নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

ধুঁয়া

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪

নিকোটিনের অন্তর্জালের দহন মস্তিষ্কে,

তাসের পেটি হাতে অলস সময়

আর পানের পেয়ালায় শেষ চুমুক দিয়ে

আমি ভেবেছি ভুলে থাকবো !!



ভুলে যাওয়ার চাওয়ারাই আসলে মনে করার খোরাক,

সোডিয়ামের নিভু আলোয় নিজেকে মৃত লাগে আমার

ঘরফেরা মানুষের সারিতে আমি একজন উচ্ছিষ্ট

কারো অপেক্ষা করে থাকা নয় কেবল বাসায় ফিরে

একটা কোন প্রিয় মুখ দেখার অদম্য ইচ্ছায় তবু

আমি ফিরে যাই একটা পরিচিত ঠিকানায়।



এঘর ওঘর করে হাতড়ে ফিরি সারা বাড়ি

রাশি রাশি শূন্যতা ছড়িয়ে ছিটিয়ে চারপাশে,

বারান্দায় বাগান বিলাসের সরবে কেঁদে উঠা

টেবিলের উপরে খোলা পরে থাকা রুবায়েত

কিংবা ধুলো জমে থাকা তোমার শেষ চিহ্ন

আমার কাছে সারারাত একাকিত্বের অবসান।







উৎসর্গঃ কাল্পনিক_ভালোবাসা ( একজন ধ্রুপদী মানুষ, জীবনের সবকটা চাওয়া পূর্ণ হোক ভাইয়া ) ।

মন্তব্য ৫৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল্লাগসে।
* বানান ভুলগুলা যদি ইচ্ছাকৃত না হয়ে থাকে তবে ঠিক করে নিবেন।
শুভ নিশি ||

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬

আশিক মাসুম বলেছেন: জি ভাই ঠিক করে দিলাম ।

এখন ঠিক আছে ?



শুভ নিশি || কথাটা মনে ধরেছে ।

ভাল থাকবেন :)

২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

এরিস বলেছেন: প্রথম সাক্ষী...
বরাবরের চেয়ে একটু বেশী মাত্রার অসাধারণ।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮

আশিক মাসুম বলেছেন: আপনি তো পুরা রাজ সাক্ষি :)


ভাল থাকবেন ।

৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

অনীনদিতা বলেছেন: আবারো কষ্ট কষ্ট ভালোলাগা:(
+++++++++++

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১৯

আশিক মাসুম বলেছেন: ভাল লাগা আর কষ্ট , ২ টা খুব কাছাকাছি : :P

৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭

একজন আরমান বলেছেন:
ভালো লাগলো মাসুম ভাই।
তয় নিকোটিন লইয়া লেখছেন সাবধান।

আমি একবার নিকোটিন নিয়া লেইখা কি না বিপদে পড়ছিলাম।
এই দেখেন -
Click This Link

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:২২

আশিক মাসুম বলেছেন: সত্যি কথা বালি আমি ব্লগে কবিতা দেই শুধু আপনার জন্য , কেউ যেন না জানে :)

৫| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:০৮

খায়ালামু বলেছেন: মাসুম ভাইয়ের স্পিড - দ্যা গতি ;) ইদানিং বাইরা গেছে.। নিয়ম কইরা ভালা ভালা পুষ্ট দেয় :-P :-P :P

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩

আশিক মাসুম বলেছেন: হাহাহা খায়ালামু কইলাম :)

৬| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

শান্তা273 বলেছেন: ভুলে যাওয়ার চাওয়ারাই আসলে মনে করার খোরাক,

অসাধারন লেগেছে লাইনটা।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৭

আশিক মাসুম বলেছেন: শান্তাপ্পি আপনাকে ধন্যবাদ।

৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯

তারছেড়া লিমন বলেছেন: যদি কখনও ফিরে আস
দেখবে তেমনই আমি
আছি দাড়িয়ে সেই গান গেয়ে
যা দিয়েছো আমায় তুমি।
সেই গান গাই
সস্তা সিগারেট খাই
ধুমো ছুয়ে যাই এ শরীর
তোমার লাল মারুতী
দূর্বার গতি ফুটপাত স্থবীর আমি।
তোমার হাই স্ট্যাটাস
নিয়ত প্রকাশ তোমার মুখ দেখি পোষ্টারে
কি ভাল বাস কখন হাস
সব বিক্রি হয় বাজারে
তবুও তো এই সস্তা জামার নীচে
আজ ও এই হৃদয় জাগে
হয়তো খেয়ালে ছুয়ে দিয়েছিলে
দশ দশটা বছর আগে....

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫

আশিক মাসুম বলেছেন: বাই আগুনে কেন তুস দেন ???

৮| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৫

একজন আরমান বলেছেন:
ইসস ভাই আপনে তো আমারে এক্কেরে ডুবাইয়ালাইলেন।

ওরে কে কই আছোস আমারে দুইডা পাখনা দে। একটু উড়ি।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই ছোট ভাইয়ের অনুরোধ রাখার জন্য। :)

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫

আশিক মাসুম বলেছেন: হাহাহা আরো কিছু দিব ।

৯| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫

মোঃ নুর রায়হান বলেছেন: চমৎকার !
চমৎকার !
চমৎকার !

১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৮

আশিক মাসুম বলেছেন: অনেক ভাল থাকবেন।

১০| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৮

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

১১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালোলাগা ।

মাসুম ভাই আরমানরে বলেছেন,

সত্যি কথা বালি আমি ব্লগে কবিতা দেই শুধু আপনার জন্য , কেউ যেন না জানে

ব্যাপারটা খতিয়ে দেখা দরকার।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৪

আশিক মাসুম বলেছেন: হাহাহা আরে ভাই , কথাটা সত্যি ক্ষতিয়ে দেখার কিছু নাই। আসলে আরমান প্রায় অনুরুধ করে কবিতা লিখার জন্য । নিজের লিখার জন্য এমন তাগিদ কখনো কারো কথায় পাইনি।

আরমানের কাছে কৃতজ্ঞ ।



আপনাকে অনেক ধন্যবাদ।

১২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:০২

এম হুসাইন বলেছেন: স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালোলাগা ।

মাসুম ভাই আরমানরে বলেছেন,

সত্যি কথা বালি আমি ব্লগে কবিতা দেই শুধু আপনার জন্য , কেউ যেন না জানে

ব্যাপারটা খতিয়ে দেখা দরকার।



কবিতা ভাল্লাগছে। ;)
পিলাস।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৫

আশিক মাসুম বলেছেন: হাহাহা আরে ভাই , কথাটা সত্যি । ক্ষতিয়ে দেখার কিছু নাই। আসলে আরমান প্রায় অনুরুধ করে কবিতা লিখার জন্য । নিজের লিখার জন্য এমন তাগিদ কখনো কারো কথায় পাইনি।

আরমানের কাছে কৃতজ্ঞ ।



পেলাসের জন্য ধন্যবাদ।

১৩| ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪৬

ঘুড্ডির পাইলট বলেছেন: চিন্তা করছি এবার ধুয়া দিয়া একটা ছবি আকার চেষ্টা করুম ।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮

আশিক মাসুম বলেছেন: ভাই আমারো একটা বানাবেন প্লিজ।

১৪| ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: আপনার কবিতা নিয়ে নতুন করে কিছু বলার নাই। শুধু প্লাসায়িত :)

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯

আশিক মাসুম বলেছেন: হাহাহা, ধন্যবাদ।

১৫| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আশিক ভাই যে এত সুন্দর কবিতা লিখেন সেইটা তো জান্তাম না ( ;) )
খুব ভালো লাগলো এবং ছুঁয়ে যাওয়া একটি কবিতা। প্লাস+++++

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯

আশিক মাসুম বলেছেন: আমার আগের কবিতা গুলু পড়ার আমন্ত্রন থাকলো।

১৬| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৪

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার লাগল।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ মুবিন ভাই, ভাল থাকবেন।

১৭| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৮

মামুন রশিদ বলেছেন: কবিতা এবং উৎসর্গ দুটোই দুর্দান্ত ;)



দশম ভালোলাগা ।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

আশিক মাসুম বলেছেন: হাহাহাহা অনেক ধন্যবাদ।

১৮| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল:++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১

আশিক মাসুম বলেছেন: ইনশাল্লাহ মনে থাকবে।

১৯| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাষা নেই তাই শুধু ++++++++++++++++++++++++++++++

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১

আশিক মাসুম বলেছেন: কাণ্ডারি ভাই কেমন আছেন ।

২০| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগছে পড়ে

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১

আশিক মাসুম বলেছেন: মিতা অনেক দিন পর কেমন আছেন?

২১| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৮

ফারজানা শিরিন বলেছেন: চুপ থাকা ভালো ।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২২

আশিক মাসুম বলেছেন: কেনো?

২২| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আছি ভাই সুখ দুঃখ মিলিয়ে

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭

আশিক মাসুম বলেছেন: আলহামদুলিল্লাহ্‌, তাওতো আছেন। আমি নাই।

২৩| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

বোকামন বলেছেন:






“কারো অপেক্ষা করে থাকা নয় কেবল বাসায় ফিরে
একটা কোন প্রিয় মুখ দেখার অদম্য ইচ্ছায় ......”

সম্মানিত আশিক মাসুম,

লাইনগুলোতে অদম্য ইচ্ছার ভালোলাগা জড়িয়ে থাকুক ......

জীবনের সবকটা চাওয়া নয় বরং তার জন্য যা ভালো হয় সেই চাওয়াগুলো পূর্ণ হোক ......

অনেক ধন্যবাদ কবিতার জন্য

ভালো থাকবেন অনেক ভালো

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮

আশিক মাসুম বলেছেন: আপনিও ভাল থাকবেন ব্রো।

২৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৯

ইখতামিন বলেছেন:
অনেক ভালো লাগলো.

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

২৫| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর কবিতা।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। :)

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৬

আশিক মাসুম বলেছেন: আপ্নাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

২৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

ফারজানা শিরিন বলেছেন: আবার পইড়া গেলাম । ^_^

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

আশিক মাসুম বলেছেন: হাহাহা , ধন্যবাদ দিলাম আবার।

২৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

স্বপনবাজ বলেছেন: =========== +++++++++++++++++++++++++++++++++

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপনার জন্য।

২৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১

shfikul বলেছেন: +++++++

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২২

আশিক মাসুম বলেছেন: থেঙ্কস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.