নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

সামুর সাথে আমার চার বছরের সংসার জীবন B-)

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫







সময় এতো দ্রুত যায়!! অবাক লাগে !! আমি ৪ বছর ধরে সামুতে আছি B:-)B:-)





আমি মোটেও খুব ভাল লিখতে যানিনা, আর কমেন্ট করার ক্ষমতা ও খুব নিম্ন মানের। তবু নিজেকে ব্লগার ভাবতে কেন যানি ভালো লাগে, আর অবশ্যই সামুর ব্লগার।



শুরু থেকে নিজেকে গুটিয়ে রাখাতেই আমার আনন্দ। খুব বেশী ভাল না লাগলে কোন লিখায় কমেন্ট করিনি। আর পোস্টের কথা যদি বলেন ৪বছরে ৬৯ পোষ্ট( গরীব ব্লগার :PB-)B-))। তবে আমার জানা মতে এমন কোন ব্লগার নাই তার ব্লগে আমি যাইনাই , ভাল মন্দ সকল পোষ্টেই একবার ডু মেরে আসি। আমার ধারনা ৮০% ব্লগার আমাকে চিনেনা(যদিও সব ধারনা সত্যি হয়না:) )।



যদি নাম লিখে কৃতজ্ঞতা জানাতে চাই, তাহলে হয়তো এই পোষ্ট এর দৈর্ঘ সামুর সিমানা অতিক্রম করে যাবে। সামুর সকল ব্লগারকে আমার হৃদয়ের গভীর হতে ভাল বাসা এবং শুভ কামনা যানাই। চার বছর ধরে আমাকে সহ্য করেছেন সে জন্য ধন্যবাদ ( যদি কাউকে বেশী বিরক্ত করে থাকি তবে সরি)।







আজকে আমার ব্যক্তিগত ঝামেলা থাকার কারনে আগামি কাল সন্ধ্যে ৬টায় বনানি স্টার কাবাবে পার্টি দিতে চাই । সবাই আসতে পারেন। মন থেকে আমন্ত্রণ যানাচ্ছি (কাচ্চি না খাওয়াই এটলিস্ট সবাইকে চা খাওয়াতে পারব:P:P:P;))।



সো নো হাঙ্কি পাঙ্কি সবাই চলে আসেন খুব খুসি হবো :)

মন্তব্য ১৫৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (১৫৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

আমিনুর রহমান বলেছেন: নিজেকে ব্লগার ভাবতে কেন যানি ভালো লাগে, আর অবশ্যই সামুর ব্লগার।

আমি প্রথম ভালা লাগা দিছি।


কাইল দেখা হপে স্টার এ :D আবার আগের মত ঘুমাইয়া থাইকো না ;)


চতুর্থ বর্ষের শুভেচ্ছা।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

আশিক মাসুম বলেছেন: ছি ছি ছি ভাই দাওয়াত দিয়া ঘুমামু আপনার এটাই মনে আসলো??? ইজ্জতের ফালুদা কইরেন্না :)


২| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১

রঁমাকান্তকামারঁ বলেছেন: আপনাদের সহবাস আরো দীর্ঘজীবি হউক :D :D

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮

আশিক মাসুম বলেছেন: মাইরালা আম্রে মাইরাল :P :P :P

৩| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১

যোগী বলেছেন: কেডাই দেখলাম আপনার এনিভার্সারি উপলক্ষে আগে থেকেই একখান পার্টি দিছে।

এই কাম কেডাই করছে আগে তাই কন নো হাঙ্কি পাঙ্কি?

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯

আশিক মাসুম বলেছেন: আমার বইন লাগে হেডা :)

৪| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


























১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪০

আশিক মাসুম বলেছেন: শেষের টা দেইখা মনে চাইতাছে আর কেউরে না হোক আপনেরে একটা কাচ্চি খাওয়ামুই :)

৫| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮

শায়মা বলেছেন: তুমি এত পুরানো!!!!!!!!!!!!!


বাপরে!!!!


শুভকামনা অনেক অনেক!!!:)

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪

আশিক মাসুম বলেছেন: হাহাহা , জি আপু পুড়ান মাল। ]]]



অনেক ধন্যবাদ শুভ কামনার জন্য , আর আগামি কালকে আপনাকে দেখতে চাই স্টার- এ । আর কত দিন পরি হইয়া লুকিয়ে থেকে মানুষের মাঝে আড্ডা মারার মজা থেকে নিজেকে লুকিয়ে রাখবেন ??

৬| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯

লাবনী আক্তার বলেছেন: অভিনন্দন ভাই!!

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু শুভ কামনা থাকলো।

৭| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

একজন আরমান বলেছেন:
ইয়াহু।

আল্লাহ তুমি মাসুম ভাইকে শখানেক বাচ্চাকাচ্চা দিয়া তার ঘর আলোকিত কইরা দিও।

তা ভাই কালকে কখন আসবো? ড্রেস কোড কি? ;) ;) ;)

অভিনন্দন আগেই দিছি। এখন আর দিলাম না। ;)

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

আশিক মাসুম বলেছেন: জন্ম দিনের ড্রেসেও আস্তে পারেন :P :P :P । বাদ মাগরিব আসবেন।

৮| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

অদৃশ্য বলেছেন:





শুভেচ্ছা রইলো....

সাথে
শুভকামনা...........

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬

আশিক মাসুম বলেছেন: অনেক ভাল থাকবেন আপনি, আনার জন্যেও শুভ কামনা থাকলো :)

৯| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯

ঢাকাবাসী বলেছেন: আপনাকে অভিনন্দন।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো , শুভ কামনা থাকলো।

১০| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯

যোগী বলেছেন:
তাইলে এখন আমরা কুন পার্টি এটেন্ড করুম?
এতো পুরাই কনফিউজ্ড হয়ে গেলাম ;) ;)

ওক্কে, কামপাই ( চিয়ার্স )!!!!

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬

আশিক মাসুম বলেছেন: পার্টি এক সাথেই হবে , ভাই আর বইন(একিতো হওয়ার কথা) নো সমস্যা। ভাই কি জাপান থাকেন্নাকি ( দোকোদে ছুন্দেই মাস্কা? )

১১| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০

এম ই জাভেদ বলেছেন: স্টার কাবাবে দাওয়াত দিয়া খালি চা !!!!!!!!!! ধুর মিয়া , স্টার কাবাবের মালিক শুনলে কাল দোকান বন্ধ রাখবে।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮

আশিক মাসুম বলেছেন: হাহাহা সামুতে কত ব্লগার আছে জানেন??? চা খাওয়াইলেও ৫০লাক টেকা লাইগা যাইব , চায়ের কতা কইয়াই টেনসানে আছি =p~ :P

১২| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন :)

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রো।

১৩| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫১

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আপনি আমার প্রিয় ব্লগারদের একজন।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১১

আশিক মাসুম বলেছেন: কি বলেন ভাই লজ্জা দিয়েন্না :!> :!>

অনেক ভাল থাকনবেন, শুভ কামনা থালো।

১৪| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬

যোগী বলেছেন: @মাসুম ভাই ফান করতে গিয়ে আবর কোন অঘটন ঘটাইনিতো?
সেরকম হইলে ডিলিট মাইরেন!

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯

আশিক মাসুম বলেছেন: আরে ধুর কোন সমস্যা নাইক্কা , কালকে আইসা পরেন পার্টিতে =p~ =p~ :P

১৫| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

যোগী বলেছেন: ইমা টোকিও কারা !!

এর বাংলা হবে "টোকিওতে টোকাই" ;) ;) ;)

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩

আশিক মাসুম বলেছেন: নিহনগো অকারু কারা , নানি ইয়াত্তেরু নো ???

১৬| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

স্বপনবাজ বলেছেন: চার বছরের দীর্ঘ সংসার জীবনের মান অভিমানের গল্প কইলেন না ?
অভিনন্দন ভাই !
চেষ্টা করবো আসতে ! ফোন করছি আপনা্কে !

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪

আশিক মাসুম বলেছেন: মান অভিমান তেমন ছিলনা, খালি মডু গো উপ্রে মাঝে মাঝে খেপছি :P

১৭| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০১

শিপু ভাই বলেছেন:
চা কফির বিল আমি দিমু!!!


খালি আমার আসা যাওয়ার সিঞ্জি ভাড়া দিলেই চলপে!!! :P


লেটস পার্টি!!!!!!!

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪

আশিক মাসুম বলেছেন: ওকে দিমু আমি রাজি :)

১৮| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৭

একজন আরমান বলেছেন:
আপনারা সবাই ওই ড্রেস পড়লে আমার আপত্তি নাই। ;)

কল দিয়েন।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

আশিক মাসুম বলেছেন: ওকে :)

১৯| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮

এরিস বলেছেন: শুধু শুভেচ্ছা জানাবো নাকি শুভ বিবাহবার্ষিকী বলবো বুঝতেছিনা আশিক ভাই।
তবে ধারে কাছে থাকলে আপনার চায়ে গরম পার্টিতে এসে যেতাম। শোকর করেন এক কাপ চায়ের পয়সা বাঁচল। ৫০ লাখ টাকা থেকে এই অংকটা বাদ দিয়ে দেন।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬

আশিক মাসুম বলেছেন: চা খাওয়াতে পারলে ভাল লাগবে। চলে আসতে পারেন। নতুবা ঠিকানা মেইল করেন চা পারসেল করে দিব।

২০| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯

একজন আরমান বলেছেন:
আপনারা সবাই ওই ড্রেস পড়লে আমার আপত্তি নাই। ;)

কল দিয়েন।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬

আশিক মাসুম বলেছেন: :)

২১| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫

যোগী বলেছেন: সুমিমাছেন! নিহোংগো ছোত্তো অকান্নাই! গোমেনাসাই B:-)

অনেক কাল আগে মামার সাথে একবার স্টারের দোকানে খেয়েছিলাম। মাংস আর পরোটা। আহ কি স্বাদ, এখনো যেন মুখে লেগে আছে।

আপনের পার্টিটা দুরে বইয়া মিছাইতেছি!!

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯

আশিক মাসুম বলেছেন: দাইজুবু, আনাতা নিহংগো জুজু দাইও। অসু ইওউয়া নাইদে। কেক্ক নাগাই জিকান সাবেরারে নাই কারা, ছোর ছোর অছুরারেরু মিতাই। দেমু নিহংগো দে হানাসু গা ছুকি দেস।

আরিগাতো।

২২| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮

গ্রাম্যবালিকা বলেছেন: অভিনন্দন আশিক মাসুম। !:#P !:#P




জাপানি কচকচানি অফ! কিচ্ছু বুঝিনা চোখে লাগে X( X(

এই অপরাধে যোগীর চায়ে চিনি কম দেওয়া হোক ;)

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১

আশিক মাসুম বলেছেন: ওকে তোমার ইচ্ছা, পার্টির হোস্ট তুমি তোমার যেমন ইচ্ছে :P :P

২৩| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১

যোগী বলেছেন: যোগী চা খাইতোক না। মাংস আর পরোটা খাইতে চায়, তাও ইস্টারের দুকানে।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪

আশিক মাসুম বলেছেন: খাইছেরে।

২৪| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক শুভ কামনা রইল।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপু , এটাই মনে হয় আমার ব্লগে আপনার প্রথম কমেন্ট :P :P

২৫| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

স্পাইসিস্পাই001 বলেছেন: আপনার সামু সংসার আনন্দে ভরে উঠুক ... শুভকামনা রইলো... ভাল থাকবেন ..

ধন্যবাদ .... দেখা হবে স্টার কাবাবে :P

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪

আশিক মাসুম বলেছেন: সিউর :)

২৬| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

লেখোয়াড় বলেছেন:
++++++++++++++++
শুভেচ্ছা।

১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো।

২৭| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

যোগী বলেছেন: এইবার কন মিয়া জাপানে কোথায়, কয় বছর, কি অকাম কইরা থুইয়া গেছেন?

১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

আশিক মাসুম বলেছেন: হাহাহা চিরকেত( সিক্রেট)

২৮| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

সাাজ্জাাদ বলেছেন: সংসার সুখি হোক ........ গুনে।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৯

আশিক মাসুম বলেছেন: হাহাহাহা

ধন্যবাদ।

২৯| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

ঘুড্ডির পাইলট বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা লন ।

আসুলেই কালকা খানাপিনা হইবো ! ? B:-)


অকে উফস্থিত থাকুম । B-)

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩০

আশিক মাসুম বলেছেন: ইউ আর ওয়েল কাম। :P
না আসলে ঠ্যাং ভাঙ্গুম।

৩০| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক অভিনন্দন ভাইয়া! :)

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ জানিবেন।

৩১| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

শুঁটকি মাছ বলেছেন: ৪ বছরের সংসারে মাত্র ৬৯খানা সন্তান জন্ম দিলেন!!!!!!আরো বেশি সন্তান আশা করেছিলাম।আশা করি এরপর থেকে বছরে ৩৬৫তা সন্তান দেবেন!!!!! :P :P :P :P

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

আশিক মাসুম বলেছেন: তাইলে কি বাচুম মিয়া?

৩২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৫

আমিভূত বলেছেন: বনানী ? আসছি তাহলে লেগরোষ্ট চাই :#> :P
শুভ কামনা ,আরও আরও বেশীদিন সামুতে চলুক পদচারনা :)

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

আশিক মাসুম বলেছেন: লেগ রোষ্ট+ গেলাসি ২টাই দিমু।

৩৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন:


কি করলেন ভাই .... আপনার দাওয়াত এর কারণে স্টার কাবাব এর পক্ষ থেকে হরতাল এর ডাক দিছে। :-B
দাওয়াত দিলেন যেন একটু লুকাইয়া দিতেন। ;)



কালকে দেখা না হলেও শুভ কামনা রইলো।





@শুঁটকি মাছ, আমি যা কমেন্ট করতে চাইলাম তা আপনি আগে কইরা দিলেন। =p~ তাই সহমত ছাড়া উপায় নাই। :)

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

আশিক মাসুম বলেছেন: মাইরা ফালাইতে চান নাকি?

৩৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:১১

ইখতামিন বলেছেন:
অনেক অনেক শুভ কামনা.

বুঝতে পারছি আপনি যথেষ্ট অনিয়মিত ছিলেন ;)
যাইহোক, নিয়মিত হবেন.
আমি জানিনা, আপনার ব্লগে এটা আমার কয় নাম্বার পোস্ট. ;) :P
তবে আপনার লেখাগুলো ভালোই লাগে.


শুঁটকি মাছের মন্তব্য পড়ে হাসতেই আছি. :P =p~ =p~

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রো, আপনারা সবাই দেখি সুতকির সাথে একাকার হয়ে গেছেন??

৩৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভেচ্ছা।
অনেকদিন বিচরণ করুন আপন আনন্দে।।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২

আশিক মাসুম বলেছেন: আপনারা পাশে ছিলেন বলেই আছি, থাকার ইচ্ছে আছ:)

৩৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৪

ফারজানা শিরিন বলেছেন: শুঁটকি মাছ বলেছেন: ৪ বছরের সংসারে মাত্র ৬৯খানা সন্তান জন্ম দিলেন!!!!!!আরো বেশি সন্তান আশা করেছিলাম।আশা করি এরপর থেকে বছরে ৩৬৫তা সন্তান দেবেন!!!!! :P :P :P :P

amar cmnt maira diche !!!!!!!!!!!!!!!!!!


ovinondon vaiya.

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

আশিক মাসুম বলেছেন: হায়রে আগে যদি যান্তাম তাইলে এই পোষ্ট দিতাম্না :)

৩৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৮

জাওয়াদ তাহমিদ বলেছেন: শুঁটকি মাছ বলেছেন: ৪ বছরের সংসারে মাত্র ৬৯খানা সন্তান জন্ম দিলেন!!!!!!আরো বেশি সন্তান আশা করেছিলাম।


আসলে মাসুম পোলা বইলা কথা। এইসব ব্যাপার এখনও ভালমত বুঝেনা। ;) ;)

মাসুম ভাই ৪ বছর পুর্তির শুভেচ্ছা লন। আমি রাজশাহীতে থাকি, নাহলে কাইল্কার পার্টি তে শিউর যোগ দিতাম। :) :)

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

আশিক মাসুম বলেছেন: হাহাহা ধন্যবাদ, ভাল থাকবেন ।


আহারে সুতকি কি করলি এটা তুই!!

৩৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪০

শান্তা273 বলেছেন: ৪ বছর পুর্তির শুভেচ্ছা ও অভিনন্দন!
শুভ কামনা থাকল আগামী দিন গুলোর জন্য।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৩৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৪

একজনা বলেছেন: সামুর লগে আপনার সংসার #:-S #:-S ইতা আফনে কিতা কইলাইন গো বাইজান! তাইলে কি আমি আফনের বউ এর ফ্রেমে পড়ছি :-/ :-/ আসতাগফিরুল্লাহ :P :P :P চতুর্থ বর্ষপূর্তিতে অভিনন্দন রইল।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১

আশিক মাসুম বলেছেন: আস্তাগ ফিরুল্লাহ :-P :-P :-P :-P =p~ :P কি কইতে কি খাইয়া ফালান( থুক্কু কইয়া ফালান )??

অভিন্দনের জন্য অনেক ধন্যবাদ।

৪০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১

অদ্বিতীয়া আমি বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা থাকলো ! !:#P

কিন্তু

শুঁটকি মাছের মন্তব্য পড়ে হাসতেই আছি. =p~ =p~ :P

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০

আশিক মাসুম বলেছেন: আহারে সুতকিরে তরে খাইছি তুই কালকে আয় বনানিতে :P =p~


অমানাকে অনেক ধন্যবাদ আপু।

৪১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:

!:#P !:#P !:#P !:#P

অভিনন্দন রইল মাসুম।।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১

আশিক মাসুম বলেছেন: অনেক দিন পর আপু , আশাকরি ভাল আছেন।

অভিন্দনের জন্য ধন্যবাদ জানবেন।

৪২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অভিনন্দন মাসুম ভাই। :)
আশা করি যাত্রা অব্যাহত থাকবে। :)

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
ভাল থাকবেন সব সময় ।

৪৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৬

মামুন রশিদ বলেছেন: চতুর্থ বর্ষপূর্তির শুভেচ্ছা ভাইডি :) :)



আমার আজ দশ মাস দুই দিন । আমার কি হঁপেরে মমিন :P =p~

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২

আশিক মাসুম বলেছেন: দেখেন ২/১ টা ছোট সামু বের হয় নাকি???


অনেক ধন্যবাদ ভাইডি। দোয়া থাকলো ভাল থাকেন। :)

৪৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩

খায়ালামু বলেছেন: আশিক ভাই আপনারে আমি ভালা পাই.।।।
আপনার গাড়ি চলতে থাকুক.। শুভকামনা :)

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৭

আশিক মাসুম বলেছেন: আপ্নাকেও শুভ কামনা ব্রও, আপ্নারেও ভালা পাই । আমার পরবর্তী পোষ্ট -এ আপনার নাম থাকবে :)

৪৫| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭

জাকারিয়া মুবিন বলেছেন:
চতুর্থ বর্ষপূর্তি শুভেচ্ছা...............

অনেক ভাল থাকবেন................

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

আশিক মাসুম বলেছেন: আপনিও অনেক ভাল থাকবেন ভাই, অনেক অনেক শুভ কামনা থাকলো।

৪৬| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৬

এম হুসাইন বলেছেন: হায় হায়, আমি পোস্ট টা মিস করলাম, খাওয়া মিস করলাম, আগে কেন দেখি নাই পোস্ট X( X( :((

চতুর্থ বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা ভাই।
দোয়া করি আগামি ৪০০ও বছর আমাদের সাথে থাকুন, পাশে থাকুন।

শুভকামনা জানবেন, ভালো থাকবেন কিন্তু ;)

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮

আশিক মাসুম বলেছেন: জিনা পোষ্ট মিস হিলেও খানা মিস হয়নাই আর ৩০ মিনিট বাকি পার্টি শুরু হইতে। চলে আসেন :)

৪৭| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৩

শের শায়রী বলেছেন: আশিক ভাই সামান্য কয়দিন লেখালেখির ( যদি ইহাকে লেখা বলে) সুবাদে কিছু চমৎকার মানূষের সাথে পরিচয় হয়েছে। আপনি তাদের মধ্যে একজন। আমার কিছু লেখায় আপনার মন্তব্য আছে নিজেকে গর্বিত মনে করছি।

দেশ থেকে অনেক দূরে থাকার জন্য ষ্টারের পার্টি মিস!

অনেক অনেক শুভেচ্ছা। অভিনন্দন। চিয়ার্স মেট।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩

আশিক মাসুম বলেছেন: ভাই এতো সম্মান দিয়েন্না চোখ ভিজে উঠে। আম একটু বেশী আবেগি পোলা। আপনার জন্য খুব খারাপ লাগছে , অনেক দিন দেশের বাইরে ছিলাম জানি কেমন লাগে। ব্যপারনা কোন একদিন ইনসাল্লাহ পাশাপাশি বসা হবে , খাওয়াও হবে। আমি নিজেও আপনার কমেন্ট পেলে খুব গর্বিত হই।

চিয়ার্স, অনেক শুভ কামনা থাল আপনার জন্য।

৪৮| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৪

ফারজানা শিরিন বলেছেন: শের শায়রী বলেছেন: আশিক ভাই সামান্য কয়দিন লেখালেখির ( যদি ইহাকে লেখা বলে) সুবাদে কিছু চমৎকার মানূষের সাথে পরিচয় হয়েছে। আপনি তাদের মধ্যে একজন। আমার কিছু লেখায় আপনার মন্তব্য আছে নিজেকে গর্বিত মনে করছি।
একমত । :)

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫

আশিক মাসুম বলেছেন: প্লিজ আমার মত অধম কে এমন বলবেন্না খুব লজ্জায় পরে যাই। অনেক বেশী সাধারন মানুষ আমি, আর লিখা লিখি হাহা হস্যকর সব পোষ্ট।


আপনার জন্য অনেক দোয়া , ভাল থাকবেন সব সময়।

৪৯| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩

*কুনোব্যাঙ* বলেছেন: ইশরে, এই পোষ্টটা আগে চোখে পড়লে অবশ্যই আপ্নেগো পার্টিতে হাজির হইতাম।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬

আশিক মাসুম বলেছেন: আজব পইড়া কমেন্ট করেন নাকি না পইড়া??? আজকে বিকেল ৬তায় পার্টি ষ্টীল ২০ মিনিট বাকি।

৫০| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯

কাজী মামুনহোসেন বলেছেন: আফনে দেখি পুরান পাপী :-B :-B :-B :-B


মুখ মিঠা করানোর কোন ব্যাবস্থা নাই, ক্যামনে কি ?

বাসার ঠিকানা দেন, বাসায় আমু, না খাওয়াইলে জোর কইরা খামু...........

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭

আশিক মাসুম বলেছেন: মিয়া পুরা ব্লগার জাতিকে দাওয়াত দিলাম ( দয়া করে পোষ্ট পড়েন মিয়া)




চলে আসেন স্টার-এ ৬ টায় পার্টি স্টার্ট। :)

৫১| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: 祝贺您 :) :)

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯

আশিক মাসুম বলেছেন: কিতা কইলাইন??? বুঝতাম ফারিনাইক্কা।


তয় যাই কিছুইন থেঙ্কু।



ভাকল থাকবেন রাজকন্যা নিজের মতো( মানে রাজকান্যার মতো :P )

৫২| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১

তারছেড়া লিমন বলেছেন: দাওয়াত কবুল মাগার জাতি পারবো না হরতাল এর জন্নি..............

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১

আশিক মাসুম বলেছেন: ভালতো, না আইলে খরচ বাঁচলো :)

৫৩| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: বললাম , কংগ্রাচুলেশন্স ( চাইনিজ এ ) :P :P :P :P

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

আশিক মাসুম বলেছেন: ও আইচ্ছা!!! তাইলে ঠিক আছে , লিখাটা আসলে শো করেনাই । নাহলে বুঝতাম( কিঞ্চিৎ চাইনিজ , জাপানিস জানি )

৫৪| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১০

মাক্স বলেছেন: ৪র্থ বর্ষপূর্তির শুভেচ্ছা!!

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

আশিক মাসুম বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।


চলে আসেন্না ভাই আজকে বনানিতে।

৫৫| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

বোকামন বলেছেন: “খুব নিম্ন মানের”

“গরীব ব্লগার”

একদম ভালো লাগলো না লাইনগুলো ........

আপনি আমি আমরা ব্লগিং করি ! পত্রিকায় সম্পাদকীয় লিখি না ! তাই না ....

এইভাবে ভাববেন না .... আশাকরি সামুতে আমাদের একটাই পরিচয় হওয়া উচিত .... “সামুর ব্লগার”

এলিট কিংবা সেলিব্রেটি বা সাধারন নয় !!!!!!

(মনের কথা শেয়ার করলাম মনে কিছু নিবেন না দয়া করে)


৪র্থ বর্ষপূর্তির শুভেচ্ছা!! থাকলো

ভালো থাকবেন ...

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২

আশিক মাসুম বলেছেন: আপনার কমেন্ট ভাল লেগেছে :)

ওগুলা আসলে ভাবের কথা, বিনয়ী বলতে একটা ব্যাপার আছেনা :P :P =p~



অনেক ভাল থাঙ্কেন ব্রো। অনেক শুভ কামনা থাল আপনার জন্য।

৫৬| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

*কুনোব্যাঙ* বলেছেন: ভাই, আমি থাকি মিরপুরে। বনানী যাইতে কম কইরা হইলেও দেড় ঘন্টা লাগে :(

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৪

আশিক মাসুম বলেছেন: হুড় মিয়া ইচ্ছে ক্রলেই আস্তে পারতেন, অনেকে এসেছে মিরপুর থেকে। ৬ টা থেকে শুরু করে ১০ পর্যন্ত আমরা আড্ডা দিলাম ৩০০বার আসাযাওয়া করতে পারতেন এই সময়ে X(( X((

৫৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

মাক্স বলেছেন: বনানীতে আর আসতে পারলাম কই তবে রেইসকোর্সে আসব একদিন!!!

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

আশিক মাসুম বলেছেন: আসেন, অপেক্ষায় থাকলাম ।

৫৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

মাক্স বলেছেন: বনানীতে আর আসতে পারলাম কই তবে রেইসকোর্সে আসব একদিন!!!

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

আশিক মাসুম বলেছেন: :P =p~

৫৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: ব্যাডলাক :(

ভাই, এরপর কোন আড্ডা থাকলে জানাইয়েন। অবশ্য অবশ্যই আসার চেষ্টা করুম।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

আশিক মাসুম বলেছেন: ওকে ব্রো নো প্রবলেম :)

৬০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৭

মিষ্টি মেয়ে বলেছেন: অভিনন্দন আপনাকে!
আপনার লেখাগুলো রুচিসম্মত, নিরপেক্ষ(non bias), গালিগালাজ মুক্ত(bullying),
এককথায় পারফেক্ট!! :)
আপনার জন্য অনেক শুভকামনা।
ভালো থাকবেন! :) :) :)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৮

আশিক মাসুম বলেছেন: থেক্কু ! আপনার মুখে প্রশংসা শুনতে কেমন যানি লাগছে । হাহাহা প্রাণ ভড়ে দোয়া আর শুভ কামনা থাকলো আপনার জন্য।

৬১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:০১

একজন আরমান বলেছেন:
এমুন একটা খাওয়ানি দেওনের লেইগা আল্লাহর কাছে দুয়া করতাছি-

হে আল্লাহ আপনি আমগোর মাসুম ভাইয়ের ঘরে শ-খানেক মাসুম বাচ্চা-কাচ্চা দিয়া ঘর আলোয় আলোকিত কইরা দিয়েন।

সবাই বলি আমিন। ;) ;) ;)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩১

আশিক মাসুম বলেছেন: মিয়া খাওন ফেরত দেন X(( X(( X((

৬২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: ৪ বছর ! এখনো ব্লগীয় তারুন্য ঝলমল করছে !

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪২

আশিক মাসুম বলেছেন: হাহহা তারুন্য ভাল বলেছেন ,ধন্যবাদ ব্রো।

৬৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৯

শোশমিতা বলেছেন: ৪র্থ বর্ষপূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়া !:#P !:#P !:#P

১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০২

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।

৬৪| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৭

একজন আরমান বলেছেন:
কেন কেন ?
দোয়া করলাম তো। :(

১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১০

আশিক মাসুম বলেছেন: এইডা দোয়া ??

৬৫| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৯

একজন আরমান বলেছেন:
তাইলে কি? ;)

১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২৮

আশিক মাসুম বলেছেন: মজালস বেটা, সামনে পাইলে তোর পেট কাইতা খাওন বাইর করুম।

৬৬| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩৬

রোজেল০০৭ বলেছেন: শুভ কামনা রইল।

ভালো থাকুন।

১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৬

আশিক মাসুম বলেছেন: আপ্নাকেও অনেক শুভ কামনা ভাইয়া।

৬৭| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৭

অনীনদিতা বলেছেন: দোয়া করি প্রতি বছর যেন আপনার কাছ থেকে ডজন খানেক পার্টির নেমন্তন্য পাই;) :P :P

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

আশিক মাসুম বলেছেন: হুড় আর আপ্নেগরে দাওয়াত দিমুনা, না আসলে দাওয়াত দিয়া লাব আছে??

৬৮| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬

একজন আরমান বলেছেন:
আরে ভাই আপনার ঘর ভরা মাসুম মাসুম পুলাপাইন থাকলে প্রতি মাসে অন্তত একটা কইরা দাওয়াত খাইতে পারমু। ;) ;) ;)

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩

আশিক মাসুম বলেছেন: মিয়া চার পাশ দেখেন্না ??? ১/২ টা পলাপাইন মানুষ পাল্টে পারেনা। পার্টি দূরে থাক, দুয়েকটা পলাপাইন আপ্নের পালা লাগতে পারে । খেয়াল কইরা দোয়া করেন ।

৬৯| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭

একজন আরমান বলেছেন:
তাইলে আরেকটা দোয়া কইরা দেই ফ্রি।

আল্লাহ আপনে মাসুম ভাইরে তার মাসুম মাসুম শ খানেক বাচ্চা কাচ্চা লালন পালনের তৌফিক দিয়া দিও। তার ব্যাংকের ব্যালেন্স তুমি ভরাট করিয়া দিও। ;)

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

আশিক মাসুম বলেছেন: হাহা তাইলে ঠিক আছে। সঠিক দোয়া :P :P

৭০| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২

রেজোওয়ানা বলেছেন: অভিনন্দন!

পার্টি কেমন হলো?

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ, জি আলহামদুলিল্লাহ্‌ অনেক ভাল হয়েছে । রাত ১০ টা পর্যন্ত সবাই আড্ডা দিয়েছি , অনেক মজা করেছি।

৭১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৩

একজন আরমান বলেছেন:
B-)) B-)) B-)) B-))

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

আশিক মাসুম বলেছেন: মিয়া আপ্নে না :)

৭২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৯

এ্যাপোলো৯০ বলেছেন: তোমার ব্লগে ঠাডা পড়ুক এই কামনায় ছুম্মা আমীন।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

আশিক মাসুম বলেছেন: কস্কি ?? তোর কোন দয়া মায়া নাই ??? :P |-)

৭৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০

এ্যাপোলো৯০ বলেছেন: দয়া মায়া কে???? আমার আব্বু আম্মু , ২ বোন আর এক মেয়ে আছে।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

আশিক মাসুম বলেছেন: এডা কিছু হইলো??? আমার কোন অপরাধে তুমি আমার ব্লগে ঠাডা ফালাই লা ???? আমি কি করছি??? :( :(( :(( :((

৭৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

শুকনোপাতা০০৭ বলেছেন: প্রথমে বেশি কিছু মনে হয় নাই,তবে শেষে দাওয়াত দেইখা মন খুশী হয়ে গেছে :-B আপনার দিল অনেক বড় ভাইজান :) দোয়া করি,এমন দিল নিয়েই যেনো সব সময় থাকেন আমাদের সাথে :D অনেক অনেক দোয়া আর শুভেচ্ছা রইল :)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

আশিক মাসুম বলেছেন: অনেক শুভ কামনা থালো।

সব্বাইকে কাচ্চি খাওয়ানো হয়েছে । এটা দাওয়াতের চে বেশী। :P =p~

৭৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১

এ্যাপোলো৯০ বলেছেন: অপরাধ কি তুমি এখনো এটাই জানোনা !!!!!!!!!!!!! আমাকে ইস্পিশাল দাওয়াত কবে দিবা কও??? বনানী স্টারের পাশ দিয়ে প্রতিদিন যাওয়া আশা করি আমি, বনানী,মিরপুর,ধানমন্ডি বা রামপুরা বা গুলশান কই খাওয়াবা বলো !:#P !:#P

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৯

আশিক মাসুম বলেছেন: হাহাহা ওকে আম্নি যে কোন সময় বানানি স্টার -এ এসে আমাকে কল দিয়েন তাহলেই হপে , যা খাইতে চাক খাওয়াব। :P :P =p~

৭৬| ০৮ ই মে, ২০১৩ ভোর ৪:২০

একজন আরমান বলেছেন:
মাসুম ভাই আপনারে মিস করি। :(( :(( :(( :((

০৮ ই মে, ২০১৩ দুপুর ১:০৭

আশিক মাসুম বলেছেন: আই উইল বি ব্যাক.........।।

৭৭| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৩১

একজন আরমান বলেছেন:
হোপ সো সুন। :)

০৯ ই মে, ২০১৩ দুপুর ১:৫৫

আশিক মাসুম বলেছেন: :P =p~ B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.