নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
প্রতিটা মানুষের ভেতরটা অন্যরকম , নিজের ভেতর বসত করে অন্য একটা মানুষ। অবচেতন মনে কত রঙ যে খেলা করে। মানুষের দর্শন নিয়ে ভাবলে অবাক হই। নির্ভেজাল চাওয়া গুলু কিংবা অক্ষেপ, অপ্রাপ্তি, চলে যাওয়া, হারানু এই নিয়ে জীবন.......... বেঁচে থাকার আমরণ প্রচেষ্টা।
(১)মেহেরুনঃ
"কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...
দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না ..
(২)গোলাম দস্তগীর লিসানিঃ
সৎ মানুষ সহজে ভুল করতে পারে না। তাদের অবচেতন মন ভুল করতে দেয় না। অসৎ মানুষ সহজে ঠিক কাজ করতে পারে না। তাদের অবচেতন মন সহজে ঠিক কাজ করতে দেয় না।
(৩)শের শায়রীঃ
হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই
(৪)বোকামনঃ
স্বার্থপরতার নাম যদি হয় চালাকি - থাকতে চাই বোকা, করতে চাই বোকামি ।
(৫)কান্ডারী অথর্বঃ
আমার মৃত্যুর পর আমাকে তোমরা খুজনা আমার মৃত্যু ভূমির ‘পর
সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; সীমাহীন এক যন্ত্রণার আঁধার ।
আমি লুকিয়ে রব লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার,
শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে;
রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায় আমি হতে রব কাতর।
(৬)ধান শালিকঃ
আঘাত পেলে মাথা তুলবেই , হোক সে সাপ কিংবা কেঁচো ।
(৭)মিষ্টি মেয়েঃ
"Life is not measured by the number of breaths we take, but by the moments that take our breath away"
(৮)স্বপনবাজঃ
অধিকারের সীমারেখা মাঝে মাঝেই বুঝিনা , তাই শুধু কাছের মানুষ গুলো হারাই !
(৯)কালো ঘোড়ার আরোহীঃ
তোমাদের ভেতর দিয়েই তো সর্বকাল চলে গেছে আমার পথ// এবং সর্বকাল আমি দাঁড়িয়েছি আমি আবার নিয়েছি পথ।
(১০)এরিসঃ
যদি শুরু থেকে শুরু করি, তবে শেষটায় শেষ.. যদি শেষ থেকে শুরু করি, তবে শুরুটায় শেষ.. শেষের শেষ কোথায়???
(১১)সালমাহ্যাপীঃ
**তবুও কিছু কথা না বলাই থেকে যায়**
(১২)এম হুসাইনঃ
আমি অবিশ্বাসী দেবতারে লাথি দিয়ে করি বিশ্বাসী কুকুরের পদচুম্বন!
(১৩)মামুণঃ
নিঝুম রাতে, একটি টিনের ঘরে একা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে , বৃষ্টির শব্দ আমাকে জাগিয়ে রাখে অনেকক্ষন
(১৪)স্বপ্নবাজ বাউন্ডুলেঃ
লোকে বলে স্বপ্ন জোছনা বিহার, জোছনা কনা রাত্রি উজাড় ! আমি বলি এ বেলা চৈত্র বিহার, স্বপ্নে ছুরি চোখে আঁধার !
(১৫)ফারজানা শিরিনঃ
অদ্ভুত পৃথিবীকে নিয়ে ভাবনা আমাদের ! অথচ নিজের অদ্ভুতদরশন ভাবনা গুলোকে সযত্নে এড়িয়ে যাই ! নিজেদের জন্য যা করি তার সবটা জায়েজ ! এই একি কাজ যখন অন্য কেউ করে তখন নিজের ক্ষতি হউয়ার বিন্দুমাত্র আশঙ্কা দেখলে চমকে উঠে চিৎকার দেই ! 'গেল গেল ! সমাজটা রসাতলে গেল !'
(১৬)শাকিল ১৭০৫ঃ
বেঁচে থাকি বেঁচে থাকার আশায়
(১৭)শোশমিতাঃ
মনে জমে থাকা কষ্ট গুলো মাঝে মাঝে খুব তীব্র হয়।। এতোটাই কষ্টদায়ক হয় যে সহ্য করে থাকাটাইকঠিন হয়ে যায়।। এর চেয়েও কষ্টকর হলো সেইসব মূহূর্তগুলোতে কষ্ট সহ্য হাসিমুখে সবাইকে সময় দেয়া, কথা বলা, সবকিছু মেনে নিয়ে বেচেঁ থাকা.....
(১৮)লাবনী আক্তারঃ
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দ্বীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
(১৯)মিলটনঃ
আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়।
(২০)শান্তা273ঃ
আমরা সবাই একই পথের যাত্রী, দেখা হয় কারো কারো সাথে ক্ষণিকের তরে.........
(২১) মাহবু১৫৪ঃ
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।
(২২)আতিক.নিষিক্তঃ
এখন দুরে আছি, তাই ফেরা সহজ; কাছের মানুষ কখনো ফেরে না।
(২৩) সুস্ময় পালঃ
দিতে পারো একশ ফানুস এনে! আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই ... ...
(২৪)মোহাম্মদ আলমগীর খানঃ
কখনো কখনো বৃষ্টি যদি ঝরে দৃষ্টির পাতায় কখনো কি বন্ধু তোমার আমায় মনে পরে আমি পরে আছি কেমন কোথায়...........।
(২৫)নির্মলেন্দু পোদ্দারঃ
জীবন যেখানে থমকে দাঁড়ায় কবিতারা সেখানে উপছে পড়ে বাঁধ ভাঙা জোয়ারে....
প্রথম পর্ব যারা মিস করেছেন তাদের জন্য
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৩৩
আশিক মাসুম বলেছেন: রোজেল ভাই অনেক ধন্যবাদ , অনেক ভাল থাকবেন
শুভ কামনা থাকলো।
২| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২
শের শায়রী বলেছেন: আহ ভাই এতো দেখি আমার নামটাও ওখানে আছে!!!!!!!!!!
যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!! এটা যেন কার প্রোফাইলে দেখছিলাম? ভাই এইটা যোগ করে দিন না। সত্যি বলছি ভাল লাগবে।
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৩৫
আশিক মাসুম বলেছেন: ভাই আপনার লিখাটা খুব ভাল লেগেছিলো। আসলে আমার এই সংগ্রহে আমি সেইসব কথা গুলুই এড করি যে গুলু আমার খুব খুব ভাল লাগে ।
৩| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫
চেয়ারম্যান০০৭ বলেছেন: ভালো
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৩৬
আশিক মাসুম বলেছেন: গরীবের বাড়িতে হাতির পারা
ধন্যবাদ ব্রো।
৪| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০
আফিফা মারজানা বলেছেন: লিসানী ভাইয়ের প্রফাইলে আগে যে কথাগুলি ছিলো ,যা দেখে তার ভক্ত হয়েছিলাম "আমি আমার আমিকে চূর্ণ করে তোমার লহরে ভেসেছি ,বন্ধু তোমার সিন্ধু মাঝে বিন্দুসম নেচেছি "অসাধারণ কথামালা ।
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৩৮
আশিক মাসুম বলেছেন: হ্যা আপু দেখেছি, আমার এই পোষ্ট আসলে রিসেন্ট প্রোফাইল বেসড ........... অনেকেই আছে এটা কয়েক দিন পর পর এডিট করে ।
ক্তহাগুলু সত্যি সুন্দর , ভাল থাকবেন ।
অনেক ধন্যবাদ।
৫| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১০
*কুনোব্যাঙ* বলেছেন: পুত্তুম পিলাস
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৩৯
আশিক মাসুম বলেছেন: গুণীজনের পেলাস পাইলে মন ভীষণ ভাল লাগে।
৬| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চমৎকার, সত্যি!!!
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৪০
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপু , কেমন আছেন?
৭| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
গ্রাম্যবালিকা বলেছেন: খুব সুন্দর!!
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৪০
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপু , কেমন আছেন?
৮| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
রাসেল ভাই বলেছেন: সুন্দর সুন্দর
আরো বাড়াইয়া দেন ৫০ টা করে ।
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৪২
আশিক মাসুম বলেছেন: কস কি রাসেল
৫০ ???!!! পোষ্ট অনেক ভড় হয়ে যাবে তখন তো আপনারা পড়বেননা
৯| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
লিন্কিন পার্ক বলেছেন:
ভাল্লাগছে
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৪৮
আশিক মাসুম বলেছেন: আপনাদের ভাল্লাগ্লে কষ্ট করলেও ভাল লাগে
১০| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২
জাকারিয়া মুবিন বলেছেন: প্লাস দিলাম।
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫০
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন জাকারিয়া ভাই । আজকাল কি হচ্ছে ??? অনেক বেশী বেশী কবিতা চর্চা !!! কাহিনী কি ??
১১| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও আছি দেখছি , বাহ সুন্দর সুন্দর। :!> :#> :!>
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫৪
আশিক মাসুম বলেছেন: কাণ্ডারি হুশিয়ার। হেহেহে পরম আত্মীয় হওয়ার একটা সমূহ লক্ষন রহিয়াছে, আপনি নাথাকিলে কেমনে কি???
ভাই আমার এই পোষ্ট এ আমি সে সকল লিখাকে নির্বাচিত করেছি যে গুলু সত্যি হৃদয় ছুঁয়ে যায়। আপনার লিখাটা খুব ভাল লেগেছে।
১২| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
আমিভূত বলেছেন: ভালো লেগেছে মেহেরুন আপুর টা
"কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...
দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না ..
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫৫
আশিক মাসুম বলেছেন: হুম আমার কাছেও ভাল লেগেছে সব গুলু । কমেন্ট করে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ
ভাল থাকবেন ।
১৩| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
শাহরিয়ার নীল বলেছেন: ভালো লাগলো
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫৬
আশিক মাসুম বলেছেন: অনেক শুভ কামনা থাকলো ।
আপনাদের ভাল লাগ্লেই আমার ভাল লাগে
১৪| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
অনীনদিতা বলেছেন: হেলো,আমি কিন্তু ভালো লাগা দিয়ে গেলাম
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
আশিক মাসুম বলেছেন: হাই , ভাল লাগা নিলাম ।
কিন্তু ভাল লাগা কার জন্য
১৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:২৯
মনোয়ার মিলন বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++
CARRY ON........
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:৩৪
আশিক মাসুম বলেছেন: Thank U , TC
১৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৩৩
মামুন রশিদ বলেছেন: good collection !
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০০
আশিক মাসুম বলেছেন: Thank U , Mamun broo whats Up ?
১৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৪৫
গোলাপ বলেছেন: দুটোই একসাথে দেখলাম। সুন্দর
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৪৭
আশিক মাসুম বলেছেন: গোলাপ ভাই অনেক ধন্যবাদ। ভাল থাকবেন ।
১৮| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫৩
এম হুসাইন বলেছেন: আরে আরে মিয়া ভাই কর্সেন টা কি??? আমার ও নাম ও দেহি ঢুকায়া দিসেন
যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!!- এইডা কইবো কেডায়???
পোস্টে ++++++++
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:১০
আশিক মাসুম বলেছেন: এইটা তো আফনেরা কইবেন
ভাবীর নাম ও দিসি কিন্তু, ভাবিরে খবর টা বইলেন কিন্তু
১৯| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫৬
গ্রাম্যবালিকা বলেছেন: জি ভাইয়া, ভালো আছি।
ভালো থাকবেন।
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:১১
আশিক মাসুম বলেছেন: জি আপু ভাল থাকার চেস্টা করতে গিয়া আর ভাল থাকতে পারিনা।
২০| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০২
অন্ধকারের রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে
+++++++
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:১৬
আশিক মাসুম বলেছেন: পরের পর্বের লিস্ট -এ আপনার নাম দেখি আছে
ভাল থাকবেন ।
২১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:১৭
একজনা বলেছেন: ভালই লাগল। কয়েকজনের গুলো পড়া ছিল। আপনার কল্যাণে আরো কয়েকজনের কথাগুলো জানতে পারলাম। এর মধ্যে মেহেরুন আপু আর লিসানি ভাইয়ের কথাগুলো অসম্ভব সুন্দর, ভীষণভাবে ভাল লাগে।
ধন্যবাদ নিন। পোষ্টে +++++++++।
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৩৯
আশিক মাসুম বলেছেন: এই গরীবের পোষ্টে আপনার প্রথম কমেন্ট, আসবেন যানলে লাল গালিচার ব্যাবস্থা ক্রতাম তার পরেও শুভেচ্ছা স্বাগতম।
ধন্যবাদ এর সহিত ধন্যবাদ নিলাম। ভাল থাকবেন।
২২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৫
মেহেরুন বলেছেন: yahoooooo......amar nam no 1 a..
thnx for ur nice post..like it ++++++
০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৩০
আশিক মাসুম বলেছেন: Its my pleasure ................ Tc
২৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৭
আমিনুর রহমান বলেছেন: তরে মাইনাচ আমার ডা দেখোস নাই !!!!!
এখন রাজাকার বাদ দিয়ে কমু আশিক মাসুমের ফাঁসি চাই
পোষ্টে +++
০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৩৪
আশিক মাসুম বলেছেন: হাহাহা বালা কথা , আমার ফাঁসি হলে জল্বে আগুন ঘরে ঘরে । এটলিস্ট আমার যে কয়টা মেয়ে ফ্যান আছে ভাই ওদের দমাইয়া রাখা যাবেনা।
১ম পর্ব পড়েন তাহলে মনে হয় ভুজবেন আপনারটা কেন দেই নাই
এমনিতেই আপনাকে নিয়া একটা আস্ত পোষ্ট সাজাইতেছি।
২৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৮
একটু স্বপ্ন বলেছেন:
প্রথম টি আমাকে দারুন স্পর্শ করে..
০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৩৯
আশিক মাসুম বলেছেন: হুম আমাকেও , ভাল থাকবেন ।
ধন্যবাদ।
২৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৯
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: বাহ, দারুন আইডিয়া!
পোস্টে অনেক অনেক ভালো লাগা এবং আপনার জন্য শুভকামনা।
( এই প্রথম কারো পোস্টে আমার নাম দেখলাম, আমি অতি আনন্দিত। তবে একটা কথা- আমার প্রোফাইলে লেখা কথা গুলো আমার নয়। কথা গুলো বাপ্পা মজুমদারের "জোছনা বিহার" গানটা থেকে নেয়া। আমি শুধু "চন্দ্র বিহার" এর জায়গায় "চৈত্র বিহার" করে দিয়েছি। )
০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৪
আশিক মাসুম বলেছেন: আমি জানি ভাই , এই পোষ্ট এর প্রথম পর্বটা পড়লে আপনি ভুজবেন যে আসলে লিখাটা কে লিখেছে সেটা মুক্ষ নয়। আমার কাছে মনে হয়েছে যার প্রোফাইল এ যা লিখা আছে সেটা সে হৃদয়ে দারন করে বসে আছে। তাই মনে হয়েছে , লিখার মান এবং ধরন দেখে লোকটার আবেগ কিংবা তার সম্পর্কে একটু ধারনা করা সম্ভব যে সে কেমন ।
আপনাকে ধন্যবাদ অনেক ভাল থাকবেন।
২৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৬
মাক্স বলেছেন: প্রথম পর্ব মিসাই নাই!!!!!!
ভালো লাগা জানিয়ে গেলাম এই পর্বেও!
০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৫
আশিক মাসুম বলেছেন: অনেক শুভ কামনা আপনার জন্য। ঐ মিয়া আপনাকে না বললাম আপনার ফোন নম্বর মেসেজ দিয়েন এফ বই তে ????
২৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
তারছেড়া লিমন বলেছেন: প্রিয়তে রইল ভ্রাতা...........
০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৭
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ সাব জি। ভাল থাকিবেন ।
২৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:০১
নিয়েল ( হিমু ) বলেছেন: প্রথম পর্বের মতই ভাল লাগল এই পর্বও ।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৭
আশিক মাসুম বলেছেন: নিয়েল কি খবর আপনার ??? কেমন আছেন ? ধন্যবাদ থাকলো।
২৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:০৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: +++
০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৯
আশিক মাসুম বলেছেন: মিতা কেমন আছেন ???
৩০| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:০৭
খাটাস বলেছেন: অসাধারণ কনসেপ্ট ভায়া।। অতি বেশ।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৫০
আশিক মাসুম বলেছেন: অতি বেশী ধন্যবাদ আপনাকে , শুভ কামনা থাকলো।
৩১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:২০
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগলো।
০২ রা মার্চ, ২০১৩ রাত ২:২২
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো।
৩২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৩০
স্বপনবাজ বলেছেন: + লেন ! এত দামী পোষ্টে নিজেকে আবিস্কার করে কেমন জানি লাগছে !
০২ রা মার্চ, ২০১৩ রাত ২:২৫
আশিক মাসুম বলেছেন: কেমন লাগার কিছু নেই ব্রো , আম্নার কথাটা অসাম লাগিছে
৩৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ২:০৩
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালো লাগা রইল+++++++
০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৩৯
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো ।
৩৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ২:২৫
মাক্স বলেছেন: ছড়ি ভাইজান ভুইললা গেসিলাম!!!
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:২৪
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ, সেভ করলাম।
৩৫| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:৪১
পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন:
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:০১
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো ।
৩৬| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:৪৫
মাহবু১৫৪ বলেছেন: বাহ! দারূণ
++++
২১ নম্বরে দেখি আমি আছি
কঠিন বানানটা ভুল ছিল। ঠিক করে দিয়েছি । আপনিও করতে পারেন
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:৪৭
আশিক মাসুম বলেছেন: এডিট করে দিলাম
অনেক শুভ কামনা থাকলো ভাল থাকবেন ।
৩৭| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:১৫
স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল হয়েছে আশিক মাসুম ভাই ...পোষ্টে প্লাস+++++
আপনার এই সিরিজটা বেশ ভাল লাগে....।
ধন্যবাদ .....ভালা থাকবেন......।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫০
আশিক মাসুম বলেছেন: আপ্নাকেও অনেক ধন্যবাদ, অপ্নাদের ভাল লাগাময় প্রেরনা পেয়েই ২য় পর্বটা দিলাম
৩৮| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৫০
মৃন্ময় বলেছেন: ভালো হয়েছে ভ্রাতা......।চালু রাইখেন....
প্লাস লন দিহি++++
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫০
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ব্রাতা, চালু রাখার ইচ্ছে আছে ।
ভালো থাকবেন ।
৩৯| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কালেকশনটা দেখে ভয়ানক ভাল লাগছে। পুরোটা পড়ে উঠলে মনে হয় এইমাত্র তীব্র আরামের একটা শিথিল মেডিটেশন দিয়ে উঠলাম।
ধন্যবাদ ভাই।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
আশিক মাসুম বলেছেন: ভাই আপনার কমেন্ট পড়ে আমার শরীর ঠাণ্ডা হয়ে গেছে। মানুষ এত সুন্দর করে কমেন্ট করতে পারে সত্যি জানা ছিলনা, শুধু কমেন্ট পড়ে আপনার ফ্যান হইয়া গেলাম।
কমেন্ট এর জন্য সত্যি কৃতজ্ঞ। ভাল থাকবেন।
৪০| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১১
বাংলার হাসান বলেছেন: ভালো সংগ্রহ।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।
৪১| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২৮
সিয়ন খান বলেছেন: দারুন হইছে +++++
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:০০
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা থাকলো আপনার জন্য।
৪২| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: পোস্ট টি শতভাগ ++++++++
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৬
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।
৪৩| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
একজনা বলেছেন: আয়হায়! আগে কইবেন না? আগে জানলে তো আমি নিজেই সাথে ব্যান্ড পার্টি নিয়া আইসা আপ্নেরে জানানোর ব্যবস্থা করতাম। :p :p
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৮
আশিক মাসুম বলেছেন: হাহাহাহা সেটাই ভুল হয়ে গেছে মনে হয় , আগে বালার দড়কার ছিলো
৪৪| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
ফারজানা শিরিন বলেছেন: টপিকে লাইক ।
ভাইয়া অফ টপিক > গত ২ ঘণ্টা যাবৎ চেষ্টা করতেছি লেখার ফাঁকে ছবি কিভাবে দেয় ? 'ফাইল থেকে ছবি যুক্ত করুন' যুক্ত করতে গিয়ে মেজাজ এত খারাপ হইছে যে সব যুক্তিবোধ চলে যাচ্ছে । এর আগের পোষ্টে আপনি কি সুন্দর বিরানির ফাঁকে ফাঁকে লিখছেন । ক্যামনে কি ???
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩২
আশিক মাসুম বলেছেন: লাইক এর লন্য ধন্যবাদ।
ফাইল থেকে ছবি যুক্ত করুন' তার পর এন্টার দিয়ে লিখুন হয়ে যাবে ইনশাল্লাহ
৪৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:২৪
এরিস বলেছেন: ''ফারজানা শিরিনঃ
অদ্ভুত পৃথিবীকে নিয়ে ভাবনা আমাদের ! অথচ নিজের অদ্ভুতদরশন ভাবনা গুলোকে সযত্নে এড়িয়ে যাই...... ''
আশিক ভাই, আপনার বেলায় কথাটা পুরোপুরি applicable.
সবারটা নিয়ে ভেবে ভেবে নিজেরটাই বাদ দিয়েছেন।
'' যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!!''
একবার এটাও লিখে দেখুন না আশিক ভাই। আপনার হৃদয় ছুঁয়েছিল বলেই তো আপনার প্রোফাইলে নিয়েছেন শব্দগুলোকে। ওরা কেন অবহেলিত থাকবে???
বিচিত্র মানুষগুলোর বিচিত্র মুখোশের অবয়ব নিয়ে আপনার এই অসাধারণ লেখা সত্যিই অদ্বিতীয়।
আপনার লেখা ভালবাসি, সবসময়।
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯
আশিক মাসুম বলেছেন: হাহা :!> কমেন্ট পড়ে বেশ চিন্তায় পরে গিয়েছিলাম কি উত্তর দিব!!!
হয়তো applicable অত কিছু জানিনা, নিজেকে আরাল করতে ভাল লাগে।
'' যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!!'' এটা আমার একটা কবিতা ২০০৬ সালে লিকেছিলাম কবিতার নাম এক্কাপ ভাল বাসা। আমার লিখা সবচে ছোট কবিতা। তবে এই ছোট জিনিসটার অন্তরালে লুকিয়ে আছে আজানা কিছু গল্প কিছু কথা। নিজের লিখা হলেও কবিতাটা আমার খুব প্রিয়, আর সে জন্যই প্রফাইল-এ এটা সংযোজন করা। থাক ওরা অবহেলিত থাক, কেউ কোন দিন যদি এই রকম কোন পোষ্ট দিয়ে আমার লিখাটা এড করে দেয় সেদিন ওরা সার্থকতা পাবে।
কমেন্ট এর শেষ তিন লাইন নিয়ে আসলে কিছু বলার নাই। এতটা প্রশংসা আই থিঙ্ক আমি ডিসার্ব করিনা। কৃতজ্ঞতা থাকলো।
৪৬| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫
কালা মনের ধলা মানুষ বলেছেন: দারুন !! চমৎকার ব্যাতিক্রমী পোস্ট !!
+++++++++++++++
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা থাকলো ভাইয়া।
৪৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৮:২০
কালো ঘোড়ার আরোহী বলেছেন: আমিও আছি নাকি?? :#> :#>
ভালো লাগা রইলো। প্রথম পর্বের মতোই সুন্দর হয়েছে এবারেরটাও।
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকেন
শুভ কামনা থাকলো।
৪৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:২৮
সালমাহ্যাপী বলেছেন: অনেক অনেক ভালো লাগা।
প্রিয়তে
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:১৫
আশিক মাসুম বলেছেন:
৪৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:৩৭
আদম_ বলেছেন: সব চাইতে ভালো লেগেছে গোলাম দস্তগীর লিসানির টা প্রোফাইল এবং কমেন্ট। তারপর স্বপ্নবাজের টা।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:১৬
আশিক মাসুম বলেছেন: আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আদম ভাই , আমি এত কষ্ট কইরা সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরলাম আমারে একটু ক্রেডিট দেন এতলিস্ট
৫০| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮
শাহরিয়ার নীল বলেছেন: আরো চাই
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৮
আশিক মাসুম বলেছেন: ট্রাই রত
৫১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬
ভুল উচ্ছাস বলেছেন: খুব সুন্দর একটি পোস্ট, একসাথে সবারগুলো পড়তে দারুন লেগেছে আমার।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪০
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । আপনাদের ভাল লাগার জন্য কষ্ট করে সংগ্রহ করা।
৫২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:২০
মাসুম আহমদ ১৪ বলেছেন: সরি ফর লেট রিপ্লাই মিতা -
দেশের অবস্হার কারনে তেমন ভালো নাই মিতা -আপনার কি খবর?
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩০
আশিক মাসুম বলেছেন: আর খবর এই দেশের তে পলানের লাইগা ফন্দি করতেছি , কোন মতে ভাগতে পারলেই বাঁচি আরকি।
৫৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
ফালতু বালক বলেছেন: খুব ভালো লাগলো।
এরুপ পোস্টু আরো চাই।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনারা চাইলে অবশ্যই পাবেন
৫৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৪
একজন আরমান বলেছেন:
চমৎকার।
"কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...
দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না ..
০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৮
আশিক মাসুম বলেছেন:
৫৫| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১৪
মিষ্টি মেয়ে বলেছেন: খুশিতে লাল হয়ে গেলাম.. :!>
ধন্যবাদ! দুঃখিত দেরীতে দেখার জন্য।
০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১৯
আশিক মাসুম বলেছেন: মিথ্যা বলা মহাপাপ, দেরিতেও দেখেন্নাই। কেও একজন জোর কইরা দেখাইছে আপনেরে।
ভাল থাইকেন , শুভ কামনা ।
৫৬| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৪
মিষ্টি মেয়ে বলেছেন: হা হা হা
কেউ আমাকে খবর দেয়নি যে..
০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪০
আশিক মাসুম বলেছেন: খবর কি আর কেউ কাউকে দেয়, খবর রখাতে হয় ।
৫৭| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫৩
নাজমুল নয়ন বলেছেন: মানুষ তখন থেকে বৃদ্ধ হয় যখন তার তারুন্যের মৃত্যু হয়
০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫৭
আশিক মাসুম বলেছেন: ঠিক কথা , অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকবেন ।
৫৮| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৯
নাজমুল নয়ন বলেছেন: খুব ইন্টারেস্টিং জীবন দর্শন নিয়ে মানুষের ভাবনা গুলো খুবই প্রখর। খুব ভাল লাগল ভাই এমন পোষ্ট দেয়ার জন্য। আগামী পর্ব পড়ার জন্য অগ্রিম বুকিং দিয়ে গেলাম। দোয় করি ভাল থাকবেন।
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৫
আশিক মাসুম বলেছেন: ইনশাল্লাহ আগামি পর্বে আপ্নার দর্শন ও যোগ করা হবে , আপনিও ভাল থাকবেন সব সময়।
শুভ কামনা থাকলো।
৫৯| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২২
হাসি .. বলেছেন: আমার নেই
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২
আশিক মাসুম বলেছেন: কোন এক পোষ্ট -এ অবশ্যই থাকবে আপনার নাম , মন খারাপ করবেননা । মন খারপ করলে মেয়েদের কেমন যানি বোকা বোকা লাগে
৬০| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮
শোশমিতা বলেছেন: খুব ইন্টারেস্টিং। অনেক সুন্দর পোষ্ট!
প্রিয়তে রাখলাম।আগামী পর্বের অপেক্ষায় থাকলাম।
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২
আশিক মাসুম বলেছেন: আগামি পর্ব ড্রাফটে আছি আমু , জাস্ট পোষ্ট করার অপেক্ষা।
ভাল থেকো আপু, শুধু আমাদের পোষ্ট এর অম্পেক্ষা করবা নাকি নিজেও পোষ্ট দিবা???
৬১| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮
লাবনী আক্তার বলেছেন: ৩০ তম ভালোলাগা রইল।
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১১
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা থাকলো আপু ।
৬২| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১১
শোশমিতা বলেছেন: কিছুদিন শুধু তোমাদের পোষ্ট পড়ব ভাইয়া
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩
আশিক মাসুম বলেছেন: স্বার্থপর মেয়ে আমাদের কি তোমার পোষ্ট পড়তে ইচ্ছে করেনা।
৬৩| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩
চাচাচৌধুরী বলেছেন: প্রিয়তে নিলাম।
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ চাচা ।
শুভ কামনা থাকলো।
৬৪| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮
মামুণ বলেছেন: View this link
যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!!
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪
আশিক মাসুম বলেছেন: হাহাহা মামুন ভাই মজা করেন , আমিতো ভাব্লান না যানি আপনি আমারে নিয়া একটা পোষ্ট দিছেন
৬৫| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০
জানতে চায় বলেছেন: ভালো লাগলো .....
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো।
৬৬| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০১
ডানাহীন বলেছেন: সৎ মানুষ সহজে ভুল করতে পারে না। তাদের অবচেতন মন ভুল করতে দেয় না। অসৎ মানুষ সহজে ঠিক কাজ করতে পারে না। তাদের অবচেতন মন সহজে ঠিক কাজ করতে দেয় না। - এই পর্বের সেরা দর্শন ।
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১২
আশিক মাসুম বলেছেন: আসলেই কথা গুলু খুব সুন্দর, সত্যি বলতে কি আমি আসলে আমার এই পোষ্ট -এ খুব ভাল লাগা কথা গুলুই দেই ।
ভাল থাকবে সব সময়।
৬৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৬
খায়ালামু বলেছেন: এইটা প্রিয়তে
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬
আশিক মাসুম বলেছেন: হাহাহা ,ভাল থাকবেন সব সময়।
৬৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৩
শান্তা273 বলেছেন: নিজের নামটা দেখে খুব ভালো লাগছে।
অনেক খুশি...................
+++++++++ সহ প্রিয়তে।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫
আশিক মাসুম বলেছেন: এত দিনে??? হায়রে । আপনার খুসি দেখে ভাল লাগছে।
৬৯| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫
আমি তুমি আমরা বলেছেন: +++
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮
আশিক মাসুম বলেছেন: খুব ভাল থাকবেন সব সময়।
৭০| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭
হাসি .. বলেছেন: আমার একটা কথা লিখে রাখতে ইচ্ছে করে সব সময়।
"আমি নির্ভুল থাকতে চাইনা, ভুল করে শিখতে চাই"
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২২
আশিক মাসুম বলেছেন: এইটা কি করছেন আপনি?? এত সুন্দর হাসি থেকে আমাদের বঞ্চিত করা মোটেও ঠিক হয় নাই ??? আমিতো পিক দেইখা টাস্কি
দুঃখ সবি উড়ে দুরে হারিয়ে যাক
সুখ পাখি এসে দিয়ে যাক সুখেরি ডাক।
এটাও কিন্তু অনেক সুন্দর, ভাল থাকবেন।
৭১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫
শায়েরী বলেছেন: এখানেও নাই !
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২
আশিক মাসুম বলেছেন: খুইজা দেখেন।
৭২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫
শায়েরী বলেছেন: এখানেও নাই !
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩
আশিক মাসুম বলেছেন: না থাকলে পরের কোন পর্বে থাকবে।
৭৩| ১৭ ই মে, ২০১৩ রাত ৮:২৮
লিযেন বলেছেন:
1 more >>>>>>>
১৭ ই মে, ২০১৩ রাত ১০:৫০
আশিক মাসুম বলেছেন: অনেকগুলা মোর হয়ে গেছে।
৭৪| ১০ ই জুন, ২০১৩ রাত ১:৩২
কসমিক- ট্রাভেলার বলেছেন:
With death we start the next phase of our cosmic journey. I will prepare fully for the next journey.
আমি একজন মহাজাগতিক মুসাফির, কিছুদিন এখানে আছি
১০ ই জুন, ২০১৩ সকাল ৯:৩১
আশিক মাসুম বলেছেন: ওকে পরের পর্বে দিয়ে দিব আপনারটা , ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩
রোজেল০০৭ বলেছেন: ভালো সংগ্রহ।
প্রিয়তে রাখলাম।