নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের প্রোফাইল থেকে তুলে আনা কিছু কথা( ৫ম পর্ব)

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৭

আমার মন খারাপ!!! যে কারো কাছ হতে এমন টা শুনলেই আমরা উদগ্রীব হয়ে জান্তে চাই কেনো মন খারাপ??!! ওপাশ থেকে উত্তর আসে মন খারাপ এটা জানি কিন্তু কেন মন খারাপ সেটা জানিনা। মানুষের মন খারাপ হবে আর সে জানবেনা এটা কোন দিনি পসিবল না। মন খারাপ ব্যপারটা মানুষের নিজের সৃষ্টি। আসলে মানুষ নিজেই ঠিক করে তার কখন মন খারাপ করা উচিৎ। প্রত্যেকটা মানুষ একটা স্ট্রাকচার ফলো করে, কি কারনে তার মনে হবে যে মন খারাপ হয়েছে। যদি সেটা সে না জানে তাহলে মন খারাপটা আসবে কোথা থেকে :) :P;)









এই পর্বেটা অনেক তারাহুরু করে করেছি, সো ভাল হবার পসিবিলিতি খুব কম :DB-)



















(১)এ্যাপোলো৯০ঃ



পথে যেতে কষ্ট হয়,পথের একপাশে বসে থাকি।গভীর গাছের ছায়ার নিচে পরে থাকি শুকনা পাতার মতন



(২) যোগীঃ



গরিব থাক,

মূর্খ থাক,

অবশ্যই পথে থাক।



(৩) এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণাঃ



YOU'RE LOOKING AT ME BUT I'M LOOKING THROUGH YOU



(৪) জাকারিয়া মুবিনঃ



"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন,

ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন।

ধিক ধিক করে তারে কাননে সবাই,

সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"



(৫) সানড্যান্সঃ



এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!

জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুম

প্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতে

ব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!

এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়ে

সারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।



(৬) মাতবারঃ



YOU CAN DO ANYTHING, BUT NOT EVERYTHING



(৭) ভিয়েনাসঃ



মেঘরংগা চোখে লজ্জা তার বাসা বাধে...



(৮) আরিলঃ



a life devoted to inclusiveness, imagination, curiosity and engagement. i love people, our environment and the world.



(৯) নেক্সাসঃ



হৃদয়ের আকাঙ্ক্ষার নদী ঢেউ তুলে তৃপ্তি পায়--ঢেউ তুলে তৃপ্তি পায় যদি, তবে ওই পৃথিবীর দেয়ালের 'পরে লিখিতে যেও না তুমি অস্পষ্ট অক্ষরে অন্তরের কথা;



(১০) নিমচাঁদঃ



পুড়ছিল ওই শ্মশান ভরে কাঠের রাশি, পুড়তে আমি ভালোবাসি, ভালোইবাসি।



(১১) রোকসানা লেইসঃ





প্রকৃতি আমার হৃদয়........

স্রোতের অজানা টানে

সমুদ্র বালিয়ারি বেয়ে বোহেমিয়ান-

গৃহকোন জীবন যাপন ফেলে চলে যায়

তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও

জোছনা গলে হারিয়ে যায় সুখ ।

আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায়

অচেনা সবুজ দিগন্ত



(১২) জালিস মাহমুদঃ (শুরুই তো হয়নি শেষ কি করে হবে বলো !)





জ্যোৎস্নায় অজানা পথ চলা ! এখানে আছে যে মোর ভালোবাসা ........



(১৩)ইসরা০০৭ঃ(মেঘের কোলে ভাসিয়ে দিলাম আমার যত কল্পনা )



বেদনার নীলটূকু লুকিয়ে যত

তোমাকে পেয়েছি কাছে তত

জোছনা ছুঁইয়েছ পৃথিবী আমার

বিষাদ বিধুর।



(১৪) বাংলাদেশী দালালঃ



একলা মানুষ মাতৃ গর্ভে একলা মানুষ চিতায় একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ পিতায় আর, মধ্যে খানে বাকিটা সময় একলা না থাকার অভিনয়



(১৫) সোহাগ সকালঃ



আমার ব্লগ আমি আমার ডায়েরীর মতো করে ব্যবহার করি। এখানে আমি একটা গল্প অথবা কবিতা লিখতে পারি, অথবা আজকে কিসের তরকারী দিয়ে ভাত খেলাম, সেইটাও লিখতে পারি।।



(১৬) অমৃত সুধাঃ



বোধের জায়গায় অবোধের বসবাস ....



(১৭)অচেনা রাজ্যের রাজাঃ



উত্‍কন্ঠিত জীবনের পরিবর্তনে লিপ্ত থাকা প্রত্যেকটি মুহূর্তের ভীড়ে, চিরন্তন সত্যের রজ্জু আঁকড়ে ধরে রাখাটা অনেকের চিত্তচালনার অভ্যন্তরে পরিভ্রমণ করতে অক্ষমতা প্রকাশ করে; যার দরুন ক্রমশ উত্তরকালের জন্য আমরা আসক্তি হারিয়ে ফেলছি। এর পরিসমাপ্তি যে ভয়ঙ্কর তাও জোড়াতালির কথার কুন্ডলী দিয়ে ভুলতে বসেছি!



(১৮)মামদোভুতঃ



স্মৃতির খেরোখাতা খুলে দেখো, হয়তো পাবে আমায়।



(১৯)বিবাগী বাউলঃ(বার বার নিহত হব তোমার অবর্তমানে)



যদি ঠাঁই দিলে তবে কেন আজ হৃদয়ে দিলে না প্রেমের নৈবদ্য



(২০) ট্রিপল ইঃ



দুনিয়ায় শেখার জন্য সময়টা খুব অল্প।



(২১) আথাকরাঃ



এগিয়ে যেতে চাই নিজের চেস্টায় কারও করুনায় নয়



(২২)নীল অভ্রঃ



স্বপ্ন তাড়া করে ফিরি, নতুন দিন মানেই নতুন কিছু, দিন বদলের বিশ্বাসে নিশ্বাস নিই, সুদিনের অপেক্ষায়.।.।



(২৩)তিথির অনুভূতিঃ(তবুও বেঁচে আছি )



জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক **



(২৪) টাইম পাসঃ



মনকে আমি যত চাইযে বুঝাইতে, মন আমার চায় রংয়ের ঘোড়া দৌড়াইতে। (আমার চেরাগ এ আলো কম তাই আলোর আশায় ব্লগ এ ঘুরি )



(২৫) সেলিম আনোয়ারঃ



বেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।



(২৬)ম্যাভেরিকঃ



শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।



(২৭)ধূসর পানিপোকাঃ



আমাদের অস্তিত্ব আমাদের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত এবং সঙ্গায়িত।আমাদের অভিজ্ঞতা আমাদের গঠন করে।রূপ দেয়।এ রুপ পরিবর্তনশীল।আমি বিশ্বাস করি যে, পরিবর্তন ই একমাত্র অপরিবর্তনশীল ঘটনা।তাই পরিবর্তন ই সামনে চলার পথ।আর বেঁচে থাকার জন্য প্রয়োজন ভালোবাসার ক্ষমতা আর স্বাধীনতার আনন্দ।এ দুটো ছাড়া আমরা অস্তিত্বের সংকটে পড়ি।পানিপোকারা পানির উপরে ভেসে বেড়ায়।বিদীর্ণ করেনা।পানি কি জানে না।



(২৭) নষ্ট শয়তানঃ



দেশ কে ভালবাসি এই যদি হয় আমার অন্যায় তবে আমি অপরাধী



(২৮) তাজা কলমঃ



সেই কবে ... সভ্যতার আদিলগ্নে সূচিত হয়েছিল নিজেকে জানার অদম্য বাসনা। গ্রিক দর্শনের ‘know thyself’ কিংবা ভারতবর্ষের প্রাচীন দার্শনিকদের, “আত্মনাং বিধি”–র উত্তর আজো মেলেনি লাখো লাখো বছরের মানব ইতিহাসে। এই আত্মঅন্বেষণই তাজাকলমের জীবন তপস্যা। তবে নিজেকে জানার সাধনা বৈরাগ্যের পথে নয় বরং মানুষের সাথে থেকে, মানুষকে ভালোবেসে, মানুষের মাঝেই তাজা কলম খুজেঁ পেতে চায় আপন অস্তিত্বের ভূভাগ। তবুও তাজা কলম পৃথিবীতে এক গৃহী সন্নাসী কারন সে নিয়ত খুজেঁ ফিরছে শূণ্য খেকে আসা এবং শূণ্যতেই বিলীন হওয়া মানব জীবনের গুঢ় রহস্য।



(২৯)তানভীর৪২৭ঃ



"জীবন হয়তো বা আমাকে দুঃখ পাওয়ার ১০টি কারন দেখায় কিন্তু আমি জীবনকে উপভোগ করার ১০০টি কারন দেখাই"



(৩০) অলওয়েজ ড্রিমঃ



জোরে-সোরে মহব্বতের সাথে স্বপ্ন দেখুন। স্বপ্নই সম্ভাবনা। “A dream you dream alone is only a dream. A dream we dream together is reality”.



(৩১) সালাউদ্দিন আহমেদঃ



সত্য একদিন প্রকাশ পাবেই, আমি না করলে আপনি করবেন, না হলে আরেকজন করবে। প্রকাশ হবেই



(৩২) স্বপ্ন পথঃ



অঝোর ধারায় নেমে খরাকে মুক্তি দিয়ে, মুক্ত করবো শিকলে বিদ্ধ সিক্ত নয়ন । আর নয় নিয়তির নির্মমতায় পদদলিত হওয়া, কন্টাকীর্ণ অথৈ সাগর পাড়ি দিয়ে আনব ছিনিয়ে মুক্তির রক্তিম সূর্য ।



(৩৩) চিরতার রসঃ



আসুন অন্যের বিচার করার আগে আয়নায় নিজের চেহারাটা দেখি।





(৩৪) গিরিবাজঃ



মর্মান্তিক এবং ভয়াবহ কিছু করার প্রত্যাশায় আছি.....



(৩৫) মাথালঃ





জীবন আসলে চিল্লাপাল্লা ছাড়া কিছুই না। সেটাই করতে চাই, মনের সুখে, ইচ্ছা মতন।



(৩৬) নাহিদ তানভীরঃ



জঞ্জাল যত আটকে থাকুক হৃদয়ের মাঝখানে, কিছু সুর ফেরাতে পারে সম্ভাবনার তানে, তাই সঙ্কুচিত কোরোনা হে অফুরন্ত ডালা, প্রাণে খুশির ঢেউ জাগিয়ে সাজাও নতুন পালা



(৩৭) ফজলে আজিজ রিয়াদঃ



পিছু আর ফিরে চাইবোনা বারবার ভাবি,

আর একবার শেষবারের মত আবার পিছু ফিরি।



(৩৮) bappyalmamunঃ



একজন সৃষ্টিকর্তা অগণিত নাম। তাঁর নাম ধরে ডাকাই ধর্ম । হৃদয়ে লালন করাই ধর্ম।



(৩৯) মাহমুদুল হাসান কায়রোঃ



পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার।



(৪০) িজহ৭০০৭ঃ



যা হতে পারিনি তা হওয়ার নিরন্তর চেষ্টা.........................



(৪১) পেন্সিল স্কেচঃ



মহাকালের পথ যাত্রায় ক্ষণিকের যাত্রি, এই পথে হাঁসি কান্না আনন্দ বেদনা.... !



(৪২) এ এক অন্য আইঃ



আমি নেই তাদের সাথে, যারা নিজকে ভাবে সম্মানী আর পরকে ভাবে বাজে----



(৪৩) রাকিবুল৯০ঃ



ভাবনার কোন নির্দিষ্ট ঠিকানা নেই। কোন শুরু নেই কোনো শেষ নেই। ভাবনা ঠিকানাহীন, ভাবনা লক্ষ্যহীন। ভাবনা চলছে.।.। ভাবনা চলবে.।.। ইচ্ছে মতন। নিজের মতন।



(৪৪) ব্ল্যাক নাইটঃ



মুহুর্তকে বিনোদন ভাবতে চাই!



(৪৫) মুসাফির... ঃ



তার্কিক দুই প্রকার: সু-তার্কিক আর কু-তার্কিক...



(৪৬) শান্ত কুটিরঃ (তোমার স্বদেশ লুট হয়ে যায় প্রতিদিন প্রতিরাতে, বিরুদ্ধতার চাবুক ওঠাও হাতে )



প্রতিটাদিন অসম্ভব রকম বৃত্তাকার গড়াতে গড়াতে যেখানে শুরু আবার সেখানেই শেষ



(৪৭) সাধারণমানুষঃ (অলস মস্তিস্ক বহু বান্দরামীর উর্বর ভূমি )



আমি একটা ছোট্ট শক্ত বুলডোজার হতে চাই, যাকে কোন দেয়াল থামাতে পারবে নাহ.......বাচতে চাই মানুষের মত .......জনিনা পারবো কিনা তবুও মনেপ্রাণে চাই



(৪৮) জেমস বন্ডঃ



আমার একটা ভাল নাম ছিল - "আকাশ" যতদিন তুমি ছিলে



(৪৯) নস্টালজিকঃ



আমি যখন স্বপ্ন দেখি,

আকাশ তখন হাওয়াই মিঠাই রঙ!



(৫০) আন্তিলাঃ

আমি মানুষ তাই সবাইকে মানুষই ভাবি এবং মানুষের মত বেচে থাকা আমার অধিকার।





আগের পর্ব গুলু যারা মিস করেছেন তাদের জন্যঃ





৪র্থ পর্ব



৩য় পর্ব



২য় পর্ব



১ম পর্ব

মন্তব্য ১৪৪ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১৪৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:২২

দুঃখিত বলেছেন: ভালো উদ্যোগ ভাই :) চালিয়ে যান পিছে আছি সবসময় :)

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩১

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রো, আর কত এটা ৫ম পর্ব :)

২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমারটা আছে :) মন খারাপ ও ১ নাম্বারের মানুষের সাথে জড়িত একটা ছবি। আমি এঁকেছি।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩২

আশিক মাসুম বলেছেন: আমার জন্য একটা আকনা আপু :(

৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৭

ফালতু বালক বলেছেন: আমি একটা ছোট্ট শক্ত বুলডোজার হতে চাই, যাকে কোন দেয়াল থামাতে পারবে নাহ.......বাচতে চাই মানুষের মত .......জনিনা পারবো কিনা তবুও মনেপ্রাণে চাই

ভালা পাইলাম।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৩

আশিক মাসুম বলেছেন: আফনেকে ভাল পাওয়াতে ফেরে মোর সুখ সুখ লাইগচে :)

৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৩

নষ্ট শয়তান বলেছেন: করছেন কি ভাই এই পাপীর টাও দিয়া দিলেন।

চোখে পানি এসে গেল। ব্লগে তো আমি ব্রাত্যজন।

ভাল থাকবেন ভাই

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৯

আশিক মাসুম বলেছেন: ব্রাত্যজন !! ??? অত হিসেব জানিনা ভাই । যত দিন এই ব্লগে আমি থাকবো , সবাই আমার প্রিয় হিসেবেই থাকবে । সব্বাইকে সম্মান করবো, মন থেকে ভাল বাসতে চেষ্টা করব।



অনেক ভাল থাকবেন ।

৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৪

টানিম বলেছেন: আমি ণেই নেই রে , যেনো হারিয়ে গেছি !!!

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

আশিক মাসুম বলেছেন: ঐ মিয়া খুজে দেখেন কোন এক পর্বে আপনার স্ট্যাটাস দিয়েছিলাম আমি ।

৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৫

মাক্স বলেছেন: বরাবরের মতই খুব ভালো লাগলো!
স্বর্ণা, আপনার আঁকা ছবিও সুন্দর হৈসে। দশে সাড়ে নয় ;)

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪১

আশিক মাসুম বলেছেন: মাক্স ভাই গো আফাক ইকটু বইলে দেইন আমার এক্ষান আকি দিবার লাগি :'(

৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৯

s r jony বলেছেন: নেন আমারটাও দিয়া দিলাম

অনুকরন নয়, অনুসরন নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন,

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২১

আশিক মাসুম বলেছেন: হাহাহা জনি ভাই আমি আফনেরটা জানি :P



আমার প্রিয় ব্লগারদের নিয়ে একটা পোষ্ট সাজাচ্ছি , ওখানে আপ্নারটা থাকবে :)

৮| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৭

স্বপ্নখুঁজি বলেছেন: ভালো লাগলো।পিলাচ।

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২২

আশিক মাসুম বলেছেন: হাহাহাহা পিলাচের জন্য ২টা এলাচ নিয়ে যান । :)

৯| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৪

জেমস বন্ড বলেছেন: আহা! ! মুকে ও টেনে আনলেন. :D

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৩

আশিক মাসুম বলেছেন: জি বন্ড সাহেব , না টানিলে তো আসবেন্না কি করুম :P =p~

১০| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৫

শিপন মোল্লা বলেছেন: চমৎকার। বড় মানুষের বড় কাজ।

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৩

আশিক মাসুম বলেছেন: ভাই লজ্জা দিচ্ছেন কেনে :)

১১| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২০

সরকার৮৪ বলেছেন: ++

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৪

আশিক মাসুম বলেছেন: সরকার সাহেব ধন্যবাদ, সরকার রা তো বিরাট সেলিব্রেটি আফনেও সেই সরকার নাকি :)

১২| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০০

দাদুভাই বলেছেন: অসাধারন কাজ করলেন:)

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৫

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদু ভাই । আপনাকে মনে থাকবে :)

১৩| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: লেখক বলেছেন: আমার প্রিয় ব্লগারদের নিয়ে একটা পোষ্ট সাজাচ্ছি , ওখানে আপ্নারটা থাকবে।

এভাবে না বললেও পারতেন /:)

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৫

আশিক মাসুম বলেছেন: উফ আপু তুমি এতো প্যচাও কেন??? নিঃসন্দেহে আমার প্রিয় ব্লগারের তালিকায় তুমি উপরের দিকে, ফর কাইন্ড অফ ইউর ইনফরমেশন আপনি আমার প্রথম অনুসরণ করা ব্লগার। আমার প্রিয় ব্লগার রা ব্যক্তিগত জীবনে কে কেমন তা নিয়ে আমি একটা পোষ্ট দিব আমি সেটার কথা বলেছি। এবং অবশ্যই সেখানে তোমার নাম থাকবে। সবচে বড় সত্যি কথা আমি ব্লগে একটিভ হওয়ার পেছনে তোমার হাত আছে ( যদিও সেটা তুমি জাননা :) ) এখন যেটা করতে বলেছি সেটা করো। আমার একটা ছবি আকো =p~ :P :P :P

১৪| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: কবি বলেছেন, ব্যাক্তি হোক যেমন তেমন প্রোফাইলের উক্তি হোক ভালো।

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪৯

আশিক মাসুম বলেছেন: কবির খাইয়া কাম নাই কি আর করবে :)

১৫| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
আফসোস ... আবার মাসুম ভাইর লিস্টে নাম নাই। :(


;)

চালিয়ে যান।

+++

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১৭

আশিক মাসুম বলেছেন: জি চালাতে তো হবেই, তানা হলে লিস্টে নাম আসবে কেমনে :)

১৬| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৬

হ্যাজাক বলেছেন: হ্যাজাকের কতা কুনু খানে লেকা আচে নি?

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৭

আশিক মাসুম বলেছেন: খুইজা দেখেন :)


না থাকলেও থাকবে ।

১৭| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৫

শান্তা273 বলেছেন: ভালো লাগছে।
চালিয়ে যান।
শুভ কামনা।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৮

আশিক মাসুম বলেছেন: হাহাহাহাহা জি চলছে তো :P :P


অনেক ভাল থাকবেন :)

১৮| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৮

কালোপরী বলেছেন: আমি কোন পর্বই মিস করি না


তবে আমার নামটা বড় বেশি মিস করছি :P ;)

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

আশিক মাসুম বলেছেন: হাহাহাহা আপনার নাম তো হৃদয়ে রেখেদিলাম :P =p~


প্রথম ২ পর্ব চেক করে দেখতে পারেন আপনার নাম থাকতে পারে :)



অনেক ভাল থাকবেন ।

১৯| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১০

এরিস বলেছেন: 34, 37 Looks great.
Introduction is nice and logical.. But who cares about this? Do you own??

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

আশিক মাসুম বলেছেন: আমি যখন লিখেছি , আমি মনে হয় কেয়ার করার কথা :P



২০| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৯

আরজু পনি বলেছেন:

নাহ আমার নাম নাই! /:)
তাও ভালো কাজে সাধুবাদ জানাই। :)

চালিয়ে যান, শুভকামনা রইল।।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

আশিক মাসুম বলেছেন: হাহাহাহা অপেক্ষার ফল মিষ্টি হয়, আপু নাই তো কি হয়েছে । ইনশাল্লাহ থাকবে ।


অনেক অনেক ভালো থাকবেন।

২১| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪০

একজন নিশাচর বলেছেন: ভাল উদ্যোগ।

চালিয়ে যান।

অনুসরনে রাখলাম আপনাকে।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা থাকলো ভাই।


চালিয়ে যাবার ইচ্ছে আছে ।

২২| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩

সাজিদ ঢাকা বলেছেন: উম ম ম ম পোষ্টে +++++++

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ সাজিদ ব্রো ।


শুভ কামনা আপনার জন্য।

২৩| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১২

সেলিম আনোয়ার বলেছেন: আমি এখনো বেচে আছি.স্বপ্ন দেখি....জীবনটা উপভোগ করি...জীবনটা কত সুন্দর!আমার মতো সামান্য একজন তালিকায় যুক্ত হয়ে লজ্জা পাচ্ছি মানুষজন ভাববে কি?চলুন বেচে থাকি অপরের জীবন ও রাঙিয়ে দিই প্রেমে ভালবাসায় আর ভাললাগায়।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

আশিক মাসুম বলেছেন: মানুষের ভাবনা নিয়ে নাই ভাবলাম , কবি দের আমি ভাই পাই। আর প্রেমিক কবি হলে তো কথাই নাই। হাহাহাহা


চলুন বেচে থাকি অপরের জীবন ও রাঙিয়ে দিই প্রেমে ভালবাসায় আর ভাললাগায়।



অনেক অনেক ভাল থাকবেন।

২৪| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৮

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: বলি দাদা আমার নামখানাও দেখি আছে।

+++++

ধন্যবাদ। B:-)

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

আশিক মাসুম বলেছেন: আছে মানে কি মিয়া, এমন স্ট্যাটাস না থাকলে আমার সকল চেষ্টা বৃথা।



অনেক শুভ কামনা থাকলো আপনার জন্য :)

২৫| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

মামুন রশিদ বলেছেন: মন খারাপ একটা ছুঁয়াচে ব্যাপার, একজনের মন খারাপ ছুঁয়ে যায় অন্যের মন । ভূমিকায় মন খারাপের আভাস পেলাম, যথাশীঘ্র ভালো হয়ে যাক আপনার মন ।



পোস্ট যথারীতি আগুনে, ভালো লাগলো ।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

আশিক মাসুম বলেছেন: নানা আমার মন খারপ না ভাই , আমি আমার একটা চিন্তার কথা বললাম কেবল।
আপনার ফেবু নাই?

২৬| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

শীলা শিপা বলেছেন: আপনার প্রোফাইলের কথাটা কোন পর্বে দিয়েছেন?

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪

আশিক মাসুম বলেছেন: আফসুস নিজের কথা তো তাই দাম নাই :)

২৭| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫

একজন আরমান বলেছেন:
YOU CAN DO ANYTHING, BUT NOT EVERYTHING


দারুন।
চালিয়ে যান ভাই।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৪

আশিক মাসুম বলেছেন: জলছে ভাই।

২৮| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১২

সত্যাশ্রয়ী বলেছেন:
এই নিয়ে পুরান একটা প্লাসিত পোস্ট

সামহোয়ারইন-প্রোফাইলস! সামহোয়্যারইনের ব্লগারদের মজার এবং অন্যান্য যত ব্যানার আর প্রোফাইল লেখা... :-B

দেখতে পারেন

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য। ভাল পোষ্ট ছিলো , আমি দেখিনি আগে এটা।

২৯| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চলতে থাকুক এই প্রয়াস +

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:০০

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আলাউদ্দিন ভাই, অনেক ভাল থাকবেন ।

৩০| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

বৈরাম খাঁ বলেছেন: পারলে আমার টা দিয়েন :-B

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৩

আশিক মাসুম বলেছেন: আপনারটা আগের পর্বে দিয়ে দিয়েছি তো :)

৩১| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২২

জিয়া চৌধুরী বলেছেন: চালাইয়া যান।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৩

আশিক মাসুম বলেছেন: চেষ্টা করছি ভাই।

৩২| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪

অনীনদিতা বলেছেন: হৃদয়ের আকাঙ্ক্ষার নদী ঢেউ তুলে তৃপ্তি পায়--ঢেউ তুলে তৃপ্তি পায় যদি, তবে ওই পৃথিবীর দেয়ালের 'পরে লিখিতে যেও না তুমি অস্পষ্ট অক্ষরে অন্তরের কথা;



মন ভালো হয়ে গেছে;):)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৪

আশিক মাসুম বলেছেন: তা কে মন ভাল করে দিলো?

৩৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

জাকারিয়া মুবিন বলেছেন:

আহেন বুকে আহেন।

৪ লম্বরে আমার নাম দেখসি। :)

প্রিয়তে নিলাম।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৭

আশিক মাসুম বলেছেন: হাহাহাহা মুবিন ভাই , আমার ইচ্ছে সকল ব্লগারদের স্ট্যাটাস দেওয়া হ্লেই আমার এই সিরিজের সমাপ্তি ঘটবে।

৩৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭

মামুন রশিদ বলেছেন: আমার ফেবু লিংক ।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৯

আশিক মাসুম বলেছেন: এডাইলাম :)

৩৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২২

স্বপনবাজ বলেছেন:
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!
জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুম
প্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতে
ব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!
এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়ে
সারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।
+++
অনেক সুন্দর হয়েছে ! আমার স্ট্যাটাস বদলে দিবো ! নতুন ডা কি থাকবো !

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:১১

আশিক মাসুম বলেছেন: জি ভাই অবশ্যই, পরিবর্তিত অংশ নিয়ে একটা পর্ব করার ইচ্ছে আছে :)

৩৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৬

নিমচাঁদ বলেছেন: আমার ভেতরের তুলুম পোড়াটা তুলে আনবার জন্য আশিকের প্রতি কৃতজ্ঞতা।
ব্রো, আপনার লেখা মিস করলাম কিভাবে ?

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:১৩

আশিক মাসুম বলেছেন: আরে ধুর আমি কি আর লিখি তা মিস করার কিছু নাই।



আপনাকে অনেক ধন্যবাদ।

৩৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৭

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নার এই সিরিজ ব্লগার দের উতসাহ দেয় । :)

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

আশিক মাসুম বলেছেন: আপনার কমেন্ট আমাকে উৎসাহ দেয় :)

৩৮| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৬

স্পাইসিস্পাই001 বলেছেন: ""জীবনেরটানে স্বপ্নেরখোজে
খুজে ফেরা নিজের প্রান,
তবু আমি ছুটে চলি
স্পাইসিস্পাই001""

আমারটা কেমন আশিক ভাই.......কবে জায়গা পাবে আপনার পোষ্টে...???

+++++

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮

আশিক মাসুম বলেছেন: ইনশাল্লাহ পাবে ভাই , খুব দ্রুতই পাবে।

৩৯| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

নেক্সাস বলেছেন: হুম দারুন কাজ চলতে থাকুক

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪০| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

আদম_ বলেছেন:
আমার পড়া সব চাইতে সুন্দর প্রোফাইল আলিম আল রাজির টা এখনো দেখলাম না।

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৯

আশিক মাসুম বলেছেন: দেখবেন ইনশাল্লাহ।

৪১| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

যোগী বলেছেন:
আশিক ভাই ব্যাপক লজ্জা পাইছি। :#> :#>
আপনি যখন এই সিরিজটা শুরু করেছেন, তখন তাড়া তাড়ি করে গিয়ে ঐ কথাটা লিখছি ;) ;)

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫০

আশিক মাসুম বলেছেন: সত্যি নাকি :) সবাই যদি আপনার মত হতো তাহলে আমার একটা পোষ্ট দিতে ৩/৪ শ প্রোফাইল বিজিট করতে হত না ।


স্ট্যাটাস টা ভাল ছিল :)

৪২| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯

শিপু ভাই বলেছেন:
আমি আমার প্রোফাইলে এত সোন্দর কথা লেইখ্যা রাকছি আর আপ্নে সেইটা দেন নাই!!! :(

++++++++দিমুনা!!!

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৯

আশিক মাসুম বলেছেন: আফনে বাদ :P



আফনে পেলাস দিলে ফেরত দিমু :)

৪৩| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর উদ্যোগ! চালিয়ে যান ভাই। পোস্টে ++++++++++++

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১২

আশিক মাসুম বলেছেন: চলছে তো :P আপনার স্ট্যাটাস দিয়েছিলাম ১ম কিংবা ২য় পর্বে :)

৪৪| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

শিপু ভাই বলেছেন:
কইশ্যা মাইনাচ!!! X( X((

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬

আশিক মাসুম বলেছেন: মাইনাচ মানে আশীর্বাদ :P :P :P

আফনেদের কাছ থেকে মাইনাস পাইলে যদি ব্লগার হইতাম ফারি :)



আজকে জাইবেন্নি শাহবাগ?

৪৫| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

শিপু ভাই বলেছেন:
কালকে আমরা ৯ জন গেছিলাম!!!
আজকে যাব না।

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২

আশিক মাসুম বলেছেন: হুম ভাই খুব প্রেসারে আছি জানেনিতো।

৪৬| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০

shfikul বলেছেন: অনেক পরিশ্রম করেছেন।ধন্যবাদ আপনার প্রাপ্য।

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০২

আশিক মাসুম বলেছেন: ভাই আপনাদের জন্যি করি , যদি আপনাদের ভাল লাগে তাহলে আমারো ভাল লাগে

৪৭| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩

মাতবার বলেছেন: আয় হায় রে :(

মোর কি হপে ;)

আমি তো কুখ্যাত হইয়া গেলাম :-P

ধন্যবাদ আশিক ভাই

ভাল থাকবেন :)

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭

আশিক মাসুম বলেছেন: আপনিও অনেক ভাল থাকবেন ভাই :P

৪৮| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

এম হুসাইন বলেছেন: পরিস্রমে সাধুবাদ।
বরাবরের মতই ++++++++++

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

আশিক মাসুম বলেছেন: হুসাইন ভাই আপনাকে ধন্যবাদ , কোথায় থাকেন খুজে পাই না কেন ????

৪৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৭

বাংলার হাসান বলেছেন: বরাবরের মতই খুব ভালো লাগলো!

আমি নাই হি হা হা , বাঁইচা গেছি।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫০

আশিক মাসুম বলেছেন: বাচন নাইরে মমিন , একদিন ঠিকি ধরা খাবি :)

৫০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: চালিয়ে যান .................... :)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১২

আশিক মাসুম বলেছেন: চলছে মিতা।

অনেক দিন আপনার কোন পোস্ট পাইনি!!

৫১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৫

মেহেদী হাসান মানিক বলেছেন: মাইনাচ.................... X(( X(( X(( X(( X(( X(( X((

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭

আশিক মাসুম বলেছেন: কেন ভাই আই কিয়েচ্ছি??

৫২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৮

মেহেদী হাসান মানিক বলেছেন: আমার কি হুপে রে.......????

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮

আশিক মাসুম বলেছেন: ১ম পর্বে আফনের টা আছে ভাই??



এরাম কান্দুইন কেরে?

৫৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: গরিব থাক,
মূর্খ থাক,
অবশ্যই পথে থাক।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০

আশিক মাসুম বলেছেন: অনেক শুভ কামনা থাল ভাই ।

৫৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

ফাহীম দেওয়ান বলেছেন: অনেক কষ্ট করেছেন ভাই। B:-)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০০

আশিক মাসুম বলেছেন: জি ভাই সবি আপনাদের জন্য :)

৫৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমি হইলাম পাঠক ব্লগার :)

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

আশিক মাসুম বলেছেন: আমিও হাহাহা , তয় মাঝে মাঝে মাথায় কি জানি হয় হর হর করে লিখা বের হয় :)

৫৬| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৬

রোকসানা লেইস বলেছেন: এ তো দারুণ রির্সাস বেশ লাগল
শুভকামনা

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮

আশিক মাসুম বলেছেন: আপ্নাকেও অনেক শুভ কামনা আপু। অনেক দিন এম বই এস -এ দেখিনা।

৫৭| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


শহীদ রুমি স্কোয়াড এর সাথে সংহতি প্রকাশ করে আমরা ক’জন প্রতীকী অনশন এর আয়োজন ও অংশগ্রহণ এর কর্মসূচী ঘোষনা করছি।

প্রতীকী অনশনের সময়সূচী ও স্থানঃ
১- আজ Eastern Time মার্চ ৩০ রাত ১২ টা থেকে অনশন শুরু হবে যে যার বাসা ও কর্মস্থল এ থেকেই শুরু করবে
২- আগামীকাল Eastern Time মার্চ ৩১, ২০১৩ বিকেল ৪ টায় ড্যানফোর্থ এলাকায় অনশন মঞ্চে অংশগ্রহণকারীরা অবস্থান গ্রহণ করবে এবং বিকেল ৫ টায় এই প্রতীকী অনশন শেষ হবে

নিয়মাবলীঃ
অনশন চলাকালে পানি খাওয়া যেতে পারে
আপনাদের মধ্যে যে কেউই আমাদের সাথে এই সংহতি প্রকাশ ও প্রতীকী অনশনে অংশগ্রহণ করতে পারেন – যদি করতে চান তাহলে নিম্নে Comment এ আপনার নাম দিন এবং উপরোক্ত সময়সূচী অনুসারে অনশন শুরু ও আগামীকাল আম্মাদের অনশন মঞ্চে চলে আসুন

~ প্রজন্ম কানাডা

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২

আশিক মাসুম বলেছেন: সাথেই আছি ভাই, কিছু ব্যাক্তি গত সমস্যার জন্য আপনাদের কাছে আস্তে পারছিনা, ইনশাল্লাহ চলে আসব খুব সিগ্রি।

৫৮| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০২

আমি তুমি আমরা বলেছেন: +++

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

৫৯| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪

বৈরাম খাঁ বলেছেন: প্রথমে মনে করেছিলাম চাপা মারছেন,পরে দেখি..... :D

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪

আশিক মাসুম বলেছেন: তাই, সালার বিশ্বাস জিনিষটা দুনিয়া থেকে উঠে গেছে । :)

৬০| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩

রাইসুল সাগর বলেছেন: বাহ.।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

আশিক মাসুম বলেছেন: সাগর ভাই কি হাড়িয়ে গেছেন ভাই??? কল দিলেও ধরেন্না কাহিনী কি?????

৬১| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪

এরিস বলেছেন: Ashik bhai, Last 3/4 days minimum 100 times esechi.. Kono post nai.. :(
Mobile theke post khujte ki kosto..!! Keu amake ek piece bish dao, ami ar laptop er shok samlate parchina.. :'(

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২

আশিক মাসুম বলেছেন: বিষ এর আবার পিস হয় নাকি???


ঠিকানা বলেন ল্যাপটপ কোথায় আছে ?? আপনার বাসায় পৌছানুর ব্যাবস্থা করি :P


আমার ড্রাফট খালি পোস্ট নাই :'(

৬২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪

বোকামন বলেছেন: পোস্টে কৃতজ্ঞতা আবারো .........
তারাহুরু কেন !

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

আশিক মাসুম বলেছেন: ছিলো একটা সস্থা কারন :)

৬৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

সালমাহ্যাপী বলেছেন: বাহ এইখানের অনেক গুলোই বেশ ভালো লেগেছে।

ভালো লাগা :)

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭

আশিক মাসুম বলেছেন: কই যে থাকেন!!



ভাল লাগার জন্য ধইন্যা নিয়ে যান :)

৬৪| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮

ইখতামিন বলেছেন:
বিংশ ভালো লাগা. :)

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪

আশিক মাসুম বলেছেন: হাহাহাহা

ভাই কি হইছে আপনার?

৬৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪২

মিষ্টি মেয়ে বলেছেন: হুম.. 8-| 8-|
আপনার প্রোফাইলের কথাগুলো কে বলবে?

০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৯

আশিক মাসুম বলেছেন: আবস্যিই নিজে না :)

৬৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৫

মিষ্টি মেয়ে বলেছেন: এটা আপনার জন্য স্পেশাল। :) :) :)

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৮

আশিক মাসুম বলেছেন: সারপ্রাইজড!! :-B :-B :-B


কিকরে ধন্যবাদ দেই?? একটা পোস্ট দিব আপনার জন্য , সেখানেই ধন্যবাদ জানিয়ে দিবো =p~ :P


অনেক অনেক শুভ কামনা থাকলো। :)

৬৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক পরে দেখলাম। ভাল লাগা না জানালে অন্যায় হবে।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ থাকলো আপু, আপনারা কমেন্ট করলে মনে শান্তি পাই।

৬৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯

রাহি বলেছেন: ++

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:০০

আশিক মাসুম বলেছেন: আপনাকে স্বাগতম আশিকের দুনিয়ায়, অনেক ধন্যবাদ + এর জন্য।

৬৯| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৪১

কালোপরী বলেছেন: আমার নাম কোথাও নাই


:( মিথ্যা বললে গুনাহ হয় কিন্তু

২২ শে মে, ২০১৩ রাত ২:২৯

আশিক মাসুম বলেছেন: আমি আবার কবে মিথ্যা বললাম !

৭০| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৫২

অনীনদিতা বলেছেন: ভালো লাগলো :)

ভালো আছেনতো?

২২ শে মে, ২০১৩ রাত ২:৩১

আশিক মাসুম বলেছেন: ভালো আছি ভালো থেক আকাশের ঠিকানায় চিঠি লিখ ! =p~

৭১| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:১৬

ইখতামিন বলেছেন:
মন খারাপ, কিন্তু জিজ্ঞেস করলে বলে: জানিনা।
এর অর্থ হলো সে আপনার কাছে তার মন খারাপের উৎসটা বলতে চায়না ;) ;) ;) B-)) :P :P :P

০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৪

আশিক মাসুম বলেছেন: ঠিক কথা।

৭২| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:৫০

নীল কষ্ট বলেছেন: ভালো

২৫ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৬

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.