নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

আমার মুখ বন্ধ ...

০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৭

বোবার নাকি শত্রু নাই

বিজ্ঞ জনের বুলি,

অনাচার আর অনাচার

ভয়ে না মুখ খুলি!!



গোলামের জাত মরুক সালা

ধর্ষিত দেশ জাতী,

তবু সব সালাদের মুখে তালা

হয় জানি কোন ক্ষতি!!



বাঁশ খেতে আজ সবাই পটু

প্রহসনের স্বাধীনতা,

চলছে জেনো নতুন রায়েট

কুকুর চাটে মানবতা!!



আমরা নাকি বীর বাঙ্গালী

ফুলাই বুকের ছাতি,

কোথায় তোরা আজ বাঙ্গালী

সাহসী সেই জাতী??



শেয়াল হয়েই থাকুক বেঁচে

গোলামের জাত গোলাম,

সোনার বাংলা খুজে খুজে

একোন বাংলা পেলাম!!



মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৯

এম হুসাইন বলেছেন: বোবার আসলেই শত্রু নাই।
তাই মুখ বন্ধ রাখাই শ্রেয়।


তবে ক্ষেত্র বিশেষে শুধু মুখ খুলাই দরকারি নয়, বরং যারা আমাদের মুখ খুলতে বাধ্য করে, তাদের মুখটাও চিরতরে বন্ধ করে দেয়ার পক্ষে আমি।

পোস্টে ভালোলাগা।

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১১

আশিক মাসুম বলেছেন: ভাই সত্যি কিছু কিছু বিষয় আমাকে খুব ডিস্টার্ব করছে। আমি খুব অবাক , কোন এক কমেন্ট এ মজার ছলেই ব্লেছিলাম বাঙ্গালীর মত সহনশীল জাতী দুনিয়ায় আর একটাও নাই । আমার সেই মজা করে ব্লা কথা যে কত বড় সত্যি ছিলো ।

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: পোস্টে ভাল লাগা।

খুব হতাশ আশিক ভাই! :(

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১২

আশিক মাসুম বলেছেন: হুম । কি করব ??? না কিছু বলতে পারি , না চুপ থাকা যাচ্ছে ।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৩

রোকেয়া ইসলাম বলেছেন: অসাধারন...............
অনেক অনেক সুন্দর কবিতা।
লেখায়++++++++++++++++++++++
অনেক ভালো লাগা রেখে গেলাম।
শুভ কামনা রইলো।

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৩

আশিক মাসুম বলেছেন: পুরু জাতির জন্য একটু শুভ কামনা করেন আপু।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৪

এরিস বলেছেন: Mukh khuleo lav ki re bhai?? Kotha bollei sudhu hoyna, kotha shunar manush chai, bujhbe emon mostisko chai...
Joggo shrota nei, r thakleo tara kajer kotha shunar manush na... Uchit kotha bolte geleo_____.. Thak.. Kichuna...
So.. Jibon bachano tai ekhn sobcheye boro lokkho.. Kokhon na abar kon hayenar mukher gras hoye jete hoy..
Chomotkar likhechen... +++

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮

আশিক মাসুম বলেছেন: জীবন বাচানু। আপনার মনে হয় বাঙ্গালী এখনো বেঁচে আছে। আমার কাছে মনে হয় গোটা দেশ টাই একটা কবর।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:০১

আশিক মাসুম বলেছেন: নিরবতা ভাল পন্থা জামেলা হীন বেঁচে থাকার জন্য

৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪২

স্পাইসিস্পাই001 বলেছেন: কবিতা ভাল হয়েছে আশিক ভাই .... কিন্তু বন্ধ মুখটা খুলে মন্তব্য করতে ইচ্ছা করছে না ......

ধন্যবাদ .... ভাল থাকবেন.....।

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩

আশিক মাসুম বলেছেন:

৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৯

মামুন রশিদ বলেছেন: সোনার বাংলা খুজে খুজে
একোন বাংলা পেলাম!!


বড়ই হতাশাকর সময় । তবু ধৈর্য্য ধরার দরকার আছে ।

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩

আশিক মাসুম বলেছেন:

৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৬

চলতি নিয়ম বলেছেন: ++

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪

আশিক মাসুম বলেছেন:

৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

ফালতু বালক বলেছেন: বাঙ্গালীর মত সহনশীল জাতী দুনিয়ায় আর একটাও নাই


আমরা সহে যাই
সবকিছু সহজেই
তীব্র রাগটুকু
থেকে যায় মগজেই।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১

আশিক মাসুম বলেছেন:

১০| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:
:( :( :(

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩

আশিক মাসুম বলেছেন:

১১| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

বোকামন বলেছেন:







আশিক মাসুম,

কী আর বলবো !

পপ সম্রাট আজম খানের একটা গান মনে পড়ছে ....

“আর গাইবোনা গান ....
আমি আর গাইবোনা গান .....”

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩

আশিক মাসুম বলেছেন:

১২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫

জাকারিয়া মুবিন বলেছেন:
সোনার বাংলা খুঁজে খুঁজে
এ কোন বাংলা পেলাম!!!!

সহমত।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪

আশিক মাসুম বলেছেন:

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৪

বাংলার হাসান বলেছেন: শেয়াল হয়েই থাকুক বেঁচে
গোলামের জাত গোলাম,
সোনার বাংলা খুজে খুজে
একোন বাংলা পেলাম!!

০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৪:২১

আশিক মাসুম বলেছেন:

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্টে ভালো লাগা।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল। মুখ মনে হয় খুলেছে?

শুভ কামনা রইল।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৮

আশিক মাসুম বলেছেন: হুম তাই মনে হচ্ছে আমারো।



আপনার জন্যও শুভ কামনা থাকলো।

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

ফারজানা শিরিন বলেছেন: কুকুর চাটে মানবতা !!

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১

আশিক মাসুম বলেছেন: :( :(

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২১

একজন আরমান বলেছেন:
বোবার নাকি শত্রু নাই
বিজ্ঞ জনের বুলি,
অনাচার আর অনাচার
ভয়ে না মুখ খুলি!!

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৪

আশিক মাসুম বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.