নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
খশে পরা উল্কার অন্তরে ফসফরাসের নিশ্বাস নিতে নাপারার
আক্ষেপ দেখেছি, আর দেখেছি উরুতে আকা রঙিন ট্যাটু,
তোমার বাহুর গহিন কালো তিলকের ফোটা,
রেটিনায় আচমকা আঁটকে যাওয়া ধুঁয়ার মতো করে
আমার চোখে জালা ধরেছে খুব করে।
তেঁতে উঠা রোদের শরীরে নীল আকাশের মায়ার মত
এখানে সুখ বেঁধেছে বাসা শোঁক হয়ে, এখানে চুর্ন বিচুর্ন
বুকে কষ্ট ছারা আর কিছু নেই অবশিষ্ট ।
কত রাত দিন হয় আর কত দিন রাত, নগ্ন হাতে
এক মুঠো মুহূর্তের বিলাসী আধার নিয়ে
কেটে যায় আমার কান্না ঘন রাতের শূন্যতা
আমার বিভ্রম কাটে না কিছুতেই।
দূরত্ব যেখানে অসীম, চেতনা সেখানে
নিতান্তই নিকটবর্তী কোন মরীচিকাময় অস্তিত্ব।
নোটঃ ১
কেউ হা করে স্নিগ্ধতা গিলে
কেউ নীল হয় কষ্ট মিছিলে।
নোটঃ ২
জীবনটা সোডিয়ামের হলুদ আলোর মত
সবকিছু ফিকে, বিভ্রম কেবল।
নোটঃ ৩
কে যে আসলে সুখি, যে সুখি সেও যানেনা।
০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
আশিক মাসুম বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ইউসুফ ভাই।
২| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১০
সেলিম আনোয়ার বলেছেন: কেউ হা করে স্নিগ্ধতা গিলে
কেউ নীল হয় কষ্ট মিছিলে।
বেশি ভাল লাগলো ।অনেকদিন পর ।প্রিয় কবি সুস্বাগতম।
০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
আশিক মাসুম বলেছেন: সেলিম ভাই ধন্যবাদ, সময় পাচ্ছি না আসলে আজকাল।
৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
মামুন রশিদ বলেছেন: কেউ হা করে স্নিগ্ধতা গিলে
কেউ নীল হয় কষ্ট মিছিলে।
বাহ্! সব গুলোই সুন্দর!
অনেকদিন পর পেলাম । ভাল থাকবেন মাসুম ।
০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
আশিক মাসুম বলেছেন: শুভ কামনা আপনার জন্যে।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
শায়মা বলেছেন: হুম!!!
হুম!!!!
হুম!!!!!!
কেমন আছো ভাইয়া?
আমি ভাবছিলাম কবিতা লেখার সময়ই পাবে না বুঝি আর।
০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
আশিক মাসুম বলেছেন: আছি আলহামদুলিল্লাহ, সময় পাচ্ছি না আসলে। কেবল অনুরুদের দেকি গিলতে গিয়ে পোস্ট দেওয়া।
৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কে যে আসলে সুখি, যে সুখি সেও যানেনা।
সুন্দর কবিতা । কবিকে স্যালুট ।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৪
আশিক মাসুম বলেছেন: its my pleasure broo....
আমি মোটেও কবি না ভাই।
৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন: কবিতা ও নোটগুলো চমৎকার হয়েছে।
+++++++ ভ্রাতা।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪০
আশিক মাসুম বলেছেন: তাই নাকি , ধন্যবাদ থাকলো।
৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩২
মাসুম আহমদ ১৪ বলেছেন: কই আছিলেন বা কই আছেন?
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪২
আশিক মাসুম বলেছেন: ভাই জীবনের নতুন অধ্যায় এ প্রবেস করেছি এখটু না পুরাই ফাপরে আছি।
৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: বিভ্রমের কথোপকথন ভালো লেগেছে কবি।
শুভ রাত্রি।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৩
আশিক মাসুম বলেছেন: হাহাহা কেনো কবি বলে অপমান করেন ভাই , কি সব ছাই পাস লিখি
৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
এক লাইনের কথাগুলো ও দারুন।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৫
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আশ্রাফ ভাই।
১০| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: কতদিন পরে আপনার লেখা পাওয়া গেল! চমৎকার লিখেছেন, নুড়ি কবিতা গুলোও দারুন হয়েছে!
কে যে আসলে সুখি, যে সুখি সেও যানেনা।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬
আশিক মাসুম বলেছেন: খুব পেরায় আছি ভাই ।
ধন্যবাদ জানবেন।
১১| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৫
একজন আরমান বলেছেন:
বিয়ের পর এইসব কি? :-< :-< :-<
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮
আশিক মাসুম বলেছেন: দাদু বিরহ না থাকলে কবিতা হয় না।
জীবন জীবনের যায় গায় আর কবিতা কবিতার যায়গায়।
১২| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০
বটবৃক্ষ~ বলেছেন: কেউ হা করে স্নিগ্ধতা গিলে
কেউ নীল হয় কষ্ট মিছিলে।
অসাধারণ!
ফাইনালি ইউ কেইম ব্যাক!!
কিনতু বিষাদ কেন!!
ভাবিজান কি ঝাড়ি দিসে নাকি!! হিহিহিহিহি
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫০
আশিক মাসুম বলেছেন: ইয়া কাইন্ড অফ ব্যাক
বিষাদ ছারা কবিতা কাউকে টাচ করে না ।
১৩| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩
নাজিম-উদ-দৌলা বলেছেন:
পিকটা তো কনফিউজড করে দিল! কিসের পিক এটা?
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫১
আশিক মাসুম বলেছেন: পিকটা চোখের ত্রিভুজ এর..... চিন্তা করে এর মানে বের করতে হবে।
১৪| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৭
নেক্সাস বলেছেন: দূরত্ব যেখানে অসীম, চেতনা সেখানে
নিতান্তই নিকটবর্তী কোন মরীচিকাময় অস্তিত্ব।
চমৎকার মাসুম ভাই। দূর্দান্ত ফিনিশিং।
আপনি কি আমার ফেবুতে আছেন? কিছু কথা ছিল
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৪
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাদের ভাললাগাই আমার প্রেরনা।
জি আমি আছি আপনার ফ্রেন্ড লিস্টে
এইযে আমি
১৫| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
এই পোস্ট কবে দিলা, আগে দেখি নাই কেন
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৫
আশিক মাসুম বলেছেন: আগে দেখেন্নি তো কি হয়েছে ভাই এখনতো দেখলেন
১৬| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮
বোকামন বলেছেন:
দূরত্ব যেখানে অসীম, চেতনা সেখানে
নিতান্তই নিকটবর্তী কোন মরীচিকাময় অস্তিত্ব।
এবং তিনটি নো্টই বেশ ভালো লাগলো ...
এইতো সুখে আছি বিশ্বাসের সুখ নিয়ে হয়তো জানা যাবে কে সুখি !
শুভকামনা রইলো
ধন্যবাদ।।
“+”
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৩
আশিক মাসুম বলেছেন: সুখের ডেফিনেসন নাহয় নাই করলাম , যেমন আছি সেটাই সুখ ধরে নিলাম।
ভালথাকবেন ভাই।
১৭| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৪
হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর লিখলেন। বেশ ভালো লাগলো। কিছু সমস্যা আছে আকার, ওকার, একার আর চন্দ্রবিন্দুতে। ঠিক করে নিয়েন। শুভেচ্ছা।
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৯
আশিক মাসুম বলেছেন: ভাই মোবাইল থেকে পোস্ট দিয়েছি.....
কম্পিউটারে বসলে ঠিক করেনিবো।
ভাল থাকবেন।
১৮| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
সপ্নাতুর আহসান বলেছেন: দুর্দান্ত পোস্ট। নোটগুলো অসাম।
২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৭
আশিক মাসুম বলেছেন: আপনাকে ধন্যবাদ।
১৯| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯
ভিয়েনাস বলেছেন: কেউ হা করে স্নিগ্ধতা গিলে
কেউ নীল হয় কষ্ট মিছিলে।
ভালো লাগলো ব্রো।
২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৭
আশিক মাসুম বলেছেন: শুভ কামনা থাকলো আপনার জন্য।
২০| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
"দূরত্ব যেখানে অসীম, চেতনা সেখানে
নিতান্তই নিকটবর্তী কোন মরীচিকাময় অস্তিত্ব"
++++.......
২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৭
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২১| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
নোমান নমি বলেছেন: ওয়াও!
২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৭
আশিক মাসুম বলেছেন: থ্যাংকস ।
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১০
আহেমদ ইউসুফ বলেছেন: চমৎকার কবিতা।কবিকে অসংখ্য ধন্যবাদ।