নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
প্রায় ৫০০০ এর উপর ব্লগারের প্রোফাইল দেখে একটা জিনিশ খুব অবাক হলাম (অনেকের স্ট্যাটাস ব্লেঙ্ক নিরবতা ভাল পন্থা জামেলা হীন বেঁচে থাকার জন্য )। আমি খুব সাধারন , বলার কিছুই নাই নিজেকে নিয়ে, ব্লা ব্লা ব্লা !! এই রকম লিখাই বেশী দেখলাম। মানুষ আসলে আজিব প্রকৃতির জিনিশ। আমি কেউনা, আমি গরীব, আমি সাধারন এটা বলতে পারাতেও কত সুখ!!!!
আমার প্রাণ শক্তি কেমন জেনো ফুরিয়ে আসছে। আর কয়টা পর্ব আপনাদের দিতে পারব জানিনা, ইদানিং সবকিছু কেমন জেনো গুলিয়ে যাচ্ছে । হয়তো আমি না করলে কেউ একজন একাজ করবে। শূন্যস্থান বেশী সময় নিয়ে শূন্য থাকেনা আসলে।
যদি চলে যাই মনে রেখো মোরে
ছিলেম আমি রেখো মোরে তব
তোমাদের মন মাজারে।।
_________________________( কোন কিছু মিন করে লিখা নয়।)
(১)জিরো গ্রাভিটিঃ
আমরা বেচেথাকি শুধুমাত্র বিভিন্ন লক্ষ পুরোণের জন্য। একটা লক্ষ পুরণ হয়েগেলে আর একট লক্ষ এসে সামনে হাজির হয়। যখন ভাবতে বসি তখন খুজে পাই সব লক্ষ পুরণ ই অলাভজনক। আমি যত কষ্ট করে আজকের এই অবস্থায় এসেছি তা অনেক পাওয়া কিন্তু এরজন্য আমাকে যা যা ছাড়তে হয়েছে তার মূল্য এর চেয়ে অনেক বেশী। সে জন্য মনেহয় বেচে থাকাটা শুধুমাত্র মরে যাওয়ার জন্য অপেক্ষা করা। লক্ষ অর্জণ মাঝখানে শুধু শুধু বশে না থেকে কিছু করা। বসে বসে মরার অপেক্ষা তো করা যায় না তাই।
(২)রোদের ক্রোধঃ
জীবন সুন্দর , আমরাই কঠিন বানাই । এমনি কঠিন যে পরে সমাধান না পেয়ে নির্জনে হাঁসফাঁস করি । তবু এই গোলক ধাঁধা ভাল লাগে । কি এক অমোঘ আকর্ষণে বেঁচে থাকা আজো অনুভব করতে চাই , এখন
(৩)সািকল খানঃ
মানুষের এই ক্ষণস্থায়ী জীবনটা যেন কেমন!!
কে আপন, কে পর, কে বাঁধিয়া রাখিবে বুকের পর তা বুঝা বড়ই দায়।
(৪)খলিলুর রহমান ফয়সালঃ
আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !!
(৫)মাসুদ হাসান_২৯ ঃ
"প্রিয়জন চলে গেলে মানুষই ব্যথিত হয়, আকাশ নির্বিকার, আকাশ কখনও নয়। তোমরা মানুষ, তাই সহজেই দুঃখ পাও, হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও।"
(৬)আহসান ০০১ ঃ
দালাল তো দালাল, সেটা ভারত হোক আর পাকিস্তানের, ২টাই দেশের জন্য ক্যানসার
(৭)নাহিদ তানভীরঃ
জঞ্জাল যত আটকে থাকুক হৃদয়ের মাঝখানে, কিছু সুর ফেরাতে পারে সম্ভাবনার তানে, তাই সঙ্কুচিত কোরোনা হে অফুরন্ত ডালা, প্রাণে খুশির ঢেউ জাগিয়ে সাজাও নতুন পালা
(৮)আবু শাকিলঃ
তোমার মাপে হয় নি সবাই তুমিও হও নি সবার মাপে, তুমি মর কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে—
(৯)তোফায়েল খানঃ
পৃথিবীতে অনেক মানুষ। সবারই দুটি চোখ কিন্তু এদের বেশিরভাগই অন্ধ।
(১০)বোকা মানুষ বলতে চায়ঃ
বোকারা ভাবে তারা চালাক, চালাকরা ভাবে তারা চালাক। আসলে সবাই বোকা। বোকার রাজ্যে আমাদের বসবাস
(১১)বাঙ্গালঃ
ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো
(১২)তাল্হাঃ
মনডা কয়, কুপায়া সব কিছু ভাজ ভাজ কইরা হালাই
(১৩)ভাবনার মেশিনঃ
হতাশাই পারে মানুষের জীবন গড়ে দিতে আবার হতশাই পারে মানুষের জীবনে লাল বাতি জালাতে ।
(১৪)কিং অফ মাইনকা চিপাঃ
আমি মাইঙ্কা চিপার রাজা। মাইঙ্কা চিপায় আসেন, তারপর মজা তের পাইবেন
(১৫)নাজিম-উদ-দৌলাঃ
মিথ্যেবাদী নই, প্রেমিক আমি !
(১৬)ইমন আশরাফঃ
কান্নার নাম চুখের কান্নার নাম-অশ্রু পাহাড়ের কান্নার নাম-ঝরনা নদির কান্নার নাম - বননা মেঘ এর কান্নার নাম-বৃষ্টি আমার কান্নার নাম-হ্রদয়ের রক্ত
(১৭) jotejoyঃ
"বিশ্বাসের তাঁতে আজ আবার বুনতে চাই জীবনের দগ্ধ মসলিন "
(১৮) সারোয়ার হাবিবঃ
আকাশে একদিন সাদা মেঘে উড়ে গিয়েছিল দূরে কোথাও স্বাধীন বলাকা ,হয়তো সমুদ্দুরের কাছে ,কিংবা পাহাড়ের কাছে একেবারে শীর্ষচূড়ায়-তারপর সেখান থেকে নীরব আঁধার পেরিয়ে আলোকের সহযাত্রি---সেতো আমিইইইইই....
(১৯) জুবায়ের দিদারঃ
বিখ্যাত হওয়ার জন্য কোন অসাধারণ কাজ করার দরকার নেই,
সাধারন কাজটা অসাধারণ ভাবে করলেই হয়।
(২০) কাউসার আলমঃ
কতজনের কত কিছুই হল
আমার না হয় পান্তা ভাত আর নুন,
কত কী যে হওয়ার কথা ছিল
আমার না হয় পাগলামিটাই গুণ।।
(২১)আজ আমি কোথাও যাবো নাঃ (একটা মেয়ের একটু কথা।)
আমার কিছু কথা ছিল
বুকের ভেতর খামচে ধরা গল্প ছিল
এক দুপুরে উড়িয়ে দেয়ার ইচ্ছা ছিল।
(২২)সাইবার অভিযত্রীঃ
যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি
(২৩)মোহাম্মদ সাজ্জাদ হোসেনঃ
আমি কেউ না। যখন কোন কাজে সফলতা পাই তখন মনে হয় আমি কেউ। আবার যখন কোন কাজে সাফল্য আসে না তখন মনে হয় আমি একটা অপদার্থ। বাংলাদেশের বেশীর ভাগ মানুষই নিজেকে মূল্যায়িত করতে ১০ এর ভেতর ৪/৫ দেন। চেষ্টায় আছি কবে ১০ এ ১০ পাব।
(২৪)হাবিবুর রহমান তারেকঃ
ধ্বংসস্তুপে দাঁড়িয়েও টালমাটাল জীবনটার ‘জয় হোক’ স্লোগান দিই...
(২৫)ব্লগবাজঃ(চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়)
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে।
(২৬)মেহেদী হাসান ''ঃ
রত্যাশাই জীবন, বিবেক বাধা, আর বিভ্রান্তিই গতি সঞ্ছারক। হোক সে গতি পশ্চাৎমুখী কিংবা অভিমুখী। এই গতিতেই রয়েছে প্রত্যাশা, হয়ত ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী
(২৭)বোকা ইনদুরঃ
ফিরে আস। ফিরে এসে রাজপথে দাড়াও। ভোরের আলোয় প্রচন্ত নিশ্বাস নিয়ে বল চমৎকার, চমৎকার, কি দুর্দান্ত চমৎকার এই মনুষ্য জীবন......
(২৮)রিফাত হোসেনঃ
ন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়
(২৯)ভুলোমন325 ঃ
কেউ কারো মন পড়তে পারি না্,এটা বিধাতার আশীর্বাদ
(৩০)ডি মুনঃ
জানলাম-'' যিনি বীর্যবান , গুনবান, চরিত্রবান , কান্তিমান , বিদ্বান , ধর্মজ্ঞ , কৃতজ্ঞ , সত্যবাদী , দৃঢ়ব্রত , প্রিয়দর্শন , ইন্দ্রিয়জয়ী , ক্রোধজয়ী , সর্বহিতকারী , পরোন্নতি-সহনশীল এবং লৌকিক ব্যবহারে দক্ষ - তিনিই আদর্শ পুরুষ । "
(৩১)অ তে অয়নঃ (একটা পাখির জীবন চেয়েছিলাম)
ডাক্তার নামের একটি প্রানী হওয়ার চেষ্টায় আছি।
(৩২) রাসেল আমার নামঃ
নিজের সম্বন্ধে আর কি বলব??? বললে বলবেন যে নিজের ঢোল নিজে পিটাই। তাই আর কিছহু বললাম না
(৩৩) ১১স্টারঃ
প্রবাস মানে টাকা দিয়ে কষ্ট কেনা
প্রবাস মানে প্রাচুর্যের ভিতর দুঃখ ভরা
আর প্রবাস মানে দেশ, মাটি আর মাকে ছাড়া একা থাকা।
(৩৪) আমার বন্ধু রাশেদঃ
স্পঞ্জজাতীয় প্রানীদের খুব ঈর্ষা হয়। ওদের মতো সারাদিন এক জায়গায় ল্যাপ্টা মেরে শুয়ে থাকতে পারলে জীবনটা অনেক সুখের হতো......
(৩৫)সুফি ফারুকঃ
জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক
(৩৬)অন্যনায়কঃ
তবু ফিরে যায়, বাঁচার আশায় ডানা ঝাপটায় পাখি...তুমি-আমি লড়ি বাঁচার আশায় বিনিদ্র জাগে আঁখি.....
(৩৭)আব্দুল্লাহ নাটোরঃ
রাজনীতি বুঝিনা। বাঁকা পথে চলিনা । গন্তব্য ওই তো কিছুদূর সামনেই
(৩৮) মো:হাফিজুর রহমান তরফদারঃ
তোমার চোখে আগুন দেখেছি আমি নির্বাক রইলাম, তোমার চোখে ফাগুন দেখে আমিও ভালবাসলাম।
(৩৯) কে.এম. মাহ্বুব শরীফ (রাতুল)ঃ
World is totally meaningless.
Though sometime you will find here happiness.
But length of happiness is highly limited.
Original color of the world is black.
(৪০)আজম মাহমুদঃ
অথৈ আকাশ জুড়ে অরূপ শূণ্যতা শুধু,
(৪১)শুভ জািহদঃ
Some Were Saying Erasers Are for People Who Make Errors, But The Wise Said; Erasers Are for People Who Are WILLING to Correct their Mistake!!!
(৪২)লক্ষ্মীপেঁচাঃ
স্বপ্ন দেখে যেতে চাই আমৃত্যু ... ! হোক না সে দুঃস্বপ্ন ... ! ক্ষতি কি ... !
(৪৩)কালো যাদুঃ
কালো যাদুর চোখে চোখ পড়লে, সে চোখের ফাঁদ কেটে পালাবার সুযোগ নেই।
(৪৪)অমিয় উজ্জ্বলঃ
অর্থ নয় কীর্তি নয় সফলতা নয় আরো এক বিপন্নবিস্ময় অন্তর্গত রক্তের ভেতর খেলা করে।
(৪৫)কাজী মামুনহোসেনঃ
বিশ্বাস করেন আর না করেন, আমিও এইট পাশ
(৪৬)রাজ্যহারা রাজপুত্রঃ
রাজকন্যাকে ঘিরেই নতুন রাজ্য গড়ার কল্পনায় মত্.....রাজ্যের প্রতি আদৌ কোন মোহ বা লোভ নেই...তবুও যুদ্ধ করছি....যুদ্ধ করছি নিজেকে প্রতিষ্ঠিত রাজকন্যার যোগ্য করে তুলত...
(৪৭)পথহারা সৈকতঃ
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
(৪৮)বর্ণালী পালঃ
কি আর বলি কত কিছুই তো আছে !!!
(৪৯)আমি শফিক বলছিঃ
তোমার আমার ভালোবাসা
আরব্য রজনীর কল্পকাথা
নিশ্ছুপ হয়ে শুনবে সবাই
যেন নিঝুম রাতের নীরবতা
(৫০) সত্য কথায় যত দোষ !
"কপালের নাম গোপাল-কেনে গাই, হয় আবাল"! আমার অবস্থা হয়েছে তেমন। বন্ধুদের আমি সব সময়ই কঠিন মন্তব্য করি-ফলাফল-বন্ধুত্ব নস্ট। সামুতেও আমি দুইবার জেনারেল প্রমোশন পাইয়াছিলাম, পরের বার আখেরী ব্যান! ভেবেছিলাম-আমি নিজের অক্ষমতা মেনে নিয়ে নিজেই সামুকে "চিরদিনের জন্য ত্যাগ করিয়া বনবাসী হইব"।পারিলামনা। সামুর নেশা-সে এক কঠিন নেশা। গাঁজার নেশা থেকেও কঠিন নেশা।
সামু নেশাগ্রস্থ্য আমি আবার একটা নতুন নিক রেজিস্ট্রেশন করার প্রয়োজনীয়তা অনুভব করলাম। ভেবেছিলাম-এবার নিক রেজিস্ট্রেশন করা হবে "দোষ মিয়া" নামে! পরে ভেবে দেখলাম-যেহেতু আমি সদা সর্বদা সত্য কথা বলিয়া দোষী সাব্যস্থ্য হই-তাই "সত্য কথায় যত দোষ" নামেই নিক রেজিস্ট্রেশন করিব......
এখন থেকে আমার নাম "সত্য কথায় যত দোষ"!
জানিনা-আমার এবারের নিক কতদিন সস্টাটাস বুজ বাত্তি জ্বালাইয়া রাখিতে সক্ষম হইবে।
সকল পাপীদের দোয়া খায়ের!
১ম পর্ব যারা মিস করেছেন
২য় পর্ব যারা মিস করেছেন
৩য় পর্ব যারা মিস করেছেন
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২১
আশিক মাসুম বলেছেন: খেলোয়ার ভাই , আর খেলতে মঞ্চায় না ।
ভাল থাকবেন।
২| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
চালিয়ে যাও ভাই সাথে আছি ২য় ++
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩
আশিক মাসুম বলেছেন: আর শক্তি পাইনা ভাই ( ড্রাফট খালি )।
মাথায় কি জানি এক গুন পোকা বসে বসে মস্তিস্ক চিবিয়ে খায় আর বলে ভাল্লাগেনা।
৩| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২১
যুবায়ের বলেছেন: অনেক পরিশ্রমের কাজ...
চালিয়ে যান ভাই ...
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩
আশিক মাসুম বলেছেন: হুম দেখি কতদূর যাওয়া যায়।
৪| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম তোমার দরকার হরলিক্স দুধে হরলিক্স মেশাও দুধের শক্তি বাড়াও।
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭
আশিক মাসুম বলেছেন: মিয়া কত বার কইলাম একটা কিছু করেন , না পাইলাম দুধ, না পাইলাম হরলিক্স
৫| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫
লেখোয়াড় বলেছেন:
আশিক, আমি খেলোয়ার নই, আমি 'লেখোয়াড়'।
মনে থাকবে??
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮
আশিক মাসুম বলেছেন: হাহাহাহা আইচ্ছা মনে রাখুম ।
৬| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭
চাচাচৌধুরী বলেছেন: দারুন লেখেন আপনি এত্ত সহজে হাল ছেড়ে দিলে হবে না । চালিয়ে যান ।
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯
আশিক মাসুম বলেছেন: ভাল্লাগেনা , কি করুম ।
৭| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪
স্পাইসিস্পাই001 বলেছেন: ++++++++
আশিক ভাই সিরিজটা কিন্তু ফলো করছি....।
ভাল থাকবেন ধন্যবাদ
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯
আশিক মাসুম বলেছেন: কি করবো ভাই, টায়ার্ড লাগছে এদানিং।
শুভ কামনা আপনার জন্য, ঐ গল্পের পরের পর্বটার জন্য অপেয়াক্ষায় আছি। ( ঐ যে প্লে বয় নিউয়া গল্প )
৮| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০
এম হুসাইন বলেছেন: যদি চলে যাই মনে রেখো মোরে
ছিলেম আমি রেখো মোরে তব
তোমাদের মন মাজারে।।
হয়াদ্যা হেল ইজ দিস???
ফাইজলামি করেন মিয়া?
কই যাবেন?
দেখি যান তো...... ঢং......
পোস্টে মাইনাচ----------------------------------------------------------------------------------------
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭
আশিক মাসুম বলেছেন: হাহাহা ভাই
চলেই যাব এমন সিদ্ধান্ত নেইনি এখনো , কিন্তু কেমন যানি লিখা লিখা আর ভাল লাগেনা । কিছু দিন অফ থাকব ভাবছি। মন তো বদলে যেতে পারে যে কোন সময়
ভাল থাইকেন ।
৯| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬
যোগী বলেছেন: আমার নামটাও দিছেন দেখে খুব ভাল লাগলো
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮
আশিক মাসুম বলেছেন: বুচ্ছেন তাইলে , একে বারে শুরুতেই আপনার টা দিয়েছি কোন নম্বর নাই
১০| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭
আমিনুর রহমান বলেছেন:
আশিক মাসুম এর প্রোফাইল থেকে তুলে আনাঃ
যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!!
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০
আশিক মাসুম বলেছেন: ভাই এমন করেন কেন ? দেন্না আমারে নিয়া একটা পোষ্ট, যাওয়ার আগে দেইখা যাই
১১| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি কতদন ধরে আমারটার জন্য ওয়েট করছি, কবিতা পারি না তাই আমারটা নাই
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১
আশিক মাসুম বলেছেন: চলে যাওয়ার আগের পোষ্ট এ আপনার টা থাকবে,সব দুঃখী ব্লগারদের স্ট্যাটাস একসাথে ।
১২| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২
কালো যাদু বলেছেন: আমরা থাকতে চিন্তা করেন কেন............... আগাইয়া যান
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১
আশিক মাসুম বলেছেন: আপ্নের পিলিজ লাগে চোখের দিকে তাকায়েন্না , আমি ভুই ফাই।
১৩| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮
যোগী বলেছেন: ভাই তাইলে বিয়া কইরা ফালাইতাছেন, ভাবি আপনারে আর ব্লগে আইতে দিবোনা?
ব্যাপার না, আপনে যানগা !!!
ও হ্যাঁ ভাবিরে একটা নিক খুলে দিয়ে যায়েন কিন্তু।
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২
আশিক মাসুম বলেছেন: হুড় মিয়া আর বিয়া !! মাইয়ার বাপেরা কয় কোন ব্লগার পোলার লগে মাইয়া বিয়া দিমুনা , লাগে মাইয়া কাইট্টা গাঙ্গে ভাসাইয়া দিমু
১৪| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
অনীনদিতা বলেছেন: ওয়াও
অপেক্ষায় থাকলাম পরের পর্বের
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২
আশিক মাসুম বলেছেন: হুম চেষ্টা থাকবে।
১৫| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
যোগী বলেছেন: ঐ মিয়া দেখতাছেন কি মাইয়া ভাগাইয়া আনেন। কাজীর অফিসে সব ব্যাবস্থা কইরা রাখুম।
সোজা লাইনে আর ব্লগারদের বিয়া হইবো না, যে নাস্তিক ট্যাগ খাইছি
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
আশিক মাসুম বলেছেন: হ ভাই সেটাই ভাবতেছি , আর সেকারনেই কয় দিন গুম হইয়া থাকতে হবে
১৬| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
একজন আরমান বলেছেন:
World is totally meaningless.
Though sometime you will find here happiness.
But length of happiness is highly limited.
Original color of the world is black.
দারুন।
চালায়া যান।
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
আশিক মাসুম বলেছেন: কেমনে কি , আমার তেল শেষ। ড্রাফট খালি। মানুষের প্রোফাইল ব্লেঙ্ক সব।
১৭| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
লক্ষ্মীপেঁচা বলেছেন:
হিহি....... আমার বানী চিরন্তনী ৪২ নম্বরে আছে ......... আমি তো ইতিহাস হয়ে গেলাম ...... হেহে ........ দিলে বড়ই শান্তি পাইলাম.....। মাসুম বাইচ্চা একখান কামের কাম করছে । বেঁচে থাক ভাইডি । :-< ভালো বউ পাও
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
আশিক মাসুম বলেছেন: আহরে সবাই দোয়া কইরায় খালাস!!! তাইলে খুজব কে??? একটা বউ খুজে দেন্না
১৮| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
ভিয়েনাস বলেছেন: ভালোই তো চলছে।চালিয়ে যান .........
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
আশিক মাসুম বলেছেন: চলছে আর কি ঠেলা গাড়ির মত
১৯| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
ইখতামিন বলেছেন:
একদিন সকালে চেয়ে দেখবো আমার ঐতিহাসিক স্ট্যাটাস এইখানে শোভা পাচ্ছে.
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
আশিক মাসুম বলেছেন: মুক্তমন। █▓▓▓▒▒▒░░░░
ভাই পিলিজ লাগে একটা কিছু লিখেন , টানা হইলে আমার এই সিরিজ মাঠে মারা যাবে
২০| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
মাক্স বলেছেন: বরাবরের মতই পরিশ্রমী পোস্ট!
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
আশিক মাসুম বলেছেন: মাক্স ব্রো ভাল থাকবেন সব সময়
২১| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আশিক ভাই আপনার এই পরিশ্রমী পোস্টে প্লাস। অনেক পরিশ্রম করছেন শুধু আমাদের জন্যে।
পরের পর্বও চাই। দিবেন কিন্তু!
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
আশিক মাসুম বলেছেন: ওকে আপ্পি আমি প্রাণপণ চেষ্টা করবো ।
২২| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
*কুনোব্যাঙ* বলেছেন: ৮ম ভালো লাগা
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ভাই।
২৩| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
ইখতামিন বলেছেন:
থাক, ভাই!
আমার ওই ফালতু স্ট্যাটাস এই খানে না দিলেও চলপে.
পোস্টে ৯ম লাঠির বাড়ী
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১
আশিক মাসুম বলেছেন: মজা করেন মিয়া। আমার এই পোষ্ট এর সেদিন সমাপ্তি হবে যেদিন সাবার স্ট্যাটাস দেওয়া শেষ হবে
২৪| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
কালোপরী বলেছেন: +++++++++++++
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১
আশিক মাসুম বলেছেন: পরী দেখলেই ডরাই
২৫| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: +++++++++++
২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৩
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ
২৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৫
বোকামন বলেছেন:
সম্মানিত আশিক মাসুম,
ডাটা কালেকশান করা সহজ কাজ নয়, (অভিজ্ঞতা থেকেই বলছি).....
আপনার পোস্ট থেকে সামুর ব্লগারদের প্রোফাইলের কিছু কথা জানতে পারছি সহজে ......
কৃতজ্ঞতা তো অবশ্যই !
“সত্য কথায় যত দোষ”
যাইই হোক সত্য জানা ও প্রকাশ থেকে পিছপা হবেনা .....
শুভকামনা
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬
আশিক মাসুম বলেছেন: ভাল বলেছেন ভাইয়া , চেষ্টা করি কিছু করার ।
২৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭
নীল আকাশে স্বপ্নডানা বলেছেন: চখামস!!
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।
২৮| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯
মামুন রশিদ বলেছেন: আমিনুর রহমান বলেছেন:
আশিক মাসুম এর প্রোফাইল থেকে তুলে আনাঃ
যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!!
যথারীতি আগুনে পোস্ট । ১১তম ভালো লাগা ।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩১
আশিক মাসুম বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২
শান্তা273 বলেছেন: ভালো লাগছে!
চালিয়ে যান।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৩
আশিক মাসুম বলেছেন: চেষ্টা থাকবে চালিয়ে যাবার।
৩০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৩
রুদ্র মানব বলেছেন: কষ্টসাধ্য ও চমৎকার পোস্ট
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৮
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৩১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১
জাকারিয়া মুবিন বলেছেন: হেই প্রথম পর্বের থন ওয়েট করতাছি,
আমার স্টিটাস কই!??
২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৫
আশিক মাসুম বলেছেন: আসবে ভাই, পোষ্ট গুলু অনেক আগে থেকে সাজিয়ে রাখা। আপনার স্ট্যাটাস আছে কোন এক পর্বে। দিয়া দিলেত আর পরের পর্বের থেকে আসবেন্না , অপেক্ষাও করবেননা
৩২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩০
আরজু পনি বলেছেন:
আপনার এই উদ্যোগের কারণে অনেক ব্লগারদের সম্পর্কে জানতে পাচ্ছি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইল।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪১
আশিক মাসুম বলেছেন: আপ্নাকেও অনেক ধন্যবাদ আপু।
আপনাদের কমেন্ট পেলে আগ্রহ বারে
৩৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১২
একজন আরমান বলেছেন:
হুর মিয়া এতো তাড়াতাড়ি ই তেল শেষ হইলে ক্যামনে হইবে?
২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৪
আশিক মাসুম বলেছেন: কি করুম ভাই............... ভাললাগেনা
৩৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৪২
স্বপনবাজ বলেছেন: +++++++++++
২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৬
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো।
৩৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩১
বাংলার হাসান বলেছেন: চালিয়ে যান ভাই সাথে আছি ++
তয় আমার নাম নাইক্কা বাঁইচা গেছি
২১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৬
আশিক মাসুম বলেছেন: হাহাহা নাম আছে , পেয়ে যাবেন
৩৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩২
একজন আরমান বলেছেন:
কি হইছে?
২১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৭
আশিক মাসুম বলেছেন: শরীর মন ভালানাই, তার উপরে বিয়ার প্রেসার ।
৩৭| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৮
এরিস বলেছেন: মাসুদ হাসান_২৯ ঃ
"প্রিয়জন চলে গেলে মানুষই ব্যথিত হয়, আকাশ নির্বিকার, আকাশ কখনও নয়। তোমরা মানুষ, তাই সহজেই দুঃখ পাও, হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও।" [/sb
সবগুলো কথা-ই সুন্দর। তবে বেশি ভালো লেগেছে এটা।
অনেকের অনেক আশার কথা নিয়ে পোস্ট সাজান, বিচিত্র এতোসব উক্তি, যুক্তি, এতো অনুপ্রেরণা, তবু নিজেকে নিয়ে এতো হতাশ কেন আশিক ভাই ???
বোকা ইনদুরঃ
ফিরে আস। ফিরে এসে রাজপথে দাড়াও। ভোরের আলোয় প্রচন্ত নিশ্বাস নিয়ে বল চমৎকার, চমৎকার, কি দুর্দান্ত চমৎকার এই মনুষ্য জীবন......
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫
আশিক মাসুম বলেছেন: না আমি নিজেকে নিয়ে হতাশ না , শরীরটা আসলে বিশ্রাম চাইছে । দূরে কোন নদীর পারে এক কালিন বিস্রামে না গেলে মন ঠিক হবেনা। পাখির মত মন , খাচায় বন্ধি এই শহরে কত ভাল লাগে ।
অনেক শুভ কামনা থাকলো আপনার জন্য।
৩৮| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২২
একজন আরমান বলেছেন:
বিয়ার প্রেশার !
ভালো তো। অনেক দিন পর কারু বিয়ার দাওয়াত খামু।
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬
আশিক মাসুম বলেছেন: মিয়া আছেন তো মওজে, ফু দিলেই বাজে!!
৩৯| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০
ডানাহীন বলেছেন: নদীর জল দেখলে মনে হয় আহারে সারাদিন জলকেলি করতে কতই মজা! দুই একটা ডুবকি দিয়ে সেই জলকেই আর অত ভালো লাগে না, এতে কিন্তু ঐ নদীর আকর্ষণ এক বিন্দুও কমে না .. সময়ে সে নতুন রুপে, ভরা যৌবন নিয়ে আবার ফিরে আসে ..
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১২
আশিক মাসুম বলেছেন: অসাধারন,
কোথায় হাড়িয়ে যান মাঝে মাঝেই ???
শূন্যতার অবলোকন নয় , তবু এখানে জলের উপর ভেসে থাকে পদ্ধ শাপলা, তবু রাতের নিরালে বহে চলে পথ, নিবু জীবনের কথা তবু থামেনা কোন দিন !!
৪০| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১
অদ্বিতীয়া আমি বলেছেন: প্রিয় একটা সিরিজ +++++
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩
আশিক মাসুম বলেছেন: সত্যি নাকি আপু !!
অনেক শুভ কামনা আপনার জন্য।
৪১| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২২
দি সুফি বলেছেন: নানা মুনীর, নানা প্রোফাইল কথন
কই চলে যাইবেন ভাই?
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪
আশিক মাসুম বলেছেন: হুম নানা মুনীর, নানা প্রোফাইল কথন। ভাল বলেছেন।
কোথাও যাবনা ভাই , মনটা ভাল নাই তাই উল্টা পাল্টা বকছি
৪২| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
আমিভূত বলেছেন: আজকের ব্লগারদের প্রায় সবারটাই ভালো লেগেছে ,তবে বেশী ভালো লেগেছে ব্লগার বাঙ্গালের কথা ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো
২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
আশিক মাসুম বলেছেন: সহমত।
৪৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:০০
এরিস বলেছেন: বেড়াতে চলে আসেন আমাদের এখানে। অবশ্য এখানে ধারে কাছে কোন নদী নেই, আছে নিঝুম দ্বীপ।
আর এই ছোটোখাটো ব্যস্ত শহরে আমি আছি, নির্বাক নদী..
২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৭
আশিক মাসুম বলেছেন: হুম আপনাদের ওখানটায় পরিচিত তেমন কেও নাই , যাওয়ার ইচ্ছে আছে।
৪৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২
একজন আরমান বলেছেন:
নারে ভাই। অনেক পেইনে আছি।
আর বাজে না।
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
আশিক মাসুম বলেছেন: ওকে ফুয়েলের ব্যবস্থা নিচ্ছি , ইনশাল্লাহ এখন থেকে বাজবে
৪৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪০
মাসুম আহমদ ১৪ বলেছেন: পরিশ্রমী পোষ্ট
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫০
আশিক মাসুম বলেছেন: হুম কষ্ট করতে হয় কখনো কখনো
৪৬| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৫
একজন আরমান বলেছেন:
আইচ্ছা।
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৩
আশিক মাসুম বলেছেন: জি সত্যি কথা
৪৭| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭
ঘুড্ডির পাইলট বলেছেন:
পরিশ্রমি এই সিরিজটা ভালোই লাগছে ।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩১
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৪৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
বাগসবানি বলেছেন: ওহ আমি তো দেখি সব পর্বই মিস করে ফেলছি
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫
আশিক মাসুম বলেছেন: জি করেছেন
আমি আপনাকে দাওয়াত দিয়ে ছিলেম
৪৯| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৩
টিনটিন` বলেছেন: বাহ, বিশাল কালেকশান। অনেক কষ্ট করেছেন। প্লাসতো পাওনা হয়ই।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৫০| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০২
শিপন মোল্লা বলেছেন: যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!!
আমারটা দিয়ে গেলাম
২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৭
আশিক মাসুম বলেছেন: হাহাহা
ভাই ওকে মনে থাকবে পরের পর্বে আপনার নামের পাশে এটা দিয়ে দিব
৫১| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১০
মাগুর বলেছেন: অনেক ভালো লাগলো
এই সিরিজের সব গুলো পোস্ট পড়ে এসে শেষে এটাতে কমেন্ট করলাম। চালিয়ে যান, শুভকামনা রইলো।
++++++
২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৮
আশিক মাসুম বলেছেন: কষ্ট করে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
অনেক অনেক শুভ কামনা থাকলো
৫২| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৪
কাজী মামুনহোসেন বলেছেন: প্রথম
আমি সৌভাগ্যবান তাই পোস্টে আমার নাম আছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই পিচ্চি পুলার নামডা রাখার জন্য।
দ্বিতীয়ত
ওই ভাই আমি যে এইট পাশ এইটা আপনে জাতির সামনে তুইলা ধরলেন ক্যন ?
আমি আর খেলুম না..
২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৫
আশিক মাসুম বলেছেন: হাহাহা জাতী এই কথা জানার অধিকার রাখে।
ভাই আজকের মত খেইলা ফালান , মাঠে আইসা না খেল্লে আম পাবলিক আপনারে নিয়া আর রটনা করার সম্ভাবনা আছে খেয়াল কইরা।
৫৩| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৬
কাজী মামুনহোসেন বলেছেন:
২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৭
আশিক মাসুম বলেছেন:
৫৪| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৩
আমি তুমি আমরা বলেছেন: ভাল প্রচেষ্টা
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ।
৫৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই, বোকা মাইনসের বোকা বোকা কথাও এই লিস্টে চান্স পাইল? কেমনে এইটা হইল?
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০
আশিক মাসুম বলেছেন: হাহাহাহা এটা বোকাদের কথা দিয়েই সাজানো একটা সিরিজ
৫৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৪
বোকা ইনদুর বলেছেন: আরে.!!! বোকা ইনদুরে কথাওতো দেখি আছে...!!! কি আচানক কথা, কি আচানক কথা!!!! ছমতকৃত হইয়া গেলাম
০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৬
আশিক মাসুম বলেছেন: আফনেকে ছমতকৃত করিতে পারিয়া আমি খুশী হয়ে গেলাম।
৫৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৯
বোকা ইনদুর বলেছেন: তয় এইডা কি আমার বাণী না.... কবি নির্মলেন্দু গুনের
০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৭
আশিক মাসুম বলেছেন: জি জানি।
৫৮| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
আবু শাকিল বলেছেন: তোমার মাপে হয় নি সবাই তুমিও হও নি সবার মাপে, তুমি মর কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে— রবীন্দ্র রচনাবলী
০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৮
আশিক মাসুম বলেছেন: লিখা কার সেটা বড় ব্যপার না , আপনার মনে ধরেছে সেটাই আসল কথা।
৫৯| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:০২
অপর্ণা মম্ময় বলেছেন: আমার নাম কুতায় ???
০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:০৯
আশিক মাসুম বলেছেন: ৭ নং পর্বের দ্রষ্টব্য
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫
লেখোয়াড় বলেছেন:
+++++++++++
চালিয়ে যান আশিক।
অনেক কষ্টের কাজ।