নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
কালের বিবর্তনে কত বার যে প্রেমে পরছি, এক আল্লা ছাড়া আমি নিজেও খেয়াল কইরা কইতে পারিনা। এইযে পোষ্ট লিখতেছি আর ভাবতাছি কয় জনের নামযে মিস হইয়া গেলো কে জানে।
প্রথম প্রেম ! কত বয়স হবে তখন?? ঠিক মনে করতে পরছিনা। নানুর বাসায় প্রথম দেখা তাকে । প্রেমের ব্যপারে তেমন কিছুই বুঝিনা।খালি বুকে নাকি কলিজায় (নাকি কোথায়)যেন মোচড়া মোচরি শুরু হলো তাকে দেখার পর থেকে ।সারারাত তার কথা ভেবেছি। তখন দেশ গ্রামে খুব একটা টিভি ছিলনা, নানুদের বাড়িতে শুধু ছিলো। মনে পরে হাট থেকে ভি, সি, আর নামক এক আজিব জিনিস নিয়ে আশা হলো। সেখানেই তাকে দেখা ছবির নাম সারেং বউ ( নিশ্চই সবাই ভুজে গেছেন কার কথা বলছি)
(১) এই আমার প্রথম প্রেম
তার কিছুদিন পরেই দেখা হলো আরেক জনের সাথে ছবির নাম মনে নাইক্কা তয় আফারে দেখলেই চিনা ফালাইবেন( পোলাপাইন তার ছবি দেখার আগে কাপর চোপর খেয়াল কইরা )
(২) নম্বর দুই
তার পরে ঢাকায় আসিলাম একদিন খালার বাসায় , আর সেখানেই ৩য় জনের সাথে সাক্ষাত , দেইখাতো খুব শহজেই আগের ২ টার কথা বেমালুম ভুলে গেলাম
(৩) নম্বর তিন
৩ নম্বর টা অনেক দিন আমার দিলে বাকুম বাকুম করিবার পর যখন প্রেমের মর্ম কিঞ্চিৎ মানে ভালই বুঝিতে আরম্ভ করিয়াছি তখনি আমার দিলে ঝড়ের বেগে ৪ নং এর আবির্ভাব। হায়রে তাকে দেখিলেই আমার মাথা পুরাই নষ্ট । হাটিতে, বসিতে, ঘরে, বাইরে কিংবা রাতে যখন ঘুমাইতে যাব হায় সেকি যন্ত্রণা, বলিবার মত নহে।
(৪) একবার দেখেন খালি
তার পর কালের বিবর্তনে একের পর এক আসিতে থাকিলো আর আমার বুক জাজরা করিতে থাকিলো ..................................
(৫)
(৬)
(৭)
(৮)
(৯)
(১০)
(১১)
(১২)
(১৩)
(১৪)
(১৫)
(১৬)
(১৭)
(১৮)
(১৯)
(২০)
(২১)
(২২)
(২৩)
(২৪)
(২৫)
(২৬)
(২৭)
(২৮)
(২৯)
প্রেম পিরিতি অনেক হইছে , মেঘে মেঘে বেলা কিন্তু কম হয়নাই আর সেজন্যই এখন শেষ একজনরে বাইছা নিলাম দোয়া কইরেন এটাই যেন শেষ হয় ।
(সর্বশেষ )
বিঃ দ্রঃ এমন পোষ্ট সামুতে অনেক এসেছে যানি , আমি আমার ভাল লাগার কথা বলেছি । এই পোষ্ট যদি কাঊকে বিরক্ত করে থাকে ক্ষমা চেয়ে নিলাম । আর চার দিকে শুধু জঞ্জাল আর দুঃসংবাদ। সারাখন সবাই টেনশন আর মন খারাপ নিয়ে থাকে , ভাল লাগেনা আর । তাই একটু মজা করলাম ।
এরা সবাই আমার গার্ল ফ্রেন্ড ৫০% সত্যি, সবার সাথেই বিয়ে ৫০% ঠিক হয়ে গেছিলো ( খালি আমি রাজি আছিলাম আরকি )
১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩
আশিক মাসুম বলেছেন: ফাজলামি করেন মিয়া ??? সে শুধু আমার আর আমার নাম কমু না
২| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৪
*কুনোব্যাঙ* বলেছেন: এত্তগুলা সামলাইলেন ক্যাম্নে আপ্নের গার্লফ্রেন্ডগো ভীড়ের চোটে এইদিকে দেখি আমার কম্পুই হ্যাং হইয়া যাওয়ার অবস্থা!!!
০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৭
আশিক মাসুম বলেছেন: কি কমু ভাই আমার পুরা লাইফ হ্যাং হইয়া গেছেগা
তয় আফনের জন্য দুঃখিত + সম বেদনা
৩| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৩
এম হুসাইন বলেছেন: এরা সবাই আমার গার্ল ফ্রেন্ড ৫০% সত্যি, সবার সাথেই বিয়ে ৫০% ঠিক হয়ে গেছিলো ( খালি আমি রাজি আছিলাম আরকি
হাসতে হাসতে আমার পেটে ব্যাথা হইয়া গেসে রেএএএএএএএএএএ
১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩১
আশিক মাসুম বলেছেন: হুড় মিয়া মজা লন ???
৪| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৬
মাক্স বলেছেন: এত্তডি সামলাইলেন কেম্বায়?
"আসল পুরুষ" বিজ্ঞাপনের মডেল হিসাবে নেক্সট আন্নেই থাকবেন
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০
আশিক মাসুম বলেছেন: আবার জিগসসসস
৫| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৬
আহম্মেদ রানা বলেছেন: দু ইটা ছাড়া বাকী হগলে।ই তো আমাকে কথা দিছিল ........!!! কিকন বাহে ওরা আপনার সাথেও....!!
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০
আশিক মাসুম বলেছেন: হেহেহে মিয়া ছাপা মারেন ?
৬| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৮
মাহবু১৫৪ বলেছেন: কি দিন কাল আইলো!!! নাম জিজ্ঞেস করতে গেলেই খালি সন্দেহ করে!!!
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১
আশিক মাসুম বলেছেন: স্বাভাবিক, প্রথমে নাম জিগাইবেন, পরে নম্বর !!!
৭| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২২
রিফাত হোসেন বলেছেন: ধুর ........ সবাইকে বোল্ড আউট করে দিলাম আরবী পাওয়ার দিয়ে
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৩
আশিক মাসুম বলেছেন: হুড় মিয়া দূরে থাকেন
৮| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ভাই আপনে বহুত খারাপ এতগুলো মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন.....অন্তত চারজনরে আপার বিবাহ করা লাগবই।যাইবেন কই আপনে?আমি পাই না একটা আর আপণে বাচ্চাকাল থেকে..খুব থারাপ।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
আশিক মাসুম বলেছেন: হে হহে , কি করতাম ভাই মানুষ তো।
৯| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
লিস্টি যেমন ভাবসিলাম তেমন লম্ব হৈ নাই!
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
আশিক মাসুম বলেছেন: হাহাহা কি করুম আপু আপনাদের ভয়ে সর্ট লিস্ট বানাইলাম।
১০| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
লিস্টি যেমন ভাবসিলাম তেমন লম্বা হৈ নাই!
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৫
আশিক মাসুম বলেছেন: কেমন ভাবছিলেন ???
১১| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১২
মিষ্টি মেয়ে বলেছেন: হায় আল্লাহ্!!
Baachna ae haseeno....
Husn ka aashiq husn ka dushman..!!
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৫
আশিক মাসুম বলেছেন: খেয়াল কইরা হাসিনা আপারা
১২| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
তুমাকে একটা সুনার মেডেল দেয়া হোক।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৬
আশিক মাসুম বলেছেন: আইচ্ছা , মেডেল পাইলে আফনেরে দিয়া দিমু, মজা করলাম ভাই মাইন্ড করেন কেন। মাঝে মাঝে একটু মজা করা লাগে !!
১৩| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৪
শাকিল ১৭০৫ বলেছেন: ভাই লিওন আফা কই ?
১০ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪৫
আশিক মাসুম বলেছেন: মিয়া কি কন ???!!! আমার রুচি এত খারাফ না
১৪| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪০
অনীনদিতা বলেছেন: এত গার্ল ফ্রেন্ড ছিলো আপনার
আরেক জনের পিক দিয়ে গেলাম
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮
আশিক মাসুম বলেছেন: সেতিরে আমার ভালু লাগেনা
১৫| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
গ্রাম্যবালিকা বলেছেন: কষ্ট করে এতো ছবি আপলোডানের দরকার কি ছিলো।
বলে দিতেন, মিডিয়ার সব সুন্দরী মেয়েই আপনার গার্লফ্রেন্ড!
কেউ বাদ যেয়ে থাকলে বলেন, আমরা এড করে দেই
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
আশিক মাসুম বলেছেন: দিল তো বাচ্চা হে জি, থোরা কাচ্চা হে জি।
মেতো আধাতছে মাজবুর
১৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৯
অয়োময় বলেছেন: ভাই আফনের এই ফেরেন্ডের ছবিডা দিতে ভুইল্ লা গেছেন কেন..................
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:০০
আশিক মাসুম বলেছেন: আই ডোন্ট লাইক হারররর
১৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৬
অন্য হিমু বলেছেন: ময়ুরী কই
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫
আশিক মাসুম বলেছেন: হুড় মিয়া মজা লন
১৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭
স্বপনবাজ বলেছেন: ভালাইতো ! আপ্নে কি সুস্থ আছেন নি ?
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬
আশিক মাসুম বলেছেন: ডাক্তার দেখিয়ে বলতে হপে
১৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮
জাওয়াদ তাহমিদ বলেছেন: কুপা সামসু !!!! এত্তডি ???
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩১
আশিক মাসুম বলেছেন: হ
২০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২১
মিজভী বাপ্পা বলেছেন: সেই রক্কম মজা পাইলাম
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৪
আশিক মাসুম বলেছেন: আপনা কে মজা দিতে পেরে ভাল লাগলো।
২১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৫
সাাজ্জাাদ বলেছেন: আর যাই বলেন, ১৯ নম্বর টা ছাইড়া দেন।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৭
আশিক মাসুম বলেছেন: ভাই অনেক আগেই ছেড়ে দিছি
এখন ৩০ নম্বর নিয়া আছি।
২২| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শারাপোভারে নিয়া স্ক্যান্ডাল!
খবর আছে কিন্তু
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫০
আশিক মাসুম বলেছেন: শেষ জন ছাড়া বাকি সব বাতিল সো নও প্রবলেম ?
২৩| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রথম ৪ জন তো আমার এক্স
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭
আশিক মাসুম বলেছেন: ব্যাপার না মিতা, আপনি আর আমি ই তো।
২৪| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২
দায়িত্ববান নাগরিক বলেছেন: ৩ নাম্বার। প্রতিদিন একবার দেখতাম
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭
আশিক মাসুম বলেছেন: আহারে সেকি অস্থির সময়।
২৫| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: পরে ১৩ ! কেট উইন্সলেট কই? :#>
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮
আশিক মাসুম বলেছেন: হাহাহহা কমেন্ট নং ১৪ তে আছে
২৬| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: যতই সিরিয়াল বাড়ে ততই রেটিং + হয়
ভালু ভালু.....
ধীরে ধীরে লায়েক হওন ভালু
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯
আশিক মাসুম বলেছেন: হাহাহা সেতাকি আর বলতে হয়
২৭| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪০
সিয়ন খান বলেছেন: ৯ নাম্বার আমার এক্স
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৬
আশিক মাসুম বলেছেন: ৩০ নম্বর ছাড়া যেইটাই চান দিয়া দিলাম
২৮| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১১
সিয়ন খান বলেছেন: ভাই ২৫ নাম্বার টা ভোলার কোঁকাকোলা।
সেই
নতুন জিএফ
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৮
আশিক মাসুম বলেছেন: হাহাহাহা ছি ছি ছি কিকন মিয়া?? আস্তে কন কেও শুনলে খপর আছে
২৯| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১১
স্পাইসিস্পাই001 বলেছেন: আশিক মাসুম ভাই ..... এই লিস্ট দিয়ে তো খাল কেটে কুমীর আনার মত ভুল করলেন..... নতুন কেউ তো আর সহজে পটবে না.....
যাইহোক ৩ নং টারে লিস্টে দেইখা একটু কষ্ট লাগতাছে....ঐটা আমার ফাস্ট চয়েস ছিলো...
ধন্যবাদ....ভাল থাকবেন....
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩১
আশিক মাসুম বলেছেন: কষ্ট লাগার কিছু নাই দিয়া দিলাম নিয়া জান ভাই, আমার মাথায় এখন শেষের টা ছাড়া আর কিছুই নাই, নতুন কাউরে কেমনে প্তাইতে হপে আশিক সেটা জানে মু হাহাহাহা
৩০| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫
আমরা তোমাদের ভুলব না বলেছেন: এম হুসাইন বলেছেন: এরা সবাই আমার গার্ল ফ্রেন্ড ৫০% সত্যি, সবার সাথেই বিয়ে ৫০% ঠিক হয়ে গেছিলো ( খালি আমি রাজি আছিলাম আরকি
হাসতে হাসতে আমার পেটে ব্যাথা হইয়া গেসে রেএএএএএএএএএএ
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪
আশিক মাসুম বলেছেন: হাসেন আরো বেশি কইরা হাসেন
৩১| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩
জাকারিয়া মুবিন বলেছেন:
আপনের তো দেহি প্রচুর গার্লফ্রেন্ড.........
০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১
আশিক মাসুম বলেছেন: আবার কয় , এখানে তো ১০% দিছি
আসল লিস্ট দেখলেতো মিয়া ফিট খাইবেন।
৩২| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এতগুলারে হ্যান্ডেল কইরা পোলাডা এক্কেরে হুকাইয়া গেসে গা!!!!
০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
আশিক মাসুম বলেছেন: হেহেহেহে ,
৩৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৫
ফারজানা শিরিন বলেছেন: আমার প্রথম প্রেমিকের কথা মনে পরে গেলো !!!
(ব্যাপক কান্না ইমো)
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৫
আশিক মাসুম বলেছেন: এইটা কান্নার ইমু?? আম্রে মাইরালা।
৩৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৭
এরিস বলেছেন: ঃ।
নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে আশিক ভাই।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৮
আশিক মাসুম বলেছেন: কেনো???
৩৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১
শামীম 776 বলেছেন: শেষেরটা আমার পছন্দ হইছে।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
আশিক মাসুম বলেছেন: মাইরা ফালামু কিন্তু
৩৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯
তারছেড়া লিমন বলেছেন: জেনু (২৭ নম্বর টা) যে ক্যান এ্যমবা কইরলো
১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২
আশিক মাসুম বলেছেন: আর কইয়েন্না ভাই,
যন্ত্রণা আর যন্ত্রণা
৩৭| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:১৮
এরিস বলেছেন: যে মনে এতো প্রেম, তাও আবার প্রায় অর্ধশত বালিকার জন্যে, তার সাথে পরিচিত হয়ে সত্যিই গর্বিত। এবং আপনার ভালবাসার স্পীড অ্যান্ড ভ্যারিয়েশন দেখে টাশকিত..
১০ ই মার্চ, ২০১৩ রাত ২:২৫
আশিক মাসুম বলেছেন: প্রশংসা করলেন নাকি দিক্কার দিলেন ??
মারাত্তক ভয় পাইছি।
৩৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:৪০
এরিস বলেছেন: ভয় তো আমি পেয়েছি আশিক ভাই।
প্রশংসা করিনি, ধিক্কার দেইনি। শুধু বলতে চেয়েছি Go Ahead....
১০ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৭
আশিক মাসুম বলেছেন: আপনি কি আমাকে পাগল সুরতে রাস্তায় দেখতে চান
ভয় কেন??
৩৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:৪১
টানিম বলেছেন: ২১-২৫ এর সাথে আমার আগে রেলেশান ছিল, কিন্তু আমার মা-বাপ মানে নাই । তাই বিবাহ হলো না ।
১০ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৮
আশিক মাসুম বলেছেন: চাপা মারেন??
এটা কিছুতেই হতে পারেনা।
৪০| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৪
ফারজানা শিরিন বলেছেন: কি দিয়া মারবো ??? অপশন ের ব্যাবস্থা আছে ।?
১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৯
আশিক মাসুম বলেছেন: হাহাহাহা মেরে ফেলবেন যেহেতু , যা খুশি তাই দিয়ে মারেন
৪১| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮
গ্রীনলাভার বলেছেন: ভাই, আমার হার্টবিট কয়েকটা মিস খাইছে....
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২২
আশিক মাসুম বলেছেন: কন কি হাসানি?? কমন পরছে নাকি ?
৪২| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯
লেখোয়াড় বলেছেন:
ভালো ভালো।
সবই ভালো, জ্বেলেছে কতই না আলো।
+++++++++++++++++++++++++
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬
আশিক মাসুম বলেছেন: এতো আলো রাখি কনে
মন চায় যাইতাম বনে
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্রো।
৪৩| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬
জাওয়াদ তাহমিদ বলেছেন: অ্যানি ক্রিসলিনযকিরে দেইখা পুরাই ক্রাশ খাইয়া গেছি রে ভাই।
মাইয়াডা দ্যাখতে এক্কেরে পুতলার লাহান।
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১
আশিক মাসুম বলেছেন: ভাই সাবধান কইরা দিতাছি , খুনা খুনি রক্তা-রক্তি হইয়া যাবে ।
সাবধান।
৪৪| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২
Kawsar banggalii007 বলেছেন: লাস্টের টারে চিনবার পারিনাই এইডা কিডা?
১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
আশিক মাসুম বলেছেন: চিনতে চাইয়েন্না আর ভুলা যান
৪৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৫
মামুন রশিদ বলেছেন: হে হে, বাইচ্যা গেছি । বয়সকালের আমার দুই প্রেমিকার নাম আপনার লগে কমন পড়ে নাই
তাহারা হইলেন মাধুরী দীক্ষিত আর মনীষা কৈরালা
১১ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬
আশিক মাসুম বলেছেন: এই আপ্নের প্রিরিতের সিরি??? দূরে গিয়ে মরেন মিয়া ৩ নং টা কেডা তাইলে????
৪৬| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১১
খায়ালামু বলেছেন: দুই একজন ছাড়া তো বাকিডির কাপড়চোপর ঠিক নাই.।।। গরীবের মাইয়ার লগে প্রেম করেন মিয়া??? :-< :-&
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২
আশিক মাসুম বলেছেন: আমি নিজেও গরীব কেমনে কি? এদেরকে তো কাপর চোপর কম দিলেও হপে ,খরচ কম লাগবে
৪৭| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১
যোগী বলেছেন: আর প্রেমের কথা বইলেন না ভাই।
রিয়েল লাইফে এই মায়াটার প্রেমে পইড়া খুব কষ্ট পাইতেছি। দেখেন না মাইয়াটা কিরকুম সুশিল, হিজাবও করে। তবে কিঞ্চিত বোকা কিছিমের।
আমি দেকছি বোকা মাইয়ারা আবার আমার প্রেমে পড়েনা। একটু বুদ্ধীমতি মেয়েরা, ঝাঁকে ঝাঁকে আমার প্রেমে পড়ে
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫
আশিক মাসুম বলেছেন: হাহাহা কন কি এই মাইয়া তো আমারে লগেও............ মাইয়া গুলা দেখি খুব খারাপ আমারে ছাইরা আপনেরে দরছে, কিমুন খারাপের খারাপ
৪৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭
Jokiad বলেছেন: last pic er model er nam ki
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
আশিক মাসুম বলেছেন: বলা জাবেন , সে মডেল না । আমার নিউ গার্লফ্রেন্ড
৪৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১
মনুমনু বলেছেন: ৪৭ নং এ কি মিস মেহেগ?
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২
আশিক মাসুম বলেছেন: ফ্রিদা পিন্টু মনে হয়।
৫০| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪
Jokiad বলেছেন: ok apnar GF er nam ki??????
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
আশিক মাসুম বলেছেন: ৪৩ নাম্বার কমেন্ট -এ দেখেন তাহমিদ ভাই বলেছে নাম।
৫১| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
বাহাদুর বাপ্পী বলেছেন: চেঞ্চুরি হোইলযে
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
আশিক মাসুম বলেছেন:
৫২| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
শান্তা273 বলেছেন: খাইছে!!
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
আশিক মাসুম বলেছেন: হাহাহা ডরাইছুইন???
এক গ্লাস পানি খেয়ে মাথা ঠাণ্ডা করেন
৫৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৯
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: সর্বনাশ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬
আশিক মাসুম বলেছেন: পুরা সারে সর্বনাশ
৫৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
এ্যাপোলো৯০ বলেছেন: শ্যাষের জন কিডা???
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
আশিক মাসুম বলেছেন: অ্যানি ক্রিসলিনযকি
আমার নিউ গার্ল ফ্রেন্ড।
৫৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৫
Jokiad বলেছেন: english spell ta bolen last gf er???
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০০
আশিক মাসুম বলেছেন: ভাই আপনে আমার gf পিছে পড়ছেন কেন?
৫৬| ১২ ই জুন, ২০১৩ সকাল ৯:৫০
ইমরাজ কবির মুন বলেছেন:
বলিউডি নায়িকাগুলা বেশী পাত্তা পেয়ে গেসে।ওখানকার মডেলগুলা তুলনামূলকভাবে ভাল ||
১২ ই জুন, ২০১৩ সকাল ১০:০৫
আশিক মাসুম বলেছেন: হাহাহা ভাই মন তো !! কখন যে কে পাত্তা পায়
৫৭| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:০৮
গারো হিল বলেছেন: কই আচলাম
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩
আশিক মাসুম বলেছেন: আল্লাই যানে কই আছিলেন
৫৮| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৫
মশিকুর বলেছেন:
এরশাদ ক্ষমতায় আইলে এই পোস্ট ইস্টকি হইব নিশ্চিত। আপনারে তার উপদেশটাও বানাইতে পারে।
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫
আশিক মাসুম বলেছেন: জয় এরশাদ ভাই এড় জয়
৫৯| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৬
লিন্কিন পার্ক বলেছেন:
আমার পছন্দের সাথে আমার ৯০% মিলে গেল । আমি আপাতত এইজনরে নিয়া আছি :!>
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫১
আশিক মাসুম বলেছেন: ওরে সাবাশ ............. ভাবিকে সালাম দিয়েন
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৭
মাহবু১৫৪ বলেছেন: ++++++++
শেষের জন কে?