নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
মাথায় কি জানি এক ঘুন পোকা বসে বসে মস্তিস্ক চিবিয়ে খায়, স্পষ্ট কুর কুর শব্দ হচ্ছে। চুপ চাপ বারান্দায় বসে আমি ভাবছি সমস্যার সমাধান কি হতে পারে। দুবার করে আব্বু এসে বারান্দা থেকে ঘুরে গেছে , আমি জানি ওনার এখন নিকটিনের নেশায় অস্থির লাগছে। দুপুরে খাবার খেয়ে আম্মু শুয়ে পড়লেই আব্বু বারান্দায় এসে বেশ আরাম করে সিগারেট ফুকে। মাঝে মাঝে আম্মুকে আমার কাছে অত্যাচারি লাগে, কি ভয়টাইনা আব্বু পায়। আল্লাহ্ তায়লা আসলে মেয়ে মানুষ কে স্বামী বশীকরণের এক অসাধারন ক্ষমতা দিয়েছে। কোন এক মনিসির কথা নাড়ির মমতা ময় অন্যায় এর প্রতীবাদ করে এমন ক্ষমতা পুরুষকে প্রকৃতি দেয়নি।
দুপুর থেকে যে যন্ত্রণা নিয়ে আমি কষ্ট পাচ্ছিলাম এই মুহুর্তে সেটা চরম আকার ধারণ করেছে । মনে হচ্ছে মস্তিস্কের বিতরের সেই ঘুন পোকা এখন কথা বলতে শুরু করেছে , আমি পরিষ্কার শুনতে পাচ্ছি সে বলছে ''ভাল্লাগেনা কিচ্ছু ভাল্লাগেনা''। এখন এর থেকে মুক্তি পাবার একটাই উপায় নিলুর সাথে দেখা করা, ওর সাথে দেখা হলে যে পরিমাণ ভয়ে থাকি আমার মনে হয় সব রোগ তখন দৌরে পালায় । একবার আমার খুব জ্বর হলো , ৩দিন আমি বিছানা ছেড়ে উঠতে পারছিনা ডাক্তার বললো ম্যালেরিয়া । ওর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। হঠাৎ দেখি সাত সকালে সে এসে হাজির । নিলুর চেহারা দেখে আমার ম্যলেরিয়া ভাল হয়ে গেলো। আম্মু তো আমার গায়ে হাত দিয়ে বলে কিরে তোর শরীর এমন বরফ শীতল হয়েছে কেন। আমি তো তো তো করছিলাম কিন্তু মুখ দিয়ে কোন কথা বের হয়না। আমার অবস্থা দেখে সে দেখি মিট মিট হাসে , আম্মুর ও বুঝার বাকি নাই আমার সামনে যে মানুষটা বসে আছে সে আসলে মানুষ না একটা ''কোরামিন ইনজেকশন''।
নিলুরে এখন কি করে পাই?! কল দিলেও ধরবেনা , সব সময় আমার সাথে কি সব যে হয়!! কাল আমি ক্লাস থেকে বাসায় ফিরছি , ভার্সিটির সামনে দেখি বাড়ি ওয়ালার মেয়ে রুমকি দারিয়ে আছে।এই মেয়ে হলো বিশাল এক উৎপাত, আমাকে দেখলেই পুরা বেনিলা আইসক্রিম গলে মিল্কসেক হয়ে যাওয়ার মত করে মেল্ট হয়ে যায়। আমি রিক্সা নিয়ে বাসার দিকে যাব অম্নি সে এসে বলে ভাইয়া আমাকে একটু নিয়ে যান্না প্লিজ আমার খুব ভয় লাগছে একা একা বাসায় যেতে । কেমনে না করি, বাড়ি ওয়ালার মেয়ে তার উপরে মারাত্তক ধরনের সুন্দুরি মেয়ে ( সারা দুনিয়া একলা একলা ঘুরে এখন সে বাসায় একা যেতে ভয় পায়, একটা থাপ্পড় দিতে মঞ্চায়) কিন্তু মুখে বললাম চলো। রিক্সা চলছে আর রুমকি একটু একটু আমার দিকে ক্লোজ হচ্ছে। একবার বললাম তোমার কি যায়গার সমস্যা হচ্ছে আরেকটা রিক্সা নিব, সে চিৎকার দিয়ে বলে না ভাইয়া কি বলেন । কপাল আমার, তাও একটু সইরা বসেনা( নিলু এই দৃশ্য দেখলে আমাকে কেটে কুটি কুটি করবে নিশ্চিৎ )। এদিকে নিলু কল দিচ্ছে আমি কল ধরতে পারছিনা কারন আমি পকেট থেকে এখন মোবাইল বের করতে গেলেই এই মেয়ের সাথে আমার মাখা মাখি হয়ে যাবে।
বাসায় নেমে কল ব্যাক করতেই নিলু কেমন যানি সাপের মত ফসসস করে উঠলো, ঐ কুত্তা তুই কই এখন । আমিতো পুরা স্তব্ধ হয়ে গেলাম কাহিনী কি!! আমি মাত্র ক্লাস থেকে বেরিয়ে ওকে বুঝিয়ে বলে বিদায় নিলাম খালারা আসবে আজকে বাসায় যাওয়া লাগবে দ্রুত। আমি বাসায় , নিলু বলে তুই বাসায় না মস্করা করছ ?? তুই কি মনে করিস আমি গ্রাম থেকে আসছি আজকে , আমি কিছু দেখিনা জানিনা?? তুই তোর বারিওয়ালার মেয়েরে কোলে বাসাইয়া নিয়া গেলিনা এই মাত্র??? আর আমার কলটাও ধরষ নাই ধরা খাবি ভয়ে। তুই যদি ইহ জিন্দি গিতে আমারে কল দিসস তোর কলিজা ছিরা আমি ফুটপাতের কুত্তা দিয়া খাওয়ামু, নিলুর কথার উত্তর দেওনের আগেই খালাত বোন রিসা এসে আমার হাত থেকে মোবাইল কেরে নিয়ে বলে কি ব্যাপার সোনা তুমি কোন সতিনের সাথে কথা বল আমাকে রেখে।
ব্যাস যা হওয়ার হইছে এখন নিলুর মোবাইল অফ । আমি কি করুম এমন রাগী সে আল্লাহ্ মনে হয় ওরে মরিচ ক্ষেতের মাটি দিয়া বানাইছে। আল্লায় জানে কালকে ভার্সিটিতে গেলে আমার কি হবে। সকালে এই অজুহাত সেই অজুহাত দেখিয়ে আম্মু কে রাজি করালাম আজকে ক্লাস এ যাব না। সারাটা দিন খুব যন্ত্রনায় গেছে ।
রাত তিনটায় নিলুর ফোন!! আমি ঘুম চোখে হ্যালো বলার পর থেকে সে শুধু কাঁদছে , কান্নার জন্য কিছু বলতে পারছেনা। আমি বার বার জিজ্ঞেশ করছি কি হয়েছে , কি হয়েছে !!ওপাস থেকে ফুপিয়ে কান্না ছাড়া কোন শব্দ নাই। নারীর মন আসলেই দুনিয়ার কোন শক্তি ট্রেস করতে পারেনাই আর আমি অধম পারার প্রশ্নই আসেনা।
'' ক্রন্দন রত মেয়ে মানুষ, আর ছিন্তাই কারী। ওদের পরবর্তী একশন কি হবে কেউ ধারনাও করতে পারেনা''
আমি একটা বড় রকমের ধাক্কা খাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছি। নিলু ১০ মিনিট ধরে কান্না করে তার পর মুখ খুল্ল , কেমন আছো তুমি। হ্যা ভাল আছি , তুমি কাঁদছ কেনো?? আমি দুঃস্বপ্ন দেখেছি। কি দুঃস্বপ্ন? দেখলাম বারিওয়াল হারামজাদী মেয়েটাকে নিয়ে তুমি আমাদের ভার্সিটির সাম্নের দোকানে ফুচকা খাচ্চ। আজব ফুচকা খেইয়েছি চুমু তো খাইনি, এটা নিয়ে এমন কান্নার কি আছে। কান্নার কিছু নাই ?? তুমি বলছো?? তুই কি বুঝবি আমি তোকে কত ভালবাসি, তোকে কারো সাথে শেয়ার করতে পারবনা। আমি ওকে বুঝানুর প্রাণ পন চেষ্টা করে যাচ্ছি, জানি কাজ হবেনা তাও চেষ্টা করা আরকি।
'' কান্নাও করবি আবার নিজের জিদটাই উপড়ে রাখতে চাইবি''
মেয়ে মানুষ গুলুর কাছে কি অসহায় আমরা!!
উৎসর্গঃ আমার খুব প্রিয় একজন মানুষ তারছেরা লিমন। ভাইয়ের তার আসলে কয়টা ছিরা আমি সিউরনা হলেও , তারযে ছিরা আছে সিউর "অনেক অনেক ভাল থাকবেন লিমন ভাই" ।
২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০
আশিক মাসুম বলেছেন: না পড়েই +++ হাহাহা!!
২| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১
এ্যাপোলো৯০ বলেছেন: তুই কি বুঝবি আমি তোকে কত ভালবাসি, তোকে কারো সাথে শেয়ার করতে পারবনা।
এতো আমার ডায়লগ। তুমি কপি করলা কেনো??? অনুমতি নিছো আমার ?????????????????
২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০
আশিক মাসুম বলেছেন: আইচ্ছা ??? তোমাকে নিয়েই তো এই গল্প লিখা
৩| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
অনীনদিতা বলেছেন: হা হা হা
কোরামিন!!
দারুন লিখেছেন
অ:ট:যেদিন কেউ মেয়েদের মন বুঝতে পারবে,তারপর দিন আমি নিশ্চিত সরকারি ছুটি ঘোষনা করা হবে
২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১
আশিক মাসুম বলেছেন: তার পর দিন না , টানা একবছর সরকারি ছুটি থাকবে ।
৪| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
এরিস বলেছেন: খুব সুন্দর গল্প।
নিলুর মেজাজটা বোধয় একটু বেশিই গরম। আচ্ছা, প্রেমে পড়লে কি মানুষ খ্যাপাটে হয়ে যায় নাকি??? রিকশায় পাশে বসলে সমস্যা কি???
তবে ....
'' ক্রন্দন রত মেয়ে মানুষ, আর ছিন্তাই কারী। ওদের পরবর্তী একশন কি হবে কেউ ধারনাও করতে পারেনা''
এটা কি বললেন ভাই???
২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:০০
আশিক মাসুম বলেছেন: বানী বানী, বানী দিলাম
৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৩
এরিস বলেছেন: আহা হা হা হা ...
অমর বানী।
সব কিছু বাদ দিয়ে একটু আধটু লুকিয়ে কাঁদতাম। কসম, কাওকে দেখাতাম না। এখন সেটাও ছাড়তে হবে।
২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৮
আশিক মাসুম বলেছেন: হাহাহাহা আরে আমার বানী এমন কি !!? কান্তে মঞ্চআইলে কানবেন।
৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৮
কালোপরী বলেছেন:
২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:১১
আশিক মাসুম বলেছেন:
৭| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৮
পেন্সিল চোর বলেছেন: '' ক্রন্দন রত মেয়ে মানুষ, আর ছিন্তাই কারী। ওদের পরবর্তী একশন কি হবে কেউ ধারনাও করতে পারেনা''
একদম রাইট কথা ভাইয়া
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২০
আশিক মাসুম বলেছেন: হাহাহা অনেক ধন্যবাদ চোর ভাই
৮| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১
আশিক মাসুম বলেছেন: দুর্জয় ভাইয়া কেমন আছেন ??
৯| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১
মামুন রশিদ বলেছেন: ১। নাড়ির মমতা ময় অন্যায় এর প্রতীবাদ করে এমন ক্ষমতা পুরুষকে প্রকৃতি দেয়নি।
২। ক্রন্দন রত মেয়ে মানুষ, আর ছিন্তাই কারী। ওদের পরবর্তী একশন কি হবে কেউ ধারনাও করতে পারেনা
৩। মেয়ে মানুষ গুলুর কাছে কি অসহায় আমরা!!
হাছা কথা কইছেন ভাইজান । আপনার পর্যবেক্ষন ক্ষমতা দেখে অভিভূত । পোস্টে ভালোলাগা
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৫
আশিক মাসুম বলেছেন: আপনার পয়েন্ট আউট দেখে আমি ও অভিভূত । একেই বলে ভাইয়ে ভাইয়ে মনের মিল
অনেক অনেক ভাল থাকবেন
১০| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১
আমিভূত বলেছেন: হাহাহাহা এত হাসলাম বলার বাইরে , প্রতিটি লাইনে মজা পেলাম
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭
আশিক মাসুম বলেছেন: ভুতাপ্পি !! আপনাকে হাসাতে পেরে ভাল লাগছে । অনেক অনেক শুভ কামনা থাকলো আপনার জন্য
১১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৫
সেলিম আনোয়ার বলেছেন: ৭ম + আমার..সুন্দর হয়েছে।
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ।
১২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: বাড়িওয়ালা মেয়ে তো খারাপ ছিল না
সিম্পল একটা গপ - তবে বানানের অবস্হা তো আমার চেয়েও খারাপ! একটা সাজেশন দেই অভ্র স্পেল চেকার ব্যবহার করে দেখতে পারেন
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯
আশিক মাসুম বলেছেন: হাহাহা মিতা কি করুম বানান নিয়া কাজ করতে ভাল লাগেনা , দেখি চেষ্টা করুম নে
কিরাম আছেন আপনে ?
১৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লাগলো মাসুম ভাই।+++
তবে বানানের দিকে খেয়াল করলে ভাল হয়!
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১২
আশিক মাসুম বলেছেন: আপু আমি বানান জানিনা :'(
চেষ্টা ক্রুম
১৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:০২
মাসুম আহমদ ১৪ বলেছেন: এই তো চলে যাচ্ছে - আপনার কি খবর?
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১২
আশিক মাসুম বলেছেন: খুব খারাপ অবস্থা
১৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১০
এ্যাপোলো৯০ বলেছেন: ওহ, রিয়েলি?? তাইলে কাইন্ডলি ঐ ছেলেটার নাম্বার টাও দাও
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৩
আশিক মাসুম বলেছেন: ঐ ছেলেতা তো আমি
১৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮
এ্যাপোলো৯০ বলেছেন: :!> :#> :!> :#> :!> :#> :!> :#> :!> :#> :!> :#> :!> :#> :!> :#>
ওকে, তাহলে রাতে কথা হবে
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩০
আশিক মাসুম বলেছেন: ওকে হবে!! কিন্তু কেমনে??
১৭| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৯
স্বপনবাজ বলেছেন: খুব সুন্দর গল্প।
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
আশিক মাসুম বলেছেন: কবি ভাই কেমন আছেন ?
১৮| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
এ্যাপোলো৯০ বলেছেন: ইচ্ছা থাকলে উপায় হয়.............. দেখা যাক তুমি কোনো উপায় বের করতে পারো কিনা
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
আশিক মাসুম বলেছেন: হায়রে তাইলে আর কেমনে
১৯| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
এ্যাপোলো৯০ বলেছেন: ওমাঃ................... কি কেমনে ??
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
আশিক মাসুম বলেছেন: আমি আর কি উপায় খুজুম ??
২০| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: খারাপ কেনু? কি হইছে?
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
আশিক মাসুম বলেছেন: এমনি ভাই শরীর মন ২ টাই খারাপ যাচ্ছে
২১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০
এ্যাপোলো৯০ বলেছেন: আমি কেমনে বলবো !!! ব্লগেই তো বেশ কথা বলা যাচ্ছে
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪২
আশিক মাসুম বলেছেন: এম্নে কি আর হয় , একটা গোপনিয়তা মানে প্রাইবেসি আছেনা
২২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪২
বটবৃক্ষ~ বলেছেন: '' ক্রন্দন রত মেয়ে মানুষ, আর ছিন্তাই কারী। ওদের পরবর্তী একশন কি হবে কেউ ধারনাও করতে পারেনা''
হাসতে হাসতে শ্যাষ!!!
কথা অতিমাত্রায় সঠিক!!!!
থ্যাংস আপনাকে.....ফুসফুসে অক্সিজেনে দারুন ঘাটতি হচ্ছিলো আজকে...
অবশেষে হাসতে পারালম!! ধন্যবাদ মাসুম ভাই.............
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
আশিক মাসুম বলেছেন: আপ্নাকেও অনেক ধন্য বাদ ভাই, সব সময় চেস্টা থাকে আপনাদের জন্য কিছু করার।
অনেক শুভ কামনা থাকলো।
২৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
এ্যাপোলো৯০ বলেছেন: তাইলে আমি এখন কি করবো? জানোই তো আমার মেজাজ অনেক চড়া
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫০
আশিক মাসুম বলেছেন: ফোন ওপেন করো
২৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫০
একজন আরমান বলেছেন:
ভাই এইডা কি গল্প নাকি আপ্নের নিজের আসল কাহিনী?
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
আশিক মাসুম বলেছেন: যখন লিখেছি গল্প ছিলো
তয় এখন অ্যাপলো আইসা আসল কাহিনিতে পরিনত করিইয়াছে
২৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
এ্যাপোলো৯০ বলেছেন: ফোন ওপেন কেনো করবো? আমি কি ফোন ঠিক করার কারিগর নাকি। আর ফোন ঠিকই আছে।কল আসে, যায়
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
আশিক মাসুম বলেছেন: আমি কল দিলাম দুকছেনা কেন তাহলে ?? মজা করো তুমি
২৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:০২
এ্যাপোলো৯০ বলেছেন: তুমি কি আমার দুলাভাই লাগোনি যে মজা করবো কারে না কারে কল দিয়ে আমার নাম কও লজ্জ্বা করে না ?
২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৫
আশিক মাসুম বলেছেন: আহারে এমন রেগে আছ কেন আমি কি করলাম অপরাধ কি ?????
২৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
একজন আরমান বলেছেন:
কি এ্যাপোলো এখন আবার আপ্নের লগে প্রেম শুরু করছে?
২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০
আশিক মাসুম বলেছেন:
২৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:০৩
এ্যাপোলো৯০ বলেছেন: আরমান কি বলতে চাও তুমি
২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০
আশিক মাসুম বলেছেন: মাইর দিমু আরমানরে???
২৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
সত্যি কাহিনী বলেই মনে হল। লেখা নিয়ে কিছু বলার নেই।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫
আশিক মাসুম বলেছেন: জিনা ভাই যান ইমানে কইলাম এই ঘটনা সত্যি নয়
হাবিজাবি কাহিনী লিখলাম
৩০| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৩
বাংলার হাসান বলেছেন: বরাবরের মত দারুন +++++++
২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪১
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ব্রো।
৩১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৯
মাক্স বলেছেন: লেখা ভাল্লাগসে প্লাস!
২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪২
আশিক মাসুম বলেছেন: শুভ কামনা আপনার জন্য
৩২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! আপনার এই লেখাটা বেশ ভালো হয়েছে। দূর্ভাগ্যজনক ভাবে কিছু বানান এর ভূলটা মনে হয় ইচ্ছাকৃত নয়, অনেকটা আঞ্চলিক কথার সাথে সম্পৃক্ত। যেমন 'কোন' কে কোথাও কোথাও, 'কুন' বলে বলে। আবার পড়ায় কে কোথাও 'পরায়' বলে।
এটা যদি বাদ দেয়া যায়, তাহলে আমার মতে বেশ ভালো লিখেছেন।
ভালো থাকবেন। শুভ কামনা।
২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫০
আশিক মাসুম বলেছেন: ভাই আমি সরি, লিখার সময় আসলে অনেক কিছু মাথায় থাকেনা। আর গল্পটা আমি নিয়মিত লিখনা । আশাকরি পরের কোন গল্প এরচে ভাল হবে।
আপনার শুভ কামনায় ধন্য হয়ে আপনাকে বলি, অনেক ভাল থাকবেন
৩৩| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৩
ফারজানা শিরিন বলেছেন: বাসায় নেমে কল ব্যাক করতেই নিলু কেমন যানি সাপের মত ফসসস করে উঠলো, ঐ কুত্তা তুই কই এখন । আমিতো পুরা স্তব্ধ হয়ে গেলাম কাহিনী কি!! আমি মাত্র ক্লাস থেকে বেরিয়ে ওকে বুঝিয়ে বলে বিদায় নিলাম খালারা আসবে আজকে বাসায় যাওয়া লাগবে দ্রুত। আমি বাসায় , নিলু বলে তুই বাসায় না মস্করা করছ ?? তুই কি মনে করিস আমি গ্রাম থেকে আসছি আজকে , আমি কিছু দেখিনা জানিনা?? তুই তোর বারিওয়ালার মেয়েরে কোলে বাসাইয়া নিয়া গেলিনা এই মাত্র??? আর আমার কলটাও ধরষ নাই ধরা খাবি ভয়ে। তুই যদি ইহ জিন্দি গিতে আমারে কল দিসস তোর কলিজা ছিরা আমি ফুটপাতের কুত্তা দিয়া খাওয়ামু, নিলুর কথার উত্তর দেওনের আগেই খালাত বোন রিসা এসে আমার হাত থেকে মোবাইল কেরে নিয়ে বলে কি ব্যাপার সোনা তুমি কোন সতিনের সাথে কথা বল আমাকে রেখে।
হাহাহাহহাহাহাহাহাহা । হাসতেই আছি । আহারে পৌষ মাস । :প
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:২১
আশিক মাসুম বলেছেন: এটা গল্প!! আফসুস বাস্তব জীবনের পুরুটাই চৈত্র মাস
৩৪| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪
স্পাইসিস্পাই001 বলেছেন: "আল্লাহ্ মনে হয় ওরে মরিচ ক্ষেতের মাটি দিয়া বানাইছে।"....
আশিক ভাই চরম মজা পাইছি....... এককথায় সুপার্ব....
ধন্যবাদ এত সুন্দর লেখার জন্য ......নেন একটা আইসক্রিম হয়ে যাক .....
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৫
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে , সত্যি মনে মনে আইসক্রিম খাওয়ার কথা ভাবছিলাম
লিখা হয়না আমাকে দিয়ে, টাও লিখি
৩৫| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৩
এম হুসাইন বলেছেন:
সব কিছু যেন ঠিক থাক হয়ে যায়, এই দোয়া করি।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬
আশিক মাসুম বলেছেন: আল্লাহ্ যেন আপনার দোয়া শুনতে পায় , আমিন।
৩৬| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬
জাকারিয়া মুবিন বলেছেন:
মজাক পাইলাম
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩০
আশিক মাসুম বলেছেন: থেঙ্কু
৩৭| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭
ঘুড্ডির পাইলট বলেছেন: আমরা মিয়া একটা পাইতাম না ! আর আপ্নে দুইখান লয়া ঘুরেন !
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১
আশিক মাসুম বলেছেন: কাপাল সবি কপাল।
৩৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৭
খায়ালামু বলেছেন: তুই তোর বারিওয়ালার মেয়েরে কোলে বাসাইয়া নিয়া গেলিনা এই মাত্র???
পুরা ইজ্জতের লুঙ্গি খুইলা দিছে +++++++++++++++
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫২
আশিক মাসুম বলেছেন: হ ভাই, হাসা কথা
৩৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৬
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ১৭তম ভালো লাগা।+++++
ভাই কিছু বানান ভুল হয়ে গেছে। যদিও বলে লাভ নেই আমি লিখতে গেলে আরো হাজার খানেক বানান বেশি ভুল হবে।
৯নং কমেন্টে মামুন ভাইয়ের পয়েন্ট আউটগুলো আমাকেও ভাবাচ্ছে।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৫
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, বানান ভুল মহামারী আকার ধারন করেছে
ভাবেন দেখেন কোন কুলকিনারা পান নাকি
৪০| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
ভিয়েনাস বলেছেন: হুম বুঝলাম লেখাটা মজা করেই লেখা হয়েছে
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৪
আশিক মাসুম বলেছেন: থেঙ্কু
৪১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:১৮
*কুনোব্যাঙ* বলেছেন: ভালৈ ত পড়লাম বাট কমেন্টগুলা পইড়া কিঞ্চিত কনফিউস হইয়া গেলাম!!!
++++++++
২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:২৫
আশিক মাসুম বলেছেন: হাহাহা আমি নিজেও কনফিউস
৪২| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯
তারছেড়া লিমন বলেছেন: আশিক ভাই গত দুইদিন আমি গ্রামের বাড়িতে ছিলাম তাই এইটা মিস করেছি......আমার মত এই নগন্যকে কেউ কোন সুন্দরতম উপহার উৎসর্গ করতে পারে তা আমার জানা ছিল না।আপনি আমাকে বেধে ফেললেন ভাই।
আর এইটা গানটা শুধু আপনার জন্য........
পথে পথে চলতে চলতে হঠাৎ একদিন থেমে যাব
মেঘলা রাতে লুকিয়ে থেকে রুপোর আলোয় জোৎস্না পাব..
স্মৃতির ব্যাড়া বাধবে যখন পাথর হয়ে আমার মন
বন্ধু তোমায় বলি শোন বুকের জ্বালা সয়ে যাব....
..............................শ্রীকান্ত আচার্য।
পথে পথে
২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২২
আশিক মাসুম বলেছেন: অনেক সুন্দর গান , আমি শ্রীকান্তের গান অনেক শুনতাম এক সময়
আপনি সত্যি আমার ভাল লাগা মানুষ গুলুর একজন ।
অনেক ভাল থাকবেন ।
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
অনীনদিতা বলেছেন: আগে প্লাস দিলাম এখন পড়তে গেলাম
++