নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
মীরজাফরের বুকটাও ভাই
হাসিতে যায় ফাইট্টা,
দুই ললনা খাচ্ছে মোদের
ছিল্লা আর কাইট্টা!!
বাপের দেশ সওয়ামীর দেশ
আপনার সম্পদ,
আম জনতার কপালে তাই
আপদ আর বিপদ!!
মানুষ তো নয় কুত্তা বিলাই
রাস্তা ঘাটে মরে,
বিন্দেশি সব লাভার নিয়া
আফারা রঙ করে!!
আমরা হালায় গরু ছাগল
লাত্থি উশটা খাই,
নির্বাচনের কালে আহা
খুশিতে লাফাই!!
দেখসনি ভাই বাঙ্গালী জাত
গণ্ডারের চামড়া,
সামনে আছে নেত্রী মোদের
পেছনে আমরা!!
আমাগরে দেইখা নাকি
গাঁদা লজ্জা পায়,
চামচিকাও শরমে
বোরখা পরতে চায়।
আর কত নিপীড়ন সহ্য করবে বাঙ্গালী জাতী?? কতকাল ?? কেন এই প্রাণহীন বেঁচে থাকা। একটা কোন চমৎকার কি হতে পারেনা?? আমাদের হাতি ঘোড়া করে দেখান তাতো বলিনি, ২৪ ঘণ্টা সময়ে কেবল ১০ টা মিনিট কি আমাদের নিয়ে ভাবা যায়না মহামান্য গন?? মানবাতা নাই দেখালেন দেশ প্রেম দূরেই থাক অন্তত একটু দয়া করেন । একবারের জন্য ভাবেন আমরা মানুষ!!প্লিজ!!
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৬
আশিক মাসুম বলেছেন: এটা কবিতানা,
২| ১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
২য় ভাললাগা +++
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৭
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।
৩| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৮
যোগী বলেছেন: কেডাই লেকলো ++++
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৭
আশিক মাসুম বলেছেন: আমিনা
৪| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪০
জাহাঙ্গীর জান বলেছেন: আমােদর জনয ভাবার সময় এখনও আেসনাই । ভাই তােদর েপট এখনও ভের নাই । েদেখন.না সব সময় খাই খাই লাগাই আেছ ।
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬
আশিক মাসুম বলেছেন: ভাই আমার দাঁত গুলু সব ভাইঙ্গা পইরা গেছেগা
কমেন্ট এর জন্য অনেক ধন্যবাদ।
৫| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৯
শাহজাহান মুনির বলেছেন: আমরা হালায় গরু ছাগল
লাত্থি উশটা খাই,
নির্বাচনের কালে আহা
খুশিতে লাফাই!!
চরম হয়ছে ভাই।++++++
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭
আশিক মাসুম বলেছেন: মুনির ভাই , চরম হয়ে লাব কি ভাই???? দেশের জন্য কিছুই তো করতে পারছিনা।
৬| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩১
মামুন রশিদ বলেছেন: সদা হাছা কথা বলা ঠিক না
ব্যাঙ্গ ছড়ায় পিলাচ
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮
আশিক মাসুম বলেছেন: হাহাহা , হাছা কথা দরকার পড়লে মসজিদের মাইক দিয়া কমু।
ভাল থাকবেন ব্রো।
৭| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫১
ডানাহীন বলেছেন: অরন্যে রোদন ..
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯
আশিক মাসুম বলেছেন: হাহহা অরন্যে রোদন- ই বটে।
৮| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩
আমিনুর রহমান বলেছেন: চমৎকার লিখেছো আশিক।
মানবতা নাই দেখালেন দেশ প্রেম দূরেই থাক অন্তত একটু দয়া করেন । একবারের জন্য ভাবেন আমরা মানুষ!!প্লিজ!!
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫১
আশিক মাসুম বলেছেন: আমিনুর ভাই অনেক ধন্যবাদ,
এসব লিখলেই মনটা খুব খারাপ হয়ে যায় ভাই। কি করছি আমরা, এই জাতী এতো কিছুর পরেও কেন ওদের পেছন ছুটে?? উত্তর খুজে পাইনা।
৯| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩
অনীনদিতা বলেছেন: আমরা হালায় গরু ছাগল
লাত্থি উশটা খাই,
নির্বাচনের কালে আহা
খুশিতে লাফাই!
এভাবে সত্যি কথা বলতে হয়না
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
আশিক মাসুম বলেছেন: সত্যি সব সময় সত্যি, বলে ফেলাই ভাল। বাঙ্গালী জাতী এখন বৃত্তের জাতিতে পরিণত হয়েছে।
১০| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৫
সিয়ন খান বলেছেন: চরম বলেছেন। +++
প্রিয়তে
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সিয়ন ভাই , ভাল থাকবেন সব সময়।
১১| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১০
ঘুড্ডির পাইলট বলেছেন:
একটি মুমিনীয় কপিতা !
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯
আশিক মাসুম বলেছেন: হাহা তাই নাকি , মজা করেন মিয়া??
১২| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৬
মাক্স বলেছেন: ৭ম ভালোলাগা!
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪
আশিক মাসুম বলেছেন: মাক্স ভাই ধন্যবাদ জানিবেন।
১৩| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১২
একজন আরমান বলেছেন:
আমরা হালায় গরু ছাগল
লাত্থি উশটা খাই,
নির্বাচনের কালে আহা
খুশিতে লাফাই!!
দুর্দান্ত হইছে মাসুম ভাই।
ধন্যবাদ আপনাকে আমার অনুরোধটা রাখার জন্য।
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫
আশিক মাসুম বলেছেন: মিয়া জোরাজুরি কইরা কবিতা লিখাইছেন , এখন ১০০ + কমেন্ট যদি না হইছে , আপনেরে খাইয়া ফালামু আমি।
১৪| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
বোকামন বলেছেন:
আমাদের মত গরীব জনগণের দু:খগুলো ভাষা পেল আপনার লেখাতে
জনগণকে কে ভাসে ভালো ওরা তো লড়াই করে গদি বাচাতে
ধন্যবাদ
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮
আশিক মাসুম বলেছেন: ওরা তো লড়াই করে গদি বাচাতে ,
আর ওদের লড়াই এর হাতিয়ার আমরা, ওরা কি আর মরে ??মরে হচ্ছে আম জনতা। মানুষ গুলু কি করে ওদের এতটা পা চাটা কুত্তায় পরিণত হয়েছে , আমার কাছে উত্তর নাই।
ভাল থাকবেন ভাইয়া।
১৫| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯
ইখতামিন বলেছেন:
ইহার কোনও উততর নাাাাই.
দশম.
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রাতা।
১৬| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯
গ্রাম্যবালিকা বলেছেন: ভালোলাগা
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
১৭| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩
একজন আরমান বলেছেন:
৩২ টা তো হইছেই !
আর কমেন্ট বেইচা কি তেহারি খাইবেন নি মিয়া?
লেখতে কইছি আপনের কবিতা ভালা লাগে তাই।
আর যতো লেখবেন ততো পাঠক বাড়বে। আর না লেখলে মানুষ আপনাকে ভুলে যাবে। এটাই স্বাভাবিক !
আমরা তো কেউ রবীন্দ্রনাথ বা নজরুল না যে আমাদের কবিতা পড়ে মানুষ আমাদের আজিবন মনে রাখবে !
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬
আশিক মাসুম বলেছেন: আমি এত ভাবের কতা হুন্তাম চাইনারে আরমান , তুই আমার লগে মজা লইস না । আমার ১০০ কমেন্ট চাই ।
১৮| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৭
একজন আরমান বলেছেন:
আমি মজা কই নিলাম রে ভাই?
দাঁড়ান শেয়ার দিতাছি ফেবুতে।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৬
আশিক মাসুম বলেছেন: হুড় মিয়া লাগতো না ইজ্জৎ মাইরেনান্ন
১৯| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৬
জাকারিয়া মুবিন বলেছেন: চরমস্ হইসে.....
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৩
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রো
২০| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫১
নিয়েল ( হিমু ) বলেছেন: চখাম হৈছে
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪
আশিক মাসুম বলেছেন: হেহহে
২১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:০২
ইখতামিন বলেছেন:
ভালো লাগলো.
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪
আশিক মাসুম বলেছেন: সিউর কচ্চেন্তো ?
২২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬
শাহজাহান মুনির বলেছেন: লেখক বলেছেন: মুনির ভাই , চরম হয়ে লাব কি ভাই???? দেশের জন্য কিছুই তো করতে পারছিনা।
ঠিক বলেছেন ভাই। দেশের যে কি হবে???!!!!
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৫
আশিক মাসুম বলেছেন:
২৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬
স্বপনবাজ বলেছেন: +++ প্লিজ!!
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭
আশিক মাসুম বলেছেন: থ্যাংকস প্লীজ
২৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:১১
ফালতু বালক বলেছেন: ভাইগো, চরম কইছেন।
নেক্সট জেনেরেশন জয় তারেক
জাতির কালো অধ্যায় আরেক
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫২
আশিক মাসুম বলেছেন: সেই
২৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৮
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: জটিল হৈছে বস!!!!!!!!!
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৩
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো।
২৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫১
শান্তা273 বলেছেন: চ্রম হইছে!
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ
২৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪
তারছেড়া লিমন বলেছেন: Dada dada amar ki kono dialogue ache???
Ektao nei??
Tahole ki ami chole jabo???
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬
আশিক মাসুম বলেছেন: না আপনি থাকছেন স্যার
২৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩
ফারজানা শিরিন বলেছেন: হাসতে হাসতে কষ্ট বিদিয়ে দেয়া ।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৭
আশিক মাসুম বলেছেন: সত্যি তাই।
২৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লাগসে ভাইয়া।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২০
আশিক মাসুম বলেছেন: হায় এই দুঃখের কথাও মানুষের ভাল লাগে
৩০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:০১
এরিস বলেছেন: আশিক ভাই, আপনার মনের ভাব বুঝানোর জন্যে শিরোনামটা একাই যথেষ্ট ছিল ।
প্রয়োজনের চেয়ে একটু বেশীই ভালো হয়ে গেলো।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২১
আশিক মাসুম বলেছেন: আইচ্ছা??
৩১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমরা হালায় গরু ছাগল
লাত্থি উশটা খাই,
নির্বাচনের কালে আহা
খুশিতে লাফাই!
চরম হইছে মাসুম ভাই।
++++++
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৪
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো।
৩২| ১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৯
দুঃখিত বলেছেন: ভাই এইরম কইরা লেখলেন ক্যামনে ?! আমনে আসলেই একটা দারুন লোক ভালো থাইকেন
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৪
আশিক মাসুম বলেছেন: ভাই প্লিজ লজ্জা দিয়েন্না
শুভ কামনা থাকলো।
৩৩| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৭
কালো ঘোড়ার আরোহী বলেছেন:
এতো সুন্দর কইরা ক্যাম্নে লেখেন কন দেহি?
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৯
আশিক মাসুম বলেছেন: আরে ধুর ভাই লজ্জা দিয়েন্না , জানি কিছুই হয়না
৩৪| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬
আমি ইহতিব বলেছেন: মহামান্য (!!!) গণ ঐসব আসনে গিয়ে মনে হয় ভুলে যায় একদিন তারাও মানুষ ছিলো।
১৬তম ভালো লাগা।
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১
আশিক মাসুম বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া।
৩৫| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯
লক্ষ্মীপেঁচা বলেছেন: বাপের দেশ সওয়ামীর দেশ
আপনার সম্পদ,
আম জনতার কপালে তাই
আপদ আর বিপদ!!
ফাটাফাটি লিখেছ। ফাটাফাটি বলেছ ।
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১
আশিক মাসুম বলেছেন: হাহা সত্যি নাকি
৩৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০১
একজন আরমান বলেছেন:
কি ভাই এইবার ঠিক আছে?
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১২
আশিক মাসুম বলেছেন: নাহহাআআআআআআআআআআআআআআ
৩৭| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬
রওনক বলেছেন: মনের কথা; রক্তের স্বাদঃ
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬
আশিক মাসুম বলেছেন: সময় করে পড়ব।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৪
এম হুসাইন বলেছেন: ওলে ওলে চ্রম কোবতে হইছে রে মমিন----