নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

!!ঊর্মি!!................ (৩)

১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৫

আজ চতুর্দশী , হিয়ায় হিয়ায় তিথি

তমসায় নিশীথ অপরূপ লগন আবীরে

জ্বলজ্বলে শশী বানের মধু তিমিরে

পাগল পারা মম প্রান তব হায়

হয়েছিনু নিশাচর কুহেলিকায়!!





বীথিকার শীতল ছায়ার মাদুর বিছায়ে

এলো পবনে ছড়ায়ে পুস্পিতা সুভাষ

পুকুর পারে জোনাক বাতির ঝাড়

আর ঝিঁঝিঁ পোকাদের বেহাল সুর

তোমারে করিতে গ্রহণ যত আয়োজন!!



ওগো কবি রানী , বিজয়িনী প্রতিমা

মোর যা কিছু আপনার অধিকার

তোমা চরণে বিসর্জন কবিতার

তব তোমার তেষ্টায় প্রান যায় ,

প্রিয়া মম ফিরায়ে দিওনা হায়!!











_______________________১২ ই এপ্রিল ২০০৩ইং , কবি পল্লি ।







মন্তব্য ৭২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৬

যোগী বলেছেন:
আল্লাহ! ঊর্মির ৩ নাম্বার ভার্সানটাও বেরিয়ে গেছে #:-S

দেখি, ঊর্মি চরণে কবিতা বিসর্জনের ব্যাবস্থা করিগা।
আর আমার পেটে মাংস পরোটা বিসর্জনের ব্যাবস্থা রাইখেন :P :P

১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৩

আশিক মাসুম বলেছেন: মিয়া আপ্নেরে সামনে পাইলে কি যে করতাম , অপেক্ষা করতে করতে বুড়া হিয়া গেলাম :'(



ভাই পুরা স্টার আপনার নামে লিখা দিমু ইমানে কইলাম :) =p~ :P

২| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১০

এম হুসাইন বলেছেন: ভালো লাগলো মাসুম ভাই, বিশেষ করে শব্দচয়ন, চমৎকার!
+++++

চলতে থাকুক ঊর্মি সিরিজ!

শুভেচ্ছা নিবেন।

১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৫

আশিক মাসুম বলেছেন: হুসাইন ভাই কৃতজ্ঞতা যানবেন।

অনেক অনেক শুভ কামনা আপনার জন্য :)

৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৪

মিষ্টি মেয়ে বলেছেন: "তব তোমার তেষ্টায় প্রান যায় ,
প্রিয়া মম ফিরায়ে দিওনা হায়!!" :-B :-B :-B

ওহে ঊর্মি , তোমার জন্য কবির এত উপাসনা!!!! :) :) :)

১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৮

আশিক মাসুম বলেছেন: সেতিতো মোর ডাক শুনতে পায়না :'(

৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৬

যোগী বলেছেন: ঐ মিয়া আপনে বুড়া হচ্ছেন কে কইছে, যে ছবি একখান লাগাইছেন, আল্লারে আল্লা।

আমি গেলাম, এর পরে এই পোষ্টে মাইয়াগুলানের ঝড় শুরু হবে। ;) ;) ;) :P

১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২১

আশিক মাসুম বলেছেন: আহহহ আপনার মুখে ফুল চন্দন পরুক :) =p~ =p~ :P :P

এখন ঝাইরা কাসেন মিয়া , ঊর্মির কিতা খবর ????

৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমাকে নিয়ে একটা কবিতা লেখেন।

১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৫

আশিক মাসুম বলেছেন: হাহাহা কবিতা লিখতে হলে চেহারা দেখতে হবে :P :P =p~ =p~ আমিতো আপনাকে দেখিনাই :(

ওকে তার পরেও ট্রাই করব ।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৪

বাংলাদেশী দালাল বলেছেন: আজ চতুর্দশী , হিয়ায় হিয়ায় তিথি
তমসায় নিশীথ অপরূপ লগন আবীরে
জ্বলজ্বলে শশী বানের মধু তিমিরে
পাগল পারা মম প্রান তব হায়
হয়েছিনু নিশাচর কুহেলিকায়!!


"তমসায়" অর্থ কি?

অদ্ভুত সুন্দর।

প্লাস

১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৩

আশিক মাসুম বলেছেন: তমসা মানে অন্ধকার।



আপনাকে অনেক ধন্যবাদ , ভাল থাকবেন।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৫

মিষ্টি মেয়ে বলেছেন: খাঁটি সোনা ছাড়িয়া যে লয় নকল সোনা সে সোনা চিনে না... সেতিও চিনে না!! :) :)

১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৪

আশিক মাসুম বলেছেন: সেটাই , আজিব !! এডা কিছু হইলো !! কিছুই হইলো না :(

৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতাটি নিয়ে নতুন কিছু বলার নেই।

অনেক কবিতার ভিড়ে এটি একটি অসাধারন কবিতা।

শুধু জানতে চাই এই কবি পল্লী আবার কোথায় ?

১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৩

আশিক মাসুম বলেছেন: আমার গ্রামের বাড়িটা আমার কবিতার খাতায় কবি পল্লী লিখা :)

হুবুহু তোলে দিয়েছি ভাই।

৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৮

বর্ণান্ধ বলেছেন: যোগী বলেছেন: আমি গেলাম, এর পরে এই পোষ্টে মাইয়াগুলানের ঝড় শুরু হবে। ;) ;) ;) :P

কথা অক্ষরে অক্ষরে ফলে গেছে!!!!

কবিতা পছন্দ হয়েছে @ কবি।

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

আশিক মাসুম বলেছেন: হুর সত্যি হইলো কেমনে??? সব তো দেখি ভাইয়ারা এসেছে :(

১০| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম। :)

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ হে কবি ।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২০

s r jony বলেছেন: তিনবার পড়লাম, শব্দ উচ্চারনে দাতে কিঞ্চিৎ ব্যাথা অনুভব করতেছি, তথাপি খুবই ভাল লাগল

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২

আশিক মাসুম বলেছেন: ভাই কি আর করবেন , একটা মাত্র ছুডূ ভাই এর কুবেতে কষ্ট করে পড়ে ফেলেছেন সে জন্য ধন্যবাদ :)

দাঁতের ব্যাথার জন্য ডেমারেজ দিয়ে দিবো :P =p~

১২| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কিরে ভাই,
রবীন্দ্র ভঙ্গিতে চলে গেলেন।
কঠিন তো আম পাঠকের কাছে :)

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

আশিক মাসুম বলেছেন: কখন যে কার আত্মা ভড় করে মাথায় টেরই পাই না :)

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:
নিখুঁত শব্দ চয়ন।

সম্ভব সুন্দর।
একরাশ ভালোলাগা।

ঊর্মির কবিতা সিরিজ চলবে....... অফ করলে কিন্তু খবর আছে।



প্লাস লন +++++++++++++++++++++++++++++++++++++++++++++



১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

আশিক মাসুম বলেছেন: হাহা চিন্তার বিষয় :)


আপনার জন্য অনেক শুভ কামনা ।

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫

একজন আরমান বলেছেন:
ফিরায়ে দিবে না।
চালায়া যান। :)

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ , আপনার মুখে ফুল চন্দন পরুক =p~ :P

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০

বাংলার হাসান বলেছেন: একজন আরমান বলেছেন:
ফিরায়ে দিবে না।
চালায়া যান। :)

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ , আপনার মুখে ফুল চন্দন পরুক

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫

মনিরা সুলতানা বলেছেন: ওগো কবি রানী , বিজয়িনী প্রতিমা
মোর যা কিছু আপনার অধিকার
তোমা চরণে বিসর্জন কবিতার ..........




অতিব উত্তম ...।

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

আশিক মাসুম বলেছেন: হাহাহা

হুম নারী বন্ধনা উত্তমি হওয়ার কথা :)


কমেন্ট এর জন্য কৃতজ্ঞতা ।

১৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

স্বপনবাজ বলেছেন: দিন দিন আপনার কাব্য প্রতিভার উন্মেষ ঘটছে !
ভালোলাগা রইল !

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

আশিক মাসুম বলেছেন: নো আপনার ভুল ধারনা কবি সাহেব, ওইটার অবনতি হচ্ছে :)

২০০৩ এর কবিতা খেয়াল কইরা।

১৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১২

ঘুড্ডির পাইলট বলেছেন: উর্মি কি এইটা পড়ছে ?

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

আশিক মাসুম বলেছেন: আল্লাহ মালুম, কইতে পারিনা।

১৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১০

ফারজানা শিরিন বলেছেন: আল্লাহ্‌ !!! ছেলেটার একটা কূল করে দাও । আমীন ।

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

আশিক মাসুম বলেছেন: হাহাহাহা


আমীন !! আমীন !! আমীন !!

২০| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:




ওরে বাপ্রে ... কবিতাতো কঠিন হয়েছে রে ভাই !! এটা ২০০৩ এ লেখা!
তখন বয়স কত ছিল B-) হুম ???



কবিতায় সেইরকম প্লাস!!! ++++++++++++++++++++

আফসুস ... আমারজন আমারে নিয়ে কুনুদিন কবিতা লিখল না :( ... বিরাট আফসুস ... !!


১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

আশিক মাসুম বলেছেন: বয়স ১৮/১৯ =p~ :P

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।


আফসুস করার কিছুই নাই , ইনশাল্লাহ একদিন ঠিকি লিখবে।

২১| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

তারছেড়া লিমন বলেছেন: !!ঊর্মি!!................ (৪) এর প্রতীক্ষায় বইয়া রইলাম........................

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫

আশিক মাসুম বলেছেন: আমিও :)

২২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

মামুন রশিদ বলেছেন: দারুন লিখেছেন ব্রো..


কবিতা পড়ে প্রথমে ভাবলাম বিখ্যাত কারো কবিতা শেয়ার করেছেন কি না । উর্মি সিরিজের প্রথমটা খুব ভালো হয়েছিলো । দ্বিতীয়টা চরমভাবে পুষিয়ে দিয়েছেন উর্মি-৩ দিয়ে ।

চলতে থাকুক ;)

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩

আশিক মাসুম বলেছেন: লজ্জা পেলুম । কমেন্ট এর জন্য কৃতজ্ঞতা, এমন কমেন্ট পেলে আর অনেক লিখতে ইচ্ছে করে।

ধন্যবাদ আপনাকে।

২৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩

বোকামন বলেছেন:


হুবুহু পেয়েই ভালো লাগলো !

আশাকরি কবি ভালো আছে ...

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬

আশিক মাসুম বলেছেন: জি ভাল আছে সব কিছু , কেমন আছেন আপনি ? কবিতা পাঠে অনেক ধন্যবাদ।

২৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

এরিস বলেছেন: তোমারে করিতে গ্রহণ যত আয়োজন!! তোমারে করিতে গ্রহণ যত আয়োজন!! তোমারে করিতে গ্রহণ যত আয়োজন!!

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪

আশিক মাসুম বলেছেন: জি সব আয়োজন তাহার জন্যে :)

২৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০১

মিষ্টি মেয়ে বলেছেন: Doko ni iru no? সব ঠিক আছে তো? 8-| 8-|

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬

আশিক মাসুম বলেছেন: বেঁচেই আছি , বিশাল এক ক্যাচালে আছি । কিছুই ঠিক নাই :(

২৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২০

জাকারিয়া মুবিন বলেছেন:
সুন্দর সুন্দর।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭

আশিক মাসুম বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২৭| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। শুভ দুপুর।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭

আশিক মাসুম বলেছেন: শুভ সকাল :)

২৮| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৮

স্পাইসিস্পাই001 বলেছেন: সুন্দর .....++++++++

ধন্যবাদ আশিক ভাই ... ভাল থাকবেন

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯

আশিক মাসুম বলেছেন: আর ভাল থাকা !! গরিবের কপালে ভাল থাকা নাইরে ভাই ।

শুভ কামনা থাকলো।

২৯| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

গ্রাম্যবালিকা বলেছেন: "তোমা চরণে বিসর্জন কবিতার !!" :-*


অঃটঃ ভাইয়া, আমি ব্লগে এক্টিভ না তবে প্রিয় কিছু ব্লগারের লেখা পড়া হয়। আপনাকে দেখিনা তো আজকাল! ভালো আছেন তো? :(

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১

আশিক মাসুম বলেছেন: হুম কেমন যে আছি নিজেও জানিনা। বেচে আছি সেটাই জরুরি খবর ।

অনেক দিন আপনার কন পোস্ট পাইনি !!
ভালো থাকবেন ।

৩০| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

লাবনী আক্তার বলেছেন: উর্মি এই কবিতা শুনার পর আর ফিরায়ে দিতে পারবেনা। শব্দগুলো দারুন লেগেছে। চমত্‍কার কবিতা।

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯

আশিক মাসুম বলেছেন: হয়তো, কিন্তু সে কি শুনবে কোন দিন।

৩১| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো।
অনেক সুন্দর একটা কবিতা। মন ছুঁয়ে গেল।
লেখায় +++++

ভাল থাকবেন .....শুভকামনা রইলো.

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০

আশিক মাসুম বলেছেন: আপ্নিও ভাল থাকবেন আপু।

৩২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো।
অনেক সুন্দর একটা কবিতা। মন ছুঁয়ে গেল।
লেখায় +++++

ভাল থাকবেন .....শুভকামনা রইলো.

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০

আশিক মাসুম বলেছেন: শুভ কামনা আপনার জন্যেও

৩৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৩

সুপান্থ সুরাহী বলেছেন:
চমৎকার এবং সুন্দরম...

+++

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ।

৩৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬

মিষ্টি মেয়ে বলেছেন: ওহ্ শুনে খারাপ লাগলো। আশা করি ক্যাচাল যেন কেটে যায় খুব শীঘ্রই।
শুভ কামনা থাকলো। ভালো থাকুন।

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

আশিক মাসুম বলেছেন: হুম শুভ কামনার জন্য ধন্যবাদ।

৩৫| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯

আমি বাঁধনহারা বলেছেন:



ভালো লাগলো:+++++++++++



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭

আশিক মাসুম বলেছেন: জি ম্নে রেখেছি ।

৩৬| ০৮ ই মে, ২০১৩ সকাল ১১:১৩

জলপরী১৮ বলেছেন: আজ চতুর্দশী , হিয়ায় হিয়ায় তিথি
তমসায় নিশীথ অপরূপ লগন আবীরে
জ্বলজ্বলে শশী বানের মধু তিমিরে
পাগল পারা মম প্রান তব হায়
হয়েছিনু নিশাচর কুহেলিকায়!!


বীথিকার শীতল ছায়ার মাদুর বিছায়ে
এলো পবনে ছড়ায়ে পুস্পিতা সুভাষ
পুকুর পারে জোনাক বাতির ঝাড়
আর ঝিঁঝিঁ পোকাদের বেহাল সুর
তোমারে করিতে গ্রহণ যত আয়োজন!!

ওগো কবি রানী , বিজয়িনী প্রতিমা
মোর যা কিছু আপনার অধিকার
তোমা চরণে বিসর্জন কবিতার
তব তোমার তেষ্টায় প্রান যায় ,
প্রিয়া মম ফিরায়ে দিওনা হায়!!


কোন লাইনটা রেখে কোনটাকে বলি অন্নেক ভালো হয়েছে!!!!!!!!!!!!!!!!!

সমস্তটাই অসাধারন লিখেছেন ভাইয়াটা!!!!!

০৮ ই মে, ২০১৩ দুপুর ১:১০

আশিক মাসুম বলেছেন: পরিকে অনন্ত শুভ কামনা। অনেক ভালো থাকুক আপুটা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.