নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

লুতু পুতু প্রেম কাব্য (নো ১৮ +++ খেয়াল কইরা)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

( এহা একটি সত্যিকারের লুতু পুতু প্রেমের কাব্য কথন ;):PB-))







(১)

ছেলেঃ

বুক ফেটে যায়

কে বাচাবে?

আমার জীবন

জলে যাবে



মেয়েঃ

মেয়ে নাকি ডুবুরি

জান বাচাতে নেই জুড়ি!





(২)

ছেলেঃ

শূন্য আমি নিরবধি

কাঠ হল বুক,

জল পেতাম যদি!



মেয়েঃ

বাইনারী সংখ্যা দুই

শুন্য আর এক

তোর জন্যই আমি

প্রিয় চেয়ে দেখ!





(৩)

ছেলেঃ

তৃষ্ণা ভীষণ মনে

দুঃখ দেয় জনে জনে।



মেয়েঃ

মায়া করে জনে জনে

তবু দুঃখ অবুঝ মনে?!!





(৪)

ছেলেঃ

চাইনা আর বাঁচতে

সব কিছু তিতা,

ঘুড্ডি কইরা উড়াস আমায়

হাতে নিয়ে রঙ্গিন ফিতা।



মেয়েঃ

তুই ঘুড়ি, আমি সুতা

এক ছাড়া অন্য বৃথা।





(৫)

ছেলেঃ

আমি মরি জল পিপাসায়

তুই করিস মস্করা ,

কেন আমি দিতে গেলাম

জালিমরে আস্কারা ।



মেয়েঃ

সস্তা জলে তৃষ্ণা মেটেনা

শুদ্ধ জল সহজে জোটেনা।

তৃষ্ণা মিটবে সময় হলে

সবুরে নাকি মেওয়া ফলে!



(৬)

ছেলেঃ

মনে যখন উঠে তুফান

হৃদয় হয় ফালা ফালা

কেনরে তুই এমন করিস

সহেনা আর জ্বালা।



মেয়েঃ

কাদিস তুই

চোখে দিয়া তেল,

সময়মত আমার

মাথায় ভাঙ্গিস বেল।





(৭)

মেয়েঃ

সিএনজির সিট অনেক বড়

কাছে ক্যান, দূরে সড়ো।



ছেলেঃ

আমি বলি ভাল বাসী

তুই বলিস দূরে যা ,

হাসি মুখটাই দেখলিরে

দেখলিনা চোখ ভেজা।





(৮)

ছেলেঃ

যদি আমি হাড়িয়ে যাই

দূর আকাশের তারায়।

কাদবি কিরে আমার লাগি

একা নিরালায়?



মেয়েঃ

সাথে নিও আমাকেও

রব দুজনায়,

তুমি ছাড়া একা

থাকবো না হায়।

মন্তব্য ১২২ টি রেটিং +১০/-০

মন্তব্য (১২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

গ্রাম্যবালিকা বলেছেন: ( এহা একটি সত্যিকারের লুতু পুতু প্রেমের কাব্য কথন ;):PB-)) !

কন কি?! B:-)

আফনেরে ভালা ভাবছিলাম :-*

আমি মরি জল পিপাসায়
তুই করিস মস্করা ,
কেন আমি দিতে গেলাম
জালিমরে আস্কারা ।

মজার! =p~

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

আশিক মাসুম বলেছেন: আইচ্ছা??? কেন ভাল মনে করছিলেন?? আমি কই কইছি আমি ফেরেশতা??? ফেরেস্তারাও ২/৪ টা পেরেম করে :P :P

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:




অতীব শীঘ্রই আপনার জন্য ইহার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

আশিক মাসুম বলেছেন: আলহামদুলিল্লাহ ভাই, দোয়া করেন দাওয়াত দিয়া খাওয়ামু।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: অনেক বিনোদিত হইলাম !!! B-))

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

আশিক মাসুম বলেছেন: আপনাকে বিনোদিত করিতে পারিয়া আমি প্রিত হইলাম :)

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

মেয়ে কি দেখব নাকি পরিচিত আছে ? ;)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

আশিক মাসুম বলেছেন: দেখেন পরিচিত যেটা আছে সেটাত থাকলই। ভাল একটা পাইলে মন্দ কই??? খোজ লাগান গুরু। আর কত?

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩

বোকা ডাকু বলেছেন: খেলুম না। কাণ্ডারি ভাই ইরাম চিপা এক্ষান বাসর ঘর সাজাইছে ক্যা! :P :P


"যদি আমি হাড়িয়ে যাই
দূর আকাশের তারায়।
কাদবি কিরে আমার লাগি
একা নিরালায়?"

অসাম হইছে ভাই ! 8-| 8-|

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪

আশিক মাসুম বলেছেন:


এটা চলবে?

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তোমার অন্য লেখাগুলোর তুলনায় এটা বেশ হালকাই হয়েছে। আরো একটু সময় নিলে আরো বেশি ভাল হত।

শুভ কামনা রইল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

আশিক মাসুম বলেছেন: ভাইয়া মেয়ে ভার্সন টা আমি লিখিনাই :P

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:
@ বোকা ডাকু
খাইছেরে গরীব মানুষ এর চেয়ে বড় বাসর ঘর কই পাইব। ভাই রাগ করেন কেন ? আইজকার মতন খেইলা ফালান। B-)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০

আশিক মাসুম বলেছেন: না খেলুম্না , বড় মাঠ খেলুম।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

গ্রাম্যবালিকা বলেছেন: মিয়া, প্রেম করবেন করেন, ফেরেস্তাদের জড়ান ক্যান! X( X(



পারফেক্ট পিকচার ফর আশিক মাসুম ;) @ কান্ডারী অথর্ব

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

আশিক মাসুম বলেছেন: না মানে নিজেরে বাচানুর অপচেষ্টা করলাম।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

টানিম বলেছেন: ভাল পুস্টো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

একজন আরমান বলেছেন:
এহা একটি সত্যিকারের লুতু পুতু প্রেমের কাব্য কথন


কান্ডারি ভাই আপনে এই লাইন দেইখাও কিছু বোঝেন নাই? B:-) B:-) B:-)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

আশিক মাসুম বলেছেন: ভাই অফ মান করুইন কেরে???

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


গ্রাম্যবালিকা যখন আমার দেয়া বাসর ঘরে সহমত জানিয়েছে অতএব এই বাসর ঘরেই বিবাহ হবে। আর পছন্দের একজন থাকতে আরও চায় সখ কত পোলার !!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

আশিক মাসুম বলেছেন: ভাই এটা একটা কথা কইলেন??? ভালটা কে না চায়??? একশটা দেইখা মানুষ একটা কিনে :)

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:
@ একজন আরমান বুঝেছি দেখেই বাসর ঘরের ছবি দিছি না হলে অন্য কিছু দিতাম। পোলার বয়স হইছে । আমার একটা দায়িত্ত আছেনা। ;)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

আশিক মাসুম বলেছেন: আহা

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

বোকা ডাকু বলেছেন: কাণ্ডারি ভাই ঠিক এই বাসর ঘরটা নিয়াই এতো দরদ ! কাহিনির পিছনে কুনু কাহিনি নাই তো! :P :P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

আশিক মাসুম বলেছেন: জাতির বিবেকের কাছে প্রশ্ন?

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:



ইনারে পছন্দ হয় ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

আশিক মাসুম বলেছেন: না চলবেনা, নাদুস নুদুস লাগপে

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আফসুস আমার বিয়ার সময় কুন বাসর ঘর পাইনাই @ বোকা ডাকু।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

আশিক মাসুম বলেছেন: হায়রে আমরা কোথায় ছিলাম।

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:

B:-) B:-) B:-)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২

আশিক মাসুম বলেছেন:

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

আশিক মাসুম বলেছেন: এই রকম লাগবে।

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

তারছেড়া লিমন বলেছেন: আমি বলি ভাল বাসী
তুই বলিস দূরে যা ,
হাসি মুখটাই দেখলিরে
দেখলিনা চোখ ভেজা।
:(( :(( :(( :(( :(( :((

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

আশিক মাসুম বলেছেন: ভাই আর কান্দাইয়েন্না :(

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

বোকা ডাকু বলেছেন: থাউক বাই আর দুক্কু কইরেন না। পরথম বার পান নাই বইলা কি হইছে! পরের বার ঠিকই পাইবেন। :P :P
কেন এই কথা কখনও শুনেন নাই--

"একবার না পাইলে দেখ শত বার !" B-)) B-)) @কাণ্ডারি ভাই

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১

আশিক মাসুম বলেছেন: সহ মত , নেক্সট টাইম হবে কান্ডারি ব্রো।

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

এইডা কি নাদুস নুদুস B:-) কইস্যা মাইনাস দিলাম। মিয়া ভালু হও ।

একজন পর্দা করে এমন দেইখা একটা মেয়ে বিয়া করেন জীবনে সুখি হইবেন না হইলে অবস্থা এমন হইব

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

আশিক মাসুম বলেছেন: ঐ রকম একটা বউ থাকলে এমন হিলেও আপত্তি নাই গুরু।

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:
মিয়া আপনার ভাবি আমার পাশে বসা আমারে কি ব্যান করতে চান ঘর থাইকা @বোকা ডাকু

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

আশিক মাসুম বলেছেন: ভাবির চোখ ডাইকা রাখেন :)

২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:




হুম পরে অবস্থা এমনও হইতে পারে খুব খেয়াল কইরা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

আশিক মাসুম বলেছেন: যা হবার হোক, ভাই মাইয়া দেখেন সিরিয়াসলি ।

২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

বোকা ডাকু বলেছেন: কাণ্ডারি বাই ইটা কিসের ফুডুক দিছেন ঝাতি ঝান্তে ছায় ! ইকানে দুইজনে মুন কারাপ কৈরা বইয়া রইছে ক্যা! B-)) B-))


আফনে টেনশন নিয়েন না কাণ্ডারি বাই। ভাবীও রাজি আছে। হ্যাঁরও তো একজন সহকারীর দরকার আছে তাই না!!! B:-/ B:-/ :P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০২

আশিক মাসুম বলেছেন: আইচ্ছা এই কাহিনী।

২৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ওকে কাল থেকে আমার আপনার জন্য মেয়ে খোঁজা শুরু অইবেক। আপনার ভাবিরে দায়িত্ত ইলাম। ও বউ আমার এই ভাই এর জন্য মেয়ে খুজ জলদি কইরা। !:#P !:#P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩

আশিক মাসুম বলেছেন: পিলিজ লাগে ভাই , তারাতারি করেন , বয়স বাইরা যাইতাছে।

২৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০

একজন আরমান বলেছেন:
@কান্ডারী অথর্ব :
ভাই অন্য কিছুই দিতেন। দাম কম। ;)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

আশিক মাসুম বলেছেন: কি জিনিস?

২৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

@বোকা ডাকু বিবাহ না করিলে কেমনে বুঝবাইন। :#> :#> :#> :!> :!> :!>

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

আশিক মাসুম বলেছেন: হ ঠিক। বিয়া করেন্নাই কেমনে ভুজবেন?

২৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

@ একজন আরমান এইডা চলবে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮

আশিক মাসুম বলেছেন: @ আরমান চলবে???

২৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

মাক্স বলেছেন: :P:P:P:P:P:P:P:P:

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯

আশিক মাসুম বলেছেন: ঐ মিয়া বেঙ্গান কেন?? খাইয়া ফালামু কইলাম।

২৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


হইবেনা মাক্স বাই ভেংচি কাটল কেন ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯

আশিক মাসুম বলেছেন: মাক্স ভাইয়ের কলমের কালি শেষ।

২৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯

একজন আরমান বলেছেন:
@কান্ডারী অথর্ব :
হায় হায় সুপার গ্লু দিলে তো সর্বনাশ। বেচারার তো... :P :P :P

@ লেখকঃ ভাই বুইঝা লন। ;) ;) ;)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২

আশিক মাসুম বলেছেন: নাউজু বিল্লাহ, অস্তাগ ফিরুল্লা। B:-) B:-) B:-) :-B

৩০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:
কলম না বলেন অভ্র ডিলিট হইয়া গেছেগা। B-))

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

আশিক মাসুম বলেছেন: হ ঠিক ।

৩১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬

মাক্স বলেছেন: ভেংচি কাডি নাই আমার চেহারাই এরুম :P:P:P:P:P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১

আশিক মাসুম বলেছেন: ও আফনে তাইলে এরাম দেখতে?

৩২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:





না ভাই এখন ঘুমাইতে যাই স্বপ্ন দেখতে হইবেক ঘুমের মাঝে অনেক স্বপ্ন জমা হইছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২

আশিক মাসুম বলেছেন: ওকে ভাই ঘুমান , আহারে কবে বউ এর পাশে সুইয়া স্বপ্ন দেখুম। আফসুস।

৩৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭

shfikul বলেছেন: বাহ দারুনতো!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩

আশিক মাসুম বলেছেন: থেঙ্কু থেঙ্কু ।

৩৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮

বোকা ডাকু বলেছেন: ওরে খোদা রে........কাহিনি কই ঠিকা কই জাইতেসে !


বুঝবারই তো চাই................. কিন্তুক বড় ভাইরা ছুডূ ভাইগো দিকে আর ফিইর‍্যা চাইলো কই ! :#> :#> :#>

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৫

আশিক মাসুম বলেছেন: হ ভাই সেতেগ দয়া মায়া বলতে কিছু নাই।

৩৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

@ অবিবাহিত সকলে সবাই এখন ঘুমাইয়া স্বপ্ন দেখেন কামে দিব। আমি গেলাম বউ ডাকে :!> :!> :!> :#> :#> :#>

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬

আশিক মাসুম বলেছেন: আফসুস, আফসুস, আফসুস।

৩৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১

নিয়েল ( হিমু ) বলেছেন: শিরোনামটা "১৮+ না" এটা খেয়াল করিনি । সবগুলো পড়ে মনে হল না যে ১৮+ তাই আবার শিরনাম দেখে নিশ্চিত হলাম । এবং ইমশনালি ভাল্লাগছে :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ হিমু।

৩৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬

একজন আরমান বলেছেন:
কান্ডারী অথর্ব বলেছেন:
@ অবিবাহিত সকলে সবাই এখন ঘুমাইয়া স্বপ্ন দেখেন কামে দিব। আমি গেলাম বউ ডাকে


ভাইরে আর কতো স্বপ্ন দেখুম?
বিয়া করবার মুঞ্চায়। /:) /:) /:)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০

আশিক মাসুম বলেছেন: আহারে দুঃখ কেউ বুঝলনা।

৩৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭

মাক্স বলেছেন: আমিও গেলাম। বউ ডাকে।
.
.
স্বপ্নে!!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩১

আশিক মাসুম বলেছেন: হেহে, ছেরা কাথায় শুয়ে >>> বাকিটা বুইঝা লন।

৩৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

মাক্স বলেছেন: এখন বুঝার টাইম নাই।
অঃটঃ দেশী দেশে আইবাইন কবে?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

আশিক মাসুম বলেছেন: নেক্সট উইক আসুম, ফেবুতে ফোন নম্বর দেন ।

৪০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

*কুনোব্যাঙ* বলেছেন: ৫ নাম্বারটা পইড়া একটা শের ইয়াদ আইল-

পুকুরের জল কি ফুরায় কখনও
ফুরায় তো গেলাসের জল,
তোমার অঙ্গে অঙ্গে সোনার কলস
তবু তৃষ্ণার্ত রাখার ছল :!> :#>

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০১

আশিক মাসুম বলেছেন: অত্তেরি, পাগল হইয়া যামুগা।



ধন্যবাদ ব্রো।

৪১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

স্বপনবাজ বলেছেন: বিবাহের অগ্রিম শুভেচ্ছা !

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

আশিক মাসুম বলেছেন: এখনো পাত্রি ঠিক হিলনা বিবাহ, আফসুস।

৪২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

আমিনুর রহমান বলেছেন: আমার ১৮ হয় নাই, তাই পড়তাম না :P

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

আশিক মাসুম বলেছেন: হিহি আমি ছুডু মানুষ এগুলান কি কহেন বাহে শরম করে :P

৪৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

অনীনদিতা বলেছেন: হা হা+++++
কবিতা অসাম।
আর কমেন্টস গুলো বেশি অসম :P :P

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

আশিক মাসুম বলেছেন: আফনে আর বেশী অসাম :P :P


তা কিরাম আছুইন আফা???

৪৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

অনীনদিতা বলেছেন: amito valai asi.:)
anner kita khobor?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

আশিক মাসুম বলেছেন: আলহামদুলিল্লাহ বেঁচে আছি :)

৪৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

স্পাইসিস্পাই001 বলেছেন: আশিক ভাই আপনার তো তাও একটা গতি হলো :( ...... আমাদের কি হবে :| ??????
কান্ডারী অথর্ব ভাই আমাদের জন্য ও দেখেন কিছু 8-| >>>>>>>>>>> আমাদের দেখার কি কেউ নাই.. #:-S ....

যাই হোক পোষ্টে প্লাস++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

আশিক মাসুম বলেছেন: ঐ মিয়া গতি হইলো কেমতে??? এখনোতো মাইয়া দেখাই শুরু হয়নাই :(

৪৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কমেন্ট পইড়া হাসতেই আসি!!!!!পুস্ট পড়ার সময় নাইক্কা!!
=p~ =p~ =p~

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

আশিক মাসুম বলেছেন: আফা এই পোষ্ট আসলে কমেন্ট এর পোষ্ট , আডডা দিবার জন্যি এই পোষ্ট এর জন্ম।

৪৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

শাকিল ১৭০৫ বলেছেন: B-) B-)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

আশিক মাসুম বলেছেন: হাসেন কেন ??? X(


কমেন্টের জন্য ধন্যবাদ :)

৪৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

এরিস বলেছেন: ভীর ভালোবাসার জটিল বহিঃপ্রকাশ ।
অনেকদিন পরে আপনার লেখা পাওয়া গেলো। কোথায় থাকেন ভাই?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

আশিক মাসুম বলেছেন: আম্মাগো আমারে মারছে :(( :(( :((


প্রুপিক দেইখা ভয় পাইছি B:-) B:-)

৪৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

এরিস বলেছেন: গভীর ভালোবাসার জটিল বহিঃপ্রকাশ ।
অনেকদিন পরে আপনার লেখা পাওয়া গেলো। কোথায় থাকেন ভাই?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

আশিক মাসুম বলেছেন: সরি আপ্পি কিছু দিন দেশের বাইরে ছিলাম।
কেমন আছেন আপনি?

৫০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: তোরে আমি ভালা পাই
তোর লাগিয়া দিবানিশি
কবিতা লিখে যাই!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

আশিক মাসুম বলেছেন: হাহাহাহা বুঝলাম না , ইদানিং সবার মনে খালি ভাল বাসা দৌড়ায় :)

৫১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

এরিস বলেছেন: ভয় পাওয়ার কিছু নাই। আমি যেমন তেমনই তো প্রোফাইল পিকচার হওয়া উচিত, তাইনা??

ওহ ।। আমি ভাবছিলাম অসুখ করলো কিনা। যোগাযোগের উপায় তো নাই। কিঞ্চিত টেনশনে ছিলাম।

আমি ভালো আছি। আপনি??

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

আশিক মাসুম বলেছেন: জি আলহামদুলিলাহ ভাল আছি।

৫২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

মেহেরুন বলেছেন: Click This Link

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

আশিক মাসুম বলেছেন: দেখলাম , কিন্তু ভুজলাম্না এটাকি আপনার পোষ্ট???????

৫৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

গ্রাম্যবালিকা বলেছেন: হাই ;)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০

আশিক মাসুম বলেছেন: hello :p

৫৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৩

এম হুসাইন বলেছেন: কেমন আছেন মাসুম ভাই?
৯ম ভাললাগা!


সবকটি কাব্য চমৎকার।

চালিয়ে যান...।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৭

আশিক মাসুম বলেছেন: সত্যি বলছি হুসাইন ভাই আপনাকে অনেক মিস করেছি।




কমেন্ট পেয়েতো আর খুশি।

৫৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৫

কালোপরী বলেছেন: কাদিস তুই
চোখে দিয়া তেল,
সময়মত আমার
মাথায় ভাঙ্গিস বেল।


=p~ =p~ =p~ =p~


পোস্টে প্লাস :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৫

আশিক মাসুম বলেছেন: হেই পরি কএমন আছেন??


অনেক শুভ কামনা থাকলো।

৫৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৬

কালোপরী বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি, আপনি কেমন আছেন?


শুভ কামনার জন্য ধন্যবাদ :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৮

আশিক মাসুম বলেছেন: জি ভাল আছি ,


ভাল থাকবেন সব সময় প্রয়োজনের চে একটু কম :)

৫৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রেম আর প্রেম :P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫১

আশিক মাসুম বলেছেন: হাহাহা আরে কিসের প্রেম, নিতান্তই প্রহসন দিদিমণি।

কেমন আছেন আপনি?

৫৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০২

এম হুসাইন বলেছেন: জেনে অনেক অনেক খুশি হলাম ভাই, আপ্নাকেও মিস করেছি অনেক, এখন চেষ্টা করবো নিয়মিত হওয়ার। পাশে থাকবেন!
ভালো থাকবেন।

অসংখ্য ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৩

আশিক মাসুম বলেছেন: ইনশাল্লাহ পাসেই আছি :)

আর যদি এমন করেন খবর আছে, ভাবিরে একা মনে কিরেন্না মিয়া :P :P =p~

৫৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭

রিমন০০৭ বলেছেন: প্রেম তুমি কি
বড় জানতে ইচ্ছে করে--- :(( :(( :(( :((

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

আশিক মাসুম বলেছেন: প্রেম মানে হারমানা ক্ষতি :P =p~

৬০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০০

জাকারিয়া মুবিন বলেছেন: বাহ! ভাল তো!

আপনার একটা পোস্ট আমার প্রিয়তে আছে।
আজ আপনাকে অনুসরনে নিয়ে নিলাম। :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

আশিক মাসুম বলেছেন: কস কি মুবিন B:-) B:-) B:-) সত্যি নাকি ?? কেমনে কি???



অনেক ধন্যবাদ ব্রো। আপনা কেও আমি অনুসরণ করেছি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.