলো এখনই যাই পড়তে...আমার জন্যে যে এই বিস্ময় অপেক্ষা করছিল তাতো জানতাম না।

ধন্যবাদ মাসুম।।


২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:০৯

আশিক মাসুম বলেছেন: হাহাহা ভালই হলো , অনেক দিন আগে লিখেছিলাম আপুদের বাস্তবিক লাইফ নিয়ে :)



অনেক ভাল থাকবেন আপু । এই পোষ্ট -এ আপনার কমেন্ট এর অপেক্ষায় ছিলাম ।

৫৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:০৯

আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: আমি পোলা তবুও............. :#> :#>
আমারে নিয়াও লেইখেন :#) :#) :#) :#)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:১১

আশিক মাসুম বলেছেন: ভাই প্রথম টা পোলা ভার্সন ছিলো


কোন একদিন আপনাকে নিয়েও লিখব ইনশাল্লাহ :)

৫৭| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

সায়েদা সোহেলী বলেছেন: আসেন তবে ভাই বোনেরা
একসাথে বলি
মাইরের উপর অসুধ নাই
এই কথাটা আশিক ভুলে গেছে নাকি! ! ;) :P =p~

৫৮| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০২

আশিক মাসুম বলেছেন: কেনো আপু মারবেন কেনো?????? আমি ছুডু মানুষ ভুই ফাই :( :'(

৫৯| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫

শ্রাবণ জল বলেছেন: খুব মজা লাগল। :)

৬০| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপি, ভাল থাকবেন সব সময় । :)

৬১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

সায়েদা সোহেলী বলেছেন: আরে মারতে কই চাইলাম !!

**** ভুল হইলে না মাইরা বুঝাইয়া দিয়েন**** মাইর খুব ভয় পাই, আম্মুর হাতে অনেক মাইর খাইছি জীবনে***** খুব ব্যাথা লাগে********


কিন্তু ইহাই যে উত্তম ওষুধ সেটা মনে করিয়ে দিলাম :)
আমি কিন্তু কোনদিন ও আমার ভাইকে মারি নাই ;)

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪

আশিক মাসুম বলেছেন: সেটা আর বলতে, মাইর খেতে খেতে পীঠ থিতু হয়ে গেছে :)

৬২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

সায়েদা সোহেলী বলেছেন: আরে মারতে কই চাইলাম !!

**** ভুল হইলে না মাইরা বুঝাইয়া দিয়েন**** মাইর খুব ভয় পাই, আম্মুর হাতে অনেক মাইর খাইছি জীবনে***** খুব ব্যাথা লাগে********


কিন্তু ইহাই যে উত্তম ওষুধ সেটা মনে করিয়ে দিলাম :)
আমি কিন্তু কোনদিন ও আমার ভাইকে মারি নাই ;)

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫

আশিক মাসুম বলেছেন: খুশী হলেম তাহলে আমারো মাইর খাবার সম্ভাবনা নেই।


অনেক ভালো থাকবেন আপু।

৬৩| ১৭ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: এত্তগুলা আপু :D :D :D :D :D

০৫ ই জুন, ২০১৯ সকাল ১০:১০

আশিক মাসুম বলেছেন: ছিলো

৬৪| ০৫ ই জুন, ২০১৯ সকাল ১১:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: আরে এখনো দুইজন আছে তো !
শায়মাপু তো ব্লগে নিয়মিতই থাকেন। আর স্বর্ণা এখন এলিয়ানা সিম্পসন। পনি আপার খবর নাই।

১২ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১০

আশিক মাসুম বলেছেন: হুম মজা নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.