নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

!!রমা !! ( নারী দিবসে সকল নারিকে আমার স্তুতি কিংবা শ্রদ্ধাঞ্জলি)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৪









অপার্থিব এই কলুষিত ধরণীর বুকে

তুমি শ্রান্তি তুমি জলের সম্মোহন,

বিভাজন নও তুমি , তুমি মমতার দেবী

তুমি নিরন্তন নির্ভেজাল প্রেমের সঞ্চারণ।।



তুমি উপমা কবি কবিতা জন্মের,

যন্ত্রণা কাতর মুখে উচ্চারণ মাগো মা

তুমি কেবলি জাতি জাতীয়তার

অর্ধাঙ্গ নও, তুমি জেনো ঈশ্বরের আরাধনা।।





তুমি না হলে থেমে যেত ধরা

সারা সৃষ্টির প্রানেতে খরা,

ক্ষম তব যত অপরাধ

তোমার তরে শত স্তুতি মান,

চরণে তোমার স্বর্ণকমল

দাবিত প্রেমের বান।











উৎসর্গ ঃ এই ব্লগের সকল আপুদের।

মন্তব্য ১০৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: নারী দিবসে সকল নারিকে শ্রদ্ধাঞ্জলি ।

++++++++

১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩০

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ভাই ।

২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:১০

সেলিম আনোয়ার বলেছেন: তুমি কেবলি জাতী জাতিয়তার
অর্ধাঙ্গ নও, তুমি জেনো ঈশরের আরাধনা।

সুন্দর কবিতা।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯

আশিক মাসুম বলেছেন: সেলিন ভাই অনেক অনেক ধন্যবাদ।

৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:১৫

খায়ালামু বলেছেন: লেখায় মধুসূদন ভাব আছে ;)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯

আশিক মাসুম বলেছেন: হুড় মিয়া কার সাথে কারে কি ???



হুদাই শরম দিয়েন্না।

৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


তুমি উপমা কবি কবিতা জন্মের,
যন্ত্রণা কাতর মুখে উচ্চারণ মাগো মা
তুমি কেবলি জাতী জাতিয়তার
অর্ধাঙ্গ নও, তুমি জেনো ঈশরের আরাধনা।।


ভাষা নাই কিছু মন্তব্য করার মত। ++++++++++++




+++++++++++++++





++++++++++++


++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩০

আশিক মাসুম বলেছেন: কৃতজ্ঞতা জানিবেন ভাইয়া।

৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩

বোকামন বলেছেন: কোন কথা হবে না ......
শুধু ভালোলাগা

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৪

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ব্রো।

৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালু লাগা+++++++

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৪

আশিক মাসুম বলেছেন: থেঙ্কু :)

৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন:



নারী তুমি বাঁচলে বাঁচো
মানুষ হয়েয় বাঁচো।



সকল নারীদের জন্য বিনম্র শ্রদ্ধা ।




কবিতায় ভালোলাগা রখে গেলাম।


০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।

৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৪২

একজন আরমান বলেছেন:
সকল নারীদের জন্য বিনম্র শ্রদ্ধা ।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৬

আশিক মাসুম বলেছেন: শুভ জন্ম দিন , তারাতারি কল দেন
কোথায় আসুম , কি খাওয়াইবেন ??? গিফট দেওন লাগবে ?

৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। তবে অনুরোধ রইল তুমি সকল লেখা ১০ হাত উচু কোন মাচায় তুল। কান্ডারী ভাই এর প্লাস এর বন্য বইয়ে দিয়েছেন। ;) ;)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৯

আশিক মাসুম বলেছেন: হাহহা , মনে হয় সেটাই করা লাগবে। :P :P

১০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:২১

আমিনুর রহমান বলেছেন: পুরুষ দিবসে আমারে একটা কবতে উৎসর্গ করিস।

কবিতায় +++

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৪

আশিক মাসুম বলেছেন: পুরুষ দিবস কবে?

১১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:২৪

এরিস বলেছেন: তুমি নিরন্তন নির্ভেজাল প্রেমের সঞ্চারণ।।


আপনি পারেন আশিক ভাই... সত্যিই পারেন...

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৪

আশিক মাসুম বলেছেন: কি?? পারি :P :P

১২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আমিনুর রহমান বলেছেন: পুরুষ দিবসে আমারে একটা কবতে উৎসর্গ করিস।

ভাই আমারেও একটা যেন উৎসর্গ করা হয়।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৬

আশিক মাসুম বলেছেন: আমার পরের কবিতা আমিনুর ভাই এর, তার পরের টা আপনার।

১৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

@ কাল্পনিক_ভালোবাসা ভাই এইডা একটা কথা কইলেন B:-)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৮

আশিক মাসুম বলেছেন: হাহাহা থাক ভাই বড় ভাই কইছে মাইনা নেন।

১৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৮

স্বপনবাজ বলেছেন: চরম হইছে ! সকল নারীকে শুভেচ্ছা !

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৫

আশিক মাসুম বলেছেন: থেঙ্কু, থেঙ্কু !!

১৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৪২

একজন আরমান বলেছেন:
বেকারের জন্য কোন দিবস হয় না। :| :| :|

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৫

আশিক মাসুম বলেছেন: আফসুস :(

১৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

আইজ থিকা প্রতি রাইতে হইবেক বেকার নাইট দিবস থুক্কু রজনী মানে বেকার রজনী আবার আরব্য রজনী ভাবার কোন অবকাস নাই কিন্তু B-) B-) B-)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৭

আশিক মাসুম বলেছেন: ১০০% এগ্রি ।

১৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:
তাইলে ডাক কাজী বিয়া আইজ আরমানের সাথে তুমারেও দিয়া দেই।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৮

আশিক মাসুম বলেছেন: পাত্রি কনে?????????????

১৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৬

এম হুসাইন বলেছেন: আচ্ছা পুরুষ দিবস জানি কোন দিন? :-/ =p~



পোস্টে ভাললাগা।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৮

আশিক মাসুম বলেছেন: থেঙ্কু,


আমি নিজেও পুরুষ দিবস খুজতেছি।

১৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:



এইযে পাত্রি

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৫

আশিক মাসুম বলেছেন: মাইরালা আম্রে মাইরালা।

২০| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০০

কান্ডারি অথর্ব বলেছেন:




তাইলে কি এইটা চলে

০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৮

আশিক মাসুম বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-)


আল্লাহ্‌ উপ্রেরতে একটা দড়ি ফালাও আমি আর এই দুনিয়ায় থাকতে চাইনা

২১| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৪

ফরহাদুল হাসান অভি বলেছেন: +++++++++++
By the way 'ridy sheikh' এর পিক আপলোড করলেন যে?

০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৯

আশিক মাসুম বলেছেন: হাহাহা কি করুম ভাই ?? কবিতার নাম রমা, গুগলে রমা লিখা সার্চ দিয়া এই ছবি পাইলাম মডেল হিসেবে দিয়া দিলাম :)

২২| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: +++++++

০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪৩

আশিক মাসুম বলেছেন: হাহাহা কিরে মিয়া আপ্নেও আমার মত ২৪/৭ সামুতে নাকি??? :P :P :P :P


প্লাসের জন্য অনেক ধন্যবাদ।

২৩| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫৬

নিহন বলেছেন: +

Click This Link

০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৬

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ, অনেক সুন্দর। ভাল থাকবেন শুভ কামনা থাকলো :)

২৪| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: অবস্থা কিছুটা তেমনই দাড়াইছে :(

০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৫

আশিক মাসুম বলেছেন: হাহাহা সামুর উচিৎ আমাদেরকে বেতন দেওয়া , কি কন ? :P ;)

২৫| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১০

*কুনোব্যাঙ* বলেছেন: কি কই মানে! আপ্নের এই রিপ্লাইটা স্টিকি করার দাবী জানাই ;)

০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৩

আশিক মাসুম বলেছেন: @ জানা আপু আপনি কোথায়??? এই অধমদের দিকে একটু তাকান :)

২৬| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৫

মিষ্টি মেয়ে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ উৎসর্গ করার জন্য!!

girlfriend রা কেমন আছে? :-P :-P :-P

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৯

আশিক মাসুম বলেছেন: হা হা হা হহা এক্স রা কেমন আছে যানি না :)

নিও ওয়ান ইস গুড :P :P =p~

২৭| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লাগসে আশিক ভাই! :) :)

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ।

২৮| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

গ্রাম্যবালিকা বলেছেন: ব্লগের সবাই মিলে একটা পুরুষ দিবসের ব্যবস্থা করেন। আমরা নারীরা কবিতা লিখে আপনাদের উৎসর্গ করবো। :)

এতো চমৎকার কবিতা উৎসর্গ দেখে নিজেকে ঋণী লাগছে :#> :)

ধন্যবাদ আশিক মাসুম।

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১

আশিক মাসুম বলেছেন: হেহেহে হায় কবিতা উৎসর্গ করতে আবার দিবস লাগেনি ? B:-) B:-)

২৯| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮

মাক্স বলেছেন: ++++

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ব্রো :)

৩০| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৪

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল লাগলো ভ্রাতা......+++

ধন্যবাদ....

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪

আশিক মাসুম বলেছেন: আফনেরেও ধন্যবাদ :)

৩১| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩

তারছেড়া লিমন বলেছেন: সুন্দর কবিতা।

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো।

৩২| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭

ভুল উচ্ছাস বলেছেন: আয়হায় রে মাইনাস বাটনডা আমি কুনোদিন পাইলাম না, আইজকা যদি মাইনাস বাটন থাকতো তাইলে ওইটাই প্রেস করতাম, সে যাই হোক আমি যে প্লাস দিসি ওইটা মাইনাস হিসেবে কাউন্ট করবেন। :P


এইবার বলি কেন, মিয়া খালি মাইয়াদের জন্যে কবিতা লিখেন, ক্যান আমরা কি দুষ করছি? :(


অক্ষনি আমাদের জন্যে একটা লিখেন, আমরা যে প্রতিদিন তাদের দ্বারা কতোভাবে নির্যাতিত হই সেইটা নিয়ে লিখেন। নইলে কিন্তু মামলা করপো আপনার নামে। X(

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

আশিক মাসুম বলেছেন: হাহাহা সময় দেন ভাই , ডর দেখান কেন??? আমরা সম্মিলিত ভাবে বিশ্ব পুরুষ দিবস ঘোষণা করে তার পর কবিতা লিখার সিদ্ধান্ত নিয়েছি, খুব সিগ্রি টা পেয়ে যাবেন।

৩৩| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

মৃন্ময় বলেছেন: তুমি উপমা কবি কবিতা জন্মের,
যন্ত্রণা কাতর মুখে উচ্চারণ মাগো মা
তুমি কেবলি জাতি জাতীয়তার
অর্ধাঙ্গ নও, তুমি জেনো ঈশ্বরের আরাধনা।।

kobitai plus.........++++

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ, শুভ কামনা থাকলো।

৩৪| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

হীরারক্‌স বলেছেন: ভাল হইছে, মন ভরেছে /:)

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

আশিক মাসুম বলেছেন: কার মন ???/

৩৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৬

ফারজানা শিরিন বলেছেন: অদ্ভুত সুন্দর ।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৪

আশিক মাসুম বলেছেন: থেঙ্কু :)

৩৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৭

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার কবিতা।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৪

আশিক মাসুম বলেছেন: ধইন্যা লন।

৩৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:২১

ইখতামিন বলেছেন:
ভালো লাগা দিলাম.

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:২২

আশিক মাসুম বলেছেন: ইখতামিন ভাই অনেক শুভ কামনা আপনার জন্য ।

৩৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৪

গ্রাম্যবালিকা বলেছেন: ঋণ শোধ করার চেষ্টা করলাম আপনার কবিতার পুরুষ ভার্শন করার চেষ্টা করে। :#>


অশান্ত এ পৃথিবীর বুকে,
তুমি স্থিরতা, তুমি নিশ্চিত আশ্রয়স্থল।
হাল্কা নও তুমি, তুমি শক্তির প্রতীক
তুমি নারীর জীবনের সর্বোত্তম প্রাপ্তি।

তুমি স্রষ্টা, অভয়ারণ্যের।
সন্তানের প্রয়োজনে অপ্রয়োজনে
তোমার বুক সবচেয়ে নিরাপদ স্থান।
তুমি কেবলি শক্তিশালী যোদ্ধা বা
আবিষ্কারক নও, প্রয়োজনে তুমি প্রেমের দেবতা।

তুমি না হলে থেমে যেত ধরা
সারা সৃষ্টির প্রাণেতে খরা,
ক্ষম তব যত অপরাধ
তোমার তরে শত স্তুতি মান,
চরণে তোমার স্বর্ণকমল
দাবিত প্রেমের বান।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৯

আশিক মাসুম বলেছেন: মাইরালা আম্রে মাইরালা


কবিগো ভাত মারতে আইছে আরেক কবি :) =p~ =p~ :P

৩৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৩

শান্তা273 বলেছেন: কবিতায় ভালোলাগা রইল অনেক।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

আশিক মাসুম বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইলো অনেক।

৪০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৪

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগল।
+++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১০ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪৪

আশিক মাসুম বলেছেন: আপনিও ভাল থাকবেন, মনে রাখবো ইনশাল্লাহ।

৪১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৯

হাসি .. বলেছেন: কবিতাটি খুবিই সুন্দর
+

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৩

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

শুভ কামনা থাকলো ভাল থাকবেন।




ভাল কথা এটাই মনে হয় আমার গরীব ব্লগে আপনার প্রথম পদচারনা, খালি মুখে যাবেন তাকি হয়???



চকলেট নিয়ে যান :)

৪২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:১২

অনীনদিতা বলেছেন: কবিতা খুবই ভালা হইছে;)
এইযে,আমরা কি একটু চকলেট পাইতে পারি:)
প্লাস দিলাম:)
চকলেট না দিলে ফিরিয়ে নেব :P :P

১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৩০

আশিক মাসুম বলেছেন: আহারে মাসের শেষ সময় , মাইরালা আম্রে মাইরালা




লন খুসি এবার :P

৪৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৮

প্রিন্সেস ফিওনা বলেছেন: কবিতা সুন্দর হইছে । ++

১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ, মহামান্য প্রিন্সেস ফিওনা ।
আমার ব্লগে আপনাকে স্বাগতম



শুভেচ্ছা উপহার।

৪৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৯

অনীনদিতা বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু:)
চকলেট ফুল খান:)

১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৫১

আশিক মাসুম বলেছেন: মুহাহাহাহা খুব ক্ষুধা লাগছিলো,


লইয়া যান

৪৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৭

রোকেয়া ইসলাম বলেছেন: তুমি না হলে থেমে যেত ধরা
সারা সৃষ্টির প্রানেতে খরা,
ক্ষম তব যত অপরাধ
তোমার তরে শত স্তুতি মান,
চরণে তোমার স্বর্ণকমল
দাবিত প্রেমের বান।

অনেক সুন্দর।
যাবার আগে ভালো লাগা বাটনটিতে ক্লিক করে গেলাম।

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপি।

৪৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৪

ফালতু বালক বলেছেন: তুমি না হলে থেমে যেত ধরা
সারা সৃষ্টির প্রানেতে খরা,
ক্ষম তব যত অপরাধ
তোমার তরে শত স্তুতি মান,
চরণে তোমার স্বর্ণকমল
দাবিত প্রেমের বান।

চরম কই্যছেন মাছুম ভাই।
+++++++


১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৮

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রো, অনেক ভাল থাকবেন।

৪৭| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

ডানাহীন বলেছেন: নারীরে শ্রদ্ধা জানান আবার বিড়ি ফুঁকতে দেখলে দড়ি খুজেন ক্যান ! অ্যালানিস মরিসেটের ' hand in my pocket ' গানটা দেখে আসেন ।

কবিতার জন্য পিলাচ ।

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

আশিক মাসুম বলেছেন: হাহাহা আইচ্ছা আপনি তাহলে সেই, আই মিন আমি কি চিনি আপনাকে ??? দড়ি খুজি কি জন্যে???


এনি ওয়ে পিলাচের জন্য ধইন্যা।

৪৮| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

একজন আরমান বলেছেন:
চতুর্থ বর্ষপূর্তির অভিনন্দন মাসুম ভাই। !:#P !:#P !:#P

পার্টি কখন দিবেন? ;) ;) ;)

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২

আশিক মাসুম বলেছেন: হাহাহাহা খেলা শেষ হোক পোষ্ট দিয়ে জানিয়ে দিব :P :P =p~

৪৯| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬

একজন আরমান বলেছেন:
হুরর মিয়া।
সত্যি সত্যি পার্টি চাই।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯

আশিক মাসুম বলেছেন: সত্যি বললাম, বিকেলের দিকে চিন্তা করুম কি করা যায় =p~ :-P

৫০| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১

শিপু ভাই বলেছেন:
বর্ষপুর্তির অভিনন্দন ভ্রাতা!!!
পাট্টি চাই!!!

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই , ইনশাল্লাহ পার্টি দিব।

৫১| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮

লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর কবিতা ।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপ্পি কবিতা আপনাদের(সকল আপ্পিদের ) জন্যই। :P :P

৫২| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫

একজন আরমান বলেছেন:
হুরর মিয়া... এখনই তো বিকেল। সবাইরে কল দেন।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২২

আশিক মাসুম বলেছেন: পোষ্ট দিছি চেক করেন। :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.