নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
বৃষ্টি শেষে হিম বাতাসে শিহরিত তোমার শরীর
আনমনা ভেজা চুলের চুঁইয়ে পড়া পানি
কষ্ট প্রহরে চোখের কাজল ধোয়া কান্নার জল
কিংবা তোমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখা চিকন সুতোর শাড়ি
কোমল হাতে রঙ্গিন কাঁচের চুড়ির মৃদু শব্দ আর
কানের বালী অথবা নাকফুলের গভীরে জমে থাকা বিন্দু বিন্দু ঘামের দানা
তোমার দেহের ভাঁজে ভাঁজে মিশে থাকা চেনা সুবাসে
আমার ধমনীতে যেন বেঁচে থাকা তোমার স্পন্দন।
তোমার চোখের কৃষ্ণকলিতে আমার দৃষ্টির উর্ণোজাল
তোমার প্রজাপতি ভাবনায় আমার ঘাসফড়িংয়ের জীবন,
মৃত্তিকার মমতা ভেদ করে উঠে আসা ছোট্ট ভ্রুনের মত করে
তোমার আমার আমাদের প্রাণে শ্বেতজবার পাপড়ির মত ভীষণ রকম কোমল
যেন ভালোবাসার পূঞ্জীভুত রেনুকামালা
তোমার না বলা কথার অন্তরালে আমার শব্দের আবর্তন আর
তোমার দীর্ঘশ্বাসে মিশে যাওয়া আমার অবরুদ্ধ হুঙ্কার।
তোমার হাসিতে আমার সুখ হয়ে ফেরা নদীর মত
তোমার চুমুতে আমার বৃষ্টি ধোয়া চন্দ্রিমার অনুভূতি,
পাশাপাশি খুব গহীনে জীবনের চুলচেরা হিসেব
যেন আজ প্রেমের নগরীতে তোমার আমার বেঁচে থাকা
একটি শরীর হয়ে।
উৎসর্গঃ তোমাকে ।
০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৩২
আশিক মাসুম বলেছেন: ইনশাল্লাহ দাওয়াত পাবেন ভাই।
২| ০১ লা জুন, ২০১৩ ভোর ৪:৪৬
যোগী বলেছেন:
এই ব্লগে আপনার লেখা কবিতা আমারমত সাহিত্য নির্বোধের ভাললাগে-
এর দুইটা কারন হতে পারে, এক মেন্টালিটির মিল, দুই আপনি মিয়া ভাল লেখক না।
০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৩৪
আশিক মাসুম বলেছেন: হাহাহাহা ভাই ২টাই সত্যি ।
জয় যোগীর জয়
৩| ০১ লা জুন, ২০১৩ ভোর ৬:৪৬
কালোপরী বলেছেন:
০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৩৪
আশিক মাসুম বলেছেন: :!>
৪| ০১ লা জুন, ২০১৩ সকাল ৮:৩৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো
০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৩৫
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপু, শুভ কামনা আপনার জন্য।
৫| ০১ লা জুন, ২০১৩ সকাল ১০:৩০
*কুনোব্যাঙ* বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ ! চমতকার ।
ছবি দেখলাম কিন্তু দাওয়াত পাইলাম না !!!
০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৩৯
আশিক মাসুম বলেছেন: ওরে নারে !! কি শুরু করলেন মিয়া টাইম হলে দাওয়াত বাসায় চলে যাবে
৬| ০১ লা জুন, ২০১৩ সকাল ১০:৪৫
গ্রাম্যবালিকা বলেছেন: আমাকে উত্সর্গ করার জন্য ধন্যবাদ!
কবিতাটাও কি আমাকে নিয়ে লিখা ?
০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৪১
আশিক মাসুম বলেছেন: হ সেরামি লাইগছে, পাগলের সুখ মনে মনে কাগজ কুরায় টাকা গুনে।
৭| ০১ লা জুন, ২০১৩ সকাল ১১:০৯
বাংলার হাসান বলেছেন: হুমম, লুকোচুরি লুকোচুরির গন্ধ পাচ্ছি।
০১ লা জুন, ২০১৩ দুপুর ২:২৭
আশিক মাসুম বলেছেন: লুকোচুরি ছাড়া পিরিতি জমেনা ভাই।
৮| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: একটি অস্থির প্রযোজনা !
০১ লা জুন, ২০১৩ দুপুর ২:২৯
আশিক মাসুম বলেছেন: নির্মল স্বপ্ন সত্যি হয়ে আসুক স্বপ্নবাজ আত্মায়।
৯| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১:০৪
অপর্ণা মম্ময় বলেছেন: ইশ তোমাকে নিয়া কত্ত প্রশংসা করে কবিতা লেখা হইল । আপচুচ ! কোনোদিন এমন পাইনাই
শুভকামনা রইলো ভাই আপনার জন্য আর সেই ' তোমার ' জন্য
০১ লা জুন, ২০১৩ দুপুর ২:৩১
আশিক মাসুম বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর সুভেচ্ছা ।
ওকে আফসুস মুছে ফেলুন আপনাকে নিয়েও লিখব একদিন কোন এক প্রেমের কবিতা।
১০| ০১ লা জুন, ২০১৩ দুপুর ২:১৭
s r jony বলেছেন:
দাওয়াতের আশায় এখুনি নিয়মিত ৩বার দাত ব্রাশ করতাছি।
লেখায় +++++++++++++
০১ লা জুন, ২০১৩ দুপুর ২:৩২
আশিক মাসুম বলেছেন: হাহহা যার বিয়ে তার খবর নাই !!
আপনার দাঁত ব্রাশ সার্থক হোক।
১১| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
মাসের প্রথম দিনই ফাটিয়ে দিলা ভাই।
০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:০৩
আশিক মাসুম বলেছেন: আপনাদের দোয়া ভাই।
১২| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন: টাকা কাগজ দিয়েই বানায়!
০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:০৫
আশিক মাসুম বলেছেন: তাও ঠিক ভালো পয়েন্ট। চাল দিয়ে ভাত হয় তাহলে ভাত না খেয়ে চাল খান তরকারি মাখিয়ে।
১৩| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:০০
কালোপরী বলেছেন: দাওয়াত না দিয়েই ঘটনা ঘটাইলেন
০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:০৫
আশিক মাসুম বলেছেন: হাহাহা দাওয়াত দিয়ে কেও পালায় না।
১৪| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:৫৮
শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর কাব্য... ভালো লাগল
০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:২৪
আশিক মাসুম বলেছেন: শুকনো পাতার মর্মর শব্দ ভালো লাগে. ভালো থাকবেন সবসময়
১৫| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:২৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো ভালোবাসার কাব্য।
০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:২৭
আশিক মাসুম বলেছেন: আধা কেজি ভালবাসা দিয়ে দিলাম আপনাকে
১৬| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন:
তোমার হাসিতে আমার সুখ হয়ে ফেরা নদীর মত
তোমার চুমুতে আমার বৃষ্টি ধোয়া চন্দ্রিমার অনুভূতি,
পাশাপাশি খুব গহীনে জীবনের চুলচেরা হিসেব
যেন আজ প্রেমের নগরীতে তোমার আমার বেঁচে থাকা
একটি শরীর হয়ে।
সুন্দর! অনেক ভাল লাগা রেখে যাচ্ছি!
০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:৩০
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ কবি সাহেব
১৭| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:৪৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: চমৎকার!!!
ছবিটা দেইখা তো যা বোঝার বুঝলাম! ট্রিট কৈ?!
০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:৩৫
আশিক মাসুম বলেছেন: ভাবছি ছবিটা সরিয়ে দিব. ছবি নিয়ে সবার এত জল্পনা কল্পনা দেখে কনফিউজড হয়ে গেলাম. জোদিও ট্রিট দেবার মত কিছু হয়নি, তবু দিব কবে আসবেন বলেন?!
১৮| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:৪৯
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: উফফফ!!!!!
চ্রম রোমান্টিক
প্লাস লন
০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:৩৮
আশিক মাসুম বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ , ভালো থাকবেন সবসময়
১৯| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:৫৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: তোমার প্রজাপতি ভাবনায় আমার ঘাসফড়িংয়ের জীবন -
অনেক অনেক শুভ কামনা মিতা
০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:৪২
আশিক মাসুম বলেছেন: এই না হলে মিতা! লিখার পর লাইনটা আমারও খুব ভালো লেগেছে, মনে হয়েছে পুরো কবিতা না লিখে শুধু এই লাইনটা লিখলেই হত!
২০| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:০৫
বটবৃক্ষ~ বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: একটি অস্থির প্রযোজনা ! সত্যিই!! মাথা নষ্ট করা.....!
আমি জানতাম তুমি আমাকেই উৎসর্গ করবে!
০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:৪৭
আশিক মাসুম বলেছেন: মাথা নষ্ট হবার কিছু নেই.
তোমাকে ছাড়া আর কাকে উত্সর্গ করব !
২১| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:১৩
তারছেড়া লিমন বলেছেন: তোমার চুমুতে আমার বৃষ্টি ধোয়া চন্দ্রিমার অনুভূতি, এই অনুভূতি ডা আইজ ও পাইলাম না...........বড়ই আপচুচ..............তয় কবিতায় ভালবাসা রইল।
০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:৫২
আশিক মাসুম বলেছেন: বেশি আফসুস করবেন না, তাহলে সারাজীবনেও এই অনুভুতি পাওয়ার সম্ভাবনা দেখি না. দোয়া করি চুমু আর অনুভুতির বর্ষণ হোক আপনার উপর.
২২| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:৫৬
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই, আপনার জন্য শুভকামনা থাকলো
২৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৪৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: উৎসর্গের এই তুমি টা কে?
০৩ রা জুন, ২০১৩ রাত ৯:০৫
আশিক মাসুম বলেছেন: উৎসর্গের এই তুমি টা তুমি, আর কে!
তুমি বলতে এখানে আপনাকে বোঝানো হয়নি, বিশেষ কোন তুমি কে বুঝানো হয়েছে।
২৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৪৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ তো!
০৩ রা জুন, ২০১৩ রাত ৯:১০
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে
২৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৫২
এরিস বলেছেন: তোমার না বলা কথার অন্তরালে আমার শব্দের আবর্তন আর
তোমার দীর্ঘশ্বাসে মিশে যাওয়া আমার অবরুদ্ধ হুঙ্কার। অসাধারণ কথা। কবিতায় তোমাকে, তোমার , শব্দগুলো যতবার ব্যবহৃত হয়েছে, যে কোন পাঠক, ছেলে কিংবা মেয়ে মনে করতেই পারে, হ্যাঁ , আমাকে নিয়েই লেখা। প্রত্যেকটা কথা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে "তোমাকে, তোমাকে, তোমাকে"। অনেক অনেক ভালোলাগা জানবেন। উৎসর্গটা সুন্দর ছিল। শুভকামনা।
০৩ রা জুন, ২০১৩ রাত ৯:১৬
আশিক মাসুম বলেছেন: অসাধারন উপলব্ধি, আপনার কমেন্টের অপেক্ষায় থাকি।
আমার মনে হয় এবারের সেরা কমেন্টদাতা আপনিই হবেন।
২৬| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
তোমার প্রজাপতি ভাবনায় আমার ঘাসফড়িংয়ের জীবন -
++++++++
০৩ রা জুন, ২০১৩ রাত ৯:২৩
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ জানিবেন। অনেক শুভকামনা থাকলো।
২৭| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:২৩
একজন আরমান বলেছেন:
আমার পড়া আপনার লেখা একটি সেরা কবিতা।
দুর্দান্ত মাসুম ভাই।
০৩ রা জুন, ২০১৩ রাত ৯:২৪
আশিক মাসুম বলেছেন: কমেন্টের জন্য অনেক ধন্যবাদ ভাই। কেমন আছেন?
২৮| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:২৬
মামুন রশিদ বলেছেন: 'তোমাকে'র ভক্ত হয়ে গেলাম । যারে নিয়া এত সুন্দর কবিতা লেখা হয়, তার ফ্যান না হয়ে পারলাম না
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:৩৮
আশিক মাসুম বলেছেন: হাহাহা দোয়া করেন ভাবছি একদিন "তোমাকে" কে সবার সামনে নিয়ে আসব
২৯| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:৫৬
ফারজানা শিরিন বলেছেন: ' তোমাকে'' কে নিয়ে মাসুম ভাইয়া সারাজীবন প্রেমনগরে থাকুক এই কামনা ।
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:৩৯
আশিক মাসুম বলেছেন: দোয়া নাকি বদদোয়া ঠিক বুঝলাম্না
শুভ কামনা আপনার জন্য।
৩০| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার মুগ্ধ হবার মতই কবিতা।
শুভকামনা কবি!!
০৫ ই জুন, ২০১৩ রাত ১:৪৭
আশিক মাসুম বলেছেন: আপনাকেও অনেক শুভ কামনা।
৩১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৫৫
গ্রাম্যবালিকা বলেছেন:
ফারজানা শিরিন বলেছেন: ' তোমাকে'' কে নিয়ে মাসুম ভাইয়া সারাজীবন প্রেমনগরে থাকুক এই কামনা ।
ভালোত, ভালনা?!
০৫ ই জুন, ২০১৩ রাত ১:৪৮
আশিক মাসুম বলেছেন: হ পুরাই ভালো।
৩২| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:৫০
একজন আরমান বলেছেন:
বেঁচে আছি ভাই।
আপনার দেখা নাই অনেক দিন।
০৫ ই জুন, ২০১৩ রাত ৩:১৬
আশিক মাসুম বলেছেন: খুব ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি ।
৩৩| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:২৮
ফারজানা শিরিন বলেছেন: এই 'তোমাকে' সম্বোধন করা আপুটা কি ব্লগ পড়েন না ??? সে যদি দেখে আপনি দোয়া আর বদদোয়ার তফাৎ বুইঝা ফালাইছেন তাহলে সতি্য বদ কিছমত সামনে ।
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:১২
আশিক মাসুম বলেছেন: হায়রে, সে দেখলেও বদ না দেখলেও বদ, পুরাই একটা ফাউল কিসমত নিয়া দুনিয়ায় আসছি
৩৪| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:২৬
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: একটু বেশিই রোমান্টিক। কষ্ট পাইছি । কেন যে চোখটা আটকাইলো এই কবিতায় । কবিতা পড়েই তো ডাবল হয়ে যেতে মনে চায় । । +++
০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৭
আশিক মাসুম বলেছেন: বুঝলাম আপনি সিঙ্গেল, মাথায় রাখলাম
দোয়া করি ডাবল হয়েজান
আশিকের ব্লগে স্বাগতম।
৩৫| ০৬ ই জুন, ২০১৩ রাত ৩:০৬
ভিয়েনাস বলেছেন: একটি অসাধারন রোমান্টিক কবিতা ......
যার তরে লেখা সে কি জেনেছে কবিতার কথা
০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৯
আশিক মাসুম বলেছেন: সে যে কোথায় !! রোমান্টিকতার কোন দামি দিলনা।
৩৬| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৯
অদৃশ্য বলেছেন:
মাসুম ভাই
বেশ হয়েছে লিখাটি...
শুভকামনা...
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৭
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, ভালথাকবেন সব সময়।
৩৭| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ভাই অন্যকিছু দোয়া করেন । যেমন, "দোয়া করি, আজীবন সিঙ্গেল থাকুন।" কত কষ্ট করে সিঙ্গেল আছি জানলে আপনি এই দোয়া দিতেন না।
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৮
আশিক মাসুম বলেছেন: মানুষ একা থাকতে পারে না!!
খেয়াল কইরা।
৩৮| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:১০
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: একা থাকব কেন? আমার মা'র সাথে থাকব। আর যদি কখনও একা হয়ে যাই একটা বাচ্চা পালক নিব। । খুব ভালো দিন কাটবে।
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:২১
আশিক মাসুম বলেছেন: আইচ্ছা ফি আমানিল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুন।
তয় যারা এমন কথা বলে তারা বার বার ডাবল হয়
এটা আমার কথা না কিন্তু।
©somewhere in net ltd.
১| ০১ লা জুন, ২০১৩ রাত ২:০৫
ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ ! চমতকার ।
ছবি দেখলাম কিন্তু দাওয়াত পাইলাম না !!!