নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

**বিভ্রম**

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০৫

প্রজাপতি মন! ঋজু পরিণয় তব

প্রতীক্ষা নিঃসরিত ত্রিকোণমিতি

যেন জীবনের অমিল উপপাদ্য

কিংবা মনুষ্য রসায়নের শেষ যৌগ।



ইউরেনাসের নশ্বর আকাশে

মৃত ফসফরাসের বিক্রিয়ায়

খসে পরা নীলাভ ধূমকেতু,

কিছু রেটিনার তপ্ত মিথস্ক্রিয়া

অথবা পারদের পাহাড় বেয়ে

নেমে আশা এসিড নদী।



অক্সিজেনের তীব্রতর অনাচারে

বিলুপ্ত শব্দের পুঞ্জিভূত নিউক্লিয়াস

রিপুতে আগুনের মৃত স্ফুলিঙ্গ যেন

তুষার ঝরা নিশির সঙ্গম ময় পাথর।













উৎসর্গঃ ''কান্ডারী অথর্ব'' ভাই, একজন সত্যিকারের ভাল মানুষ। ভাল মানুষ গুলু খুব সুখি হয়( আসলে কষ্টরা ছোঁয়ার সাহস পায়না)। সারাজীবন এমনি থাকবেন গুরু ...............।

মন্তব্য ৭০ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৫

যোগী বলেছেন:
উরিবাহ!!
বহুত জ্ঞান গম্ভীর কবিতা !
ভাললাগছে

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৯

আশিক মাসুম বলেছেন: হাহাহা জ্ঞান বেয়ে বেয়ে পরছে ভাই, রাখার যায়গা নাই :P =p~

২| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৬

শায়মা বলেছেন: +++:)

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২১

আশিক মাসুম বলেছেন: বুঝছি আপু তোমার বিভ্রম হইছে , সেজন্য হাসো না???


সকাল সকাল কেন যে এই কবিতা লিখলাম কে জানে ।

৩| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৯

কালোপরী বলেছেন: :)

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৩

আশিক মাসুম বলেছেন: আপ্নেরো সেইম ফ্রব্লেম?? :P :P =p~

৪| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লাগছে তো ইশক স্যরি আশিক ভাই ! ;)

প্লাস। :)

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

আশিক মাসুম বলেছেন: ইশক ছুপতা নেহি ছুপানেছে, তেরে আশিক হো মে জামানেসে :)


অনেক অনেক ধন্যবাদ আপ্পি ভাল থাকবেন।

৫| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫

নির্ঘুম প্রহর বলেছেন: valo laglo

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৬| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ব্রেকফাস্ট কপিতা ।

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

আশিক মাসুম বলেছেন: হ ঠিক, এখন থেকে এমন সব কপিতা লখুম বানান ভুল হপে না :)

৭| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

এরিস বলেছেন: :| :| কিচ্ছু বলার নাই।

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১২

আশিক মাসুম বলেছেন: কেনু?? একটা কিছু বলতেন B:-)

৮| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

একজন আরমান বলেছেন:
ভাই আপনার কবিতা তো দুর্দান্ত থেকে দুর্দান্ততর হতে যাচ্ছে।

উৎসর্গঃ ''কান্ডারী অথর্ব'' ভাই, একজন সত্যিকারের ভাল মানুষ।
সহমত।
শুভকামনা রইলো ঢের, এই ভালো মানুষটির জন্য। :)

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

আশিক মাসুম বলেছেন: আরমান ভাই , আপনাকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা তো থাকলই। ভাল থাকবেন সব সময় ।

৯| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

নেক্সাস বলেছেন: প্রজাপতি মন! ঋজু পরিণয় তব
প্রতীক্ষা নিঃসরিত ত্রিকোণমিতি
যেন জীবনের অমিল উপপাদ্য
কিংবা মনুষ্য রসায়নের শেষ যৌগ।


প্রতিটা কথা মন ছুয়ে যায়। উপমার সুগভীর উপস্থাপনা।

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

আশিক মাসুম বলেছেন: নেক্সাস ভাই , আপনাকে দেখলেই আমার ভয় লাগে। মনে হয় মাইর দিবেন :P :P একবার কি হইছে জানেন?? সামুর আপুদের নিয়া অনু কাব্য লিখেছিলাম , একজন আমাকে বলল নেক্সাস একটা মেয়ে ।সব আপুদের মাঝে তো আমি পানার দিয়ে দিছি। হায়রে সবার সেকি হাসাহাসি, দুর্জয় ভাই পরে কমেন্ট করছে নেক্সাস ভাইগো দেইখা যাও আশিক ভাই তোমারে মেয়ে বানিয়ে ফেলচ্ছে =p~ =p~ :P :P :P



ভাল থাকবেন , শুভ কামনা থাকলো।

১০| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

তারছেড়া লিমন বলেছেন: অসাধারন লিখেছেন ভাই.....আর উৎসর্গ টা ও দারুন হয়েছে..... ++++++++++++++++

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

আশিক মাসুম বলেছেন: আপনাকে ৭/৮ টা ধইন্যা দিলুম ,চিবুতে চিবুতে বাসায় চলে যান :)

১১| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

জাকারিয়া মুবিন বলেছেন:
খুব ভাল লাগলো।

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০

আশিক মাসুম বলেছেন: মুবিন ভাই অনেক শুভ কামনা থাকবেন।

১২| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি উৎসর্গ পত্র দেখে পুরাই টাস্কিত হলুম।

কবিতার শব্দ চয়ন এবং অর্থের গভীরতা অসাধারন, দুর্দান্ত এবং চরম চরম চরম।

+++++++++++++++++++++++

একজন আরমান ও তারছেড়া লিমন ভাইও দেখি কিসব কইতাছেন আমার কান্দুন আইয়া পরছে ওরে মাসুম আমারে আর কান্দাইস না রে ভাই।


এমন কবিতা প্রিয়তে না নিয়ে কি পারা যায় আর এই কবিতাটি আমার শেষ পর্বে কাজে লাগাব।

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

আশিক মাসুম বলেছেন: হাহাহা কোথাও কেউ একবিন্দু মিথ্যা বলেনি :)

১৩| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ব্রো ।

১৪| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩

অনীনদিতা বলেছেন: বাপরে!! মাথা ঘুরে গেছে B:-)
কবিতায় ৯৯ টা কম ১০০ টা ভালো লাগা দিলাম:)
এর বেশি দিতে দেয়না:(




২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

আশিক মাসুম বলেছেন: হুম বেশী বেশী ++++ দেওয়ার সিস্টেম কি করে করা যায় সেটা নিয়ে মডুদের কাছে জোরাল দাবী জানাবো :)

১৫| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

বটবৃক্ষ~ বলেছেন: ভাল মানুষ গুলো খুব সুখি হয়( আসলে কষ্টরা ছোঁয়ার সাহস পায়না)।

সত্যি, তাই বুঝি??? এটা হলেই ভালো....:(:(

কবিতা তো চরম !! :-B

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ
অনেক অনেক ভাল থাকবেন।

১৬| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬

এরিস বলেছেন: কথা নাই আপনার সাথে।

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

আশিক মাসুম বলেছেন: কেন কি করেছি আমি ?

১৭| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২

বাংলাদেশী দালাল বলেছেন: নিউটনের কয় নাম্বার সূত্র বুঝতে পারতা ছিলাম না।

এন্টেনায় কেচ করতাছিল না।

উৎসর্গ পাত্র দেখলাম।

আবার পরলাম।

এলা পুরা ক্লিয়ার HD প্রিন্ট ।

পেলাস।

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

আশিক মাসুম বলেছেন: হাহাহা আপনার কমেন্ট পড়ে হাসতেই আছি।

১৮| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

স্পাইসিস্পাই001 বলেছেন: এত্ত গভীর চিন্তা .......

মন্তব্য কি করবো কিছু বুঝে উঠতে পারছি না... বিভ্রম হয়েছে মনে হচ্ছ

ধন্যবাদ আশিক ভাই>...

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০

আশিক মাসুম বলেছেন: সত্য বিভ্রম হলে আমার কবিতা সার্থক ,


অনেক অনেক ভাল থাকবেন ।

১৯| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

আরজু পনি বলেছেন:

ভালো লাগা রইল।।

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

আশিক মাসুম বলেছেন: আপু অনেক অনেক ধন্যবাদ।

২০| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫০

ফালতু বালক বলেছেন: ইউরেনাসের নশ্বর আকাশে
মৃত ফসফরাসের বিক্রিয়ায়
খসে পরা নীলাভ ধূমকেতু,
কিছু রেটিনার তপ্ত মিথস্ক্রিয়া
অথবা পারদের পাহাড় বেয়ে
নেমে আশা এসিড নদ

শব্দ চয়নে +++++ খুব ;)

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২২

আশিক মাসুম বলেছেন: শুভ কামনা আপনারা জন্য।

২১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

মুনসী১৬১২ বলেছেন: ভালো লাগল

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

আশিক মাসুম বলেছেন: ভাল থাকবেন সব সময়।

২২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ছুঁয়ে গেলো ... অনেক ভালো লাগা ভাইয়া !




+++++++++++

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

আশিক মাসুম বলেছেন: রাজকন্যার পদ চারনায় ধন্য হলো ব্লগ :)


ভাল থাকবেন।

২৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

যেন জীবনের অমিল উপপাদ্য
কিংবা মনুষ্য রসায়নের শেষ যৌগ।


সুন্দর!!!

ভাললাগা রেখে গেলাম।

++++++



ব্লগে আমন্ত্রণ রইলো মাসুম ভাই।

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

আশিক মাসুম বলেছেন: আমন্ত্রণ গ্রহণ করিলাম।

ধন্যবাদ ভাল থাকবেন।

২৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৯

স্বপনবাজ বলেছেন: অসাধারণ !

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

আশিক মাসুম বলেছেন: :P =p~

২৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৩

বোকামন বলেছেন: যৌগিক ভালোলাগা ..
এত্ত কঠিন ভাষা কেন !

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

আশিক মাসুম বলেছেন: ধীরে ধীরে পৃথিবীটাই কঠিন হয়ে যাচ্ছে, কবিতার আর কি দোষ ,

২৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৬

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর । অনেক বেশি সুন্দর ।

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ, অনেক বেশী ধন্যবাদ :)

ভাল থাকবেন ।

২৭| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৩০

বাংলার হাসান বলেছেন: দারুন

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ।

২৮| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

শান্তা273 বলেছেন: প্রজাপতি মন! ঋজু পরিণয় তব
প্রতীক্ষা নিঃসরিত ত্রিকোণমিতি
যেন জীবনের অমিল উপপাদ্য
কিংবা মনুষ্য রসায়নের শেষ যৌগ।

অসাধারন লেগেছে লাইন গুলো।

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

আশিক মাসুম বলেছেন: সত্যি নাকি :)


শুভ কামনা থাকলো।

২৯| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

ফারজানা শিরিন বলেছেন: ''কান্ডারী অথর্ব'' ভাই, একজন সত্যিকারের ভাল মানুষ। ভাল মানুষ গুলু খুব সুখি হয়( আসলে কষ্টরা ছোঁয়ার সাহস পায়না)। সারাজীবন এমনি থাকবেন গুরু ...............

ভালোমানুষগুলো কষ্টকে হাসিতে সাজাতে পারে ।

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

আশিক মাসুম বলেছেন: ঠিক তাই।

ভাল থাকবেন আপু।

৩০| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৩

ভিয়েনাস বলেছেন: কবিতা সুন্দর হয়েছে :)

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ব্রো।

৩১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:১০

মামুন রশিদ বলেছেন: প্রজাপতি মন! ঋজু পরিণয় তব
প্রতীক্ষা নিঃসরিত ত্রিকোণমিতি
যেন জীবনের অমিল উপপাদ্য
কিংবা মনুষ্য রসায়নের শেষ যৌগ।


বাহ, খুব চমৎকার । দুর্দান্ত ;)

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

আশিক মাসুম বলেছেন: :P =p~ B-)


ধন্যবাদ।

৩২| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ১৯ তম ভালো লাগা

অক্সিজেনের তীব্রতর অনাচারে
বিলুপ্ত শব্দের পুঞ্জিভূত নিউক্লিয়াস
রিপুতে আগুনের মৃত স্ফুলিঙ্গ যেন
তুষার ঝরা নিশির সঙ্গম ময় পাথর।

সুন্দর

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৬

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই , ভাল থাকবেন।

৩৩| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। দূর্দান্ত।

২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৫

আশিক মাসুম বলেছেন: :#> :!> =p~

৩৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

ফারজানা শিরিন বলেছেন: আবার পড়লাম ^_^

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

আশিক মাসুম বলেছেন: =p~ =p~ :P মজা করেন ।

৩৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭

শ্রাবণ জল বলেছেন: ভাল লেগেছে। :)

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩

আশিক মাসুম বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, শুভ কামনা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.