নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
পাগলের লাল চোখে জ্বলে আগুন
নিভৃতে কষ্টের ফেরি করে ফেরা
কিছু পুরাতন ক্ষতে রক্তাক্ত ব্যথা
যেখানে অন্তিম নিঃশ্বাস নেই
নেই কোন গল্পের তুবড়ি ফোটানো।
কফিনের শেষ পেরেক ঠুকার মত করে
হৃদয়ের লাশ নিয়ে লালসায় মাতে শকুনী
তীক্ষ্ণ নখের আঁচড়ে আহত পাখির মত
আমি বেদনায় হই নীল আকাশের মত
মেঘের আড়ালে ঢাকা পরে চোখের বৃষ্টি।
দেয়ালের ওপাশের মানুষ গুলো চেনেনা আমায়
কেবল মাঝে মাঝে আমি ওদের শব্দ শুনি
ঘুমের চোখে আমি দেখি দুটো টুনটুনির প্রেম ভালবাসা,
পাগলদের প্রেম ভালবাসা থাকতে নেই
তাই আমি একা একা ভাবের কথা বলি
অদৃশ্য এক মানবীর সাথে প্রতিনিয়ত।।
উৎসর্গঃ গ্রাম্যবালিকা ফিরে আয় বইন পড়ালিখা কইরা কে কি করছে ব্লগিং কইরা কত মানুষ এ কালের মুজিব হইয়া গেলো ( কেউ আবার সিরিয়াসলি নিয়েন্না এহা একটি কথার কথা মাত্র)।
একটি প্রয়োজন হীন কথামালাঃ
আমার নিজের ভেতর একটা পাগল বাস করে , আমার জানা ছিলনা। আজকে আম্মু বলে তোর ভিতর একটা পাগল আছে ভয়ে থাকি কখন নারা দিয়ে উঠে। আমি হাসি মুখে বলি মা এই দুনিয়ায় সবাই পাগল, আম্মু বলে এইযে একটা পাগলের প্রলাপ ছোট বোনটা হাসতে হাসতে লুটু পুটু খায়। ওকে হাসতে দেখলেই আমার সব কষ্ট দূর হয়ে যায়।আমার মন খারাপ থাকলেই ও কেমন করে যেন বুঝে ফেলে, এসে বলে ভাইয়া চলো তোমার মাথায় হাতবুলাতে বুলাতে একটা গল্প বলি। তারপর রোজকার ক্লাশের যত্ত বান্ধবিদের কিসব শুনায় ,আমি মোটেও বিরক্ত হইনা। মনে মনে ভাবী এটাই আসলে বোনের মমতা। আমাকে একটু হাসানুর জন্য ওর সেযে কি প্রচেষ্টা। বোনটা আম্মুর সাথে গ্রামে চলে গেছে , খুব খারাপ লাগছে ।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ জানবেন।
ইচ্ছে মানে কই??? আপনি আমার অনুসারিত ব্লগার । এমনিতেই আপনার সব পোষ্ট পড়ি, আমার আসলে কমেন্ট করতে একটু আলসেমি আছে ( শুধু ভাইয়াদের ক্ষেত্রে আপুদের ক্ষেত্রে না )
অনেক ভাল থাকবেন আপনিও।
২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮
একজন আরমান বলেছেন:
ভয়ঙ্কর কবিতা মাসুম ভাই।
দারুন।
বালিকার পোস্টে আমার কমেন্ট খেয়াল করেছিলেন?
আফসোস আমার একটা বোনও নেই।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৫
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ, জি দেখেছি মানুষ বাঁশর ঘরেও ব্লগিং করে কথা ১০০% সত্য।
লুলদের বইন থাকতে নেই ( মজা করিলাম , কিছু মনে করলে করেন। ঝগড়ার মুডে আছি খেয়াল কইরা )
৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
৩য় ভালোলাগা।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:০৩
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো।
৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:১১
তারছেড়া লিমন বলেছেন: পাগলকে কেউ কেউ জিনিয়াস বলে
কেউ বা আবার পাগলের সাথে চলে
পাগলের সাথে এই দুনিয়াটাই পাগল
তুমি আমি সব পাগলের দলে...
..................................নচিকেতা।
শুধু এইটুকুই বলতে পারলাম ভাই................অনেক ভাল হয়েছে+++++++++++++++
১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:১৯
আশিক মাসুম বলেছেন: আপনার কমেন্ট পড়ে মাঝে মাঝে স্টাক হয়ে যাই।
অনেক ভাল থাকবেন ভাই।
৫| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:২২
অদ্বিতীয়া আমি বলেছেন: কবিতায় ভাল লাগা আর ছোট্ট বোনটার জন্য অনেক ভালবাসা ।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:২৭
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা আপ্পি।
খুব খুব খুব ভাল থাকবেন সব সময়।
৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৪
তারছেড়া লিমন বলেছেন: ভাই আজ আপনার ছোট বোনটার কথা বলেছেন আপনি তাকে মিস করছেন আরআমার বোন টা বিছানায় শুয়ে কাতরাচ্ছে গত বিকালে স্কুল থেকে ফেরার পথে একটা ভটভটি ওর পা এর উপর চাপা দিয়ে চলে গেছে। আমার অসহ্য যন্ত্রনা হচ্ছে বোনটাকে দেখতে যেতে পারছি না বলে ।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৯
আশিক মাসুম বলেছেন: কেন পারছেন্না বলেন। দেখি আপনাকে বোনের কাছে পাথানুর ব্যবস্থা নেই। আমরা আছি কেন তাহলে।
আপনার বোন আমার বোন একিত ব্যপার মায়াও একি, ভালবাস সেইম।
৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৩
তারছেড়া লিমন বলেছেন: হরতাল কোন বাস চলছে না আর ওই অমানুষ গুলো বুঝবে না আমার কষ্ট
১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৫
আশিক মাসুম বলেছেন: ভাই আমি আজকে আম্মুকে বিকেলে কুমিল্লায় দিয়ে আসছি, অনেক কষ্ট হয়েছে এমনিতেই মেঘনা গুমতি ব্রিজ বন্দ, সি এঞ্জি দিয়ে পড়ে গেলাম।
কষ্ট হতো তাও চলে গেলি পারতেন
৮| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৫২
তারছেড়া লিমন বলেছেন: ভাই পোড়াদহ পর্যন্ত যেতে পারতাম তারপর আর কোন ব্যবস্থা নেই ট্রেন রাত ১০টার পরে ছিল
১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৫
আশিক মাসুম বলেছেন: হুম, বুঝেছি ভাই নিজের ফ্যামিলির প্রতি টান আর ভালবাসা সবারই থাকে। আমি জানি কোন ওয়ে থালে আপনি অবশ্যই যেতেন।
৯| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৯
মামুন রশিদ বলেছেন: পাগলের লাল চোখে জ্বলে আগুন
নিভৃতে কষ্টের ফেরি করে ফেরা
কিছু পুরাতন ক্ষতে রক্তাক্ত ব্যথা
পাগল হলেও কোবতে লিখেছেন দারুন
ভাই-বোনের অকৃত্রিম ভালোবাসা বেঁচে থাকুক আজীবন ।
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৮
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভ কামনা আপনার জন্য।
১০| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: কবিতায় ভাল লাগা আর ছোট্ট বোনটাকে ভালবাসা দিবেন!
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৮
আশিক মাসুম বলেছেন: আপু অনেক ধন্যবাদ , কেমন আছেন ?
১১| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৪
এরিস বলেছেন: পাগল হয়ে যদি কেউ এতো ভালো লিখতে পারে, তাহলে আমিও পাগল হতেচাই.।
পাগলদের প্রেম ভালবাসা থাকতে নেই
তাই আমি একা একা ভাবের কথা বলি..
দরকার নাই প্রেম ভালোবাসার..
আমি পাগল হতে চাই..
একা একা ভাবের কথা বলতেচাই.।
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৭
আশিক মাসুম বলেছেন: পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে , তোরা কেউ যাস্নে ঐ পাগলের কাছে
১২| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২২
এম হুসাইন বলেছেন: পাগলের লাল চোখে জ্বলে আগুন
নিভৃতে কষ্টের ফেরি করে ফেরা
কিছু পুরাতন ক্ষতে রক্তাক্ত ব্যথা
যেখানে অন্তিম নিঃশ্বাস নেই
নেই কোন গল্পের তুবড়ি ফোটানো।
+++++++++++++++
এই দুনিয়ায় সবাই পাগল,
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩
আশিক মাসুম বলেছেন: ঠিক তাই
১৩| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯
লক্ষ্মীপেঁচা বলেছেন: পাগল মন ..... ও মনরে....... মন কেন এতো কথা বলে
লিখা ভালো হইছে। পেলাস লন ।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২০
আশিক মাসুম বলেছেন: লেখক বলেছেন: আফেনেকে সংখ্যা হীন ধন্যবাদ
কিন্তু প্রশ্ন হল আমার কমেন্ট কনে??? ভয়ে আছি সেই কবে উত্তর দিলাম কমেন্ট দেখি নাই
১৪| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
একজন আরমান বলেছেন:
আপনার কথাটায় আসলেই ঝগড়া করা যায়। কিন্তু বড় ভাই মানুষ তাই কিছু কইলাম না।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২১
আশিক মাসুম বলেছেন: ঐ মিয়া কিলামিত মজা করছি
১৫| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
জাকারিয়া মুবিন বলেছেন: অনেক বেশি ভাল্লাগছে।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২২
আশিক মাসুম বলেছেন: শুভ কামনা থাল ভাল থাকবেন ব্রো
১৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
কালোপরী বলেছেন:
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।
১৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২
অনীনদিতা বলেছেন: পাগলের কবিতায় ভালোলাগা দিলাম
সত্যি বালিকা কে খুব মিস করছি
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৬
আশিক মাসুম বলেছেন: হ ঠিক আমিও।
১৮| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
এই কবিতায় ভাললাগা নাদিয়ে তোমার পাগলামির প্রতি শ্রদ্ধা জানিয়ে গেলাম।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮
আশিক মাসুম বলেছেন: ভাই আমি আজকাল পাগ্লামিটা মনেহয় বেশী ই করে ফেলছি
১৯| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এই পাগলামির দরকার আছে রে ভাই খুব বেশী দরকার আছে।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
আশিক মাসুম বলেছেন: সত্যি ?? সিউর কচ্চেন তাহলে আমি পাগল হয়ে যাব, আগুন পাগল
২০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪০
ভিয়েনাস বলেছেন: ভাইজান দেখি দারুন কবিতা লেখে ফালাইছেন
কিপিটাপ.....
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪১
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ
২১| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: kobi comment onek pichhoney পরেছি.......লজ্জা লাগতেছে......কবি দারুন লিখেছেন........ভালো লাগলো।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৩
আশিক মাসুম বলেছেন:
একটা কথা মনে পরলো ভাই আপনার কথা শুনে। আমার রাজনৈতিক আদর্শ আমার নানা, উনি পর পর ৩ বার চেয়ারম্যান ছিলেন। অনি আপাকে ওনার নৈতিকতা আদর্শ আর নিষ্ঠার অনেক গল্প শুনাতেন। প্রায় সময় যখন নানা আর আমি প্রাত ভ্রমণ কিংবা সন্ধ্যা ভ্রমণে যেতাম উনি আমাকে অনেক বিষয়ে জ্ঞান দিতেন। ওনার একটা কথা ছিলো, পিছনের সারির মানুষ গুলুই আসলে প্রকৃত প্রেমিক কিংবা ওদের তাগিদ অন্য সবারচে অনেক গুন বেশী থাকে, কারন শেষ সময় অবধি সেই অপেক্ষা করবে তোমার জন্য
আমি বুঝাতে চেয়েছি আই হোপ আপনি ভুঝতে পেরেছেন।
আমি নিজেকে কবি বলার মতো পাগল এখনো হইনাই, কবি হওয়া বিশাল ব্যপার।
অনেক ভাল থাকবেন ভাই ।
২২| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৪
আবিদ ফয়সাল বলেছেন: এই দুনিয়ায় সবাই পাগল
+++++++
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ভাই
২৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৪
ফারজানা শিরিন বলেছেন: আমার আপুর যাওয়ার সময় হইছে । :'(
কবিতা প্লাস দিয়ে আবার প্লাস.।.।।
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৫
আশিক মাসুম বলেছেন: হুম মন খারাপ করছেন কেন?
২৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:০০
শান্তা273 বলেছেন: আপনার প্রয়োজন হীন কথামালা গুলো আমার কাছে বেশী প্রয়োজনীয় মনে হল।
লেখাটা পরে আপনার বোনের জন্য আমার ও খারাপ লাগছে।
আসলে ভাই বোনের সম্পর্ক এ রকমই হয়।
আমি ও তো কারো বোন।
আর বালিকাকে সত্যিই মিস করছি।
কবিতায় ভালোলাগা।
ভালো থাকুন সবসময়।
শুভ কামনা।
২১ শে মার্চ, ২০১৩ রাত ১:২২
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপ্পি।
আপনিও ভাল থাকুন , পৃথিবীর সাব শুভ কামনা পান্র জন্য ।
২৫| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৫
ফারজানা শিরিন বলেছেন: ও ছাড়া আমি অচল পয়সার মত দামি ।
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
আশিক মাসুম বলেছেন: হুম , থেমে থাকেনা আপু। কারো জন্য কিছুই থেমে থাকেনা। কষ্ট হচ্ছে যানি , তবু দোয়া করি একা পথটায় আপনি অবিচল থাকেন জেনো।
২৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
গ্রাম্যবালিকা বলেছেন: ভাইয়া, এম্নে ডাকলে তো প্যারালাল ইউনিভার্সের গ্রাম্যবালিকা চইলা আইব। আমি কোন ছাড়
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৯
আশিক মাসুম বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ফিরে আশার জন্য।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৯
বোকামন বলেছেন:
সম্মানিত লেখক,
মন খারাপ হবার মতই ........
আপনার মন ভালো করার ইচ্ছায় আমার একটি পোস্ট আপনার সাথে শেয়ার করছি.....
যদি ইচ্ছে হয় আসবেন Click this link
কবিতা খুব ভালো লেগেছে...........