নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
রূপালী নদীর ঢেউ যেন তুমি
গোধূলির শেষ লালিমা ছাড়িয়ে
গেঁয়ো পথের ঘোর লাগা বাঁক,
সোনালী ধানের ক্ষেতে যেন
তুমি দিগন্তের মৃত্তিকা মায়া!!
ভরাট স্বরের গান তুমি
ভালবাসার মিষ্টি কবিতায় উপমা যেন
আমার মনের তাকে সাজানু নতুন বই,
শীতের সকালে পালকের ওম কিংবা
দুপুরে সাদা কাকাতুয়ার তৃষ্ণার্ত আর্তনাদ!!
ঝিলের জলে ভেসে থাকা রক্ত শাপলা তুমি
জ্যোৎস্না বিভোর শেষ রাত্তিরে শূন্যতা,
মৌ বনে সুধা ফোয়ারায় আমি মধুপ,
তুমি কোন যুবকের একটি রাতের নিদ্রাহীন
দুঃস্বপ্ন যেন।
_____________________________ ১৮ ই মার্চ ২০০৩ ইং
১২ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১০
আশিক মাসুম বলেছেন: ঊর্মিকে ফোন দিয়ে জিগামু???
২| ১২ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৪
মিষ্টি মেয়ে বলেছেন: হা অবশ্যই!
আকাশের ঠিকানায় চিঠিও লিখতে পারেন...
১২ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৬
আশিক মাসুম বলেছেন: হেহহে আকাশের ঠিকানা তো জানিনা , ঠিকানা লিখে দিয়ে যান ।
৩| ১২ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৬
মিষ্টি মেয়ে বলেছেন: আপনের উর্মির ঠিকানা আমি কি জানি?
আমাকে ঠিকানা দিয়ে দেন ধরে নিয়ে আসব..
১২ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৮
আশিক মাসুম বলেছেন: ওরে খোদা ঊর্মির ঠিকা না , আমি বলেছি আকাশের ঠিকানার কথা।
৪| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৩
সেলিম আনোয়ার বলেছেন: ঝিলের জলে ভেসে থাকা রক্ত শাপলা তুমি
জ্যোৎস্না বিভোর শেষ রাত্তিরে শূন্যতা,
সব কিছু এত শূণ্য কেন
আধার কালো রাত্রি যে যেন
শূন্যতার হাহাকার। কবিতা ভাল হয়েছে।ভাল লাগল
১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৮
আশিক মাসুম বলেছেন: হাহাহা খেয়াল কইরা বস এটা একাটা সিরিজ কবিতা , লিখার সময় ১৮ই মার্চ ২০০৩
বলতে পারেন পুরু সিরিজ টা একটা প্রেমের ডায়রি টাইপ ।
৫| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৩
মিষ্টি মেয়ে বলেছেন: ওরে আল্লাহ্ ফোন নাম্বার জানা আছে ঠিকানা বুঝি নাই।
১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩০
আশিক মাসুম বলেছেন: হাহাহা স্বপ্নে যখন কক্স বাজার যাব লোকাল বাসে কেন বিমানে জামু
সব আছে
৬| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাহ! দারুণ লাগলো আশিক ভাই।
ঊর্মি না এসে কি পারবে?
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯
আশিক মাসুম বলেছেন: দেখি আসে নাকি।
অনেক ভালো থাকবেন আপু।
৭| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৩
মামুন রশিদ বলেছেন: মৌ বনে সুধা ফোয়ারায় আমি মধুপ,
তুমি কোন যুবকের একটি রাতের নিদ্রাহীন
দুঃস্বপ্ন জেনো।
উর্মি....(২) অনেক মিষ্টি ! ইয়ে মানে কবিতাটা অনেক মিষ্টি
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১
আশিক মাসুম বলেছেন: হাহাহাহা
মিষ্টি মানে সেইরাম মিষ্টি পুরা বিউটির শরবত।
৮| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫
কালোপরী বলেছেন: সুন্দর
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।
৯| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
উর্মি কই?
ঠিকানা দেন, আমরা বলে দিই
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২
আশিক মাসুম বলেছেন: আহারে ঠিকানা জানা নাইরে ভাই :'(
১০| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৬
আমিনুর রহমান বলেছেন:
ভালো হয়েছে +++
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩
আশিক মাসুম বলেছেন: আফনেকে অনেক থেঙ্কু
১১| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫
একজন আরমান বলেছেন:
দারুন।
প্রথম পার্ট টা বেশি জোস ছিল।
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩
আশিক মাসুম বলেছেন: প্রথম সব কিছুই জোশ হয়রে ভাই
১২| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪
স্বপনবাজ বলেছেন: তুমি কোন যুবকের একটি রাতের নিদ্রাহীন
দুঃস্বপ্ন জেনো।
++++
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ
১৩| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
ভালো লেগেছে ... ...
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪
আশিক মাসুম বলেছেন: থেঙ্কু
১৪| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪
ফারজানা শিরিন বলেছেন: এইটা কি ঊর্মির পোষ্যর ছবি ??? : P
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭
আশিক মাসুম বলেছেন: নাহ আমার ছবি এইটা
দুপুরে সাদা কাকাতুয়ার তৃষ্ণার্ত আর্তনাদ!!
১৫| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন:
১ম ঊর্মি কবিতাই বেশি ভালো ছিল।
ঊর্মিকে একবার ফোন দিয়ে জিগান।
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬
আশিক মাসুম বলেছেন: হাহাহা দেখি দিব একটা
১৬| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫
টুম্পা মনি বলেছেন: ভালো লিখেছেন। শুভকামনা।
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬
আশিক মাসুম বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।
১৭| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
জাকারিয়া মুবিন বলেছেন:
বানান ঠিক করেন ভাই,
কবিতা ভাল হইসে। তবে ১নং টারে ছাড়াইয়া যাইতে পারেনাই।
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫
আশিক মাসুম বলেছেন: ঠিক করেছি, এই সিরিজের সব কয়টা কবিতা সত্যি আসলে প্রত্যেকটা কবিতাই অন্যরকম ছাড়ায়ে যাবার অপশন নাই
১৮| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
তারছেড়া লিমন বলেছেন: ঊর্মি তুমি কুতায়................ ঊর্মি তুমি কুতায় তুমি কুতায়.........তুমি কুতায়.............
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৩
আশিক মাসুম বলেছেন: কুতায় তুমি কুতায় ঊর্মি :'(
১৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
তোমার কবিতার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে উপমা।
যে কোন কবিতা প্রাণময় হয় তার উপমা গুলো যখন বিশ্লেষণ ধর্মী হয়
তেমনই তোমার কবিতা গুলো প্রাণময়।
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৩
আশিক মাসুম বলেছেন: ইটস মাই প্লেজার গুরু
২০| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৯
বটবৃক্ষ~ বলেছেন: তারছেড়া লিমন বলেছেন: ঊর্মি তুমি কুতায়.............হাহাহাাহাহ!!!
কিনতু বুঝলামনা উর্মি কেন যুবকের দুঃস্বপ্ন হবে!! সেতো সুখস্বপ্ন হওয়ার কথা!
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪
আশিক মাসুম বলেছেন: মৌ বনে সুধা ফোয়ারায় আমি মধুপ,
তুমি কোন যুবকের একটি রাতের নিদ্রাহীন
দুঃস্বপ্ন যেন।
বিছানায় শুয়ে শুয়ে রোমন্থন ( আশাকরি বুঝে নিয়েছে কেন দুঃস্বপ্ন )
২১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২১
একজন আরমান বলেছেন:
শেষটা কেন বিবর্ণ?
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫
আশিক মাসুম বলেছেন: বিবর্ণ!! সব শেষ বিবর্ণ না , পজিটিভলি নিলে সবি রঙিন। আসলে কষ্ট গুলু কালার ফুল চিন্তা করেন দেখবেন বিবর্ণ শব্দটা হাড়িয়ে গেছে
২২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫২
ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ চমৎকার লাগলো ! সাদা পাখিটার নামকি ?
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৩
আশিক মাসুম বলেছেন: ঊর্মি
২৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০২
শ্রাবণ জল বলেছেন: তুমি কোন যুবকের একটি রাতের নিদ্রাহীন
দুঃস্বপ্ন যেন।
ভাল লাগল।
আপনার প্রোপিকটা প্রাণবন্ত।
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৪
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনার প্রোপিকটা দুর্দান্ত।
২৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৪
একজন আরমান বলেছেন:
চেস্টা করবো।
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১০
আশিক মাসুম বলেছেন: চেষ্টা না বস, ভাল থাকতে হলে করাই লাগবে।
২৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৩
একজন আরমান বলেছেন:
পারি না তো ভাই।
১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৩
আশিক মাসুম বলেছেন: পারবেন ভাই মন থেকে সব ঝেড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলুন আই এম দ্যা কিং
পুরুষ মানুষ সোনার আংটি বেকা তেরা হইলেও স্বর্ণ
২৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন:
তুমি কোন যুবকের একটি রাতের নিদ্রাহীন
দুঃস্বপ্ন যেন। - অভিনব প্রকাশ!
সুন্দর!!!
ভালো লাগা রেখে গেলাম!
১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৬
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ।
২৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৬
এম হুসাইন বলেছেন: ঊর্মি!!!!!!!!!!!!!
++++
শুভেচ্ছা ও শুভকামনা।
আশা করছি ভালো আছেন ভাই...
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৪
আশিক মাসুম বলেছেন: আলহামদুলিল্লাহ ভাই ভাল আছি । আপনার কি অবস্থা ? অনেক মিসস করছি আপনাকে , কবে ফিরছেন?
২৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৩
একজন আরমান বলেছেন:
পুরুষ মানুষ সোনার আংটি বেকা তেরা হইলেও স্বর্ণ
ব্যাপক বলছেন ভাই।
চেষ্টা অব্যাহত আছে।
এখন দরকার একটা জব।
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫
আশিক মাসুম বলেছেন: ইসাল্লাহ সব ঠিক হয়ে যাবে, সবার জিবনেই এমন একটা চরম মুহূর্ত আসে
২৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৯
স্পাইসিস্পাই001 বলেছেন: আশিক ভাই কবিতা ভাল হয়েছে .... +++
আগের প্রো-পিক টাই তো ভাল ছিল ....
ধন্যবাদ .... ভাল থাকবেন.....।
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ
এটা সামুতে ইউস করা আমার প্রথম প্রোপিক , আবারর আগের যায়গায় ফিরে আসলাম
৩০| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০
যোগী বলেছেন:
মুক্তি পাইছি
এবার আপনার পক্ষে যুদ্ধে নামবো
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫
আশিক মাসুম বলেছেন: আহ হাহাহাহাহ আলহামদুলিল্লাহ...............।।
৩১| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: যোগী মুক্তি পেয়েছে।ভাল খবর।কিন্তু আবার যুদ্ধ কেন?
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০
আশিক মাসুম বলেছেন: ঊর্মি কে তোলে আনার যুদ্ধ
৩২| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল:+++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে
৩৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫
বিষাদ সজল বলেছেন: তোমাকে নিয়ে
কত কাব্য আমার
আবার
তোমাকে নিয়েই সব হাহাকার ।
তবু তুমি থেকো ভাল
আধারের মাঝে হয়ে
এতটুকু আলো ।
১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
আশিক মাসুম বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ.।
অনেক শুভ কামনা থাকলো।
৩৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০১
সাহিদা আশরাফি বলেছেন: বেশ ভালো লাগলো
১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৮
শিপু ভাই বলেছেন:
বিয়া কইরেন না!!!
আমরা একজন কবিকে হারাতে চাই না!!!
১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
আশিক মাসুম বলেছেন: এডা কিছু হইলো
৩৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪
ফারজানা শিরিন বলেছেন: বলেন কি !!!!!!!!!!!!!!!!!!????
১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
আশিক মাসুম বলেছেন: সত্যি ব্ললাম
৩৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৪
তারছেড়া লিমন বলেছেন: শুভ নববর্ষ............।
১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
আশিক মাসুম বলেছেন: আপ্নাকেও
৩৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৭
এম হুসাইন বলেছেন: হাহাহা, আমার মতো কপাল পোড়াকে কেউ মিস করেছে শুনে খুশি হয়ে গেলাম ভাই......
কাল রাতে ফিরেছি... আলহামদুলিল্লাহ্ ভালো আছি।
শুভ নববর্ষ ।
ভালো থাকুন।
১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
আশিক মাসুম বলেছেন: কপাল পোড়া শব্দটা ঝেড়ে ফেলেদেন ব্রো, নিজের দুনিয়ায় সবাই নিজেকে রাজা মনে করে।
শুভেচ্ছা আপনাকেও।
৩৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯
বটবৃক্ষ~ বলেছেন: @ঘুড্ডির পাইলট: সাদা পাখিটা কাকাতুয়া...ওদের অনেক কালার হয়!
লেখক বলেছেন:
পুরুষ মানুষ সোনার আংটি বেকা তেরা হইলেও স্বর্ণ
ও আচ্ছা??তাই নাকি??
১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
আশিক মাসুম বলেছেন: জি তাই পাগলের সুখ মনে মনে।
৪০| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২২
সেলিম আনোয়ার বলেছেন: শুভনববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
আশিক মাসুম বলেছেন: শুভ নব বর্ষ।
৪১| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৩
মিষ্টি মেয়ে বলেছেন: কি??পুরুষ মানুষ সোনার আংটি বেকা তেরা হইলেও স্বর্ণ?
আপনার সাথে আর কথা নেই। আড়ি দিলাম
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১
আশিক মাসুম বলেছেন: আরি দেওয়ার কি আছে , সোনা বলেছি। একবার খেয়াল করেন সেই সোনার আংটি একটা মেয়ের বন্ধনায় কত কত কবিতার জন্ম দিচ্ছে তাহলে মেয়েরা কি??? মেয়েদের দুর্নাম তো করিনি, নিতান্তই ছেলেদের প্রশংসা করেছি এটাই নিতে পারেন্না ?? হায়রে মেয়ে জাতী !!!
৪২| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫
এরিস বলেছেন: কিছু কিছু কথা পড়ে মন্তব্য করার সাহস হয়না।
উপমাগুলো এতো জীবন্ত লাগছে যে, মনে হয় কেউ যদি মিথ্যে করে হলেও একবার এভাবে বলতো।
কবিতা নিয়ে কিছু বললাম না। পাছে যদি মন্তব্যে প্রশংসার পূর্ণ প্রকাশ না হয়।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩
আশিক মাসুম বলেছেন: আপনার মন্তব্য পড়েও আমী দ্বিধায় পরে যাই কী উত্তর দিব !!!
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৪৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫
মনিরা সুলতানা বলেছেন: ঊর্মি পড়ে আসি ......।
আপনার ঊর্মি বন্দনা ।। ভাল লেগেছে ...
শুভ নববর্ষ
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪১
আশিক মাসুম বলেছেন: শুভ নব বর্ষ।
কমেন্ট এ কৃতজ্ঞতা, ভাল থাকবেন সব সময়।
৪৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪
মিষ্টি মেয়ে বলেছেন: হুম মেয়েরা হল হীরার আংটি..!
ভালো থাকবেন।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৪
আশিক মাসুম বলেছেন: যাক বুঝেছেন , তাহলেতো আরি থাকছেনা ??!!
৪৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৩
মিষ্টি মেয়ে বলেছেন: তুলে নিলাম, যেহেতু হীরাই সবচেয়ে মূল্যবান!
১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২২
আশিক মাসুম বলেছেন: মুকাম্ভ খুস হুয়া
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫২
মিষ্টি মেয়ে বলেছেন: ফাটাফাটি হইছে।
উর্মি কি আসেনি এখনো?