নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
ব্যস্ততা আমাকে দেয়না অবসর...............তাই বলে আমাকে ভেবনা স্বার্থপর!! ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় এই গানটা শুনতাম , যদিও গানের মানেটা বরাবরি এন্টেনায় ক্যাচ করতো না। এখন হারে হারে টের পাচ্ছি ব্যস্ততা কাকে বলে, কত প্রকার এবং কি কি । ব্লগারদের দর্শন নিয়ে আমার নিয়মিত প্রচেষ্টা খেই হারিয়ে ফেলেছে।
"প্রেমের শরীরে বিরহী অর্চনা
যেন তৃষ্ণা লগনে এক ফোটা জল কনা,
এলো পবনে হায় কি ব্যাথার যন্ত্রনা
নশ্বর জীবন প্রয়াণে মন্ত্রণা!! "
এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো প্রেম ও জীবন দর্শন!! কোন রকমের বিশ্লেষণে না গিয়ে আপনাদের হাতেই ছেরে দিলাম ।।
১) গ্রাম্যবালিকাঃ (বাস্তবতাও সুন্দর)
পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী
২) অপ্সরাঃ
যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান,
তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!
৩) কালোপরীঃ
নিঃসঙ্গতার অমাবস্যায় বিদীর্ণ হৃদয়হীনার রক্তগোলাপ ।
৪) অপর্ণা মম্ময়ঃ (জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই)
চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।
৫) প্লিওসিন অথবা গ্লসিয়াঃ( সেই গোলাপ, যে ভালোবেসে পাখি হতে চেয়েছিলো!)
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
৬) জীবনানন্দদাশের ছায়াঃ
অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা...
৭) সমীর চন্দ্র হালদারঃ
তোমারে বন্দনা করি স্বপ্ন-সহচরী লো আমার অনাগত প্রিয়া, আমার পাওয়ার বুকে না-পাওয়ারতৃষ্ণা-জাগানিয়া! তোমারে বন্দনা করি…. হে আমার মানস-রঙ্গিণী, অনন্ত-যৌবনা বালা, চিরন্তনবাসনা-সঙ্গিনী!
৮) লক্ষ্যহীনঃ
গন্তব্যহীন যাত্রা, লক্ষ্যের সন্ধানে ছুটছি , মায়া, ভালবাসা আর বাস্তবতার বন্দরে নৌকা ভিড়াই কিন্তু লক্ষ্যের দেখা পাইনা, আবারো ছুটে চলি দিক হারা নাবিকের মত ------চলার পথে ছায়া হয়ে থাকে মানুষের অপার মমতা আর ভালবাসা।
৯) নভেলঃ (ঝাপসা লাগে সুখের স্মৃতিগুলো )
আমার ভেতর আমি নামি, বুকের ভেতর শুন্যতা ছাড়া আর কিছু খুঁজে পাই না।
১০) কাল্পনিক_ভালোবাসাঃ (আমি একাই পৃথিবী।)
আমি স্বপ্ন দেখতে ভালবাসি।
আমার মধ্যে বাস করে নানাবিধ স্বপ্ন।
আমি স্বপ্ন দেখি স্বপ্ন পুরনের, যে স্বপ্ন এ দূর হয়ে যাবে
সকল গ্লানি , সকল জরা।
আমার একটা কাল্পনিক পৃথিবী আছে। সে পৃথিবীতে শুধু তুমি আর তোমার রাজত্ত।
আমার সেই কাল্পনিক পৃথিবী ছেড়ে বাস্তব এর পৃথিবীতে আসতে ইচ্ছা করে না।
কিন্তু ইদানিং তোমাকে কল্পনার পৃথিবীতেও পাওয়া যাচ্ছে না।
১১) নিশাচর ভবঘুরেঃ (দেখে যাও, আমি ভালোই আছি)
"তোমার খাতার প্রথম পাতায়
এঁকে দিলাম আলপনা
আমার ছবি কইবে কথা
যখন আমি থাকবোনা।"
-সংগ্রহিত
১২) রহস্যময়ী কন্যাঃ
'কিছুটা তো চাই– হোক ভুল হোক মিথ্যে প্রবোধ,
অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই
কিছুটা তো চাই, কিছুটা তো চাই...'
১৩) একজন ঘূণপোকাঃ
ক্ষেতা পুড়ি তোর ভালবাসার- ফিরিয়ে দে আগের সহজ জীবন আমার।।
১২) কবির চৌধুরীঃ
"হায়রে হৃদয় - তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু
পথ - প্রান্তে ফেলে যেতে হয়।"
১৩) কাউসার রুশোঃ
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
সচ্চরিত্র ফুল আমি যত বাগানের মোড়ে লিখতে যাই, দেখি
আমার কলম খুলে পড়ে যায় বিষ পিঁপড়ে, বিষের পুতুল !
১৪) ফ্রাস্ট্রেটেডঃ
এইসব দৃশ্য আজহারের গোপন দর্পণের উল্টোপাশের প্রলেপ।
১৫) নাফিস ইফতেখারঃ
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...
১৬) মাহমুদা সোনিয়াঃ
"জীবন একটাই যদি হেরে যাই বাঁচব না; আর
যদি বেঁচে থাকি তবে কখনোই হারব না,
সৃষ্টি করে যাব কবিতার মত সুন্দর এক জনপদ____ "
১৭) সবাকঃ
পৃথিবীর সব পাখির বাপের বাড়ি গ্রামে হয়। যে গ্রামে ঘাসফুল নেই, পাখিরা সে গ্রাম ছেড়ে চলে যায়।
১৮) মোহাম্মদ ইয়াসিনঃ
চারপাশে যখন সীমাহীন শূন্যতা, ভেঙ্গে পড়োনা বন্ধু। একাই বাচতে শিখ..একাই বাচতে হবে।
১৯) সাবরিনা সিরাজী তিতিরঃ
আমার বৃষ্টি আমার থাক
রোদ্দুরগুলো তোমার ।
২০) মুহম্মদ ফজলুল করিমঃ ( নিয়তির মত নির্ভুল হয়ে ...)
বুকে জমা ---- দীর্ঘশ্বাস কারাগারের গরাদে মাথা কুটে মরা আমার বাক স্বাধীনতা । শোষকের ভয়ে বিনীত- কাপুরুষের মতো -- জীবন যুদ্ধে পরাজিত আমরা।
২১) হ্যারি সেলডনঃ ( অধ্যাপক নরাধম!একজন খাঁটি ভন্ড! )
কেন তুমি তরকারী বঁটি দিয়ে কুটবে
কেন তুমি দশটায় অফিসেতে ছুটবে
কেন তুমি ডালে দেবে আটখানা লংকাই
সব্বাই করে বলে সব্বাই করে তাই।
২২) ফারুক ওয়াসিফঃ
হাঁটা পথে আমরা এসেছি তোমার কিনারে হে সভ্যতা। আমরা সাত ভাই চম্পা মাতৃকাচিহ্ন কপালে দঁড়িয়েছি এসে _এই বিপাকে, পরিণামে। আমরা কথা বলি আর আমাদের মা আজো লতাপাতা খায়।
২৩) সুরঞ্জনাঃ
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে---
তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে।
ছায়ার মতন মিলায় ধরণী,
কূল নাহি পায় আশার তরণী,
মানস প্রতিমা ভাসিয়া বেরায় আকাশে।
কিছু বাঁধা পড়িল না কেবলই বাসনা-বাঁধনে।
কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর-সাধনে।
আপনার মনে বসিয়া একেলা
অনলশিখায় কী করিনু খেলা,
দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে।।
২৪) সোনাবীজ; অথবা ধুলোবালিছাইঃ
*****
আমি আমার মতো করে বলে দিয়েছি,
তুমি তোমার মতো করেই বুঝে নাও।
*****
চাটুকারিতা আর মিথ্যাবাদিতা সমার্থক।
২৫) আরাফাত৫২৯ঃ
দূর থেকে দূরে, আরো বহুদূর.........
চলে যেতে হয়, কত স্মৃতির ছায়ায়,
এই রোদ্দুরের নীচে, নীল সবুজের খেলাঘরে
জীবন মেতে থাকে কত নিয়মের প্রতীক্ষায়...
আগের পর্ব গুলু যারা মিস করেছেন তাদের জন্যঃ
৬ষ্ঠ পর্ব
৫ম পর্ব
৪র্থ পর্ব
৩য় পর্ব
২য় পর্ব
১ম পর্ব
পুনশ্চঃ স্বল্প পরিসরে করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:০২
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন সব সময়।
২| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সবাক আর জীবনানন্দদাশের ছায়া এইদুইজনেরটা চমৎকার লাগছে বেশি !
ধন্যবাদ , পরিশ্রমের জন্য!
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:০২
আশিক মাসুম বলেছেন: আপনাকেও ধন্যবাদ ব্রো ।
৩| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৪
নীরব 009 বলেছেন: ভাল লেগেছে।
১ম ভাল লাগা
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:০২
আশিক মাসুম বলেছেন: শুভ কামনা আপনার জন্য।
৪| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৬
যোগী বলেছেন:
কারো কারো প্রফাইলে লেখা কথা সত্যই চমকপ্রদ। অনেকের কথা নিয়েতো অনেক্ষন ভাবতে হয়।
ব্লগে আপনাকেই দেখলাম একজন কবি হয়েও সাধারনেরমত আচরন করেন।
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:০৯
আশিক মাসুম বলেছেন: যোগী আপনাকে অনেক ভালো লাগে, আমি কবি না ভাই। যা লিখি সেটা কবিতা না, পাগলের প্রলাপ বলতে পারেন
সাধারন হয়েই বেঁচে থাকতে চাই, সবার না আপনাদের মত কিছু ভাল মানুষের মনে ঠাই পেলেই খুশী ।
৫| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:০০
লিঙ্কনহুসাইন বলেছেন: হুম ভালো লাগলো ++++
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:১০
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ জানবেন লিঙ্কন ভাই।
৬| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
চালিয়ে যাও ++++++++++++++++
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:১৫
আশিক মাসুম বলেছেন: ভাই সময় আমারে ঘোড়া দৌড় দৌড়াচ্ছে
অস্থির অবস্থা ।
৭| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:১৭
s r jony বলেছেন:
বাহ, সুন্দর আইডিয়া।
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:২৩
আশিক মাসুম বলেছেন: জয় আগুন পাগ্লার জয়
৮| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
পোস্টে মাইনাস ------
আমি নাই কেন
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৫
আশিক মাসুম বলেছেন: ঐ মিয়া মাইনাস দিয়েন্না এটা ৭ম পর্ব শেষ পর্ব না, আপনার টা নাই পরের পর্বে থাকবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি ।
৯| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:২০
চোর - ডাকাইত বলেছেন: সুন্দর পোষ্ট
++
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৮
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
পুনশ্চঃ দেশটা চোর- ডাকাতে বইরা গেলো
১০| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:২৭
এসএমফারুক৮৮ বলেছেন: গুড পোষ্ট। +++
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৯
আশিক মাসুম বলেছেন: অনেক শুভ কামনা আপনার জন্য।
১১| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৩
লাবনী আক্তার বলেছেন: এতো পরিশ্রমের জন্য আবারো ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল।
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৮
আশিক মাসুম বলেছেন: হাহাহাহা, হুম পরিশ্রম একটু হয়েছে তবে গায়ে লাগেনি। কাজটা করতে আমার ভালো লাগে।
শুভ কামনা আপনার জন্যেও ।
১২| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৫১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: নাইস জব :
০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:০৯
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রো।
১৩| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৭
অপূর্ণ রায়হান বলেছেন: ৬ষ্ঠ ভালোলাগা
++++ বাকি পর্বগুলোও দেখছি
ভালো থাকবেন
০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:১৩
আশিক মাসুম বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে ভাল লাগছে, প্রত্যাশা সব কিছু ঠিক আছে।
অনেক শুভ কামনা থাকলো আপনার জন্য।
১৪| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:১২
বোকামন বলেছেন:
কৃতজ্ঞতা ভাই আশিক মাসুম !
ব্যস্ততায় থাকতে পারাটা খুবই উত্তম।
আশাকরি ভালো আছেন
শুভকামনা জানবেন।
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৯
আশিক মাসুম বলেছেন: কৃতজ্ঞতা তো ভাইয়া আপনাদের কাছে,আপনারা আছেন বলেই শত ব্যস্ততায় থাকা সত্ত্বেও ব্লগে আশার চেষ্টা থাকে।
শুভ কামনা আপনার জন্যে ও ।
১৫| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
এই পোস্ট থেকে মাইনাস কোন প্রকারে সরানো হবেনা।
ষষ্ঠ পর্বে গিয়ে দেখেন ।
০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:২১
আশিক মাসুম বলেছেন: মাফ করে দেন ভাই পরের পর্বে ভুলেও ভুল হবেনা।
১৬| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:১০
ফারজানা শিরিন বলেছেন: প্রেম ও জীবন দর্শন !!
০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:২১
আশিক মাসুম বলেছেন: জি !!
১৭| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:১০
সেলিম আনোয়ার বলেছেন: আপনি পাগলের প্রলাপ লিখলেআমি কি লিখি? যাক সুন্দর কথা সংকলন । ভাল হয়েছে।
০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:২২
আশিক মাসুম বলেছেন: ভাই আমি অনেক গুছানু আর সুন্দর লিখেন কোন সন্দেহ নাই।
অনেক শুভ কামনা আপনার জন্য।
১৮| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:১৮
বটবৃক্ষ~ বলেছেন: ক্ষেতা পুড়ি তোর ভালবাসার- ফিরিয়ে দে আগের সহজ জীবন আমার।।
আমার একটা কাল্পনিক পৃথিবী আছে। সে পৃথিবীতে শুধু তুমি আর তোমার রাজত্ত।
আমার সেই কাল্পনিক পৃথিবী ছেড়ে বাস্তব এর পৃথিবীতে আসতে ইচ্ছা করে না।
কিন্তু ইদানিং তোমাকে কল্পনার পৃথিবীতেও পাওয়া যাচ্ছে না।
আপনার পরিশ্রম সার্থক কইরা দিলাম পেলাস দিয়া....যান খুশি???
০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:২৬
আশিক মাসুম বলেছেন: খুশী তবে +++ এর জন্য কষ্ট করিনা আপু, আপনাদের খুশী করার জন্য।
১৯| ০৫ ই জুন, ২০১৩ রাত ৯:০১
স্বপ্নবাজ অভি বলেছেন: চরম ! আমার নতুন নিকের টা পরবর্তী পর্বে চাই !
০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:২৬
আশিক মাসুম বলেছেন: ইনশাল্লাহ।
২০| ০৫ ই জুন, ২০১৩ রাত ১১:৫৫
গ্রাম্যবালিকা বলেছেন: ভূমিকায় লেখা কবিতাটি হৃদয় ছুয়ে গেল.....
এত ব্যস্ততার মাঝেও সবাইকে নিয়ে আপনার এই চিন্তা অবশ্যই প্রশংসার দাবিদার.
শুভকামনা জানবেন নিরন্তর
০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:২৭
আশিক মাসুম বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা আপু, আপনার নিয়মিত পোষ্ট কে খুব মিস করি ।
২১| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:২৭
এক আলোকবর্ষ দূরে বলেছেন: সুন্দর প্রচেষ্টা।
এমন ভাল পদক্ষেপে শুভকামনা রইলো।
ব্লগে আমার কিছু প্রিয় মানুষের নাম দিয়ে গেলাম। চাইলে তাদের বিভিন্ন লেখা আর শিরোনাম একবার পড়ে দেখতে পারেন।
অদৃশ্য,
বাংলাদেশী দালাল,
রাতজাগাপাখি,
শ্রাবণ জল,
তোমার গল্পের মৃত রাজকন্যা,
ফারজানা শিরিন,
বটবৃক্ষ~
০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৩০
আশিক মাসুম বলেছেন: আপনার কমেন্ট এর জন্য অনেক ধন্যবাদ,
সব কয়টা পর্ব দেখলে মনে হয় ২/১ জন বাদে সবাইকে পেয়ে যাবেন।
২২| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর প্রচেষ্টা। এমন কাজ নিয়মিত হোক!! +
০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৩০
আশিক মাসুম বলেছেন: তবে তাই হোক।
২৩| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:২৬
মামুন রশিদ বলেছেন: কতটুকু ভালোবাসা থাকলে দিনের পর দিন ব্লগারদের ব্লগবাড়ি ঘুরে ঘুরে তাদের আত্মদর্শন তুলে আনা যায় ।
হ্যাটস অফ ব্রো..
০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৩২
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই, ভালবাসা একটু আছে বইকি!!
২৪| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৪১
নাজিম-উদ-দৌলা বলেছেন: প্রোফাইলের লেখাগুলো একজন মানুষ সম্পর্কে অনেক কিছু বলে দেয়, ভাল উদ্যোগ!
০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৩
আশিক মাসুম বলেছেন: ঠিক তাই । ধন্যবাদ।
২৫| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৪
দি সুফি বলেছেন: আবারো ++++
০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৪
আশিক মাসুম বলেছেন: দি সুফি ধন্যবাদ জানিবেন।
২৬| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:২৩
অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ! আমাদের প্রতি আপনার ভালোবাসা দেখে খুশি হলাম !
সুপ্রভাত ভাইয়া
০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৫
আশিক মাসুম বলেছেন: শুব সকাল, সারাটা দিন শুভ হোক।
২৭| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
মাফ কইরা দিলাম
পরের পর্বে যেন থাকে খুব খেয়াল কইরা
পোস্টে +++++++
০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৬
আশিক মাসুম বলেছেন: খেয়াল মানে চ্রম খেয়াল হবে।
২৮| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।
একত্রে অনেকের প্রোফাইল বচন পাওয়া গেল।
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৫
আশিক মাসুম বলেছেন: আশ্রাফ ভাই অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার পোষ্ট এ হানা দিতে আসছি।
২৯| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০১
ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু বলেছেন: ১৯) সাবরিনা সিরাজী তিতিরঃ
আমার বৃষ্টি আমার থাক
রোদ্দুরগুলো তোমার
এটাই সবচে ভাল
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৮
আশিক মাসুম বলেছেন: আপনার নিক দেখলেই ডড়াই
হুম কথাটা পড়লেই বুঝা যায় নিঃস্বার্থ ভালবাসা কাকে বলে
শুভেচ্ছা আপনাকে।
৩০| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার।
০৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৬
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ প্রোফেসর সাহেব।
৩১| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:৫৪
ঘুড্ডির পাইলট বলেছেন: সিরিজ টা খুব ভালো লাগছে !!! ভিন্য ধর্মি আর পরিশ্রমের বিষয় ।
০৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৯
আশিক মাসুম বলেছেন: চেষ্টা করছি ভাইয়া।
৩২| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৭:১২
মাসুম আহমদ ১৪ বলেছেন: আবারও পরিশ্রমি পোস্ট - ++
০৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৪০
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ মিতা, ইদানিং আপনার লিখা পাচ্ছি ভাল লাগছে।
৩৩| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার প্রোফাইলের কথাবার্তা তো চেইঞ্জ হয়েছে, আমারটা আপনার আবার দেয়া উচিত
কেমন আছেন?
০৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৯
আশিক মাসুম বলেছেন: OMG! স্বর্ণা আপু তুমি এখনো আছো , আমিতো ভাবলাম হারিয়ে গেছো । কোথাও খুজে পাই না।
আমি ভাল আছি কেমন আছো তুমি। মিস ইউ সিস। ব্লগে নিয়মিত হবা আশা করি।
৩৪| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:২১
সোহাগ সকাল বলেছেন: সিরিজ চলতে থাকুক!
০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৫
আশিক মাসুম বলেছেন: চলুক তবে।
৩৫| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩০
শায়মা বলেছেন:
০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৬
আশিক মাসুম বলেছেন: হাসবানা বলে দিলাম
৩৬| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৪
আরজু পনি বলেছেন:
ইমেজটা দারুণ লাগছে ।
পথভোলা পথিককে আজকেই চিনলাম
০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৭
আশিক মাসুম বলেছেন: হায় হায় শেষ পর্যন্ত ধরা খেয়ে গেলাম, কেম্নে চিনলেন???
৩৭| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৫২
বাংলাদেশী দালাল বলেছেন:
রাতে পুরাটা পড়া হয় নাই তাই মন্তব্য দেই নাই।
সবগুলা পর্ব পড়তে হবে। ছাড়ুন কাজ করছে।
++++++
০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:২৭
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ।
৩৮| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪২
আমি তুমি আমরা বলেছেন: +++
০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:২৮
আশিক মাসুম বলেছেন: থেন্কস!
৩৯| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মাসুম ভাই আপনের পুস্ট গুলা আমার চোখ এড়িয়ে কই যায়??
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৩
আশিক মাসুম বলেছেন: হুম চিন্তার বিষয়, এটা নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হবে।
৪০| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
কালোপরী বলেছেন: শূন্য
লাগে যে বুকের পাঁজর
পাখি
কোথা যাস আমার অগোচর
০৯ ই জুন, ২০১৩ রাত ১:১০
আশিক মাসুম বলেছেন: সুন্দর কাব্য।
ধন্যবাদ আপনাকে।
৪১| ১২ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ২৩) সুরঞ্জনাঃ
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে---
তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে।
ছায়ার মতন মিলায় ধরণী,
কূল নাহি পায় আশার তরণী,
মানস প্রতিমা ভাসিয়া বেরায় আকাশে।
কিছু বাঁধা পড়িল না কেবলই বাসনা-বাঁধনে।
কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর-সাধনে।
আপনার মনে বসিয়া একেলা
অনলশিখায় কী করিনু খেলা,
দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে।।
এটা অনেক ভাল লেহেছে। সবগুলোয় সুন্দর । +++
১২ ই জুন, ২০১৩ সকাল ১০:৫০
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, আশিকের ব্লগবারিতে আপ্নকে স্বাগতম ।
৪২| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++
নাহ... পোস্টটা পড়তে বেশি দেরী হয়ে গেছে।
১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:১০
আশিক মাসুম বলেছেন: হাহা ব্যপার না বস পড়ার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
Excellent!
++++